নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের এক বড় দল সন্ত্রাস পালন করছে, ফলাফল হবে ভয়ংকর

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

খালেদা জিয়ার হিসেব মতো ২০১৪ সালে উনার পুনরায় ক্ষমতায় আরোহণ করার কথা; তা ঘটেনি; উনি ও উনার দল ভেবেছিলেন যে, মানুষ ভোটের জন্য রাস্তায় নেমে শেখ হাসিনার সরকারকে কানে ধরে টেনে নামাবে; তা ঘটেনি, ঘটবে না। খালেদা জিয়ার শেষ ভরসা ছিল দেশে সন্ত্রাস ঘটালে, হয়তো, কিংবা হয়তো মিলিটারী ক্ষমতায় চলে আসতে পারে; সেটার সম্ভাবনা মাইনাস মাইনাস।

খালেদা জিয়ার ৭২০ দিনের হরতাল ও ট্রয় নগরীর ১০ বছরের অবরোধ চলতে থাকবে; কিন্তু খালেদা জিয়া আর ক্ষমতায় আসতে পারবে না। খালেদা হয়তো আর কোন ফ্যাক্টর নয় আজ; কিন্তু দেশের বড় দল আজ সব সন্ত্রাসীদের ছাতার মত; ছোট ছোট যত সন্ত্রাসী দল আছে, খালেদা জিয়ার ছাতার নীচে এসে সবাই জমা্যেত হবে।

এসব সন্ত্রাসীরা পাকিস্তান, আরব থেকে সাহায্য পেয়ে আসছিল অনেকদিন আগের থেকেই; তবে, দেশে শক্ত হয়ে দাঁড়াবার মতো যায়গা পায়নি; এখন সেই যায়গাটা হয়ে গেছে।
আওয়ামী লীগ এদের ভয় পাবে না, মনে হয়; কিন্তু জাতির জন্য ভয়ংকর দিন অপেক্ষা করছে সামনে। মানুষ আওয়ামী লীগের কাছে কোন অধিকারের কথা বলবে না; তারা চাইবে সরকার যেন সন্ত্রাসী ঠেকায়; আওয়ামী লীগের পোয়া বারো, আসল সমস্যাগুলোর জন্য মাথা ঘমাতে হবে না, কুত্তা সামলানো জন্য ব্যস্ত থাকবে, আর দু'হাতে সবকিছু পকেটে ঢুকাবে।

খালেদা জিয়া আওয়ামী লীগকে শক্ত করে দিয়েছে নিজের পরাজয়ের মাধ্যমে; একই সাথে সব সন্ত্রাসীদের প্রবেশাধিকার দিয়েছে বাংলায়।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫১

যোগী বলেছেন:
দারুন ভাবে সত্যি ব্যাপারটা তুলে ধরেছেন।
এখন শুধু খালেদা জিয়াকে জেলে ঢুকালেই যদি পরিস্থিতীর কিছুটা উন্নতি হয়।

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়ার দিন শেষ; সবকিছু নির্ভর করছে শেখ হাসিনার উপর। শেখ হাসিান চাইলে খালেদা জিয়ার শেষ এখনই হতে পারে।

২| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৭

শেখ সাজ্জাদুর রহমান বলেছেন: রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। সময় পালটাবে।

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই; ষড়যন্ত্রের শেষ থাকার দরকার; বাংলাদেশে রাজনীতি নেই।

৩| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্য কথাগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


এটা মোটামুটি আমাদের অবস্হান ।

৪| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানুষ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না, যেমন শিক্ষা হয়নি আপনাদের!

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি ইতিহাস পড়িনি; আপনি পড়েছেন?

৫| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: আর কোন সহানুভুতি থাকেনা যখন স্বাধীনতা দিবসেও অবরোধ চালু থাকে।

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ছিল, খালেদা জিয়াকে প্রশ্ন করার জন্য ২৫ শে মার্চ ধরে নেয়া, ২৬ শে মার্চ ছেড়ে দেয়া।

৬| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: তিনি তার জেদের কারনে একুশে ফেব্রুয়ারি তে শহীদ মিনার গেলেন না, একি কারনে জাতীয় সৃতি সৌধ গেলেন না, এনার কাছ থেকে আর যাই হোক দেশ প্রেম আশা করি না। যদি সরকার ওনাকে ওনার গুহায় না ঢুকতে দেয়, তিনি রাস্তায় বশে পরতেন, আমরাও তার সাথে বসে যেতাম, কিন্তু উনি বোসবেন না কারন রাস্তায় ভিখারীরা বশে, আর তিনি তো ভিখারী নন।

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



উনি পাকী মিলিটারী অফিসারদের বীর হিসেবে নিয়েছেিলেন ১৯৭১ সালে।

৭| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪১

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: শেখ মুজিব সাহেবের হত্যার পর নৃত্য করা জনাব ইনু সাহেব এবং শেখ সাহেবের চামড়া দিয়ে ঢোল আর হাড্ডি দিয়ে ডুগডুগির রানী মতিয়া আপা। লুঙ্গি ড্যান্সার মায়া সাহেবকে বেগম জিয়ার ছাতার নিচে পাঠিয়ে দিন। নেড়ি কুত্তা পিটাতে ঝানু পাবলিক সিদ্দিকী নাজমুলকে পাঠাতে কিন্তু ভুল করবেন না :( :(

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাও শেখ সাহেবের স্বপ্নকে ত্যাগ করেছে; সুতরাং আওয়ামী লীগের কথা বলে কি লাভ?

৮| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩১

মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী ভায়া

খালেদা জিয়াকে দোষারোপ করে আর কি হবে? হাসিনাকেও খালেদার মতোই ভুগতে হবে, আম্লিগে গরু ছাগল ভর্তি করে ওটাকে খোয়াড় বানানোর জন্যে ........ ইসলামিক ফোর্স এটার পাল্টা একশন নিবেই, আজ হোক কাল হোক :)

আল্লাহ পাক বাংলাদেশকে খোয়াড় হওয়া থেকে ছেভ রখুন ।।

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


সৌদি আরব হয়তো এটমিক বোম্ব ফেলবে ইরানে; এটাই হয়তো ইসলামিক ধারণা পরিপুর্ণতা।

৯| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪৭

রামন বলেছেন:

মাসূদ রানা @


আওয়ামী লীগ ২০১৯ সালে আবারও ক্ষমতায় আসবে ইসলামিক ফোর্সের মেরুদন্ড চূর্ণ বিচূর্ণ করার জন্য। খাতায় নোট্ করে রাখুন।

১০| ২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মাসূদ রানা বলেছেন: ৩০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেও হপে না, খাতায় নোট করে রাখুন ।

@রামন

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.