নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসলামে কিছু যোগ করতে বললে কি গুনাহ হবে?

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৯

ইসলামে কিছু যোগ করতে বললে, মাথা চলে যাওয়ার সম্ভাবনা কত ভাগ? এবং ইসলামে কিছু যোগ করতে বললে, বা যোগ করার কথা ভাবলে কি পরিমাণ গুনাহ হবে?

আমি যোগ করার কথা বলছি না, যোগ করার কথা ভাবছি না; আমি মাথা হারাতে চাই না; আমি চাই আলজিরিয়ার বা মিশরের কোন ইসলামিক প্রফেসর কিছু যোগ করুক।

যিনি যোগ করবেন, বা যোগ করবেন না, আমি তাকে বলবো নীচের ৩টি বিষয় ইসলামে যোগ করতে, বা যোগ করার কথা ভাবতে; অথবা যোগ না করতে, এবং যোগ করার কথা না ভাবতে:

১) এ বছরের কোন একদিন থেকে কেহ আর নিজকে শিয়া, সুন্নী, কুর্দী, ওয়াহাবী হিসেবে দাবী করতে পারবে না; যেদিন থেকে এটা যোগ হবে, এটাকে আর মুছা যাবে না।

২) শিয়া, সুন্নী বা কুর্দদের জন্য আলাদা মসজিদ থাকতে পারবে না।

৩) কোন মুসলিম দেশ কোন অবস্হায় অন্য মুসলিম দেশ আক্রমণ করতে পারবে না।

শেষ।


মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৩

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ঠিক বলেছেন

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, কিছু একটা করা দরকার এই ৩টি বিষয়ে

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৫

মুমাইন বলেছেন: আরে ভাই, আপনি যেগুলো যোগ করা বা না করার কথা বলেছেন এগুলো ইসলামের স্বর্ণযুগে কখনোই ছিল না। বরং পরবর্তীতে নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য এগুলো যে যার মতো করে যোগ করে নিয়েছে। এখন প্রয়োজন এগুলোর উচ্ছেদ।
আপনার উত্থাপিত তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ। আপনার এই চিন্তা যেন সংশ্লিষ্টদের ভাবায়।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



সোনালী যুগ তো এখন; আগে তো কিছুই ছিল না।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২১

হানিফঢাকা বলেছেন: "...O people of the Book, let us come to a common understanding between us and between you; that 1) we serve none except God, and 2) that we do not set up anything with Him, and 3) that none of us takes each other as patrons besides God...." (Qur'an 3:64)

This is the principal given by the Allah to unite.

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


এখন এ ৩টি বিষয়ের কি হবে?

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬

হানিফঢাকা বলেছেন: There is a way. Its a very lengthy and vast discussion. But in short, Its all about the covenant mention in Quran. if and only if we maintain and fulfill covenant, Allah promises to grant us free land of inheritance where we can establish Deen. But people, departed from it for his own personal gain, power.

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


ইয়েমেনে সৌদী বোমা ফেলছে, লেবাননে শিয়া মসজিদে সুন্নীদের যেতে দেয় না।

ইরানের শিয়ারা মক্কা আক্রমন করবে।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

আজকের বাকের ভাই বলেছেন: অনেক ভালো লাগল

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


সমস্যা দেখা দিয়েছে, সমাধান করতে হবে।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯

মুদ্‌দাকির বলেছেন:

মুসলমানের দল একটাই। আগেও তাই ছিল এখনও তাই আছে। কিন্তু আপনার মত সুবিধাবাদীরা সব সময় নিজের সুবিধা মত ভাগ তৈরি করেছে। আপনি মনে হয় আমার লেখা গুলো না পড়েই মন্তব্য করেন।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনিও একজন লেখক, কিছু একটা লিখেছেন বলে আপনার ধারণা, সেটাকে আবার পড়তে হবে, তারপর মন্তব্য করতে হবে?

আস্তে

৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

ওয়ালী আশরাফ বলেছেন: আপনার প্রস্তাব কেউ গ্রহণ করবে না। কারণ তাতে তাদের স্বার্থ উদ্ধারের পথ রুদ্ধ হয়ে যাবে।
যেমন যে নেশা করে সে কখনও চাইবে না এমন আইন করা হউক যাতে নেশা করা বন্ধ হয়ে যায়। তদ্রূপ যে নারীদের নিয়ে ফুর্তি করে সে চাইবে না এমন শাসন দেশে প্রতিষ্ঠিত হোক যাতে নারীদের ফুর্তি করা বন্ধ হতে পারে।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটে আসছে; সেই জন্য ইসলামিক সিভিল ওয়ার শুরু হয়েছে।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১১

তাসরুজ্জামান বাবু বলেছেন: আগে ইসলাম সম্পর্কে জানবেন, তারপর যোগ-বিয়োগের প্রশ্ন । ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যোগ করার প্রশ্ন অবান্তর । আমাদের বুঝার ভুলের কারণে এই দলাদলি, নতুবা ইসলামে কোনো দলাদলি নেই ।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:




আপনি এত জানলেন কোথা থেকে?
যখন ভ্রুণে ছিলেন, তখন সব জেনে ফেলে ছিলেন?

৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১

কচি খান বলেছেন: বিভেদ সৃষ্টি না করে ইসলাম সস্মর্কে ভাল করে পড়ুন-জানুন..!! ইসলামের স্বর্ণযুগ শুধু নয়, বরং বিশ্বের বিগত এবং ভবিষ্যতে আগত সকল সময়ের মধ্যে স্বর্ণযুগ বলতে রসুলুল্লাহ (সা:) এর সময়কেই বুঝানো হয় এবং সত্যিই সেটাই ছিল স্বর্ণযগ। মুসলিম নেতাদের মাথায় বর্তমানে আছে শুধু টাকা, ক্ষমতা এবং মেয়ে মানুষ...!! ইসলাম দূরে থাক তাদের মুসলমানিত্ব-ই আছে কিনা সন্দেহ..!! আর তাদের পিছণে শয়তানদের দল তো আছেই...অতএব যা পরিনতি হবার তা হবেই...!!!

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


মগজহীন মানুষের অভাব নেই; শিয়া, মিয়া আমি বানাই নাই; মানুষের স্বর্ণযুগ এখন।

আপনার স্বর্নযুগ আজকে।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


"ভেদ সৃষ্টি না করে ইসলাম সস্মর্কে ভাল করে পড়ুন-জানুন..!! "

-আপনি কতটুকু পড়েছেন?

১০| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৫

ইমরান আশফাক বলেছেন: বুঝা যাচ্ছে যথেষ্ট উর্বর আপনার মস্তিস্ক, কিন্তু আপনার এই মস্তিস্কের সাথে তাল মিলানো খুবই দূরহ। এক কাজ করুন না, আপনি নিজেই এই ব্যাপারে এগিয়ে আসুন।

শিয়াদের নিজেদের কিছু বিশ্বাস আছে যেগুলি তাদের মুল ধারা থেকে পৃথক করে দিয়েছে, তদেরকে বলুন ঐসব মনগড়া এবং পরে যুক্ত হওয়া বিষয়গুলি বাদ দিতে। কুর্দিদের নিজেস্ব কোন বিশ্বাস নেই এবং মুলত সুন্নী। ওয়াহাবীও এই রকমের। সবাইকে বলুন মূলধারায় ফিরে যেতে তাহলেই ল্যাঠা চুকে যায়।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই বলবো, এখন প্রাথমিক রিয়েকশন বুঝার চেস্টা করছি।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

মাসূদ রানা বলেছেন: আপনার পরামর্শগুলো ইসলামী মতাদর্শে ইতোমধ্যেই উপস্থিত, সুতরাং নতুন করে যোগ করতে বলার আহবান হাস্যকর, আপনি যতদুর বললে শোভন শোনাতো তা হচ্ছে, মুসলমানরা যেন ইসলামের ভ্রাতৃত্বের আদর্শকে ধারন করে ও লালন করে :) @চাঁদগাজী ভায়া

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


কোথায়ও বলেছে যে, তোমরা শিয়া, সুন্নী, কুর্দ ও ওয়াহাবীতে বিভক্ত হবে, এক সময়; তোমাদের মসজিদ হবে আলাদা; এক মুসলিম দেশ অন্য মুসলিম দেশে আগুনের গোলা মারবে?

১২| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬

কচি খান বলেছেন: লেখক মশায়..উত্তেজিত হচ্ছেন কেন... এটা কিন্তু খারাপ লক্ষণ...!! ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ধর্ম..!! আপনার চেয়ে বহু বহু বহু গুন শিক্ষিত, জ্ঞান পাপীরাও ইসলাম ধর্মের বিন্দু মাত্রও ভুল ধরতে পারেনি...!! শান্ত চিত্তে চিন্তা করতে থাকুন, পথ পেয়ে যাবেন।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:
পথ তো পেয়েছি, শিয়া সুন্নীর যুদ্ধে ওয়াহীরা যোগ দিয়েছে; আপনি কোন পথে যাচ্ছেন?

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা যোগ করার কিছু নাই। কোরান হাদীসের কোথাও শিয়া সুন্নী শব্দই নাই।

মানুষ ব্যক্তি হিসেবে নিজে চেঞ্জ না হইলে মিসর আলজেরিয়ার কোন বিদ্দ্বান আইসা কইলেই সবার মানা শুরু করবে এইটা চিন্তা করা কস্টেরই। মানুষকে নিজেও পড়তে আর বুঝতে হবে।

এজন্যই বলা হইছে, " পড়, পড়ো তোমার প্রভুর নামে।"

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


মুসলমান দেশগুলো মানুষকে পড়তে দেয় না; সরকারগুলো চেস্টা করে মানুষ যাতে পড়টে না পারে।

ইসলামিক সিভিল ওয়ার শুরু হয়েছে; উহাকে বন্ধ করতে হলে প্রাথমিকভাবে উপরের ৩টি বিষয় ঠিক করতে হবে।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

মুদ্‌দাকির বলেছেন:


এই ধরনের স্পিকার টাইপ প্রতি উত্তর পাবো বলেই ধারনা করে ছিলাম। খালি আমার না আপনি সবখানেই পোষ্ট না পড়েই অবর্জনা ছড়ান। ...............কি আর করা রিসেপ্টর লেভেলে হরমন ডিস্ফাংসান...... এই দেশকে লুটতে না পাইরা স্পিকার......... :( :( :( :( :( :(

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি যা লিখেন, সেগুলো হয়তো কিছু একটা হবে; কিন্তু আমি ওখানে কিছু পাইনি; পড়ে সময় নস্ট করেছি।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: আমারও মনের কথা।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ইসলামিক সিভিল-ওয়ার আরব, পারস্য, পাকিস্তান, আফগানিস্তানকে ধুলোতে মিশায়ে দিবে।

সিরিয়ার ৯০% ভাগ মানুষের কোন ক্রয় ক্ষমতা নেই আজ। ইয়েমেনে কি হবে, দেখার বিষয়।

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

আলপিন ম্যান বলেছেন: গরুর রচনা

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


কেন সিরিয়া ধ্বংস হয়ে গেছে, কেন ইয়েমেনে সৌদী বোমা পড়ছে; গরুরা তা বুঝতে পারবে না কোনদিন!

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আইনটা আগে মানার ব্যবস্থা করা উচিত। পরে না যেই লাউ সেই কদু না হয় :((


চাঁদ ভাই বিনিয়ের সাথে বলছি, ইসলাম পরিপূর্ণ। কাজেই যোগ-বিয়োগটা শুধুই বিতর্কের সৃষ্টি করবে। কিন্তু ইজমা, কিয়াসের ব্যবস্থা আছে। আমি নিশ্চিত এসব আপনি জানেন। আর আপনার প্রস্তাব তিনটা খুব ভালো। এগুলো মূলত ইজমা ও কিয়াসের বিষয়....সেটা নিয়ে মুসলিম নেতারা ঐক্যবদ্ধ হয়ে একমত হতে পারলে...নিজেদের মধ্যে ঝগড়াটা থামতে পারে। দোষটা মুসলিমদের..সেজন্য ইসলামের উপর দায়ভার চাপানোটা নেহায়েত বোকামী।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



ইসলাম হলো লিখিত বই; যে যেভাবে ব্যবহার করছে, সেটাই আসল।
কিয়াসের মাধ্যমে এ সমস্যাগুলো সমাধান সম্ভব।

যেই সিভিল-ওয়ার শুরু হয়েছে, এতে কি হবে, বুঝা বেশ মুশকিল।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

তপ্ত সীসা বলেছেন:
যেই পরফেসর যোগ করবেন, উনি কি শিয়া নাকি সুন্নী নাকি ওয়াহাবী? শিয়া হইলে সুন্নীরা মানবে? সুন্নী হইলে শিয়ারা মানবে? নিজের জাতের বাইরেই যাইতে পারেনা মানুষ, ধর্ম বিশ্বাস পাল্টাইয়া শিয়া সুন্নী ওয়াহাবী সব এক হইয়া যাইবো? নামাজ কোন রীতিতে হবে? শিয়া সুন্নী না ওয়াহাবী স্টাইলে? এইসবও তো গবেষনার বিষয়।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


আলজিরিয়া মোটামুটি এসব সমস্যা থেকে বেরিয়ে এসেছে।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

নেবুলাস বলেছেন: জলদি করেন। নোবেল কমিটি আপনাকে খুঁজছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


আগাছায় ভরে যাচ্ছে দেশ?

২০| ১৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৬

নেবুলাস বলেছেন: প্রশ্নটা আমারো।

১৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পড়ে দেখলাম

২১| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: তর্কের খাতিরে মেনে নিলাম কুরআন লিখিত বই ( আপনার ভাষায়)। কিন্তু আপনি সুস্পষ্ট অজ্ঞতাবশত কিংবা মুর্খতাবশত ইসলামকে লিখিত বই বললেন B-)) ইসলাম কোনো বই নয়। এটা একটি বিশ্বাস। মানে প্রভুর কাছে আত্মসমর্পণ করা।


সিভিল ওয়ার মাত্র শুরু হয়নি। একতরফা বুঝেন বা বুঝার চেষ্টা করেন তো সেজন্যই জানেন না :(

প্রমাণ...সিভিল ওয়ার শুরু হয়েছে ১৯৪৮( যদি আপনার খিউরি ধরি) সাল থেকে ইসরাইল বনাম ফিলিস্তিনি...এরপর ৫৮ তে মিসর বনাম ইসরাইল, ১৯৯৬ তে যুক্তরাষ্ট বনাম আফগান আর ২০০৩ তে ইরাক বনাম যুক্তরাষ্ট। মানে শুরু হয়নি আপনাদের গুরুমশাইরা শুরু করেছেন.....

নিচে দেখুন আর মিলিয়ে দেখুন যদি পড়ে না থাকেন :-P

১.হিন্দুদের ধর্মগ্রন্থ ইচ্ছামত পরিবর্তিত হয়েছে….যেমন গীতা, রামায়ণ, মহাভারত আরও কত কি??????
২. খ্রিস্টানদের বাইবেল যে কত সংস্করন চলছে তার কোনো ইয়ত্তা নেই।
৩.বোদ্ধদের ত্রিপিটক নয় বাদই দিলাম?????

সে দিক দিয়ে কুরআন প্রায় সাড়ে চৌদ্দশত বছর ধরে অক্ষয় রয়েছে। আপনাদের গুরুজি রা রাত-দিন পরিশ্রম করেও নোংরা লালসা মিটাতে পারেনি।ড। মরিস বুকাইলি তো মাফ চেয়েছেন!!!!!!

যাগগে……জবাব দিন।

১.শিবসেনা ও বিজেপির যৌথ মদদে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙতে, মোজাফফর নগরে মুসলিমদের গণহত্যা করতে………কি গীতা প্রেরণা দিয়েছে।
১.পশ্চিমা কুকুরদের বোমায় আর সরাসরি যুদ্ধ করতে গিয়ে ইরাক-আফগান-গাজায় নরহত্যা চালাতে কি বাইবেল বলেছে নাকি?????
৩.মায়ানমারে কি বোদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক দ্বারা অনুপ্রানিত হয়ে বার্মা মুসলিমদের আগুনে পুড়িয়ে মারছে????

ঠিক তেমনি কুরআনও কাউকে বলেনি হত্যা করতে, অযথা যুদ্ধ বাধাতে………আরও যা কিছু শিয়াল পন্ডিতরা বলে থাকে। যে যার মতো করে ব্যাখ্যা করে আপনার মতো সাধুগিরি করছে!!!

পারলে যুক্তি দিয়ে জবাব দিন। নতুবা অযথা মুক্তমনাদের মুখে জোতা মারবেন না!!!!

২২| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১০

হিল্লো্ল বলেছেন: আপনার উদ্দেশ্য মহত, কিন্তু আপনার ইসলাম সম্পর্কে কিছু নলেজ এর অভাব রয়েছে, আমাকে মাফ করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.