নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সিংগাপুরের অর্থনীতির যাদুকর লি কুয়ানের মৃত্যু

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

১৯৫৭ সালে মায়েশিয়া বৃটিশ কলোনী থেকে মুক্ত হয়, স্বাধীন হয়; ১৯৬৩ সালে সিংগাপুর মালয়েশিয়াতে যোগদান করে; ১৯৬৫ সালে মালয়েশিয়া সিংগাপুরকে 'বের করে দেয়', কিংবা সিংগাপুর 'বেরিয়ে গিয়ে' স্বাধীন দেশে পরিণত হয়। মালয়েশিয়া থেকে 'বের করার কারণ' ছিল, দেশের মানুষগুলো দরিদ্র ও অপরাধ-প্রবন ছিল।



যে মানুষটি সিংগাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করেছিলেন, উনার নাম লি কুয়ান ইউ; তিনি দরিদ্র ও অপরাধ-প্রবন এ মানুষগুলোকে সভ্য, সুখী ও অর্থনৈতিভাবে প্রথম বিশ্বের লেভেলে নিয়ে গেছেন।



উনি বই লিখে গেছেন, বইয়ের নাম, "From Third World to First: Singapore Story-1965-2000"; বইটি ২ খন্ডে বিভক্ত; বইয়ের ৩৬৫ পৃস্টায়(যথাসম্ভব) লি কুয়ান শেখ সাহেবের কড়া সমালোচনা করেছেন; উনি শেখ সাহেবের মাঝে ভিক্ষার প্রবনতা দেখে মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কপালে দু:খ আছে।

আজ তাঁহার মৃত্যু হয়েছে; তিনি জীবনে অবসরে যাননি, মৃত্যুর আগ পর্যন্ত্য সিংগাপুরের উন্নয়নের জন্য কাজ করেছেন; সর্বশেষ তিনি সিংগাপুরের উন্নয়নের জন্য ক্যাপিটেল ফান্ডের চেয়ারম্যান ছিলেন। ৫০ বছরের বেশি সময় দেশের সরকারে ছিলেন, বেশীর ভাগ সময় প্রাইম মিনিস্টার ছিলেন।



সিংগাপুরের লোক সংখ্যা ৫৬ লাখ ; জিডিপি ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি; মাথাপিছু আয় ৬০ হাজার ডলার।

বাংলাদেশের লোক সংখ্যা ১৭০০ লাখ; জিডিপি ২৩০ বিলিয়ন; মাথাপিছু আয় ১০৬০ ডলার।











মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:০২

ঢাকাবাসী বলেছেন: একজন সত্যিকারের মহাপুরুষ সম্পর্কে লেখাটি খুব ভাল লাগল্ । এরকম এক আধজন মহান 'মানুষ' আমরা কেন পাইনা? পন্চাশের দশকে ওদের জিডিপি আর মাথাপিছু আয় আমাদের কাছাকাছিই তো ছিল!

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষা ব্যবস্হা আমাদের জন্য এ ধরণের মানুষ তৈরি করার কথা ছিল; ড: এমাজ উদ্দিন, ড: ইয়াজ উদ্দিন বা ড: আরফিন সিদ্দিকীরা তৈরি করছে আমান উল্লা আমান, কামান ইত্যাদি

২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:২১

জাফরুল মবীন বলেছেন: শ্রদ্ধা জানাচ্ছি মহান নেতা লি কুয়ান ইউ এর প্রতি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

আফসোস হচ্ছে এরকম একজন নেতা দীর্ঘমেয়াদে আমরা পাই না কেন?

ভালো থাকবেন।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ, ছাত্রদল ও শিবির আমাদের শিক্ষাংগণ দখল করে রাখাতে ওখান থেকে চোর, ডাকাত ও সন্ত্রাসী বের হচ্ছে, লি কুয়ান বের করতে হলে, এদের দেশ ছাড়া করতে হবে।

৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৫

আরণ্যক রাখাল বলেছেন: আমি কিছুই জানিন না| যেমন লি কুয়ানের মৃত্যুর আগে তাকে জানতাম না

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


লি কুয়ান, মাহাথির ও লুলা ৩ জাতিকে বড় জাতিতে পরিণত করেছেন; সময় পেলে পড়বেন।

৪| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আবদুর রব শরীফ বলেছেন: যে মানুষটি সিংগাপুরকে মালয়েশিয়া থেকে
আলাদা করেছিলেন, উনার নাম লি কুয়ান ইউ; তিনি
দরিদ্র ও অপরাধ-প্রবন এ মানুষগুলোকে সভ্য, সুখী ও
অর্থনৈতিভাবে প্রথম বিশ্বের লেভেলে নিয়ে
গেছেন।

এমন একটা মানুষ আমাদের দেশে ও দরকার..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.