নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেনারেল জিয়াকে শেষে রাজাকারেরা দখল করলো, দু:খ

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫১

প্রথমে জেড-ফোর্সের কমান্ডার, পরে ১ নং সেক্টরের কমান্ডার, আবার জেড-ফোর্সের কমান্ডার, সর্বশেষ ১১ নং সেক্টরের কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধের কমান্ডারদের মাঝে খুবই দক্ষ ও নামকরা ছিলেন, সেই জেনারেলের ভক্ত হিসেবে রাজাকার ও বাংলাদেশ বিরোধীরা উনার পক্ষে পোস্ট লেখেন, বক্তৃতা দেন, উনার বউকে ভোট দেন; সিক্রেটটা কো্থায়?



সিক্রেটটা সহজ, সেই জেনারেল দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবকে হত্যা করেছিলেন, ও পাকিস্তানী স্টাইলে আইয়ুব- ইয়াহিয়ার মত মিলিটারী ডিক্টেটরশীপ চালু করেছিল।



রাজাকার-ত্রাস জেনারেলকে রাজাকারদের বংশধররা নিজেদের নেতা হিসেবে তুলে ধরে নিজেদের ঢেকে রাখার চেস্টা করছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:০২

রুপম হাছান বলেছেন: অপ্রিয় সত্য কখনো বলতে নেই ভাই চাঁদগাজী। তবে যথার্থই বলেছেন মনে হচ্ছে।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের বুঝা উচিত যে, রাজাকারেরা যদি জিয়ার গুণগান সেটা হলো দুস্ট কৌশলের অংশ; জিয়া রাজাকারদের বিপক্ষে ভয়ানক লোক ছিলেন।

২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১২

কাউন্টার নিশাচর বলেছেন: আহারে আপনাদের দুঃখটা বুঝতে পারছি, কেন যে মেজর জিয়া আওয়ামী লীগ করলো না, তাহলেই তো হাম্বাদের কষ্টটাও থাকতো না।
:#) :#)

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আমার দু:খ বুঝার লোক নন; জিয়া আওয়ামী লীগারদের থেকে স্মার্ট ছিল; কিন্তু স্মার্ট লোকও ভুল করে; উনি ভুল করে প্রাণ হারায়েছেন।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮

কলাবাগান১ বলেছেন: রাজাকার-ত্রাস জেনারেল যে পরে রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা তুলে দিলেন .....তাই তো এখন রাজাকারদের মুখে জেনারেলের বন্দনা.. আবার যদি সুযোগ পাওয়া যায় .. অন্তত ফাসীর দড়িটা কে যদি এড়ানো যায়

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


জিয়া যে ভুল করেছিলেন, এবং মুক্তিযো্দ্ধা বেংগল রেজিমেন্ট যখন জিয়ার অপকৌশল বুঝেছিল; তখন জিয়ার মৃত্যুর ঘন্টা বেজে গিয়াছিল।

উনি বাঁচলে, রাজাকারেরা উনার ক্রীতদাস হিসেবেই থাকতো।

৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭

মতিউর রহমান মিঠু বলেছেন: ভাই কলাবাগান১, চেতনাধারী আপনারা কি একই কাজ করেন নাই? নিজ ঘরেই পতাকাধারী রাজাকার বসত করে তা ভুলে গেলে চলবে বলেন?? সেই যে একই মঞ্চে কে যেনো কাকে কদমবুচি করেছিলো ভাই? কাঁধে কাঁধ মিলিয়ে কারা যেনো সরকার পতনের আন্দোলন করেছিলো জনাব??
এ ব্যাবসা এখন বন্ধ করেন, আর কতো চেতনার ব্যবসা করবেন? স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং এই বাংলাদেশ কারো বাবা বা স্বামির একার সম্পত্তি নয় এটা মনে রাখবেন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


বেংগল রেজিমেন্ট যদি জিয়ার সাথে থাকতো, শেখ হাসিনা অত সহজে ক্ষমতা দেখতো না। খালেদা জিয়া ভাতই রান্না করতো।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.