![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কোন ব্লগার কি মেয়র পদে ভোট করছেন?
বাংলাদেশের সবচেয়ে বেশী শিক্ষিতরা এক যায়গায় মিলিত হয়েছেন, সেটা হলো ব্লগ; এখানে ছাত্র, শিক্ষক, প্রফেশানেল, কবি, লেখক সবাই এক জায়গায় এসেছেন; এঁদেরকেই দেশ চালাতে হবে; চোর -ডাকাতদের সুযোগ দেয়া আর ঠিক হবে না।
এবারের ২ শহরের মেয়র ও কমিশনার পদের জন্য ৩ হাজারের বেশী নমিনেশন পেপার বিক্রয় হয়েছে; যারা কিনেছে, তাদের মাঝে খুনী, বোমাবাজ, চোর-ডাকাত, মাফিয়া, সবই আছে; নেই শুধু সুনাগরিক; এরা আর কতদিন চালাবে আমাদের দেশ? এদের কারণে আমাদের মানুষকে মালদ্বীপ, আফ্রিকা ও ইরাকে গিয়ে প্রাণ দিতে হচ্ছে!
নগরবাসীর ভোটাধিকার আছে, এটা গণতান্ত্রিক; নগরবাসী ভোট দেবে, এটা গণতান্ত্রিক; নগরবাসী খুনী, চোর-ডাকাতকে ভোট দেবে, এটা অগণতান্ত্রিক।
১০ লাখের বেশী ব্লগার রেজিস্ট্রেশন করেছেন; এদের থেকে আগামীতে মেয়র, পার্লামেন্ট সদস্য হওয়া দরকার; ব্লগারদের সুযোগ হছ্ছে দেশকে বুঝার, মানুষকে বুঝার। ব্লগ মানুষের ধারণ শক্তিকে বর্ধিত করছে; ব্লগারেরা আলোচনার মাধ্যমে দেশ ও মানুষকে বুঝার সুযোগ পাচ্ছেন।
এবার আর সময় নেই, আগামীতে নির্বাচিত পদসমুহে যাবার জন্য প্রস্তুতি নিন ব্লগারগণ।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
১০ লাখ ভোট অপেক্ষা করছে আপনার জন্য; ১৭ কোটী মানুষ চায় আপনাকে!
মানুষ চোর-ডাকাতদের হাতে বন্দী এখন।
২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১১
সুমন কর বলেছেন: নমিনেশন পেপার কিনবো নাকি !!
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
এবার দেরী হয়ে গেছে; আগামীবার আমাদের সময়, তখন কিনবেন; আমি ব্লগারদের পক্ষে মানুষকে নিয়ে আসবো।
আপনি শুধু নিজের স্ত্রীর ভোটটা ঠিক রাখবেন, উনি যেন আপনাকে ভোট দেয়।
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: খুনী, বোমাবাজ, চোর-ডাকাত, মাফিয়া, সবই আছে; নেই শুধু সুনাগরিক-ভাললাগা একটি কথা বলেছেন।। ধন্যবাদ।।
০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
১৯৯১ সাল থেকে কোন সুনাগরিক ভোটে নমিনেশন পায়নি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১
প্রামানিক বলেছেন: এখানে ছাত্র, শিক্ষক, প্রফেশানেল, কবি, লেখক সবাই এক জায়গায় এসেছেন; এঁদেরকেই দেশ চালাতে হবে; চোর -ডাকাতদের সুযোগ দেয়া আর ঠিক হবে না।
ঠিক কথা বলেছেন।
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
এবার যারা মেয়র ও কমিশনার পদে নমিনেশনের চেস্টা করছে, এরা সবাই দুস্ট নাগরিক।
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৯
শতদ্রু একটি নদী... বলেছেন: অসম্ভব কল্পনা।
১০ লাখ রেজস্টার্ড ব্লগার, পিছনে মানুষ ১ লাখও না। ১০০০ হাজারও এক্টিভনা। ভোটে দাড়াইলে দিবেটা কে? এরচেয়ে ফেসবুক সেলিব্রিটিদের দাড়াইতে বলেন। অনেক বেশিই ভোট পাবে। আসল বিপ্লবতো ফেসবুকেই হইতেছে।
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
যারা ভাবতে পারে না, লিখতে পারে না, ছবি তোলা, তারা ফেসবুকে।
আসল শিক্ষিতদের সাথে মানুষ থাকতে চায়।
৬| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
থাকতে চায়, কিন্তু ভোটটা দলরেই দেয়, ব্যক্তি দেইখা না। এই দেশে আজ পর্যন্ত যত নির্বাচন হইছে সবগুলাই তার অকাট্য প্রমান।
ঠিক এই ক্রনে ডাঃ কামাল হোসেন আওয়ামী লীগে থাকলে হইতেন এমপি আর নাই দেইখা হইতেছেন প্রায় জামানত বাজেয়াপ্ত। ঢাকারই এই অবস্থা হইলে গ্রামের অবস্থা কি আরো ভালো বইলা মনে হয়?
আর ফেসবুকে কারা এইটা নিয়াও আপনার কথা ঠিক না। আমি একটা লেখা ফেসবুক নোটে দিলে হাজার হাজার লাইক পড়ে, শত শত শেয়ার হয়। আর এইখানে ১০-২০ জন পড়ে, ১-২ টা শেয়ার। তো কোনটা আসলে মানুষের কাছে পৌছানোর জন্য ভালো প্লাটফর্ম। আপনি অনেক পুরানো ধারনা নিয়া পইরা আছেন।
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, ফেসবুকে যেতে হবে আমাকে।
ড: কামালরা মানুষকে কিছু দেয়ার কথা বলে না; মানুষের জন্য কিছু করতে চাহে না; মানুষকে শাসন করতে চায়।
৭| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২২
উল্টা দূরবীন বলেছেন: ব্লগিং করায় অনেকেই কয় চরিত্র ভালো না। নির্বাচন করিয়া যদি চরিত্রটা ফুলের মত করা যাইতো!!
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং সবকিছুর উপর পজেটিভ প্রভাব রাখবে।
৮| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন: রেনেসাঁ ও ফরাসী বিপ্লব পশ্চিমের মানুষের ভাবনা, ধারনা, সংস্কৃতিকে বিরাটভাবে প্রসারিত করে; পশ্চিম তাদের ভাবনাকে ও ধরণাকে ক্রমাগতভাবে নতুন উচ্চতায় নিতে থাকে; এতে তারা জ্ঞান, বিজ্ঞান ও টেকনোলোজীতে দ্রুত এগিয়ে যায়। বিজ্ঞানের সুক্ম ধরণাকে মানুষের মাঝে পালন করার জন্য তারা স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয় প্রতিস্টা করে; কঠিন বিষয়গুলোকে বুঝার জন্য রিসার্চ শুরু করে।
পশ্চিমের এই মহান প্রচেস্টা তারা আগের প্রতিস্ঠিত ভাবনাগুলোকে নতুন করে 'রিফাইন' করে সঠিক লজিকের উপর প্রতিস্ঠিত করে। তারা বই লেখা ও লাইব্রেরী প্রতিস্ঠার মাধ্যমে নতুন জ্ঞানকে সাধরণ মানুষের নাগালের মাঝে নিয়ে যায়। শিক্ষিত মানুষদের ভাবনা, ধরণা, জ্ঞানকে বুঝার জন্য প্রথম শর্ত ছিল লিখতে ও পড়তে পারে; পশ্চিম মানুষকে শিক্ষিত করার জন্য ক্রমাগতভাবে চেস্টা করে যাচ্ছে।
পশ্চিম থেকে জ্ঞান বিজ্ঞান অন্যেরা আহরণ করে উপকৃত হচ্ছে; কিন্তু পুর্বের মানুষের জন্য ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্হা এখনো সমস্যা হয়ে আছে। পশ্চিমের মানুষের ভাবনা, ধারণা, জ্ঞান, বিজ্ঞান যত স হজে ভাষান্তরিত, সংস্কৃতির কারণে তত সহজে গৃহিত হচ্ছে না।
ফলে, পশ্চিমের "ফ্রি-থিংকিং" পুর্বে এক এলাকায় এসে "মুক্তমনা" নাম ধারণ করলেও নিজকে পুরোপুরি বিকশিত করতে পারেনি; াকরণ পুর্ব এখনো এত ভার বহনের জন্য প্রস্তুত নয়।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫
ময়লা বাবা এখন কারাগারে বলেছেন: আমি আপনার সাথে একমত।যাদের শিক্ষা নেই, তারা চোখ থাকতেও অন্ধ, তারা ক্যামনে দেশের এবং দশের উন্নয়ন করবে। আমাদেরকেই এগিয়ে আসতে হবে। জয় হবেই।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯
সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য
কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে
যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?
খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে
টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।
এরপর, এরপর কি হইলো?
জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা
োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু
চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে??
ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:
[img|ht
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: হা হা ..........