|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশ বিশ্ব ক্রিকিকেটে প্রথমবার কোয়ার্টার ফাইন্যালে স্হান করে নিয়েছে; এটা বড় সাফল্য, খেলোয়াড়দের ও জাতিকে অভিনন্দন। জাতির এই ভয়ংকর সময়ে, এ বিজয় হতাশ ও আতংকিত জাতির জন্য বড় ধরণের উৎসাহ। অনেক ব্লগার অভিনন্দন জানাতে গিয়ে, অকারণে একটা ব্যক্তিগত প্রসংগকে যোগ করে দিচ্ছেন, 'হ্যাপি' নামটাকে যোগ করে দিয়ে; অভিনন্দন হতে হবে পরিস্কার।
কিছু সমস্যা আছে, যেগুলো ব্যক্তিগত ও আইনী সমস্যা এবং স্বচ্চ নয়; সেগুলোকে সামনে টানা, সেগুলোকে সবকিছুর সাথে যোগ করা অবশ্যই ভুল। রুবেল ভালো খেলেছেন, তাঁকে ফোকাস করছেন ব্লগারগণ; কিন্তু তিনি যদি কারো রোষের শিকার হন, যা আদালত অবধি গড়ায়েছে, তাকে সুন্দর অভিনন্দের অংশ করা ভুল মাত্র।
এই ভুলটা ১/২ জন করেননি; বিভিন্ন পোস্ট ও আলোচনায় এ ভুলটা বেশ বড়ভাবে স্হান করে নেয়ায়, এটাতে আমাদের তরুণ সমাজের একটা মানসিকতা ফুটে উঠেছে; সেটা হলো, তাঁরা অনেক কিছুকে সঠিকভাবে ভাবছেন না, এবং আধুনিকতা থেকে পেছনে পড়ে আছেন; তাঁরা ফুলের মাঝে বিষকাঁটা যোগ করে, ফুলের সৌম্যতা নস্ট করছেন।
একজনকে অভিনন্দন দিতে গিয়ে অন্যকে ছোট করা সঠিক নয়; অভিনন্দন হতে হবে সৌম্যতায় ভরা, সেখানে যেন লুপ্ত বিষকাঁটা না থাকে। 
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৪২
০৯ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৪২
চাঁদগাজী বলেছেন: 
অসুবিধা নেই, ধরে নেবো; কিন্তু আমাদের মনকে পরিস্কার করা দরকার; আমরা যেন ফুলের সাথে লুকানো বিষকাঁটা উফার না দেই।
২|  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ৮:৪১
০৯ ই মার্চ, ২০১৫  রাত ৮:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মনে করছি এটা পুরোপুরি যে বলছে তার বলার ধরনের উপর নির্ভর করছে। যেহেতু আজ আনন্দের একটি দিন তো একটু আধটু ফান তো হতেই পারে। সেক্ষেত্রে হ্যাপি শব্দটি ব্যবহারে নয় বরং ব্যবহারের ধরনটা ইম্পর্টেন্ট। সেটা শালীন হওয়া উচিত।
'আজ আমি হ্যাপি' বলাটা ততোটা খারাপ বা তাতে নেগেটিভ কিছু দেখি না।
  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ৮:৫০
০৯ ই মার্চ, ২০১৫  রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন: 
অবশ্যই, মানুষ আনন্দ প্রকাশ করতে পারেন নিজের মতো।
শুধু মনে রাখতে হবে, আনন্দ যেন নির্মল হয়।
৩|  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ৯:১৩
০৯ ই মার্চ, ২০১৫  রাত ৯:১৩
তুফান মেল বলেছেন: জাতিয় ক্রিকেটারের নামে মিথ্যা মামলা করলে এর বেশি আর কি আশা করবেন। জাতিয় নষ্টামি।
  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ৯:২৩
০৯ ই মার্চ, ২০১৫  রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন: 
ক্রিকেট ও ক্রিকেটারেরা সবার থাকুক; কিন্তু ওদের ব্যক্তিগত জীবনও আছে
রুবেলার ব্যাপারটা কোর্টে গেছে; এখন তাকে ফোকাস করতে গিয়ে অসুন্দরকে টানা ভুল মানসিকতা হবে।
৪|  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ১০:০৯
০৯ ই মার্চ, ২০১৫  রাত ১০:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন হতে হবে সৌম্যতায় ভরা,
ভাল বলেছেন।  সহমত।
  ০৯ ই মার্চ, ২০১৫  রাত ১০:২২
০৯ ই মার্চ, ২০১৫  রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন: 
আমাদের নতুন জেনারেশনকে পুরানো মানসিকতাকে পেছনে ফেলে আসতে হবে।
৫|  ১০ ই মার্চ, ২০১৫  রাত ১:১১
১০ ই মার্চ, ২০১৫  রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: একজনকে অভিনন্দন দিতে গিয়ে অন্যকে ছোট করা সঠিক নয়; অভিনন্দন হতে হবে সৌম্যতায় ভরা, সেখানে যেন লুপ্ত বিষকাঁটা না থাকে। ভাল লাগলো কথাক'টি।। ধন্যবাদ।।
  ১০ ই মার্চ, ২০১৫  রাত ১:৫৫
১০ ই মার্চ, ২০১৫  রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন: 
রুবেলকে অভিনন্দন জানাতে সবাই 'হ্যাপী'কে টানছে; মানুষ সুন্দর করে একটা বাক্য বলতে পারছে না কেন?
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৭
০৯ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৭
সেলু বলেছেন: ভালো লিখেছেন তবে হ্যাপির মানে সুখী ধরে নেন তাহলে আর প্রব থাকে না।