নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বাংগালীরা কিভাবে জাতিকে সাহায্য করতে পারে?

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

বৃটেনে ৬ লাখ, আমেরিকায় ৪ লাখ, কানাডায় ১ লাখ ও অস্ট্রেলিয়ায় ৫০ হাজার বাংগালী ভালো কিছু দেখছে, শিখছে; যদিও এদের খুব ছোট একটা অংশ জালিয়াতী ও চুরিদারীর সাথে যুক্ত, বিরাট অংশ সঠিভাবে কাজ করতে শিখেছে, দক্ষতা লাভ করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বুঝার সুযোগ পাচ্ছে, ব্যক্তিগতভাবে ভালো মানুষে পরিণত হচ্ছে; বাংগালীর খারাপ পালকগুলো খসে পড়ে নতুন পালক গজাচ্ছে এদের গায়ে।



এরা জাতিকে কিভাবে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন?



প্রবাসীরা ১৮/১৯ বিলিয়ন ডলারের সম-পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছে বছরে; এতে, জাতি বছরে ১৪৮২ বিলয়ন টাকাকে হার্ড কারেন্সীতে পরিণত করে, আমদানী করছে, এলসি খুলছে। এই যে, টাকাকে হার্ড কারেন্সীতে পরিণত করার ভয়ংকর শক্তি জাতি পাচ্ছে, তার বিনিময়ে উটের রাখাল, বা রাবার বাগানের মালীরা জাতি থেকে কিছুই পায় না।



যাক, জাতির বিরাট অংশ কখনো কিছু পায় না; পাবার জন্য মাহী, তারিথ, শেখ হাসিনা, কর্ণেল ফারুক, মিন্টু, মেজর মান্নান, খালেদা জিয়া, ফালুরা আছে।



এই রেমিট্যান্সের বাহিরে জাতির জন্য প্রবাসীরা আর কি করতে পারে বলে আপনার ধারণা?



শাহ জালাল দিয়ে যারা স্বর্ণ আনে, তারা প্রবাসী নয়; তারা আসলে বাংলাদেশী মানুষ, যারা শুধুমাত্র স্বর্ণ বহন করার জন্য বিদেশে যাওয়া আসা করে।



১১/১২ লাখ বাংগালী, যারা পশ্চিমের সভ্যতাকে ধারণ করে টিকার জন্য সংগ্রাম করে, সফল হচ্ছে, এরা জাতিকে সাহায্য করতে পারবে বলে আমার ধারণা।



















মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

আলপিন ম্যান বলেছেন: :(( :((

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছিলাম যে, এ ব্যাপারে হয়তো ব্লগারদের ভাবনা থাকতে পারে; মনে হচ্ছে, ব্লগাররাও ভাবনাহীন মানুষ!

২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

আলপিন ম্যান বলেছেন: আপনার মত এত হায়ার লেভেলের চিন্তা ভাবনা করে না কেউ। তাই মন্তব্য তেমন একটা পাবেন না।

সব দিক তো আপনার ঠিক আছে, শুধু হাম্বা লীগ করাটা ছেড়ে দেন ব্রাদার।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


যাক, শেষে মুখ খুলতে হলো, আমি চাই না যে, শেখ হাসিনা ৩৪ বছর আওয়ামী লীগের সভাপতি থাকার পর, একদিনও বাংলাদেশ চালাক।

শেখ হাসিনা ৩৪ বছর, এরশাদ ৩৩ বছর, খালেদা জিয়া ৩২ যথাক্রমে আলীগ, জাতীয় পার্টি ও বিএনপি'র সভাপতি; এগুলো ক্রাইম; আপনারা বুঝতে পারেন কিনা, চেস্টা করে দেখেন।

আমার পোস্টে সবাই কমেন্ট করবে না; এতে অসুবিধা নেই; আমি অন্যের পোস্টে কমেন্ট করি।

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩১

নতুন বলেছেন: শেখ হাসিনা ৩৪ বছর, এরশাদ ৩৩ বছর, খালেদা জিয়া ৩২ যথাক্রমে আলীগ, জাতীয় পার্টি ও বিএনপি'র সভাপতি; এগুলো ক্রাইম;

যেই দলে গনতন্ত্র নাই তারা কিভাবে গনতন্ত্রের জিকির করে???

মানুষের মাঝে ভন্ডামীর শেকড় খুবই গভীরে চলে গেছে... সমাজ থেকে ভন্ডামী না উপড়াতে পারলে দেশের উন্নতি খুব একটা হবেনা...

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


পলিটিক্যাল সায়েন্সে পিএইডি, ড: এমাজুদ্দি যেখানে গণতন্ত্র নিয়ে লিখটে গিয়ে প্রতি লাইনে ভুল করে, সেখানে বাংলার মানুষকে কি দোষ দেবেন?

ফালু, লালু, মিন্টু, পিন্টুরা ব্যাংক ডাকাতি করে, পালর্লামেন্ট দখল করে আছে ৪৪ বছর; মানুষ কি বুঝবে।

তবে, মানুষকে হয়তো লি-কুয়ান, বা ব্রাজিলের লুলুর মতো লোকের অধীনে এনে শেখাতে হবে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৯

রঙতুলি বলেছেন: বুঝলাম না আপনে একজন কু- লিয়ান, বা লুলু হইতে পারলেন না কেন?
সবার ব্লগে গিয়া দেখি খালি সমালোচনাই করেন?

কে আপ্নারে মহাথির আইন্না দিবে? রাস্তায় নামেন নিজে চেস্টা করেন।

দুনিয়ায় সব চাইতে সহজ কাল সমালোচনা করা।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


সমালোচানা করা যদি এতই সোজা হয়, মধুসুদন দত্তের মেঘনাদ বধের সমাচোচনা করেন গিয়ে।

আমি লি-কুয়না নই, তবে লিকুয়ান ও লুলুর ভক্ত।
রাস্তায় নেমেছি দেখা হবে; কিছুর সাথে দেখা হয়েছে; সবার সাথে দেখা হবে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

যার যার আখের গোছানো নিয়ে ব্যস্ত। প্রবাসিরাতো মাসে মাসে টাকা পাঠাচ্ছে নাকি? তাহলে আর চিন্তা কি। তাদের নিয়ে সরকারের এত ভাবনার দরকার নাই।

প্রবাসিদের কথা চিন্তা করলেও টাকা আসবে না করলে টাকা আসবে।

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


বর্তমান রাজনীতিবিদরা এগুলো বুঝবে না, আমি চাচ্ছি যে, ব্লগারেরা বুঝুক।

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০

মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ........ ভালো লিখেছেন চাঁদগাজী ভায়া, আপনার জাতিপ্রেম প্র্রশংসনীয় ........ তা ঐ জাতিকে সাহায্য সহযোগীতা করে আমাদের কি লাভ, সেটাত একটু বলেন !

৭| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্লগাররা বুঝে কি করবে ভাই?

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


আমার আিডিয়াকে সাপোর্ট করবেন; আমি কাজ করবো।

৮| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


@মাসূদ রানা,

আমরা নিজেরাই জাতি।

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনি কি কোন মন্ত্রী নাকি?

আপনি যদি ভাল কাজ করেন তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



না, আমি মন্ত্রী নই, আমি আমার সাধ্যের মাঝে মানুষকে সাহায্য করছি।

১০| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দেশের জন্য যা কিছু ভাল আমি তার জন্য সর্বাত্মক সহযোগীতা করতে রাজি আছি। :)

ভাল থাকবেন ভাই।

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



আমরা জাতিকে সাহায্য করবো সবাই মিলে, জাতির সাথে নিজেরাও ভালো থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.