নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মেয়র-ভোটের রেজাল্ট জেনে ভোট দিন, না হয় ভোটটা নস্ট হবে।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮

প্রাথমিক রেজাল্ট হলো, বিএনপি'র কেহ ভোটে জয়ী হবে না; খালেদা জিয়া বেশী বড় বড় ডাকাতদের নমিনেশন দিয়েছে; একটা খেটে-খাওয়া মানুষ কেন আব্বাসকে ভোট দিবে? আব্বাস জীবনে ১ দিনও চাকুরী করেনি, হাজার কোটীর মালিক, পুরোটা ভুমি ডাকাতির টাকা। তারিথ হলো ঋণ-খেলাপী, মানে ব্যাংক ডাকাত; একজন প্রফেশানেলের পক্ষে একজন ব্যাংক ডাকাতকে ভোট দেয়া সম্ভব? চট্টগ্রামের মনজুর ভারতীয় গরুর ব্যবসা করতো, এখনো করে; বর্ডারে ভোর রাতে যারা গরু আনতে গিয়ে বিএসএফ গুলি খায়, এগুলো মনজুরের ব্যবসার নেট-ওয়ার্কের লোক। আব্বাস, মনজুর, তারিথ, এদেরকে আপনি ভোট দেবেন? তা'হলে শেখ হাসিনা কেন এদের মেয়র হতে দেবে?



শেখ হাসিনা যদি আমাদের রাজধানী ঢাকা ও পোর্ট শহর চট্টগ্রামের সমস্যা সমাধান করতে চাইতো, উনি প্রফেশানেল মানুষদের নমিনেশন দিতেন; উনি দিয়েছেন ছোট ডাকাতদের, যারা চাঁদাবাজ, ভুমিদস্যু ও লাইসেন্স নিয়ে ব্যবসা বাণিজ্য দখল করে ১ দিনে শতকোটীর মালিক হয়; উনার ধারণা, ভোট দিলে দেন, না হয় ছাত্রলীগ ও যুবলীগ ভোটে সীল মারবে; ভোটের রেজাল্ট লিখা হয়ে গেছে।



খালেদা জিয়ার তান্ডব থামানোর জন্য ভোট দিয়েছে শেখ হাসিনা; তান্ডব সাময়িকভাবে থেমেছে; ভোটের রেজাল্ট বের হওয়ার পর, খালেদা আবার তান্ডবের ডাক দিবে; কিন্তু হাসিনা ভাবছে, তখন খালেদা জিয়ার বোমাবাজরা ভয়ে বের হবে না।



এটাই ভোটের রেজাল্ট। আপনি শেখ হাসিনার উপর ক্ষেপে নিশ্চয় খালেদার বড় ডাকাতদের ভোট দেবেন না; আর শেখ হাসিনার ছোট ডাকাতরা আপনার ভোটের জন্য বসে নেই; এবার গিয়ে ভোট দেন।



আপনি যেভাবেই ভোট দেন না কেন, ৩ জন ডাকাত দীর্ঘদিন ডাকাতী করার লাইসেন্স পাবে।









মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: আমাদের দেশের চেয়ে ভাল নাটক আর কোথাও হয় না....

আর নাট্ট্যকাদের ১৬ কোটি দশ`ক আছে... কেউই কিছুই বলেনা.. :(

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের পড়ালেখা করতে দেয়নি ব্যুরোক্রেটরা, আজ তারা তার ফল ভোগ করছে; গুলশান, বনানী, ঢাকা তাদের; তাদের বাড়ী আছে নিউইয়র্ক, লন্ডন, মালয়েশিয়ায়; ওসব দেশে বাংগালীরা গাড়ী চালায়।

শিক্ষিতদেরকে ভুমিকা নিতে হবে; আবার ড: এমাজুদ্দিনের মত শিক্ষিত হলে হবে না।

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: হুম শুরু থেকেই সাধারন জনগন যাতে শিক্ষিত হইতে না পারে তার জন্য চেস্টা করতো সবাই....

না হলে কারা চাষী হবে..রিক্সা চালাবে..জুতা পালিশ করবে..রাস্তা ঝাড়ু দেবে...

কিন্তু এখন ছাত্ররাজনিতির নামে ক্যাডার পালন করছে দলগুলি...যাদের প্রধান কাজ দলের লাঠি হিসেবে কাজ করা...

আর দলগুলি প্রকাশ্যে মিথ্যাচার করছে কিন্তু জনগন কিছুই বলছেনা...

ওরা জানে যে জনগনের ক্ষমতা নেই....তাই তারা মিথ্যাবলাতে ভয় পায়না...

কবে জনগন ভোটের ক্ষমতা ফিরে পাবে আর রাজনিতিক দল জনগনকে ভয় পাবে.... !!!

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা চাইলে খালেদা জিয়াকে সরাটে পারে; কিন্তু সেটা সে করবে না।
যদি ভুলে সেই কাজটি করে, আমরা পথ খুঁজে পাবো।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২

শ্রাবণধারা বলেছেন: আপনার সাম্প্রতিক সময়ের পোস্টগুলো দেখে হতাশ হচ্ছি। আপনার সাথে বালবোশেখী বা মলপাতার সেপাইয়ের পার্থক্য থাকলো কই ?

একই সাথে পড়ালেখা, শিক্ষার কথা বলা আর ভোটডাকাতিকে সমর্থন করা শুধু স্ববিরোধী নয়, আত্মপ্রতারণা এবং আত্মঘাতীও বটে ।

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


সয়রি, আমি অন্য কিছুতে বিশ্বস করি: আমি বিশ্বাস করি যে, বাংলাদেশীরা এমন যায়গায় এসেছে যে, তারা রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে না; পরিবর্তন আসতে হবে শেখ হাসিনার মাধ্যমে; মানুষ হাসিনা ও খালেদা থেকে মুক্তি পেতে চায়; কিন্তু তাদের সেই ক্ষমতা নেই; ২ জনকে মানুষ সরাতে না পেরে, বরং ২ জনকে সাহায্য করছে। হাসিনা যদি খালেদা জিয়াকে সরাতে পারে, তখন হাসিনাকে সঠিক রাজনীতি করতে হবে, বা সরে যেতে হবে।

আমি যদি আপনাকে না বুঝতে পারি, সামনে কোন একদিন ব্যখ্যা করার চেস্টা করবো।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: প্রার্থীরা নাটক করবে, আর আমরা ভোটাররা দর্শক হয়ে উপভোগ করবো। এটাই এখন বাংলাদেশ। ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


প্রাথীরা জানে তারা মানুষের ভোট ব্যতিত জয়ী হতে পারবে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

নতুন বলেছেন: বাংলাদেশীরা এমন যায়গায় এসেছে যে, তারা রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে না; পরিবর্তন আসতে হবে শেখ হাসিনার মাধ্যমে;


হাসিনা বা খালেদা কখনোই কাউকে সরাবেনা...

কারন ভন্ডদের উদ্দেশ্য একটাই>> দেশের সম্পদ নিয়ে খেলা..

জনগন যতদিন পরিবত`ন না চাইবে ততদিন পরিবত`ন হবে না...

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপণি সঠিক।

আমি সেভাবেই বুঝি।

এ ব্যাপারে "শেখ হাসিনার ষড়যন্ত্র" নামে আমি পোস্ট লিখেছিলাম, পরে বোধ হয় সরায়ে ফেলেছি।

এখন হাসিনা চাইলে খালেদাকে নিস্খ্রিয় করতে পারতো; কিন্তু সে কখনো তা করবে না।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

নতুন বলেছেন: রাজনিতির এই খেলার প্রমান আপনি দেখতে পাবেন রাস্তায়


রাস্তায় যারা মালিস/সান্ডার তেল বিক্রি করে তারা কিন্তু মজমা শুরুতে যেই ভুমিকা মুলক কথা বলে... সেই খানে একটা কথা শুনেছিলাম...

যদি কোন ওস্তাত থেকে থাকেন তার পায়ে সালাম.... প্লিজ পেটে লাথ্থি দেবেন না....

তাই যারাই রাজনিতি করে থাকে তাদের মাঝে অনেকেই একে অপরের আন্তীয়.... নিজেদের মাঝে ব্যবসা আছে কিন্তু দুই মেরুর দল করে... বিরোধিতা করে....

তাদের সবার একটাই নীতি...>> দেশের সম্পদ লুটেপুটে খাওয়া...

জনগনকে সচেতন হইতে হবে.... আমাদের ক্ষমতা ভোট.... ভোট না দিলে হাসিনার ব্যবসা বন্ধ...

জনগনকে তার ভোটের ক্ষমতা ফিরে পেতে হবে... তবেই সবাই জনগনকে তেল দেবে...

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


সম্দ লুটের বেলায়, বিএনপি ও আওয়ামী লীগ পাতানো খেলা খেলে আসছে; এখন তাতে জামাতও বড় পার্টনার।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়ার হাত শক্ত করুন, পোলিং এজেন্ট হোন

খালেদা জিয়া বাংলাদেশের অনেক মানুষের কাছে 'গণতন্ত্রের প্রতীক'; এটা আমাদের জাতীয় দু:খগুলোর মাঝে একটা; ৩৩ বছর পার্টি প্রধান থাকার পরও উনি যাদের জন্য 'গণতন্ত্রের প্রতীক', তাদের জন্য খুবই বড় ধরণের চ্যালেন্জ অপেক্ষা করছে আজ: বিএনপি ঢাকার নির্বাচন কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পোলিং এজেন্ট পাচ্ছে না; যারা খালেদা জিয়ার গণতন্ত্রে বিশ্বাসী, তারা কমপক্ষে উনার অফিসে গিয়ে নাম লেখান।

যেখানে ভোটারেরা নীরব বিপ্লব ঘটাবে বলে ধারণা করছেন নেত্রী, সেখানে নেত্রীর পক্ষে, ভোট কেন্দ্রে উপস্হিত থেকে, ভোট গণনা করার লোকই নেই?

এই ধরণের অবস্হা হওয়ার কথা ছিল ১৯৯৬ সালে; ২০ বছর পরে এসে হলেও ঘটছে; এই ২০ বছরে কমপক্ষে ৫ কোটী মানুষ দরিদ্রতায় ভুগেছে, জাতি ক্রমাগতভাবে পেছনে পড়েছে; কিন্তু খালেদা জিয়া বিলিওনার হয়েছে, তার স্বামী ফালু বিলিওনিয়ার হয়েছে; আব্বাস হাজার কোটীর মালিক হয়েছে; তারিথ ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না করে এলিট জীবন যাপন করছে; খোকন ও আনিসুল শত কোটীর মালিক হয়েছে।

বাংলাদেশে টাকায় সব পাওয়া যায়; খালেদা জিয়া নিশ্চয় টাকা দিয়ে পোলিং এজেন্ট নিযুক্ত করবে; কিন্তু তারা কি যুবলীগের ও ছাত্রলীগের সামনে সারাদিন বসে থেকে ভোট গণনার রিস্ক নেবে? তারা অবশ্যই বেরিয়ে যাবে, বা তাদের তাড়িয়ে দেবে।

তাকা দিয়ে নেত্রীর গণতন্ত্র কেনার কি দরকার? আপনি যদি নেত্রীর গণতন্ত্রে বিশ্বাসী হোন, বিনা টাকায় ভলনটিয়ার হোন। তবে, কেন্দ্রে যাবার আগে একটা পোস্ট দিয়ে যাবেন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.