![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের জাতীয় ছাত্র রাজনীতিবিদ মান্নাকেও রাস্ট্রদোহী মামলায় জড়ানো হচ্ছে? সমস্যা হবে, রাস্ট্রদ্রোহী হতে কি কি গুণের দরকার হয়, আমাদের ছাত্র রাজনীতিবিদ সেটুকু নাও জানতে পারে, জীবনে বই হাতে নেয়ার সুযোগ তো হয়নি; আদালতে নেয়ার আগে তাকে হয়তো ড: এমাজুদ্দিনের কাছে কিছুক্ষণ পলিটিক্যাল সায়েন্সের টিউটোরিয়েল ক্লাশ নিতে হবে।
অবশ্য একাটা বিষয় ক্রমেই পরিস্কার হয়ে যাচ্ছে যে, আওয়ামী লীগ না করলে, সব রাজনীতিবিদই রাস্ট্রদ্রোহী হয়ে যেতে পারে। অবশ্য, এটা সমস্যা নাও হতে পারে; কারণ, রাজনীতিবিদ খুঁজে পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে।
টেলিফোনে খুচরা আলাপ করে, মান্না নিশ্চয় সামরিক সরকার নিয়ে আসতে পারার কথা নয়; তা'হলে, সাকা চৌধুরী অনেক আগেই বাংলাদেশে ক্যু করে বসে থাকতো; উনাদের বংশের ১৭ জন বড় অফিসার আছে মিলিটারীতে।
শেখ হাসিনা দেশকে সঠিকভাবে না চালানোতে অনেক সমস্যা হচ্ছে; সেগুলোর সমাধান করা দরকার; নিজের সমস্যাকে উদোর পিন্ডি বানায়ে বুদোর ঘাঁড়ে চাপায়ে গণতন্ত্রের মানসকন্যা হওয়া সম্ভব হবে না।
মান্না যদি কোনরূপ ষড়সন্ত্র করে থাকে, সেগুলোর ইনভেস্টিগেশন হোক; যাকে তাকে ধরে এনে সবচেয়ে বড় ধারায় মামলা করতে থাকলে মানুষ রাজনীতি ছেড়ে কিছু সময় পালাবে; কিন্তু পরে বড় লাঠি হাতে এসে চেয়ার টেবিল সব ভেংগে দিবে।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ চাচ্ছে রাজনীতির মাঠ ছেড়ে সবাই পালাক।
মান্না সামরিক ক্যু ঘটাতে সক্ষম? কে বিশ্বাস করবে?
শেখ হাসিনাকে ভাবতে হবে; উনার বাবা ভাবতেন কম; মনে করতেন, সবই আপনা আপনি হয়ে যায়; শেষে নিজে মরলেন, জাতিকে ভাসায়ে গেলেন।
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:০৯
নগরবালক বলেছেন: যে লোক ভার্সিটির ছাত্র মেরে ফেলার স্বপ্ন দেখে এবং চুশীল এর ভেক ধরে থাকে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হোক
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভার্সিটির ছাত্র মারার কথা বললে, সেটার তদন্ত হোক, বিচার হোক; সেটা কিন্তু রাস্ট্রদ্রোহীর মামলা নয়।
ছাত্রলীগ, শিবির ও ছাত্রদলের কাজই তো ছাত্র মেরে দখল নিয়ে মাফিয়া গিরি করা। তারা রাস্ট্রদ্রোহী মামলায় পড়েছে?
৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:১৩
সচেতনহ্যাপী বলেছেন: অবাক পৃথিবী,অবাক.............!!
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:০২
চাঁদগাজী বলেছেন:
নতুন কেহ যেন রাজনীতির দিকে না যায়, সেই চেস্টা করছে আওয়ামী লীগ, এইচটি ইমাম, ইনু ও মেননরা।
মান্না হলো ২ পয়সার ছাত্র রাজনীতিবিদ, সে আবার বাংলাদেশে ক্যু করাচ্ছে?
৪| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২০
ঢাকাবাসী বলেছেন: ভেড়াকে খেতে হবে নেকড়ের তা অছিলার অভাব আছে!
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ভেঁড়াদের বংশ ধ্বংস করতে গিয়ে, বাংলাদেশে নেকড়েরাও হেরে গেছেন, তার ইতিহাস এখনো কেহ ভুলেনি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: মান্না যদি কোনরূপ ষড়সন্ত্র করে থাকে, সেগুলোর ইনভেস্টিগেশন হোক; যাকে তাকে ধরে এনে সবচেয়ে বড় ধারায় মামলা করতে থাকলে মানুষ রাজনীতি ছেড়ে কিছু সময় পালাবে; কিন্তু পরে বড় লাঠি হাতে এসে চেয়ার টেবিল সব ভেংগে দিবে।
চমৎকার কথা। ধন্যবাদ