নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গণতান্ত্রিক ভোটে ডাকাতির লাইসেন্স দেয়া হবে আজ

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৩

আজ কেহ ভোট দেবে শেখ হাসিনাকে পরাজিত করতে, অন্যেরা ভোট দেবে খালেদা জিয়াকে পরাজিত করতে; মাঝখান থেকে ৩ জন শক্তিশালী ডাকাত লাইসেন্স পাবে আগামী ১০ বছর আমাদের রাজধানী ও পোর্ট শহরে ডাকাতী করার।



সবকিছু ঠিক মতো হলে, ভোর রাতের ভেতর জানা যাবে কোন কোন ডাকাত আগামীতে বিনা লাইসেন্সে ডাকাতী করতে থাকবে, আর কে কে লাইসেন্স পাবে। অবশ্য বিএনপি'র যেই জয়ী হবে, সে ১ বছরের মাঝে জেলে যাবে; শেখ হাসিনার পক্ষের গুলোও পুরো মেয়াদ থাকার সম্ভাবনা নেই।



অবস্হা দেখে মনে হচ্ছে, কাল থেকে অরোধ ও হরতাল ফিরে আসবে; গত ১ মাসে অনেক পেট্রোল বোমা তৈরি হয়েছে; কয়েকদিন খইয়ের মতো ফুটবে।



ব্লগারেরা, ভোটের বিকেল থেকে সাবধানতা অবলম্বন করবেন; ২ দলই দেশের সব সন্ত্রাসীকে ঢাকা নিয়ে এসেছে বলে মনে হয়। কিছু সন্ত্রাসী দায়িত্ব নিয়ে হয়তো এমবুশে বসে গেছে, সিগন্যাল পেলেই বোম মারা শুরু করবে। উৎসুক হয়ে ভোট কেন্দ্রের আশেপাশ ঘুরবেন না; অপর পক্ষকে দায়ী করার জন্য যেকোন জনকে হত্যা করতে পারে সন্ত্রাসীরা।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪

ভানু ভাস্কর বলেছেন: বোমা খাই কি না খাই, সত্যি সে জন্য ভয় পাই না। শুধু ভয় মহানগরের কি হাল হবে দশ বছরে সেটা ভেবে। বিভিন্ন মাধ্যমের খবর মারফত প্রার্থীদের প্রোফাইল পড়ে চমকে উঠি, ভাবি, এরা কেমন করে সিটিগুলোকে কল্যাণ করবে, কল্যাণ করবে নাগরিকের!

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


এরা এতদিন ডাকাতী করেছে বিনা লাইসেন্সে, এবার আইনটাকে নিজের পকেটে নিলো।

ভয় পাবেন না, এদের কেহই পুরো মেয়াদ থাকার সম্ভাবনা নেই।

বিএনপি থেকে নির্বাচিত হলে ১ বছরের মাঝে জেলে যাবে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩০

আমি মিন্টু বলেছেন: সুপ্রভাত । ভাল কইছেন ভাই । পোস্ট প্রথম ভাল লাগা । ছদ্ধবেশ । ভালো ভালো চলুক ।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


৪৪ বছরে ক্রমেই চোর থেকে ডাকাতেরা নির্বাচিত হচ্ছে; আগামীবার দাউদ ইব্রাহিম আসবে মেয়র হতে।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: ভাল কথা বিম্পি তেকে কারো নির্বা.. হবার চান্স নেই কারণ দুটো জায়গাতে দেখলুম বাক্স আমলীর সিলমারা ব্রালট দিয়ে ভরা গয়ে গেসে

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


হাসিনার সরকারে বিএনপি'র মেয়র কার দরকার?

তদুপরি, বিএনপি ডাকাতদের নমিনেশন দিয়েছে, ডাকাতদের জন্য মানুষের দ'পয়সা সাপোর্ট আছে?

যদি ভালো কাউকে দিতো, মানুষ হয়তো তখন তাদের ব্যাপারে আগ্রহী হতো।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন: প্রতিটি ক্যানডিডেট ডাকাত, এলিট ডাকাত হলে, ভোট কি রকম হবে?

আপনারা যাঁরা ভোটাধিকারকে গণতান্ত্রিক অধিকার হিসেবে গণ্য করে, আজকের ভোটে ভয়ংকরভাবে হতাশ হয়েছেন, তাঁরা একটা বিষয় বোধ হয় গুরুত্ব দিচ্ছেন না, সেটা হলো যারা দেশ বা জাতির ক্ষতি করেছে, বা করবে, তাদেরকে ভোট দেয়া কোন অবস্হায় ভোটাধিকারের অধিকারের প্রয়োগ হতে পারে না।

এবারের ভোটে যারা ক্যানডিডেট ছিলেন, প্রতিটি লোক ছিলেন ডাকাত, এলিট ডাকাত, মাফিয়া, ক্রিমিনাল; আপনি যদি এদের ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন, আপনি অবশ্যই ভোটের মুল্য বুঝার অবস্হানে নেই।

২/১ জন ব্লগে পোস্ট দিয়েছেন যে, একটা শ্লোগান আছে, "আমার ভোট যাকে ইচ্ছা তাকে দেবো"; এ ধরণের শ্লোগান আছে মগের মুল্লুকে, যেখানে ভোটের মুল্য নেই; অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন, তাতে কিছু আসবে যাবে না, হয় ভোট গণনায় আসবে না, বা ভোটের রেজাল্ট কাজে লাগানো হবে না।

আজকে ভোটের যে অবস্হা হয়েছে, তা ১ দিনে, ১ বছরের হয়নি; এটা ঘটেছে ৪০ বছরের ক্রমাগতভাবে জাতির ভাবনার অধ:পতনের ফলে। যেদিন নির্বাচিত প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করার পর, মানুষ বিচার চায়নি, সেদিন থেকে মানুষ তার অধিকার হারানো শুরু করেছে; আজকে তার একটা লেভেল দেখেছেন।

এ ভোট পরিকল্পিত ভোট নয়; শেখ হাসিনার মাথায় একটা খেয়াল এসেছিল যে, চলমান তান্ডবে একটা পরিবর্তন আনতে; সাথে সাথে উনি হয়তো ড: এমাজুদ্দিন, ড: ফেমাসউদ্দিনদের জন্য সামন্য খুঁদ-কুটা দিয়ে দেখেছেন; দেখা গেলো যে, উনারা মাথা না খাটায়ে লাফ দিয়ে পড়েছে।

আপনারা ভোটের মালিকেরা অপেক্ষা করেন, ভোট দিতে পারবেন; ভোট দেয়ার মতো লোক পাবেন, যাদের ভোট দিলে আপনার ও আপনার ভোটের মান থাকবে; চোর -ডাকাতদের ভোট না দিটে পারায় মন খারাপ করবেন না।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য ;)

কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে ;) :D

যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?

খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে ;)

টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।

এরপর, এরপর কি হইলো?

জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা ;)


োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু ;)

চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে?? ;)

ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল। =p~ =p~

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য ;)

কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে ;) :D

যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?

খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে ;)

টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।

এরপর, এরপর কি হইলো?

জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা ;)


োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু ;)

চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে?? ;)

ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.