নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা দক্ষ, শিক্ষিত, সৎ ক্যান্ডিডেট দিতে পারতো, সুযোগ হারালো

২১ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৫

শেখ হাসিনা বিরাট সুযোগ হারালো মেয়র ইলেকশানে; এবার উনি দক্ষ, শিক্ষিত, সৎ ক্যান্ডিডেট দিতে পারতেন; দেশের মানুষ উনার সুনাম করতো, মানুষের মাঝে আশা জেগে উঠতো; উনি খালেদা জিয়াকে অনুসরণ করে ভুমিদস্যু, কালো টাকার মালিকদের নমিনেশন দিলেন! উনি ক্ষমতায়, মেয়র ভোটে জয়ী হওয়া কি এতই জরুরী?



সময়ের সাথে, খালেদা জিয়া ও শেখ হাসিনা বেশী করে চোর-ডাকাতদের নির্বাচিত পদে নমিনেশন দিয়ে চলেছে; কারণ, চোর ডাকাতেরা টাকা ও পেশীর মালিক, তারা জয়ী হয়ে আসছে।



তাদের ২ জনের জন্য, চোর ডাকাতদের জয় বেশী দরকার পার্লামেন্টে; কারণ, সেখানে নির্ধারিত হয় যে, কোন দল সরকার গঠন করবে; কিন্তু মেয়র ও কমিশনার পদে কেন চোর ডাকাতদের নমিনেশন দেয়া হচ্ছে?



যেহেতু শেখ হাসিনা ক্ষমতায়, উনি ভালো মানুষকে নমিনেশন দিয়ে মানুষের আশা পুরণ করে, মানুষের কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন এবার; উনার হারাবার কিছু ছিল না, রিস্ক নিতে পারতেন।



যদি উনার নমিনেশন পাওয়া ভালো লোকেরা জয়ী না হয়ে, আব্বাস এবং তারিথ জয়ী হতো, তাদেরকে ক্ষমতা না দিলেই চলতো; আব্বাস ও তারিথ ডাকাত, ওদের নামে শত শত মামলা; ওদেরকে ক্ষমতায় আসতে না দিয়ে জেলে দিলে মানুষ খুশী হবে।



আর যদি উনার নমিনেশন নিয়ে ভালো লোকেরা জয়ী হতো, মানুষের মাঝে উৎসাহ ফিরে আসতো, শেখ হাসিনার ইমেজ ভালো হতো; এই সুযোগটা শেখ হাসিনা সহজেই হারালো।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:

সাইদ খোকনের ব্যাপারে আপনার মতামত কী ?

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


সে অন্যায়ভাবে সুযোগ নিয়ে সম্পদের মালিক হয়েছে; ঢাকার মত সমস্যাপুর্ন শহরের সমস্যা বাড়ানো ছাড়া সে কিছুই করতে পারবে না।

২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

রাফা বলেছেন: আনিসুল/সাইদ খোকন কি লোক খারাপ....!নাছিরের ব্যাপারে আমি অবগত নই
তাই কিছু বলতে পারছিনা।
আমার ক্যালকুলাশানে ভালো লোকই দিয়েছে হাসিনা।ঢাকাতে জুনাইদ সাকি ছাড়া আর কোন ভালো ক্যান্ডিডেড আমার চোখে পরেনি।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


পার্টি থেকে দেয়ারও দরকার ছিলো না; বুয়েটের প্রাক্তন প্রফেসর, ফাইন্যন্স এর লোকজন থেকে, ন গর পরিকল্পনায় ছিলো এমন লোক দিলে সঠিক হতো।

আনিসুল/ খোকন এরা সবাই পার্টির ক্ষমতা ব্যবহার করে অফুরন্ত টাকার মালিক হয়েছে; এরা ঢাকা শহরের সমস্যা সমাধান করার কথা ভাববে না।

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দক্ষ, শিক্ষিত, সৎ ক্যান্ডিডেট দিলে মাল আসত কিভাবে? দল চালাতে হবে না।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:


সেটাই বলছিলাম, দল চালানোর টাকার অভাব হাসিনার নেই; টাকা চারিদিক থেকে স্রোতের মত আসছে।

এবারের নির্বাচনে হারলেও জিতে যেতো, যেহেতু আব্বাসের ২ পা জেলের ভেতর; আর তারিথ ঋণ খেলাফী করবেই, সেটাই ওর ব্যবসা।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪

অেসন বলেছেন: আনিস/খোকন তো খুব খারাপ না। যদিও জুনাইদ সাকির মতো কাউকেই মনে হচ্ছে না।
আর চট্টগ্রমে নাছিরের যা সুনাম গত ২০/২৫ বছর যাবত শুনে আসছি তাতে তার
মনোনয়ন সমর্থন করা যায় না। আর দূর্ভাগ্য চট্টগ্রাম আওয়ামী সমর্থকদের।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঢাকা চট্টগ্রাম শহর মানুষের চাপে তলিয়ে যাচ্ছে; পানির নীচে চলে যাচ্ছে; এজন্য দরকার ছিল বড় প্রকৌশলী, নামকরা ব্যাংকার ইত্যাদি থেকে কেনডিডেট দেয়া।

পার্টির লোক মেয়র না হয়েও তো সব কিছু দখল করে নিয়েছে; মেয়র হওয়ার পর, ওরা শুধু দখলবাজি করবে।

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৫

মোহামমদ অাবুল বাশার বলেছেন: এ দেশের মানুষ ভোটের রাজনীতিতে চোর ডাকাত কেই বেশী পছন্দ করে তাই হয়তো পি এম এর কিছু করার থােকনা

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


এ দেশে ভোট বিক্রয় হয়, তাই বাকী ভোটের দামও থাকে না; কিন্তু এবাের মেয়র ভোটে হারলেও জিতে যেতো; যেহেতু আব্বাস ডাকাতী করেছে ভুমি মন্ত্রি হিসেবে,ঢাকার প্রতিটি মানুষ চাইবে সে জেলে থাকুক; আর তারিথ, ঋণ খেলাপি হবেই হবে; না হয় চুরি করতেই হবে।

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: সব অবস্থার শিকার। চোর ডাকাতদের বাদ দিলে গদি নিযে টান পড়ে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

তপ্ত সীসা বলেছেন: ভালো কথা বলছেন ভায়া।

৮| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন: এ ভোট বন্ধ কর; ভুমিদস্যু, ঋণ-খেলাপী, চাঁদাবাজ, কালো টাকার মালিকদের সরাও

প্রেসিডেন্টকে অর্ডিন্যান্স মারফত এই ভোট বন্ধ করতে হবে; এই ভোটে প্রতিটি মেয়র ক্যানডিডেট ক্রিমিন্যাল; আমরা ভোট দিয়ে আমাদের শহর ও মানুষকে বিপদে ফেলটে পারি না।

ঢাকা আমাদের রাজধানী, চট্টগ্রাম আমাদের পোর্ট; দেশের সবাই জানে যে, বিএনপি ও আোয়ামী লীগ এবার শুধু মাত্র ক্রমিনালদের নমিনেশন দিয়েছে; ১৭ কোটী মানুষ যাদের ক্রিমিনাল হিসেবে জানে তাদের হাতে আমাদের শহর যেতে পারে না।

ভোট হলো গণতান্ত্রিক পদ্ধতির প্রথম পদক্ষেপ; আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভুমিদস্যু, ঋণখেলাপী ও চাঁদাবাজদের বা ভারতীয় গরু ব্যবসায়ীকে আমাদের শহরের ও মানুষের দায়িত্ব দেবো না।

শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে, পার্টিকে লাভবান করার জন্য দখলকারী ও চাঁদাবাজদের নমিনেশন দিয়েছে। প্রেসিডেন্ট এর উচিত, খালেদার ও শেখ হাসিনার ডাকাতদের ক্রিমিনাল ব্যাক-গ্রাউন্ডের ভিত্তিতে এ ভোট বনদ্ধ করে দেয়া।

শেখ হাসিনা রাজাকার ও দেশ বিরোধীদের কিছুটা কন্ট্রোলে এনেছে; এখন তার উচিত চোর ডাকাতদের কন্ট্রোলে নিয়ে আসা; সে না পারলে প্রেসিডেন্টকে সেই ব্যবস্হা নিতে হবে।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেশ নিয়ে কে ভাবে বলুন? সবাই ব্যস্ত নিজেদের আখের গুছাতে।

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


যারা আখের গুচায়েছে, তাদের চলে যেতে হবে; তাদের বাংলা ছাড়তে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.