![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশ সরকারের দুর্নীতির কারণে, কোন দেশই বাংলাদেশকে এখন ১ ডলারও ঋণ দেবে না; ভিক্ষা দেবে। বাংলাদেশ ভারত থেকে আবারো ১ বিলিয়ন ডলার ঋণ নেয়ার পঁয়তারা করছে; কিন্তু এই বাড়তি বিলিয়ন খরচ করার মতো কোন পরিকল্পনা তাদের নেই।
ক্যাশ জমা হলে চুরি সহজ হয়, এর বাইরে সরকারের কোন পদক্ষেপ চোখে পড়ছে না। কাজের মাঝে কাজ হবে, খালেদা জিয়ার ঘুম কমে যাবে; টাকা আসছে, যাচ্ছে, উনি টাকশালের আশেপাশে নেই।
এর আগে ভারত থেকে ১ বিলিয়ন নেয়া হয়েছে, কোথায় কোন প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে, সেই বিনিয়োগ থেকে বছরে কত লাভ হবে, কত বছরে ঋণের টাকা ফেরত দেয়ার মতো টাকা জমা হবে, বর্তমানে সেই ১ বিলিয়নের সুদ কত, কিভাবে যোগাড় হচ্ছে, প্রজরক্ট থেকে আসছে, নাকি বাজেট থেকে দিচ্ছে, কেহ কিছুই বলছে না।
ভারতের টাকা ভেসে যাচ্ছে না; তারাও টাকার জন্য বিদেশীদের নিয়ে আসছে দেশে; এ বছর হবে ভারতের অর্থনৈতিক বিস্ফোরণের সুচনা: নতুনভাবে নগরী নির্মাণ, হাইস্পীড রেল সংযোগ, নদী সংযোগ, হাইওয়ে সংযোগ, সব শুরু করার কথা; সেখান থেকে বিলিয়ন দিচ্ছে হয়তো বাংলাদেশকে কিছুটা স্টেবল অবস্হায় আনার জন্য; কিন্তু বিনা পরিকল্পনায় তা ঘটার কোন সম্ভাবনা নেই।
পুরো টাকাটা, বা সম পরিমাণ টাকা অন্য প্রজেক্টগুলো থেকে চুরি করা সহজ হবে মাত্র।
বাংলাদেশের টাকার দরকার আছে; শুধু শিক্ষার জন্যও ২/৩ বিলিয়ন ডলার দরকার; কিন্তু সরকার মানুষকে শিক্ষিত না করার জন্য হয়তো ১ বিলিয়ন ব্যয় করবে বরং।
বছরের ৮ বিলিয়ন করে ৫ বছর যদি বিনিয়োগ করা যায়, এবং তা সরকারী ত্ত্বাবধানে সাধরণ মানুষকে ঋণ দিয়ে, তা'হলে আগামী ৫ বছরে বেকার সমস্যার সমাধান সম্ভব। অত টাকা যোগাড় করার চেস্টা সরকার করবে না; ১ বিলিয়ন করে নেবে, আর সেগুলো লুকায়ে ফেলবে।
বিনা পরিকল্পনায় টাকা নিয়ে বর্তমান ২৬ বিলিয়নকে ২৭ বিলিয়নে পরিণত করে, জাতিকে ঋণের নীচে চাপা দেয়ার দরকার নেই, চোরগুলো!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
২৭ বিলিয়নের উপর সুদ আসছে বছরে ১ বিলিয়নের কাছাকাছি; যা দিয়ে সব বাংগালী ছলেমেয়েদের ১ বছরের জন্য ফ্রি পড়ানো সম্ভব।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
রামন বলেছেন:
এই মুহুর্তে প্রয়োজন বিশাল অর্থের। সামনে আসছে নির্বাচন। সেই সাথে ভোট ব্যবসা, এই খাতে বিনিয়োগে প্রচুর লাভ৷ কেউ কেউ হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে পাগলের প্রলাপ বকছেন। কেউ স্বপ্ন দেখাচ্ছেন বিশ্বের মধ্যে বসবাসের জন্য অনুপযুক্ত শহর ঢাকাকে বেহেস্তের বাগান বানানোর,আবার কেউ শহরের জন্য নিজের জীবনকে উত্সর্গ করতে চাচ্ছেন- এদের কথা বিশ্বাস না করে আমাদের কী উপায় আছে!?
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
চাঁদগাজী বলেছেন:
নমিনেশন পাচ্ছে ডাকাত, বোমাবাজ, মাফিয়ারা।
যারা ডাকাতী করে জাতির সম্দ নিয়ে গেছে, তারাই আবার ভোট কেনার জন্য সেই সম্পদ থেকে ইনভেস্ট করবে।
ভারত থেকে বিলিয়ন নিয়ে কাজে লাগানোর মত কোন প্ল্যান সরকারের আছে কিনা সরকার বলেনি
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
সাবু ছেেল বলেছেন: বিজিবি ইজ ব্যাক! একজন ভারতীয় কুত্তা আল-বিদায়!!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
মগজহীনের কমেন্ট?
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: সাহায্যের টাকা খরচের কুনু হিসাব লাগেনা, ন্যুইয়র্কের একাউন্টে জমা হলেই ঠিক আছে।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
একামত্র নাহিদ ও মতিয়া ব্যতিত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাপার কারো রাজনীতি করার অধিকার নেই; সবাই চোর।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩
ফ্রস্ট বাইট বলেছেন:
শখ হইছে তাই নিতেছে। আমারে দিলে আমিও নিমু।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনি তো নিবেন, বউ রেখে ২০ লাখ বাংগালী সৌদী ও মালয়েশিয়ায় কাজ করছে সরকারী ডাকাত ও ঋণ খেলাপীদের জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: আমাদের নিজস্ব একটা কালচার বলে কথা আছে না।।