![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাকিস্তানী মিলিটারী অফিসারের বউ, চিকন চাল, আটা, ডালডা, চিনি পেতো রেশনে, প্রতিসের চার আনা দাম; ফ্রি সিনেমা; ভালো হাউসিং; চাকরেরা রান্না বান্না করতো; মিলিটারী জীপে ঘোরাফিরা; মগজের দরকার নেই; বাংলাদেশ আমলে , সেই মহিলাকে আনা হলো বিএনপি চালাতে! বিএনপি কি বিচারপতি সাত্তার, ডা: বদরুদ্দোজা, ডিজিএফআই ও জেনারেলরা চালাতে পারতো না?
শুধু পারতো বললে হবে না; ডিজিএফআই ও জেনারেলরাই বিএনপি চালায়ে এসেছে সব সময়, এখনও চালাচ্ছে, সাথে আছে পাকী জেনারেলরা।
খালেদা জিয়াকে বিএনপির সভাপতি করা হয়েছিল ২টি গুণের জন্য: লোভ ও বেকুব; জেনারেল জিয়াকে পরোক্ষভাবে হত্যা করায়েছে জেনারেল এরশাদ; খালেদা জিয়াকে যখন মিলিটারীর কিছু অফিসার ব্যাপারটা বুঝায়েছে, সে বুঝতে পেরেছে যে, এরশাদ তার স্বামীর হত্যায় যুক্ত; এরশাদ মহিলাকে কিনে নিল জাতির টাকায় ২ টি বাড়ী, গাড়ী ও ১০ লাখ টাকা ক্যাশ দিয়ে।
জেনারেলেরা ও বিএনপির দুস্টরা বুঝতে পারলো যে, এই মহিলা লোভী ও বেকুব; একে সামনে রেখে কয়েক বিলিয়ন চুরি করা কিছুই না। তারা সেটাই করেছে; ফালু ও উনাকে বিলিয়ন দিয়ে বাকীরা আনুমানিক ২৫/৩০ বিলিয়ন ডলার নিয়ে গেছে!
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো ৭/৮ কোটী মানুষ আছে, যারা খালেদা জিয়া থেকেও বেকুব, জাতি কি করে টিকবে?
আমি খালেদা জিয়ার সমালোচনা করছি না; উনার গুণের কথা বলছি।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
মুজিব আলম বলেছেন: আমি বেকুব কিনা জানিনা, তবে আপনি যে বুদ্ধিমান নন তাহা আপনার লিখাতে ও ভাষাতে বুঝা যায়।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়ার মত বেকুব মহিলা ৩৩ বছর একটা চোর ডাকাতের পার্টি চালায়ে বিলিওনিয়ার হয়েছে; আপনি লেখাপড়া শিখে ওর বেকুবীটা বুঝতে পারছেন না; এবার বুঝেন আপনার অবস্হা ও যে ৭/৮ কোটী মানুষ জীবনে স্কুলে যাবার সুযোগ পায়নি, তাদের কথা।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা একটা অন্যায় করছে, সেটা আপনাদের মাথায় ঢুকবে না; সেটা হলো, শেখ হাসিনাই খালেদা জিয়াকে বিএনপি'র সভাপতি হয়ে টিকতে সাহায্য করে আসছে সব সময়।
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩
গোলক ধাঁধা বলেছেন: মেজর জিয়া কি শুধু পাকিস্তানের মিলিটারীই ছিল । শালার ভাদার মায়েরে ..।
১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
মেজর জিয়া কে ছিল সেটা জেড-ফোর্সের ৪০০ জন সৈনিক ও অফিসারই জানতেন; আপনার জানার কথা নয়।
আমি মেজর জিয়াকে নিয়ে এই পোস্টে কিছু লিখিনি।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৭
সাতকথা বলেছেন: বুঝলাম না !!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৩
মুজিব আলম বলেছেন: চুলকানিমুলক পোষ্ট। আপনার প্রতিটি লেখাই অত্যন্ত খালেদা জিয়া বিদ্বেষি। এ ব্যাপারে আপনি শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছেন। সমালোচনা করবেন তবে একপেশে ভালনা। এটা বিকৃত রুচির পরিচয়।