![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
যেই সজীব ওয়াজেদ জয় শত চেস্টা করেও একটি আইটি'র চাকুরী যোগাড় করতে পারলো না আমেরিকায়, সেই সজীব ওয়াদেজ বাংগালী জাতির আইটি এডভাইজার!
জিয়ার হত্যায় এরশাদ এর ভুমিকাকে চাপা দিতে, খালেদা জিয়ার মুখ বন্ধ করার জন্য এরশাদ সাহেব খালেদা জিয়াকে সরকারী সম্পত্তি থেকে শত কোটী টাকার ২ বাড়ী ও ফিস্কড ডিপোজিট দিয়ে দিলো।
প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ও অর্থমন্ত্রী সাইফুর রহমান ট্যাক্স দিচ্ছিল না; বিরোধীদলের নেত্রী শেখ হাসনার গাড়ীকে 'আন্ডার ইনভয়েস' করা হলো।
লাভজনক প্রতিস্ঠান ডান্ডি ডাইং ৪৮ কোটী টাকার ঋণের কিস্তি না দিয়ে, ঋণ পরিশাধ করতে আরো ঋণ নিয়ে নিলো, ঋণের টাকায় ঋণ শোধ; এই হলো খালেদা জিয়ার ছেলে কোকো, তারেক ও খালেদা জিয়ার ভাই সাইদ ইসকান্দরের ফাইন্যালসিয়াল যাদুকরি।
ইলিয়াস আলী জীবনে একদিন চাকুরী করেনি, কোন ব্যবসা বাণিজ্য নেই, ঢাকা শহরের এলিট এলাকায় ৬ তলা বাড়ীর মালিক।
ফালু ছোট্ট কন্ট্রাকটর থেকে রাতারাতি সিরামিক কারখানা, টেলিভিশনের মালিক, স্টক-মার্কেটের গুরু; ফলাফল, আমেরিকান ডলারে বিলিওনিয়ার; সেই বিলিয়নের ভাগী হতে খালেদা জিয়া ফালুকে বিয়ে করলো; খালেদা জিয়ার বয়স বেশী, ফালুকে আরো বিয়ে করতে হলো; বিলিয়নের বিড়ম্বনা। এখন ফালুকে খালেদা জিয়া থেকে আলাদা করার জন্য পুলিশকে হিমশিম খেতে হচ্ছে; ফালুর সেবা করতে গিয়ে জেলের কর্মচারীদের ঘাম বের হচ্ছে।
সরকারী ও আধা সরকারী কর্পোরেশনের মত স্ট্যাটাস নিয়ে কর্ণেল ফারুকের খুলনা ও সামিট এনার্জি প্রবেশ করলো স্টক মার্কেটে; ১৫০ কোটীর আইপিও ১৬০০ কোটী বিক্রয় হলো একদিনে।
কোন পাসপোর্ট ভিসা নেই, চট্রগ্রাম থেকে, পরিবার পরিজন ফেলে মানুষ ছোট্র ট্রলারে চড়ে মালয়েশিয়া রওয়ান হচ্ছে বংগোপসাগর ও ভারত মহাসাগর পেরিয়ে।
সালাউদ্দিন বিবৃতি দিয়ে চলেছে, 'অবরোধ চলবে' সাথে ৭২ ঘন্টা হরতাল যোগ হলো; তারপর, হঠাৎ সালাউদ্দিন নেই! এবার এসেছে বুলু, হয় টিকবে, না হয় থাকবে না; রিস্ক, তবে টিকে গেলে মিলিওনিয়ার হয়ে যাবে।
এগুলো হলো সীমিত সম্পদের দেশ বাংলাদেশে 'গলাকাটা ক্যাপিটেলিজম' গড়ার দরকারী পদক্ষেপসমূহ যা ঘটে চলেছে, আপনি দেখে চলেছেন।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
অর্থনীতি বুঝতেন না শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব; তাঁরা ভুল তত্বে থেকেও মুক্তির স্বপ্ন দেখায়েছিলেন, যা মানুষকে কস্ট দিয়ে চলেছে।
আমাদেরকে বৃহত্তর কৃষক, শ্রমিক ও বেকারদের জন্য সুযোগ সৃস্টির অর্থনীতি চালু করার জন্য সংগ্রামে নামার দরকার।
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৮
মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী ভায়া,
একটা প্রবাদ আছে না, পাপ ছাড়ে না বাপ .......... খালেদা জিয়ার পাপও তেমনি খালেদা জিয়াকে হজম করে ফেলছে ...........
বাংগালীর পাপ বাংগালী জাতিকে ..........বাংগালী পাপ করেছিল ২০০৭ সালের নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে ..........
এরশাদ কা'র পাপও এরশাদ কা'কে হজম করবে ........... হাসিনার বু'র পাপও হাসিনা বু'কে হজম করবে ...........
আশা করি বোঝাতে পেরেছি ........
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
ঠিক বলেছেন।
কিন্তু এই ৩ জন: হাসিনা, খালেদা ও যথাক্রমে ৩৫, ৩৩ ও ৩২ বছর মিজেদের দুস্ট বুদ্ধিতে টিকে গেলো।
এত লম্বা সময় জাতিকে এরা পায়ের নীচে রেখে দিয়েছে।
৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪
মাসূদ রানা বলেছেন: কিন্তু এই ৩ জন: হাসিনা, খালেদা ও যথাক্রমে ৩৫, ৩৩ ও ৩২ বছর নিজেদের দুস্ট বুদ্ধিতে টিকে গেলো।
আমরা বাংগালীরাই তাদেরকে সে সুজোগ করে দিয়েছি ......... তার ফল তো আমাদের ভোগ করতেই হবে ভাই চাঁদগাজী
আপনার জন্য সুরা রা'দ এর একটা আয়াত ::
Surah: সূরা রা’দ ( The Thunder )
Total verse: 43
(13:11)
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ
""তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই।""
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
অশিক্ষিত ও কম শিক্ষিত জাতিকে তাদের নেতাদের উপর নির্ভর করতে হয়; এটা সভ্যতার ইতিহাস
আমাদের দেশে যারা নেতৃত্ব দখল করেছে, সবাই মোটামুটি মানুষের অক্ষমতাকে নিজের কাজে ব্যবহার করেছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
রেজা সিদ্দিক বলেছেন: লুণ্ঠনই ক্যাপিটালিজমের ভিত্তি।
লুণ্ঠনের সূত্র অনুসন্ধানটাই বড় কাজ।
ফসল ফলায় কৃষক- রপ্তানী করে ব্যবসায়ী। কৃষক বঞ্চিত হন ন্যায্যমূল্য থেকে আর রপ্তানী কারক পান ক্যাস ইনসেনটিভ।
এটাই সূত্র।