নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বাস্হ্যগত কারণে প্রেসিডেন্টের পেনশনে যাওয়া দরকার

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

আমাদের প্রেসিডেন্ট আজকে বোধ হয় লন্ডন গেছেন, চোখ দেখাতে হবে, সার্বিক স্বাস্হ্য পরীক্ষা করাতে হবে। ভারতের ড: আবদুল কালাম কোথায় ডাক্তার দেখাতেন? প্রেসিডেন্টের সম-বয়সী মানুষ ১ কোটী আছেন দেশে, মুক্তিযোদ্ধা আছেন ৭/৮ লাখ, উনারা কোথায় চোখ দেখান, পেট দেখান?



এসব লোক দিয়ে কোনদিন কিছু হয়নি; উনার ৭২ বছর বয়সে, ৫৫ বছর পার্টি করেছেন; আমি বলবো না যে, উনি রাজনীতি করেছেন। কতবার এমপি হয়েছেন, নিজেও ভুলে গেছেন; কেন হয়েছেন নিজেও জানেন না; কোনদিন একটা বিল আনেননি; বিল কাকে বলে তা হয়তো বুঝার চেস্টাও করেননি; বড় গুণ হলো সুবোধ, শেখ হাসিনা সুবোধ লোক খুঁজেন, শুন্যস্হান পুর্ণ করার জন্য।



প্রেসিডেন্টের ক্ষমতা ব্যব হার করে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদেন জন্য একটা হাসপাতাল করলে, উনি ওখানে দিনরাত দেখাতে পারতেন, উনার সম বয়সী লোকজন সামন্য সেবা পেতেন। এসব লোক জন্ম নিয়েছেন নিজের জন্য, কিন্তু পদ দখল করেছেন ১৭ কোটীর, সুবিধা ভোগ করেন ১৭ কোটীর।



দেশে আজ ২ মাস বোমা পড়ছে; উনার কোন ভাবনা দেখেছেন? সমাধান না জানুক, কিন্তু দেশের দলগুলোর সভাপতিদের ডেকে এক বেলা চা খাওয়ায়ে, তাদের সাথে ২ ঘন্টা ব্যয় করা কি সম্ভব ছিলো না? ২ মিনিট করে সবার কথা শুনলে, উনি সবার অবস্হান হলেও বুঝতে পারতেন। কিছু করতে পারে না; আজ পেট খারাপ, সিংপুর; কাল চোখ খারাপ লন্ডন, পরেদিন থাইল্যান্ড; এটা কি প্রেসিডেন্ট ভবন, না রিহ্যাব সেন্টার? বয়স হয়েছে, বিরাট পেনশন নিয়ে একটু আরাম করেন!











মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮

কালের সময় বলেছেন: আমার ছোট একটা প্রশ্ন রাষ্ট্র সরকারের কাছে দেশের সাধারন লোক গুলো কোথায় যাবে চোখ দেখাইতে ?

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


দেশের এ অবস্হায় প্রেসিডেন্টের বলিস্ঠ নিরপেক্ষ ভুমিকার দরকার ছিল।

আওয়ামী লীগ ও বিএনপি'র যুদ্ধ মানুষ নিহত হচ্ছে; মানুষের জন্য পদক্ষেপ নেয়ার দরকার ছিল প্রেসিডেন্টের; উনি কিছু করেননি।

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


দেশের বিরাট সংখ্যক মানুষ চোগের রোগ দেখাতে পারে না; প্রেসিডেন্ট ক্ষমতা-বলে এ ধরণের চিকিৎসা কেন্দ্র করতে পারতেন; উনার সৃজন ক্ষমতা নেই।

২| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

এনামুল রেজা বলেছেন: দেশে আজ ২ মাস বোমা পড়ছে; উনার কোন ভাবনা দেখেছেন? সমাধান না জানুক, কিন্তু দেশের দলগুলোর সভাপতিদের ডেকে এক বেলা চা খাওয়ায়ে, তাদের সাথে ২ ঘন্টা ব্যয় করা কি সম্ভব ছিলো না?

হুম। :(

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


এসব লোক বড় পোস্ট দখল করে; কিন্তু মানুষের জন্য কিছু না করে, নিজের কাজ করে বেড়ায়।

৩| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২

রাজীব দে সরকার বলেছেন:
ভাইজান
একটু ভুল হবে সবাইকে এক পাল্লায় মাপলে

আগের মহামান্য রাষ্ট্রপতিদের তুলনায় হামিদ সাহেব যথেষ্ট মিতব্যায়ী
তিনি রাজনৈতিক ইস্যুতে কি করবেন না করবেন এটা তার ব্যাপার
কিন্তু খরচের ব্যাপারে তাকে বাকি সবার সাথে এক করে ফেললে বোকামিটা আপনার

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



বুদ্ধিমান লোক দেশে একজনই দেখছি।


আগের কারো সাথে তুলনা করার দরকার নেই; প্রতিদিন পৃথিবী এগুচ্ছে। উনার দরকার পেনশনে যাওয়া।

৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮

শেখ মফিজ বলেছেন: প্রেসিডেন্টের সম-বয়সী মানুষ ১ কোটী আছেন দেশে, মুক্তিযোদ্ধা আছেন ৭/৮ লাখ,
কিন্তু দেশে প্রেসিডেন্টে একজনই ।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



প্রেসিডেন্ট ১ জনই থাকে; ১ জন প্রেসিডেন্টের দায়িত্ব আছে ১৭ কোটীর প্রতি; উনি নিজের কাজটাই সারছেন! এটাই সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.