নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার পরাজয়, শেখ হাসিনাকে অনেক সুযোগ করে দিয়েছে

২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

খালেদা জিয়া আর কয়েক মাস ম্যাও ম্যাও প্যাও প্যাও করার পর, আপনা থেকেই ভেংগে পড়বে; যেদিন অফিস ছেড়ে বাসায় যাবে, পুরো দেশ হাসবে; বেকুব চুরিদারী করে টাকা পয়সা করেছে, কিন্তু অপমান হয়ে, একঘরে হয়ে পাগল হয়ে যাবে এক সময়; এই হলো উনার জীবনের চাওয়া পাওয়া। এতিম খানার টাকা সরানোর জন্য জেল হবে; জেলে তাকে দেখার জন্য তেমন কেহ যাবে না; তখন তার কি হবে, চিন্তা করাও মুশকিল; সবকিছু শেখ হাসিনার হাতে।



শেখ হাসিনা এখন চাইলে পর্লামেন্টে যেকোন বিল এনে পাশ করায়ে নিতে পারবে; পা্লামেন্টে কেহ বিলের বিরোধিতা করতে পারবে না; দরকার মতো সংবিধান পরিবর্তন করতে পারবে, কেহ কিছু বলার সাহস করবে না; বিএনপি কোনভাবে প্রতিবাদও করতে পারবে না; বিএনপি কিছু বললে মানুষ হাসবে।



সমস্যা হলো, শেখ হাসিনা ও উনার চামচারা 'বিল' বলতে চলন বিল বা ইলেক্ট্রিকের বিল মনে করে কিনা, সেটাই ভাবছি!





এটা শেখ হাসিনার জন্য বিরাট সুযোগ; তবে, সব কাজই দেশ ও মানুষের জন্য হতে হবে। বাংলাদেশের মানুষ সবকিছুতে ধর্মকে নিয়ে আসে; যাতে ধর্মীয় মনোভাবের লোকদের মনও ভালো থাকে সেজন্য বাংলাদেশ আলজিরিয়াকে অনুসরণ করতে পারে। মানুষ হয়তো বুঝতে পারছে যে, পাকী বা কাবুলী-ওয়ালারা মুসলমান নয়; সৌদীরাও মুসলমান নয়; ওরা শিয়া, সুন্নী বা ওহাবী মাত্র।



আর যদি মাঠ খালি পেয়ে সব টাকা পয়সা শেখ সেলিম, জয় বা কর্ণেল ফারুকের ঘরে নিয়ে যায়, খবর হয়ে যাবে অল্প সময়ের মাঝে।



শেখ হাসিনা বলেছিলেন যে, ২০২১ সালের মাঝে বাংলাদেশ মধ্য-আয়ের দেশ 'হয়ে যাবে'; মুহিত (বলদ মন্ত্রী) একধাপ এডিয়ে এসে বলছে যে, দেশ ২০১৮ সালেই মধ্য-আয়ের দেশ 'হয়ে যাবে'। আসলে 'তৃতীয় বিশ্ব' থেকে উপরে যেতে হলে, দেশকে অর্থনৈতিক প্রোগ্রেমের মধ্য দিয়ে যেতে হবে; দেশে আপনা আপনি কিছু 'হয়ে যায় না'। শেখ হাসিনা ও মুহিত ফালতু কথাবার্তা বলে সব সময়; মধ্য-আয়ের দেশ হতে সময় লাগবে।



বাংলাদেশের জীবনের মান অনুসারে, মধ্য-আয়ের দেশে যেতে হলে পরিবার পিছু গড় আয় হতে হবে কমপক্ষে ৫/৬ হাজার ডলার; ১০৫০ ডলার থেকে ২০১৮ সালে, বা ২০২১ সালে পরিবারের আয় ৫/৬ হাজারে যাবে না। এখন হাসিনা চাইলে ভালো কিছু করার মত সুযোগ হয়েছে।







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

এম. রহমান বলেছেন: ১০টি খাত দেখান যে সব ক্ষেত্রে শেখ হাসিনার এখনই উন্নয়নের জন্য হাত দেয়া উচিত।

৩০ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


১। শিক্ষা
২। চাকুরী
৩। বাসস্হান
৪।চিকিৎসা
৫। টেকনোলোজী
৬। রিসার্চ
৭। মানুষের সিকিউরিটি
৮। যোগাযোগ
৯। জনসংখ্যা নিয়ন্ত্রন
১০। পরিবেশ সংরক্ষণ

২| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০১

ওয়াচ ক্যাট বলেছেন: লজিক্ল্যাল! ইক ইট!

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


যারা লুটপাট চালায়েছে, তাদের স্হান জেলে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.