![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পুরো বাংগালী জাতি মনে করে যে, খালেদা জিয়া আর শেখ হাসিনা জাত শত্রু; হয়তো তাই; কিন্তু রাজনীতির বেলায় আলাদা, শেখ হাসিনা রাজনীতিতে খালেদা জিয়াকে সব সময় সহানুভুতির চোখে দেখেন, সব সময় চেস্টা করে আসছেন, খালেদা জিয়া যেন বিএনপি'র কন্ট্রোল না হারান। এই কয়দিন শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে হুশিয়ার করে দিচ্ছেন গ্রেফতারের কথা বলে; সময় দিচ্ছেন ভাবার জন্য; পরোয়ানা কিছুতেই থানা পর্যন্ত পৌঁচছে না এক সপ্তাহে!
শেখ হাসিনা গ্রেনেড আক্রমণকেও ব হন করে চলেছে হৃদয়ের মাঝে; কোন ব্যবস্হা নিচ্ছে না!
২০০১ সালে, জামাতীদের নিয়ে সরকার গঠন করার পর, জাতির বিরাট অংশ ক্ষোভে দু:খে ফেটে পড়েছিল; শেখ হাসিনাও প্রথমে ভয়ানকভাবে আহত হয়েছিলেন; কিন্তু পরে শেখ হাসিনা এ ব্যাপার নিয়ে খালেদা জিয়ার উপর চাপ সৃস্টি করেনি।
২০১৩ সালে, খালেদা জিয়া যেভাবে জামাত-শিবিরের তান্ডবে সাহায্য করেছে, খালেদা জিয়াকে সহজেই রাজনীতি থেকে সরাতে পারতেন শেখ হাসিনা; পুরো আওয়ামী লীগ প্রস্তুত ছিলো; শেখ হাসিনা কিছুই করতে দেয়নি; হাজার ভয় দেখায়েছে, কিন্তু কিছুই করেনি; ২০১৩ সালের তান্ডবের বিচারও চাওয়া হয়নি।
এবার যা ঘটছে, তা জাতির আগামী বছরগুলোকে অনিশ্চিত করে দিচ্ছে; মানুষ মরছে মাছির মত, সম্পদ পুড়ছে প্রতিদিন; এখন সামান্য ধাক্কা দিলেই খালেদা জিয়া রাজনীতির বাইরে থাকবে, এবং জেলখানা ছাড়া কোন যায়গায় স্হান হবে না; কিন্তু শেখ হাসিনা এখনো খালেদা জিয়াকে ভয় দেখায়ে নিরস্ত করার চেস্টা করছে। মার্চের ৪ তারিখেই খালেদা জিয়ার গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল একশত ভাগ, শেখ হাসিনা এখনো সুযোগ দিয়ে যাচ্ছে।
১২ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
শুধু শেখ হাসিনা একা নয়, বাংলাদেশের বেশ কিছু লোক মিলে এ অবস্হার সৃস্টি করে, পুরো দেশ দখল করে, জাতিকে রাজতন্ত্রের প্রজায় পরিণত করেছে।
মনে রাখবেন, শেখ সাহেব চাহেনি যে, শেখ হাসিনা রাজনীতিতে আসুক; মেজর জিয়া শেখ হাসিনার আসার পথ তৈরি করেছিলেন!
২| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩৩
কলাবাগান১ বলেছেন: পতাকা না পুড়িয়ে রেখে দিন, সামনে রাজাকারের গাড়ীতে উড়াতে হবে না!!!
১২ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
পতাকা পোড়ানো যত সহজ হবে, ১৭ কোটীর জন্য একটি আধুনিক দেশ ভাবাও অনেক কঠিন কাজ হবে।
৩| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৪৩
রামন বলেছেন:
কলাবাগান১ বলেছেন: পতাকা না পুড়িয়ে রেখে দিন, সামনে রাজাকারের গাড়ীতে উড়াতে হবে না!!!
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১০
চাঁদগাজী বলেছেন:
যাঁরা এ পতাকা এনেছিলেন ১৯৭১ সালে, তাঁরাও সব কিছু দেখছেন, আশা ছাড়েননি এখনো।
৪| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৪
সাঈফ শেরিফ বলেছেন: সরকারের ভাবগতিক দেখে মনে হয় ১৯৭১ হয়েছিল একটা দলকে ক্ষমতায় আনার জন্য। একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার যুদ্ধ --ব্যস! ভাগ্যিস পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করেনি, তা না হলে আজ স্বাধীন বাংলাদেশ দেখতে হতোনা।
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানের সৃস্ট হয়েছিল সামান্য কিছু মানুষকে রাজা বানানোর জন্য; আমরা সেটা থেকে বের হতে গিয়ে, একই ফাঁদে আঁটকে গেছি।
৫| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৯
তাজ উদ্দীন সুমন বলেছেন: হাসিনা খালেদাকে জেলে ঢুকালে বিএনপির পুরা নিয়ন্ত্রন চলে যাবে তারেক জিয়ার হাতে আর আওয়ামিলীগ খালেদা থেকে তারেক জিয়া কে বেশী ভয় পায়। তারেক জিয়ার হাতে পুরা নিয়ন্ত্রন গেলে প্রথমে বিএনপির কিছু দালাল ছাটায় হয়ে যাবে তার পর ....
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, খালেদা জিয়া জেলে চলে গেলে, তারেক জিয়া মাইনাস হয়ে যাবে।
তারেক জিয়াও শেখ হাসিনার কাছে মাফ চেয়ে হয়তো রাজনীতি করার সুযোগ পাবে।
৬| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৬
নিষ্কর্মা বলেছেন: আপনার কথার সূত্র ধরে বলা যায়, ১৯৭১ সালে ভারত আম্লিগের হাতে পূর্ব পাকিস্তানের দায়িত্ব তুলে দিয়েছিল। এই সব আজগুবি কথাবার্তা বলবেন না। শেখ হাসিনা এখন আছেন খালেদা জিয়ার দয়ার উপরে বেঁচে, এমন ভাবে কেউ ভাবলে আপনি কি করতে পারবেন?
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি কার কথার সুত্র ধরে বলছেন?
আপনি যা বলছেন, আমি সেই রকম কিছু বলিনি।
৭| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫১
সোজা সাপটা বলেছেন: শেখ পরিবারের প্রতি যা একটু ভক্তি ছিলো , হাসিনা আপা আইসা তুইল্লা নিয়া গেছে গা।
ভাই আর ভালো লাগেনা .।এই মহিলাডারে।
এমন কি কোনো মহিলাই সহ্য হইতাছেনা এখন।
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
যারা শুধু শেখ হাসিনাকে দেখেছেন, তারা ভাববেন যে, শেক সাহেব হয়তো ভালো লোক ছিলেন না; আসলে শেখ সাহেব ভালো কিছু করতে চেয়েছিলেন।
৮| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০২
হোসেন মালিক বলেছেন: এত বড় দিলদার হাসিনা আগে তো জানতাম না। বলেন কি ভাই?
ঠিক আছে ভায়া ভালো জোকস ছিল, ভাল্লাগছে।
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
এটা বেশ বড় ধরণের জোকস, বিলিওনিয়ার গড়ার জোকস।
৯| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪
ঢাকাবাসী বলেছেন: হা হা হা
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়ার গ্রেফতার একা শেখ হাসিনা ঠেকায়ে রেখেছেন।
১০| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৮
উল্টা দূরবীন বলেছেন: আমার মনে হয় উহারা সতীন
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
সতীন, তবে পরস্পরের সম্পুরক; উনারা পরস্পরকে সাহায্য করে এতদুর এসেছেন।
১১| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাবনা পইড়া সেই তারুন্যের গঞ্জিকা উৎসবের গাণটা মনে পইড়া গেল....যেখানে গাজারুরা গাইত..
শোন মমিন মুসলমান যত পার গাঞ্জা টান
আখেরাতে সবাই পাইবা গাঞ্জা পাইবা না!
দুই কান্ধে দুই ফেরেশতা লইয়া যাবে গাঞ্জার বস্তা
তোমারে দেখাইয়া খাইব তোমায় দিব না!!!
!!
বলি ইদানিং দাম কি সস্তা হইছে নাকি!!!!!!!!
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
ভাবনাই মানুষকে নিয়ত্রন করে।
কেহ পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছেন; কেহ ভাবনা থেকে শুরু করেন, তারপর, পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছেন; আমি ২য় দলে।
আমার ধারণা, খালেদা জিয়াকে ৪ তারিক গ্রেফতার করলে এতদিনে সমস্যা কোন একদিকে মোড় নিতো; যেদিকেই মোড় নিক না কেন, খালেদা জিয়া আউট হয়ে যেতো; শেখ হাসিনা চাচ্ছে, বিএনপি'র মাথায় খালেদা জিয়াই থাকুক।
১২| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬
প্রামানিক বলেছেন: হাজার হলেও তারা ননদ ভাবী সম্পর্ক নিয়ে বেঁচে আছেন, ইচ্ছা করলেও হৃদয়হীন হতে পারছেন না।
১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
তারা দুজন মিলে অপরাজনীতির খেলা খেলছেন; বাকীরা যোগানদার।
১৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৮
মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী
আপনি অত্যন্ত সুন্দরভাবে পোস্টে তুলে ধরেছেন :: "শেখ হাসিনা কিছুতেই চাচ্ছেন না যে, খালেদা জিয়া কন্ট্রোল হারাক" ............... যেমন :: এখানে ::
"...............সব সময় চেস্টা করে আসছেন, খালেদা জিয়া যেন বিএনপি'র কন্ট্রোল না হারান। "
"সময় দিচ্ছেন ভাবার জন্য; পরোয়ানা কিছুতেই থানা পর্যন্ত পৌঁচছে না এক সপ্তাহে!"
ওখানে ::
"শেখ হাসিনা গ্রেনেড আক্রমণকেও ব হন করে চলেছে হৃদয়ের মাঝে; কোন ব্যবস্হা নিচ্ছে না!"
সেখানে ::
"এ ব্যাপার নিয়ে খালেদা জিয়ার উপর চাপ সৃস্টি করেনি।"
আরেকটু ::
"কিন্তু কিছুই করেনি; ২০১৩ সালের তান্ডবের বিচারও চাওয়া হয়নি।"
আরো বললেন ::
"মার্চের ৪ তারিখেই খালেদা জিয়ার গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল একশত ভাগ, শেখ হাসিনা এখনো সুযোগ দিয়ে যাচ্ছে।"
কিন্তু আপনি কিছুতেই বলছেন না .......... মাননীয় প্রধানমন্ত্রী কেন এমন করছেন ? অনুগ্রহ করে প্রশ্নটির উত্তর দান করে আমাদের মৃদু আলোকিত করে দিন ..............।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়া না থাকলে মানুষের সামনে থাকবেন শুধু শেখ হাসিনা, সবকিছুর জন্য দায়ী হবেন শেখ হাসিনা।
খালেদা বাদ পড়লে তারেকের ভবিষ্যত অনিশ্চিত; তারেক না থাকলে জয়ের রাজনীতি করার সুযোগ আসবে না।
১৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯
রবিউল ৮১ বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ ভোর ৬:১০
সাঈফ শেরিফ বলেছেন: শেখ হাসিনাকে দেখলে যখন মনে হয় বাংলাদেশটা শুধু তার ও তার বাপের সম্পত্তি, তখন বাংলাদেশের পতাকা পুড়িয়ে ফেলতে ইচ্ছা করে।