![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আব্বাস ও তারিথ নির্বাচিত হলে, এবং তারা যদি খালেদা জিয়ার সাথে বেশী মাখামাখি করতে চায়, স্বল্প সময়ের মাঝে তারা ক্ষমতা হারিয়ে ফেলবে; অবশ্য নির্বাচিত হলে, আব্বাস ও তারিথ খালেদা জিয়কে এক তোঁড়া ফুল দিয়ে কেটে পড়বে; দু'জনেই কমপক্ষে খালেদা জিয়া থেকে চালাক।
আব্বাসের সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে; নির্বাচিত হলে, সে কোন অবস্হায় খালেদা জিয়া ও বিএনপি'কে নিয়ে নাচবে না; মনে হয়, তারিথ আরো চালাক, সে বিএনপি'র আগের মেয়রদের অবস্হা দেখেছে; এবং আসলে, সে খালেদা জিয়ার ভক্তও নয়; সে অবস্হার সুযোগ নিচ্ছে।
ঢাকার মানুষ নতুন মেয়রদের উপর ভরসা করার লোক নয়; তারা দেখতে চাচ্ছে, ভোট কেমন হয়, আওয়ামী লীগ কি করে?
আব্বাসের উপর ঢাকার ফুটপাথের ব্যবসায়ীও আস্হা রাখবে না; তারা জানে যে, আওয়ামী লীগ ক্ষমতায়, আব্বাসের ক্যাডাররা আওয়ামী ক্যাডারদের সাথে যোগ দেবে।
তারিথের তেমন ক্যাডার বাহিনী এখনো নেই; ফলে, তার মাথ ব্যথা কম; জয়ী হলে, এটা সেটা করার নামে প্রথমদিকে কয়েকদিন লাফ ঝাপ দিবে; তারপর চুপ হয়ে যাবে। টিকে থাকার জন্য তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করবে।
জয়ী হলে আব্বাস ও তারিথ টিকে যাবে; গাজীপুর, সিলেট থেকে তারা নিশ্চয় শিক্ষা নিয়েছে।
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
তাদের নির্বাচিত হওয়ার কারণ নেই; কিন্তু মানুষ শেখ হাসিনাকে গত ভোটের জন্য দায়ী করছে, কিছুটা এ্যাকশন দেখাতে পারে।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
তপ্ত সীসা বলেছেন: এই বিশ্লেশনের উদ্দেশ্য কি? এরা দুইজনই যে সুযোগসন্ধানী হইবে সেইটা বলা?
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
এরা ২ জনই সুযোগ সন্ধানী, সেটাও একটা বিষয়।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
তপ্ত সীসা বলেছেন: অন্য দুইডারে নিয়াও কিছু লিখেন ভায়া।
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
ওরা জয়ী হলে কোন ভাবনা নেই, দু'জনেই দখলবাজী প্রসারিত করবে, ঢাকার টাকার ভাগ নিয়ে নতুন নিয়ম চালু হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি বা তাদের প্রার্থিরা এমন কি সোয়াবের কাজ করেছে যে তাদের ভোট দিয়ে নির্বাচিত করা লাগবে?