নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার হাত শক্ত করুন, পোলিং এজেন্ট হোন

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯

খালেদা জিয়া বাংলাদেশের অনেক মানুষের কাছে 'গণতন্ত্রের প্রতীক'; এটা আমাদের জাতীয় দু:খগুলোর মাঝে একটা; ৩৩ বছর পার্টি প্রধান থাকার পরও উনি যাদের জন্য 'গণতন্ত্রের প্রতীক', তাদের জন্য খুবই বড় ধরণের চ্যালেন্জ অপেক্ষা করছে আজ: বিএনপি ঢাকার নির্বাচন কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পোলিং এজেন্ট পাচ্ছে না; যারা খালেদা জিয়ার গণতন্ত্রে বিশ্বাসী, তারা কমপক্ষে উনার অফিসে গিয়ে নাম লেখান।



যেখানে ভোটারেরা নীরব বিপ্লব ঘটাবে বলে ধারণা করছেন নেত্রী, সেখানে নেত্রীর পক্ষে, ভোট কেন্দ্রে উপস্হিত থেকে, ভোট গণনা করার লোকই নেই?



এই ধরণের অবস্হা হওয়ার কথা ছিল ১৯৯৬ সালে; ২০ বছর পরে এসে হলেও ঘটছে; এই ২০ বছরে কমপক্ষে ১২ কোটী মানুষ দরিদ্রতায় ভুগেছে, জাতি ক্রমাগতভাবে পেছনে পড়েছে; কিন্তু খালেদা জিয়া বিলিওনার হয়েছে, তার স্বামী ফালু বিলিওনিয়ার হয়েছে; আব্বাস হাজার কোটীর মালিক হয়েছে; তারিথ ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না করে এলিট জীবন যাপন করছে; খোকন ও আনিসুল শত কোটীর মালিক হয়েছে।



বাংলাদেশে টাকায় সব পাওয়া যায়; খালেদা জিয়া নিশ্চয় টাকা দিয়ে পোলিং এজেন্ট নিযুক্ত করবে; কিন্তু তারা কি যুবলীগের ও ছাত্রলীগের সামনে সারাদিন বসে থেকে ভোট গণনার রিস্ক নেবে? তারা অবশ্যই বেরিয়ে যাবে, বা তাদের তাড়িয়ে দেবে।



টাকা দিয়ে নেত্রীর গণতন্ত্র কেনার কি দরকার? আপনি যদি নেত্রীর গণতন্ত্রে বিশ্বাসী হোন, বিনা টাকায় ভলনটিয়ার হোন। তবে, কেন্দ্রে যাবার আগে একটা পোস্ট দিয়ে যাবেন, আমরা গণতন্ত্র-মনাদের ভালোবাসি।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:১৫

সচেতনহ্যাপী বলেছেন: মাঝে মাঝে আপনার কথা বা ভাষায় বৈপিরত্য দেখা যায়।। সেটা আপনার ব্যাপার।।
প্রেক্ষীতে আমি বলছি, আমি কিন্তু একসময়ে আফম মাহবুলুল হকেরও পোলিং এজেন্ট ছিলাম।। যা কি না ছিলো সেসময়ের চিন্তার অতীত।।
অর্থ ছাড়া আজ পর্যন্ত দেশে কোনো নর্বাচন হয়েছে কি না জানালে বাধিত হবো।। আমরাই একমাত্র জাতি যারা লোক না দেখে মর্কা দিয়ে নির্বাচিত করি।।
তা না হলে পল্টুর মত ডাকসাইটে নেতাও এই আসনে পাস করতে পারে না!!
কিছু মনে করবেন না মাঝে মাঝে আপনার লেখাকে ঠিক বুঝে উঠতে পারি না।। অথচ আপনার জ্ঞ্যানকেও অগ্রাহ্য করতে পারি না।।
কারন ফার্মার থেকেই আপনি আমার পরিচিত (যদিও আমি তখন ব্লগ পড়তাম,সদস্য হই নি)।।
আমি আপনাকে সন্মান করি নিজস্ব কারনেই।। আশা করি আগামীতেও তা থাকবে।।
জনপ্রিয়তা বা হিট লেখকের ভূমিকায় অনেকে আসেন,কিন্তু টিে থকেন কয়জন?? এটাই প্রশ্ন।।
অনেক কছুই লিখে ফেললাম কারন যে যাই বলুক আপনি আমার প্রিয় লেখকদের একজন।।

২৫ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার বক্তব্য ঠিক আছে।

আমি চেস্টা করছি, ব্লগারেরা 'রাজনীতি' বুঝার চেস্টা করুক।
বর্তমান পৃথিবীতে সঠিক রাজনীতি না করলে জাতি ভয়ংকরভাবে পেছেন পড়বে আরো। আফগানিস্তান'এর মানুষেরা রাজনীতি বুঝে না, তাই পাকিস্তানী মিলিটারী তাদেরকে ভয়ংকর বিপদের মাঝে ঠেলে দিয়েছে।

আমরা রাজনীতি না বুঝে, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে রাজনীতির ফল পেতে চাচ্ছি; এটা ভয়ংকর ভুল।

খালেদা জিয়া রীতিমত অপরাধ করেছে ৯১ দিন দেশকে তান্ডবের মাঝে রেখে; এর মাঝেও নাকি গণতন্ত্র আছে। আমি ব্লগারদের রিএ্যাকশন বুঝার জন্য বিবিধভাবে লিখছি।

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭

নতুন বলেছেন: দেশে যা চলছে তাকে ভন্ডতন্ত্র বলা যায়...

যেইখানে জনগনের ভোট কেন্দ্রে যেতে হয়না... সেই দেশে কিসের গনতন্ত্র??

১০০+ মানুষ পুড়িয়ে/ক্রশফায়ারে মারা হয় কিন্তু বিচার হবেনা...

নেতারা কিভাবে গনতন্ত্রের কথা বলে?? লজ্জা থাকলে বলতো না..

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্রের শুরু হয়েছিল ১৯৭২ সালে, পতন শুরু হয়েছিল ১৯৭২ সালে, কবর হয়েছে ১৯৭৫ সালে।

এরপর বাংলাদেশে 'ডিক্টেটরশীপ' চলে আসছে, লেভেল বদলায়েছে; এখন ভন্ডতন্ত্র,মানে যা মাথায় আসছে, তাই করছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫

নতুন বলেছেন: গণতন্ত্রের শুরু হয়েছিল ১৯৭২ সালে, পতন শুরু হয়েছিল ১৯৭২ সালে, কবর হয়েছে ১৯৭৫ সালে।

সহমত

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্রকে উঁচু লেভেলে নেয়ার জন্য সাধারণ মানুষের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর দরকার ছিল; শিক্ষাকে মানুষ থেকে কৌশলে দুরে সরায়ে ফেলেছে ব্যুরোক্রেটরা

৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

নতুন বলেছেন: দেশে শিক্ষা ভাল না তাই সব নেতারাই ছেলে মেয়ে দের বিদেশে পাঠায় শিক্ষিত হবার জন্য>...

মানুষ হবার জন্য... নতুবা দেশের হাল কে ধরবে?


আর আমাদের দেশের ছেলেরা ছাত্র রাজনিতি করে জীবন দেয় হাসিনা/খালেদার জন্য... :(

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


সামান্য পাতি নেতার ছেলেমেয়েরা সবাই বিদেশে।

সেদিন এক আন্চলিক ছোট নেতার ছেলের সাথে কথা হলো, ভালো ইংরেজী বলে, ১০ম শ্রেণী পাশ করেছে, চট্টগ্রামের এক কলেজের "ইংরেজী অনার্সের' ছাত্রী দেখি ইংরেজীতে কথা বলতে পারে না।

শিক্ষকেরা যদি রাজনীতিটাও ভালোভাবে শিখাতো, তাও কাজ দিতো; আমাদের দরিদ্র সন্তানেরা রাজনীতির নামে যা শিখছে, তা হলো মাফিয়া-তত্ব।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

নতুন বলেছেন: এই জিনিস টুকু সাধারন জনগন বোঝেনা...?

কবে বুঝতপারবে?

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:

এ ধরণের সমস্যা সাধারণ মানুষের পক্ষে বুঝা সম্ভব নয়, বলে মনে হচ্ছে; যাঁরা বুঝেন, তাঁরা সঠিক ব্যবস্হা নিলে সাধারণ মানুষ হয়তো তাতে যোগ দেবেন, এতটুকু সম্ভব হয়তো।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


এগুলো নিয়ে লেখেন, পাঠক কম হবে হয়তো; কিন্তু কিছু পাঠক আগ্রহী হবে।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন: দলের কোন হাতী মারা গেলে, বাকী হাতীরা শোকাভুত হয়; দলের হাতীরা মৃতদেহের কাছে বারবার ফিরে আসে; মুরগী মারা গেলে, বাকী মুরগীরা বুঝতে পারে বলে মনে হয় না; তারা খুঁদ-কুটা খোঁজাতে ব্যস্ত থাকে।

'৯১ দিনের তান্ডবে' ১৫০ জন নিরীহ সুনাগরিকের মৃতয়ু হলো; ২০০ জন পংগু হলো, জাতি দীর্ঘ মেয়াদে ৬০ বিলিয়ন ডলারের পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে; সরকার সারমর্ম আকারে, শ্বতপত্র বের করে, জাতিকে সবকিছু অবহিত করার কথা; কিন্তু কিছুই করেনি; যারা মরেছে, মরেছে; যারা পংগু হয়েছে, হয়েছে; সরকারের কোন শাখা দেশের মানুষকে এ ব্যাপারে সঠিক তথ্য জানয়নি।

দেশে ভয়ানক বিশৃংখলা চলমান; ফলে, যেসব পরিবার নিজেদের লোক হারায়েছে, তারা সঠিকভাবে বিচার চাওয়ার পরিবেশ নেই; তারা জানে না যে, কার বিপক্ষে বিচার চাইতে হবে, খরচ কে বহন করবে! বিচার চাইতে গেলে পুলিশ কি ধরণের ব্যবহার করবে, সরকার কি করবে!

এ অবস্হায় তান্ডবে নিহত ও আহতদের পুরো ব্যাপারটা ভোটের বাক্সের নীচে চলে গেছে। বিশেষ করে ট্রাক ড্রাইবার ও হেলপারদের কোন পরিবার বিচার চাওয়ার কথা ভাবছেও না।

এ অবস্হায়, হাইকোর্টের উচিত, সরকার ও বিএনপি থেকে '৯১ দিনের তান্ডবের' ব্যখ্যা চাওয়া; নির্ধারণ করা সরকার কতটুকু কি করেছে, বিএনপি কি করেছে, নিহতদের ও আহতদের বিচার কিভাবে এগুবে!

৭| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: আমরা গণতন্ত্র-মনাদের ভালোবাসি।

এবং একই সাথে ভোটাধিকার হরণকে খোঁড়া-ল্যাঙড়া যুক্তি দিয়ে ব্লগে ফ্লাডিং করি... বিচিত্র স্ববিরোধী চরিত্র আমাদের !

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


গোালাম আজম, কাদের মোল্লা সবাই তো ভোট দিয়ে গেছে; ওদের ভোট নেয়া কি সঠিক ছিল?

আপনারা রাজাকার ফাজাকারদের ভোট দেন, আপনাদের ভোট নেয়ার কোন দরকার আছে?

৮| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

চাঁনপুইরা বলেছেন: ক্ষতিগ্রস্ত মনে হয় ঠিকই বলছেন, বাংলাদেশের আসল সমস্যা খালেদা বা হাসিনা নয় , আসল সমস্যা হল এই সব পণ্ডিতম্মন্য জঞ্জাল।

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমিও তাই মনে করি।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: লেখক বলেছেন: ...আপনারা রাজাকার ফাজাকারদের ভোট দেন, আপনাদের ভোট নেয়ার কোন দরকার আছে?

আমার ভোট কোন বাক্সে পড়ে আমি তো বলিনি, রাজাকার ফাজাকারদের ভোট দেয়ার কথা বললেন কেন? ব্যাক্তি-আক্রমণ কোন রুচিশীল বিষয় নয়. মানুষের গোপন বিষয় জানার ভান ধরে ভন্ডামির পথ ছাড়ুন.

আমার ভোট আপনার দলের বিপক্ষে পড়ছে ধারণা করে আমার ভোটাধিকার হরণের পক্ষে যে কোন ছলছুঁতায় কথা বলা ভয়াবহ মনোবিকার, নিকৃষ্ট টাইরান্ট, ফ্যাসিস্ট মানসিকতা. এটা সম্পূর্ণত সংবিধান বিরোধী. এরপর আর গণতন্ত্রের কথা বলা প্রহসন. কারও নির্বাচন করার অধিকার থাকলে, তার নাম ব্যালট পেপারে থাকলে আমার ভোট কোথায় যাবে না যাবে - এই নিয়ে কথা বলা পতিত কমুনিস্ট দেশগুলোতে চলত, ওখানে বিকারগ্রস্থরা রাষ্ট্র চালাত, এখনও যেমন উত্তর কোরিয়ায় চালায়. ঐ বিকার নিয়ে রাজনৈতিক ব্লগিঙের নৈতিক অধিকার আপনার নাই.

এর আগে আপনার স্ববিরোধিতা আর তাত্ত্বিক জড়বুদ্ধিতা ঝেড়ে পাঠকের কাছে অবস্থান পরিস্কার করুন, আপনি পশ্চিমা গণতন্ত্রের কথা বলছেন নাকি উত্তর কোরিয় ট্যাইরান্টের কথা বলছেন নাকি স্বউদ্ভাবিত কোন তত্ত্ব আবিস্কার করে তার পক্ষে বলছেন. সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের পক্ষে হিস্টিরিয়াগ্রস্থের মত লিখছেন... অল ট্রাশ!

২৭ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


কারো না কারো ভোটেই তো নিজামী ফিজামী নির্বাচিত হয়েছিল; যারা এদেশের বিপক্ষে যুদ্ধ করে, মানুষ মেরেছে, তারা যখন ভোট পায়; সে সব ভোটকে বাদ দেয়ার দরকার আছে।

১০| ২১ শে জুন, ২০১৮ রাত ৩:৩৩

বারিধারা ৮ বলেছেন: তুর পোদ মারমু খান্কির ভাতার।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



হতাশ হয়ে হয়তো ইয়াবা খাবেন, ভুল যায়গায় এসেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.