![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ষাট দশকের বাংগালীরা আইয়ুব খানকে পছন্দ করতো না; বাংগালীদের হাতে আইয়ুবের পতন হয়েছে; সত্তুরের বাংগালীরা ইয়াহিয়া খান ও জামাতকে পছন্দ করতো না, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ছেড়েছে।
এ শতাব্দীর বাংগালীরা খালেদা জিয়া, শেখ হাসিনা ও এরশাদকে পছন্দ করে না; ৩ জনেই রাজারাণীর মত দাপড়িয়ে প্রজা শাসন করছে।
ষাটের, সত্তুরের বাংগালীদের কিছু ছিল না; আজ বাংগালীদের এটা সেটা আছে, তারা সৌদী, মউদীতে চাকরী করে।
আমরা কিছু ষাট ও সত্তুরের মানুষ আছি, সংখ্যায় খুবই নগণ্য, আমাদের পছন্দে কিছু যায় আসে না; আমাদের সাপোর্টেও কিছু যায় আসে না।
যেহেতু জাতি এদের কাউকেই থামাতে পারবে না; জাতিকে সরকারের শক্তির উপর নির্ভর করতে হবে; সরকার হয়তো খালেদা জিয়াকে সরাতে পারবে ও বিএনপি'কে হীনবল করতে পারবে; যা বর্তমান বাংগালীরা পারার কথা নয়; আমি মনে করি, বাংগালীদের হয়ে সরকার কমপক্ষে ৫০% দুস্ট লোককে থামায়ে দেবে।
বাকী ৫০% ভাগের কি হবে? ব্যবস্হা হয়ে যাবে অবশ্যই; সব সময় মনে রাখা দরকার যে, এক গুনী লোক থেকে ২ গুনী লোক ভালো; ২ ডাকাত থেকে ১ ডাকাত ভালো।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
আপাতত
২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৩
নূর আল আমিন বলেছেন: ভালোই হবে জয়বাবাজীর লোট থুক্কু বেতন আরো বাড়বে চুরঞ্জিত দাদারাও কালো বিড়াল হওয়া লাগপেনা সবই যে দাদাদের
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
বেতন বেড়ে বোনাসে পরিণত হয়েছে, টাকা রাখার জন্য বস্তা কিনতেছি।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪
মিন্টুর নগর সংবাদ বলেছেন: করে নিন ভাল করে সাপোর্ট করে নিন । কেননা এবারই শেষ আগামী ষাট বছরের ভেতরে আর নাও আসতে পারে ক্ষমতায় ।
সাপোর্ট করার জন্য শুভ কামনা রইলো ।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
৬০ বছর অনেক লম্বা সময়, খালেদা জিয়ার বয়স হবে ১৩০ বছর।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮
মুজিব আলম বলেছেন: আপনি যে একজন আওয়ামী লিগ অন্ধ ভক্ত তাহা আপনার প্রতি লিখায় দেখা যায়। সুতারাং এরকম প্রস্তাব দেওয়াই স্বাভাবিক।
০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ফেল করেছেন।
প্রায় বাংগালী আপনার মত চালাক।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৮
যোগী বলেছেন:
তাছাড়া আবার কী?
মানুষ পোড়ানো দল কে কেও সমর্থন করতে পারে বলে আমি মনে করি না যদি না সে রাজাকার বা তার বংশধর না হয়।