নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সিংগাপুরের লি কুয়ানের চোখে শেখ সাহেবের দৈন্যতা

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮

সিংগাপুরের লোক সংখ্যা ৫৬ লাখ ; জিডিপি ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি; মাথাপিছু আয় ৬০ হাজার ডলার।

বাংলাদেশের লোক সংখ্যা ১৭০০ লাখ; জিডিপি ২৩০ বিলিয়ন; মাথাপিছু আয় ১০৬০ ডলার।



লি কুয়ানের রাজনৈতিক দল সিংগাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে, স্বাধীন দেশে পরিণত করেন; ৫০ বছরের বেশি সময় লি কুয়ান সিংগাপুরের সরকারে ছিলেন, বেশীর ভাগ সময় প্রাইম মিনিস্টার ছিলেন। আজ লি কুয়ানের মৃত্যু হয়েছে; তিনি জীবনে অবসরে যাননি, মৃত্যুর আগ পর্যন্ত্য সিংগাপুরের উন্নয়নের জন্য কাজ করেছেন; সর্বশেষ তিনি সিংগাপুরের উন্নয়নের জন্য ক্যাপিটেল ফান্ডের চেয়ারম্যান ছিলেন।



উনি বই লিখে গেছেন, বইয়ের নাম, "From Third World to First: Singapore Story-1965-2000"; বইটি ২ খন্ডে বিভক্ত; বইয়ের ৩৬৫ পৃস্টায়(যথাসম্ভব) লি কুয়ান শেখ সাহেবের কড়া সমালোচনা করেছেন; উনি শেখ সাহেবের মাঝে ভিক্ষার প্রবনতা দেখে মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কপালে দু:খ আছে।



লি কুয়ান শেখ সাহেবকে প্রথম দেখেন ১৯৭৩ সালে কানাডায়, কমনওয়েলথ সম্মলনে; শেখ সাহেবকে দেখে লি কুয়ান খুবই ইমোশানেল হয়ে পড়েন; লি কুয়ান এত বড় বাংগালী নাকি জীবনে দেখেননি; কিন্তু কমনওয়েলথ মিটিং এ শেখ সাহেব পশ্চিমের কাছে অর্থনৈতিক সাহায্য চাওয়াতে লি কুয়ান শেখ সাহেবের উপর খুবই হতাশ হয়ে যান।



লিকুয়ান সেটাই উনার বইতে লিখেছেন; লি কুয়ানের এ বক্তব্যটুকু আমার খুব ভালো লেগেছেিল; আমি নিজেই বিশ্বাস করি যে, শেখ সাহেব নিজের সম্পদকে না বুঝে অকারণে ভিক্ষা করেছিলেন; তাতে জাতিে স্বভাব খারাপ হয়ে গেছে।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন: লিকুর মত রাজার হালে কোন বিরোধিতা ছাড়া ৩২ বছর বিরোতিহীন একনায়কত্ব চালালে বাংলাদেশ জাপান হয়ে যেত।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব যদি সেটা করতে পারতেন, মানুষ সুখ শান্তি পেতেন।
শেখ সাহেব, ৩ কোটী কার্যক্ষম মানুষের বিরাট সম্ভাবনাকে বুঝতে পারেননি।

শেষে যা ভেবেছিন্তে বের করলেন, বাকশাল, সেটাকে রক্ষা করার জন্য কিছুই করেননি। ফলে, নিজে প্রাণ হারালেন, ডাকাতেরা দেশটাকে দখল করে ৪০ বছর দখলবাজি করছে।

২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৮

তিক্তভাষী বলেছেন: আপনারা সত্যিই অদ্ভুত চিজ। পুরো প‌্যারাটা এরকম-

"I [remember]Prime Minister Sheikh Mujibur Rahman, the hero who had opposed Pakistan and led East Pakistan to independence as Bangladesh. He arrived in style at Ottawa in his own aircraft. When I landed, I saw a parked Boeing 707 with "Bangladesh" emblazoned on it. When I left, it was still standing on the same spot, idle for eight days, getting obsolescent without earning anything. As I left the hotel for the airport, two huge vans were being loaded with packages for the Bangladeshi aircraft. At the conference, Mujibur Rahman had made a pitch for aid to his country. Any public relations firm would have advised him not to leave his special aircraft standing for eight whole days on the parking apron. "

সূত্র১ সূত্র২

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমি লি'কে কোট করিনি; লি'র কথাগুলোর কথা বলেছি নিজের ভাষায়।

আমি লিখেছি যে, লি শেখ সাহেবের কড়া সমালোচনা করেছেন।
সাহায্য চাওয়ায় হতাশ হয়েছেন।

আপনি কেন হতাশ হচ্ছেন আমার উপর?

৩| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০২

জাফরুল মবীন বলেছেন: উনি শেখ সাহেবের মাঝে ভিক্ষার প্রবনতা দেখে মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কপালে দু:খ আছে- লি কুয়ানের প্রজ্ঞা ও দূরদর্শিতায় বেশ অবাক হলাম।ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য।

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব যদি লি কুয়ান'কে অনুসরণ করতেন, আমাদের দেশ বদলে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.