নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মেয়র-ভোটের ফলাফল কি এখনো খালেদা জিয়ার হাতে পৌঁছেনি?

২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০০

৯১ দিনের তান্ডবে যাদের পরিবারের মানুষ প্রাণ হারায়েছেন, যাদের মেয়ে পংগু হয়েছেন, সেই সব পরিবারের লোকেরা পুলিশ, র‌্যাবের ভয়ে খালেদা জিয়াকে কিছু করার সাহস পাচ্ছে না; না হয়, খালেদা জিয়া বুঝতে পারতেন হামলা কাকে বলে!



আমি মনে করি, ছাত্রলীগকে বাংলাদেশের দু:খ হিসেবে ধরে নিলে ভুল হবে না; আবার এখন ছাত্রলীগ যেভাবে খালেদাকে প্রতিহত করছে, আমি ৯১ দিনের তান্ডবে মৃত ও পংগুদের পক্ষ থেকে ছাত্রলীগকে ধন্যবাদ দিতে চাই; তাদের উদ্দেশ্য যা হোক না কেন, তাদের কাজ নিহত ও পংগু নাগরিকদের পক্ষে যাচ্ছে।



৯১ দিনের তান্ডবে হতাহতদের কথা বাদ দিয়ে, খালেদা জিয়া ও সরকার নির্বাচনে মেতে উঠেছে; সরকার কি ষড়যন্ত্র করছে, বুঝতে সময় লাগবে; তবে, খালেদা জিয়া ভোটের জন্য বাসন্তী শাড়ী পরে রাস্তায় নেমে গেছে; উনি যেন পেট্রোল বোমায় নিহত ১৫০ জনের কথা শোনেনওনি! উনি ভান করছেন যে, উনি গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছেন; আসলে উনি উনার ও ফালুর ১ বিলিয়ন ডলার রক্ষার চেস্টা করছেন; মাঝখানে যারা মরেছে, পংগু হয়েছে, তাদের কথা উনি মুছে ফেলতে চান; যাক, কিছু লোক উনাকে বুঝায়ে দিয়েছেন যে, পেট্রোল বোমা মারার পর, অনেক কিছু আগের মতো নেই, অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু আগের মতো থাকবে না।



পেট্রোল বোমাবাজরা কি বিএনপি'র পোলিং এজেন্ট হবে, নাকি বিএনপি ক্যান্ডিডেটদের জন্য পোলিং এজেন্ট আনবে কোন দেশ থেকে? রেজাল্ট তো বুঝা যাচ্ছে; অবরোধ ও হরতাল চলবে খালেদা জিয়া যতদিন বাঁছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১২

আলফ্রেড বি বলেছেন: এই তান্ডবের জন্য কি খালেদাই দায়ী,হাসিনা কিচ্ছু করে নাই তাইনা?
ক্রসফায়ারের কথা কন না ক্যান?

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:

'অবরোধ' বোমা মারার সুযোগ করে দিয়েছে: বোমা সবাই মেরেছে।

ক্রস-ফায়ার এখনো তার আসল খেলা খেলেনি, সামনে খেলবে; আপনার যদি মনে থাকে, ক্রস-ফায়ার খালেদা জিয়ার আবিস্কার, উনার পেটেন্ট আছে।

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯

যোগী বলেছেন:
@আলফ্রেড বি ক্রসফায়ারের কাহিনি বাংলাদেশে কে প্রথম শুরু করেছিল বলতে পারেন?
আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্রসফায়ার বাংলার মানুষ সব সময় চায়। সন্ত্রাসী আর পেট্রল বোমাবাজদের জন্য ক্রসফায়ারই উপোযুক্ত বিচার।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:


খালেদার সময় ক্রস-ফায়ার দরকার ছিল কন কারণে, আজকে দরকার অন্য কারণে।

শেখ হাসিনা যদি সঠিকভাবে দেশ চালায় ক্রস ফায়ারের দরকার হবে না।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৮

আলফ্রেড বি বলেছেন: মনে রাখবেন ভবিষ্যতে খালেদার গাড়িতে আক্রমন করিদের অবশ্যয় ক্রসফায়ার করা হবে|

আপনি ভুলে যাবেন না সিরাজ শিকদেরকে হত্যার মাধ্যমে প্রথম ক্রসফায়ার চালু করেছিল মুজিব|

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:

'ভবিষ্যত' বলতে যা বুঝাচ্ছেন, ওখানে খালেদার জন্য তেমন কোন ভুমিকা নেই।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: অপেক্ষা।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


যখনই ভাববেন, তখনই ফলাফল পেয়ে যাবেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

মুজিব আলম বলেছেন: চাঁদগাজীর আসল চেহারা বের হয়ে আসছে। আওয়ামী অন্ধলীগের প্রথিষ্ঠাতা সভাপতি।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


সবকিছু হলো ভাবনার ভেতর, আপনার ভাবনা আপনার জীবন।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: গাজী।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


গাজী ----< চাঁদগাজী

চাঁদগাজী, ফেনী উপজেলায়; এই গ্রামে, ১৯৭১ সালে 'জেড-ফোর্সের' শেষ ডিফেন্স ছিল; ঐতিহাসিক যায়গা, বাংগালীরা মনে রাখতে পারেনি, বাংগালীদের হার্ড-ড্রাইভ ছোট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.