![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়গণ জাতিকে খেলাধুলায় এক বিশেষ লেভেলে নিয়েছেন গেছেন, যেখানে জাতির প্রথমবার যাবার সুযোগ পেলো; অভিনন্দন আমাদের খেলোয়াড়দের; সাথে সাথে জাতিকেও অভিনন্দন। জাতির আনন্দ ও গর্ব সহজে অনুমেয়।
টিমের ক্যাপটেন মাশরাফি একটি বড় ধরণের ঘোষণা দিয়েছেন, এই বিজয়কে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। আমি মনে করি, মুক্তিযোদ্ধাদের আজকে খুশী হওয়ার মত দিন, আমাদের নতুন প্রজন্ম তাঁদের আনন্দের দিনে, বিজয়ের দিনে ১৯৭১ সালের বীর প্রজন্মকে সাথী করেছেন।
আমি ঘোষণাটি বেশ আগেই দেখেছিলাম, ভাবছিলাম যে, ব্লগে মুক্তিযোদ্ধা থাকলে ঘোষণাটি নিয়ে পোস্ট দেবেন; কোন পোস্ট আসেনি; ধরে নিচ্ছি, ব্লগে হয়তো কোন মুক্তিযোদ্ধা আর নেই; অথবা থাকলেও খেয়াল করেননি।
যাক, সবচেয়ে কনিস্ঠ মুক্তিযোদ্ধারাও আজ ষাটের কোঠায়; বেংগল রেজিমেন্ট বা ইপিআর'এর সবাই অনেক বয়সী; তাঁরা যদি ঘোষণাটি শোনেন অবশ্যই খুশী হবেন।
আপনার পরিচিত মুক্তিযোদ্ধা থাকলে, খবরটি জানাবেন। মাশরাফিকে অনেক ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি দেশের বর্তমান অবস্হায় সব সাধারণদের মতো মনের দিক থেকে আহত; হয়তো অনেকের চেয়ে একটু বেশী; কারণ, আমি সামান্যভাবে আমার মতো করে সাহায্য করতে ছিলাম, তা ব্যাহত হচ্ছে।
তাই পোস্ট একটু বেশী দিচ্ছি
২| ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৫:০৪
রামন বলেছেন:
আমি কথাগুলো নেতিবাচক দৃষ্টিতে বলি নাই৷ আসলেই আপনার কাছে থেকে বস্তুনিষ্ঠ পোস্ট বেশী বেশী চাই
১০ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
আমি সহজভাবেই নিয়েছি।
এটা ঠিক যে, সাম্প্রতিক সমস্যার কারণে আমি ব্লগ ও মিডিয়া থেকে অনেক কিছু বুঝার চেস্টা করছি।
৩| ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আনন্দের জোয়ারে ভেসে যে বাঙালি মুক্তিযোদ্ধাদের ভুলে যায় না, সে-ইতো প্রকৃত বাঙালি। হ্যাটস অফ ক্যাপ্টেন!
১০ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলো, নতুন প্রজন্ম সঠিকভাবে যোগসুত্র রক্ষা করেছেন।
৪| ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৮
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ক্যাম্পাসে আনন্দের বাঁধভাঙা মিছিল করেছি। তাই ব্লগকে রেস্টে রেখে দিয়েছি
১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২১
চাঁদগাজী বলেছেন:
ভালো, জাতির জন্য সন্মানজনক একটি পাওয়া।
৫| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫
জাফরুল মবীন বলেছেন: মাশরাফি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য কাজ করেছেন। ধন্যবাদ মাশরাফি।
অাপনাকেও ধন্যবাদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরার জন্য।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
মাশরাফি সঠিক কাজ করেছেন, উনার জন্য শুভকামনা।
৬| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১২
হাইপারসনিক বলেছেন: এই পোষ্টটি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ! মুক্তিযুদ্ধা না হয়েও আপনি একটু খেয়াল করলেন.....
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি উল্লেখ করতে চাইনি পোস্টে, আমি মুক্তিযোদ্ধা, 'জেড-ফোর্সের' লোক।
৭| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: আনন্দের জোয়ারে ভেসে যে বাঙালি মুক্তিযোদ্ধাদের ভুলে যায় না, সে-ইতো প্রকৃত বাঙালি। হ্যাটস অফ ক্যাপ্টেন!
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা সবচেয়ে সুন্দর ভাবনার লোক।
৮| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গে ভাল লাগা ।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
অদ্ভুত একটি বাক্য উচ্চারণ করেছেন মাশরাফি।
৯| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: মাশরাফি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য কাজ করেছেন। মাশরাফিকে ধন্যবাদ।
পোস্টটি শেয়ার করার জন্য অাপনাকে ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনাদের কথাগুলো যদি সেদিনের বেংগল রেজিমেন্ট, ইপিআর'ঘণ শোনেন, তাঁরা হয়তো আনন্দের কেঁদে ফেলবেন!
১০| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
সাইলেন্স বলেছেন: মাশরাফি কে অভিনন্দন।
আর আপনাকে ধন্যবাদ চমৎকার এই পোস্টটির জন্য।
মনে হচ্ছে মাশরাফির এই উৎসর্গ কে আপনি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একোনোলেজ করলেন।
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
মন খারাপ হয় যখন দেখি যে, ১৯৭১ সালের বীর পুরুষদের সিংহভাগ কোনদিন একটা কম্প্যুটার ব্যবহারের সুযোগ পাননি; ব্লগে সেই মানুষদের উপস্হিতি নেই।
মাশরাফি সেই বীর পুরুষদের মনে রেখেছেন, নতুন প্রজন্মকে তিনি উজ্বল করেছেন।
১১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪
আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশের যোগ্য অধিনায়ক
১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
মাশরাফি ভালো বাংগালী
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫২
রামন বলেছেন:
আপনি তো ব্লগে অনাবরত পোস্ট দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনার কাছ থেকে এ ধরনের পোস্ট আসবে। এখন আমার অনুমানটি সত্য হল৷
অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে৷