নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকের সব সমস্যার মুলে বে-আইনী, অসম ও দখলবাজির উন্নয়ন

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আজকে সালাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না; সরকারও তাকে খুঁজছিল গ্রেফতারের জন্য; যদি উনি এ যাত্রা টিকে যান, এবং সামনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, উনি অস্বাভাবিক কোন বড় পদে মন্ত্রী হয়ে যাবেন, ব্যবসা বাণিজ্য দখল করবেন; ভাইবোন, পরিবারের লোকজন বড় বড় ব্যবসা দখল করে বসবে, বড় ধরণের লাইসেন্স, পারমিশনের মালিক হয়ে যাবে।

খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময়, ফালু বাংলাদেশের সবচেয়ে অমায়িক বিলিয়ন ডলারের ব্যবসায়ী, এখন বড় অপরাধী। খালেদা জিয়ার ছেলেরা, ভাইবোনেরা, তাদের ছেলেময়ে সবাই ব্যবসায়ী, সব ধরণের লাইসেন্স, পারমিশনের মালিক; এখন সবাই অপরাধী!

আজ কর্ণেল ফারুক দেশের এনার্জি সেক্টর এককভাবে দখল করে ব্যবসা করছে; কাল খালেদা জিয়া ক্ষমতায় এসে গেলে কর্ণেলকে হয়তো ধরা হবে, সালমান রহমানকে ধরা হবে।

ডান্ডি ডায়িং, কোকো শিপিং লাইন, কেরু এন্ড কোম্পানী, ঢাকা সিরামিক কি উন্নয়নের প্রতীক নয়? এরা কি দেশের জন্য চাকুরীর সৃস্টি করেনি? তা'হলে ফালু, তারেক, কোকো, মামুনের নাম অপরাধীদের লিস্টে কেন? এক সরকারের সময় তারা জাতির হিরো, আরেকে সরকারের সময় তারা অপরাধী, ব্যাপারটা কি?

কর্ণেল ফারুক কি দেশকে ট্যাক্স দিচ্ছে না? সালমান রহমান কি এক্সপোর্ট করে দেশের জন্য হার্ড কারেন্সী আনছে না? অবশ্যই আনছে; তা'হলে তারা খালেদা জিয়ার সরকারকে ভয় পায় কেন?

হ্যাঁ, এরা সবাই দেশের উন্নয়নে অবদান রাখছে; কিন্তু এদের লাইসেন্স, পারমিশন সবকিছুই দলীয় দখলবাজির মাধ্যমে এসেছে; এদের আয় আইনকে মানে না; এরা লাইসেন্স, পারমিশন দখল করে মনোপলি সৃস্টি করেছে সুযোগমত, অন্যদের সম-সুযোগ ও অধিকার থেকে বন্চিত করেছে।

শেখ হাসিনা ও কালেদা জিয়া এই ২ শিবিরের সেনাপতি, এই ২ জনকে সামনে রেখে, বাকীরা দখলবাজি করে বে-আইনী, অসম ও দখলবাজির উন্নয়ন করেছে, যা আজকের মত চরম অবস্হার সৃস্টি করেছে; রাজনৈতিক ক্ষমতা ধরে না রাখতে পারলে, আজকের হিরো, আগামী কালের হাজতী।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তথ্য সত্য সমস্যা হলো মানুষের পেটে ভুখ। পেটে ভুখ লাগলে সত্য মিথ্যা সব সমান।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে মানুষকে প্ল্যান করে দরিদ্র করে রাখা হয়েছে; ৪৪ বছরের বে-আইনী, অসম ও দখলবাজির উন্নয়ন ৮০% মানুষকে ভুখা করে রেখেছে; যাদের সামান্য কিছু আছে, তা থাকবে এমন নিশ্চয়তা নেই।

২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, ভুখ লাগলে পাতে ভাত আনার জন্য চেষ্টা করা হয়।

কিন্তু প্লান বানচাল করার জন্য কেউ চেষ্টাও করে না।

আমি একটা গান বানিয়েছিলাম, আমার আপনজনরা বলেছেন, প্রকাশ করলে তোমাকে গুম করে ফেলবে।

কেউ কিছু করতে চাইলে সাহায্য করাতো দূরের কথা ঠ্যাং ধরে ল্যাং মারে।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


সরকার স্বৈরাচারী হয়ে গেছে; ভালো খারাপ যা করতে হয় ওরা নিজেরা করতে চায়, বাইরের সাবার সুযোগ কেড়ে নিচ্ছে; এবং ভালো করতে গেলে তারা পছন্দ করছে না।

৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্য বলেছেন।

কিন্তু এমন করে বসে থাকলে ওরা সব দখর করে নেবে। তখন পাতে আর ভাত পড়বেনা। হাভাতে হতে হবে।

৫ শো টাকা দিলে মুগুর দিয়ে বাড়িয়ে মানুষ মারে।

কেন?

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


দেশে দখলকারী ২ কোয়ালিশন আছে, মানুষের ক্ষমতা নেই এখন, এদের সাথে পেরে উঠার; ওদের নিজেদের মাঝে যুদ্ধ শুরু হয়েছে; একটা কমুক, তখন বাকীটাকে সরাতে সুবিধা হবে।

৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশি নামের উপন্যাসে লিখেছিলাম, বাংলাদেশে নতুন দল কখনো আসবে না।

জনপিছে হাজার টাকা দেওয়ার মত লোক বাংলাদেশে সরকারি চাকরি করবে না।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


নতুন দল একটা হবে, আরেকটু সময় লাগবে।

মানুষের একাংশ বুঝার শুরু করেছে, তাদেরকে সঠিক পথ দেখাতে পারলে তারা দলে আসবে।

৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কথা সত্য হোক। আমিন।

৬| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: রাজনৈতিক ক্ষমতা ধরে না রাখতে পারলে, আজকের হিরো, আগামী কালের হাজতী।

+++

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২০

চাঁদগাজী বলেছেন:



ড: মইন খান, মতিয়া ও নাহিদ ব্যতিত সবাই হয় ডাকাতী বা দখলবাজী করেছে; সম্পত্তি ধরে রাখতে হলে ক্ষমতায় থাকতে হবে।

৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা অলস জাতি। তাই কফির মগে ঝড় তুলতে ভালোবাসি। দেশ গোল্লায় যাক। খাইয়া পইড়া বাঁচলেই হলো।

বাঙালী হয়েছো তবে মানুষ হলে না।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:


'৭১ সালের স্ফুলিংগ আবার ছড়ায়ে পড়তে পারে।

৮| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪২

রামন বলেছেন:
যে যায় লংকায় সেই হয় রাবন, আর দুর্জনের শেষ আশ্রয় হবে আস্তাকুড়ে সেটাই স্বাভাবিক।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের প্রতি বেশী অন্যায় করেছে কিছু বাংগালী; এটা সহ্য সীমার বাহিরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.