নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লুটপাট ছেড়ে, বিএনপি কি কোনদিন রাজনীতির কথা ভাববে?

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:১৮

খালেদা জিয়ার অফিসে অবস্হান, অবরোধ, হরতাল, বোমাবাজি সবকিছু বিএনপি'র বিপক্ষে গেছে; আওয়ামী লীগের সরকারের পতন ঘটাতে গিয়ে নিজের পতন ঠেকানোই এখন কঠিন হয়ে গেছে। ৯১ দিনের তান্ডবের জন্য মুল্য দিতে হবে, বিচার হবে; মানূষ প্রাণ হারায়েছে, পংগু হয়েছে; সম্পদ বিনস্ট হয়েছে; ক্ষুদে ব্যবসায়ীরা পথে বসেছে; সবকিছুর হিসাব শুরু হয়েছে।

বিএনপি লুটপাট'এর ভাবনা ছেড়ে দিয়ে কি কোনদিন সুস্হ রাজনীতির কথা ভাবতে পারবে?

অবরোধের পর, ঠিক শ্বশুর বাড়ী যাওয়ার মনোভাব নিয়ে নির্বাচনে গেছে খালেদা জিয়া; ডাকাতদের নমিনেশন দিয়ে মুখে হাড্ডি নিয়ে শ্বশুর বাড়ী থেকে ফেরত এসেছে। এখন পরবর্তী হিসাব নিকাশ শুরু হবে।

পার্টি অবরোধ ও হরতালের ফলাফল বিশ্লষণ করেনি; মানুষ করেছে; আওয়ামী লীগ সেই সুযোগ নিয়ে হাড্ডি ধরায়ে দিয়েছে।

মেয়র ইলেকশানের আগে, সংবাদ সন্মলনে খালেদা জিয়া ঘোষণা দিয়েছে যে, উনি শেখ হাসিনাকে নিরাপদে পদ থেকে অবতরণে সাহায্য করবে; অর্থাৎ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যত দোষ করেছে, সেগুলো থেকে মুক্তি দেবেন; এ ধরণের ভাবনাকে, আসলে মুরগীর রাজনৈতিক ভাবনা ছাড়া কি বলা যেতে পারে?

আজকে খালেদা জিয়া বলছে যে, সঠিক নির্বাচন দিলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না; কিন্তু সেই সঠিক নির্বাচনটা কার অধীনে হলে সঠিক হওয়ার সম্ভাবনা আছে? খালেদা জিয়া এদেশে ৩৩ বছর, সবাই সবকিছু দেখেছে! শেখ হাসিনা ৩৪ বছর রাজনীতি করে, এবারের নির্বাচন প্রসব করেছেন।

বিএনপি তৈরি করেছিলেন জেনারেল জিয়া, জেনারেল জিয়ার মডেল-পিতা ছিলেন আইয়ুব খান, জেনারেলরা গণতন্ত্র প্রসব করেন না, উনারা যা প্রসব করেন উহার নাম 'ডিক্টেটরশীপ'; আপনারা কি নাম দিয়ে তা গলাধকরণ করবেন, সেটা আপনাদের নামকরণের দক্ষতা মাত্র।

খালেদা জিয়া সেই ডিক্টেটরশীপকে 'ন্যাশানেল বিজনেস পার্টনারশীপে' পরিণত করেছিলেন, সেখানে ফালু মালু, পিন্টু মিন্টু, আমান কামান সবার এন্টারপ্রাইজ চালু হয়েছিল।

তারেক এসে উহাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানীতে পরিণত করেছিল, এবার দাউদ ইব্রাহিম, উলফা, সবার জন্য ব্যবসা উন্মুক্ত করেছিলেন।

এখন বিএনপি'কে আরেক রূপান্তরের মাঝ দিয়ে যেতে হবে; সেটা হয়তো নতুন কোন এডভেনচার, বা রাজনীতি হতে পারে; যদি সেটা রাজনীতি হয়, প্রথম পদক্ষেপ হতে হবে, খালেদা জিয়া-মুক্ত বিএনপি।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
মেয়র ইলেকশানের আগে, সংবাদ সন্মলনে খালেদা জিয়া ঘোষণা দিয়েছে যে, উনি শেখ হাসিনাকে নিরাপদে পদ থেকে অবতরণে সাহায্য করবে; অর্থাৎ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যত দোষ করেছে, সেগুলো থেকে মুক্তি দেবেন; এ ধরণের ভাবনাকে, আসলে মুরগীর রাজনৈতিক ভাবনা ছাড়া কি বলা যেতে পারে?

এই কথাটা পছন্দ হইছে।

আর মুক্তিযুদ্ধের চেতনার দলেরই চেতনা নিয়া যেই অবস্থা, বিম্পিরে দোষ দিয়া লাভ কি? দোষ আসলে জনগনের, আমরাই জনগন। লেট আস সাফার।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


মুক্তুিযুদ্ধ ঘটেছে অনেক কারণে; মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান নয়, আওয়ামী লীগের সময় ঘটেছে; কিন্তু আওয়ামী লীগ তার গুরত্ব বুঝেনি।

মুক্তিযু্ধ ছিল সাধারণ মানুষের স্বপ্নের প্রকাশ।

২| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:২৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বাংলাদেশের জনগন বড়ই দয়ালু!!!

যতই মার খাক ঘুরেফিরে এই দুইডা দলরেই মসনদে বহায়।

শালা বেকুপের দল।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:

আপনি যদি বিদেশ ঘুরে থাকেন, বুঝতে কস্টা হয় না যে বাংগালী দয়ালু জাতি নন; অশিক্ষিত জাতি।

ব্যুরোক্রেটরা ও রাজনীতিবিদরা বাংগালীকে প্ল্যান মাফিক অশিক্ষিত করে রেখে নিজেরা লুটপাট করে ভালো আছে।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগে গিয়ে দেখি লিখা নেই, লিখুন।

৩| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৯

আহলান বলেছেন: বিএনপি কি আর আম্লীগ কি ...লুটপটের প্রশ্নে সবাই সমান ... সাত খোপ কবুতর খেয়ে বিড়াল কখন তপসি হয় সে কি কেউ জানে না? কার হাতে রক্তের দাগ নেই ...বিচার সবারিই হবে .... সময় মতো .. ... .... এই দিন দিন না, আরো দিন আছে ..... ..............

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আসলে খালেদা জিয়াকে সারাক্ষণ অনুসরণ করে।

২ দলই জিয়ার আইডিয়াকে অনুসরণ করছে; ২ দলই লুটপাট চালায়েছে; এখন শেখ হাসিনা রাজনীতিতে যাবার চেস্টা করছে; ভাবছি, বিএনপি এখন মোড় নেবে, নাকি আগের মত সুযোগ খুঁজতে থাকবে?

৪| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আগে বহুত লিখছি, সামনে আবারো লিখুম নে।
,
আমি লিখলে আবার ওই জামাত, বিএনপি, হেফাজত, ওরা বড্ড খেইপা ওঠে।
বুঝেন তো যার যা কাম।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লগ যেহেতু ইন্টারএকভিভ, কেহ ক্ষেপলে বুঝতে পারবেন, সেটাও কম কথা নয়।

৫| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন: 'বাংলাদেশ এক চরম বিশৃংখল রাস্ট্র'

অনেক বুদ্ধিমান কাবুলীওয়ালারও ধারণা ছিল না আমেরিকা কতদুরে, কোনদিকে; তারা জানতো পাকিস্তান নামে দেশ আছে পুর্বদিকে, উত্তরদিকে রাশিয়া; আমেরিকান মিসাইল পড়া শুরু হলে তারা হতবাক; তবে, তারা ভয় পায়নি কখনো; ওরা জানতো, কেহ আফগানিস্তানের পর্বত অতিক্রম করে ভেতরে আসতে পারবে না; আর এসে গেলে তাদেরকে খুঁজে পাবে না, পর্বতের ভেতরে পালিয়ে যাবে। যাক, আজ তালেবান ও সাধারণ মানুষ মিলে ৯০ হাজার মারা গেছে, ২০০ হাজার পংগু, এবং যুদ্ধ চলছে।

আফগানীরা কোন আমেরিকানকে 'তুই'ও বলেনি; তা'হলে মিসাইল দিয়ে শুরু, এখন যুদ্ধ, কেন?

১৯৭০ সালের পর, আফগানিস্তান গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করে; গণতন্ত্র কোনদিন আসেনি, দেশ ডুবে গিয়েছিল এনার্কির মাঝে, বিশৃখলার মাঝে; সেই বিশৃংখলাকে কাজে লাগায়ে আল-কায়েদা সেখানে ঘাঁটি করে বসে; সেই আল-কায়দার বিরুদ্ধে আমেরিকা অভিযান চালায়, তাতে পাথর যুগের নিরপরাধ কাবুলীওয়ালারা যুদ্ধ জড়ায়ে যায়।

আফগানিস্তানে যা কিছু ঘটছে, তা'হলো ১৯৭০ সাল থেকে ২০০১ সাল অবধি বিশৃংখলার ফল।

বাংলাদেশে মুলত বিশৃংখলার শুরু ১৯৭৫ সালে, আজ ৪০ বছর ক্রমাগতভাবে তা বেড়ে চলছে; প্রতি ৪/৫ বছরে বিশৃংখলা আগের চেয়ে ভয়ংকরতার দিকে যাচ্ছে। এনার্কি সৃস্টির যত প্রকার ফ্যাক্টর আছে, সবগুলো সর্বোচ্চ লেভেলে পৌচেছে।

গণতান্ত্রিক আন্দোলনে যুদ্ধের অস্ত্রব্যব হার হচ্ছে; সব রাজনৈতিক দল( তথাকঠিত) ষড়যন্ত্রের মাধ্যমে একই সময়ে ক্ষমতায় থাকতে চায়, কেহ বিরোধী দলে বসতে চায় না; ব্যুরোক্রেটরা প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে; আইন-শৃংখলা বাহিনী আইনকে বিক্রয় করছে; ধুর্তরা রাস্ট্রের ত হবিলকে নিজেদের সেইফ হিসেবে ব্যবহার করছে; এলিট ডাকাতরা ঋণের নামে ব্যাংক ডাকাতি করছে। মিডিয়ার কোন ইনফেরমেশনই সঠিক নয়: আজকের উদাহরণ: সাংসদ পিন্টু হার্ট এটাকে মারা গেছে; পুলিশ বলছে তাকে সাধ্য মতো চিকিৎসা দেয়ার চেস্টা করা হয়েছে; ওর পরিবার বলছে, ওকে পুলিশ ও কারা পক্ষ হত্যা করেছে; বিএনপি'র সভাপতি বলেছে, প্রাইম মিনিস্টার জড়িত। এখন চেস্টা করুন, সঠিক ইনফরমেশন পেতে।

৪০ বছর বিশৃংখলা চলছে, আরো চলটে পারে; আমরা আফগান নই; আমরা জানি আমেরিকা কোথায়, কোথায় ভারত। কিন্তু বিশ্ব বিশৃংখলা সহ্য করে না, আমাদেরও না করা উচিত।

৬| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০০

নয়া দাদা বলেছেন: গত ৭ বছর গদিতে হাসিনা ও আমলীগ, আর বলদরা ব্লগ লিখে বিএনপি যেন লুট-পাট না করে|

৭| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন: মৃত্যুর পর, মানুষের ভালো গুণ নিয়ে কথা বলতে হয়

আমাদের সংসদ ভবন, অতুল এ ভব-মন্ডলে; দেবেন্দ্র বান্চিত; ইহার একদিকে রজত-প্রাচীর সম শোভেন জলদি; এখানে মানুষের হয়ে কাজ করে গেছেন আমাদের সাংসদ পিন্টু; মৃত্যুর পর, মানুষের ভালো গুণ নিয়ে কথা বলা একটি ভালো প্রথা; প্রথা মেনে আমি শুরু করলাম, 'পিন্টু ছিল একজন অতি জনপ্রিয় ভালো সাংসদ'; কারো অসুবিধা আছে?

সাংসদ পিন্টুর জীবনের সাথে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সাথে মিল আছে; লিংকন ছাত্র জীবনে অনেক কায়িক পরিষহ্রম করেছেন, লেখাপড়ার খরচ চালানোর জন্য; পিন্টুও অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন।

তিনি সাংসদ থাকাকালে আমাদের দেশের সবচেয়ে সুন্দর ভবনটিটে এসেছিলেন; ভালো খাওয়া দাওয়া করেছেন; পায়খানা প্রস্রাব করেছেন; পান খেয়েছেন।

তিনি সাংসদ থাকাকালীন উনার নামে বিল এসেছিল নিশ্চয়, টেলিফোন বিল, গাড়ীর জ্বালানী তেলের বিল, চায়ের বিল; হয়তো আরো অনেক রকমের বিল।

তিনি একজন সাধারণ নাগরিকের মত মৃত্যু বরণ করেছেন; উনাকে সিংগাপুুর, সৌদী বা আমেরিকা নিতে হয়নি; বাংলার মাটিতে, অতি সাধারণ বস্তিবাসীর মত হাসপাতালে দেহ ত্যাগ করেন।

মানুষের মৃত্যুর পর, উনার ভালো দিক নিয়েই আলাপ করতে হয়!

৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৩৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: লুটপাট আর দলীয়করণে আওয়ামী লীগ বি,এন,পি থেকে বহু এগিয়ে, পররাষ্ট্র নীতিতে আওয়ামী লীগের নতজানু ভূমিকা বিশেষ করে ভারতের বেপার খুবই পীড়াদায়ক ।কূট কৌশলও আওয়ামী লীগ অনেক এগিয়ে ।

৯| ০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন: অনেক বুদ্ধিমান কাবুলীওয়ালারও ধারণা ছিল না আমেরিকা কতদুরে, কোনদিকে; তারা জানতো পাকিস্তান নামে দেশ আছে পুর্বদিকে, উত্তরদিকে রাশিয়া; আমেরিকান মিসাইল পড়া শুরু হলে তারা হতবাক; তবে, তারা ভয় পায়নি কখনো; ওরা জানতো, কেহ আফগানিস্তানের পর্বত অতিক্রম করে ভেতরে আসতে পারবে না; আর এসে গেলে তাদেরকে খুঁজে পাবে না, পর্বতের ভেতরে পালিয়ে যাবে। যাক, আজ তালেবান ও সাধারণ মানুষ মিলে ৯০ হাজার মারা গেছে, ২০০ হাজার পংগু, এবং যুদ্ধ চলছে।

আফগানীরা কোন আমেরিকানকে 'তুই'ও বলেনি; তা'হলে মিসাইল দিয়ে শুরু, এখন যুদ্ধ, কেন?

১৯৭০ সালের পর, আফগানিস্তান গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করে; গণতন্ত্র কোনদিন আসেনি, দেশ ডুবে গিয়েছিল এনার্কির মাঝে, বিশৃখলার মাঝে; সেই বিশৃংখলাকে কাজে লাগায়ে আল-কায়েদা সেখানে ঘাঁটি করে বসে; সেই আল-কায়দার বিরুদ্ধে আমেরিকা অভিযান চালায়, তাতে পাথর যুগের নিরপরাধ কাবুলীওয়ালারা যুদ্ধ জড়ায়ে যায়।

আফগানিস্তানে যা কিছু ঘটছে, তা'হলো ১৯৭০ সাল থেকে ২০০১ সাল অবধি বিশৃংখলার ফল।

বাংলাদেশে মুলত বিশৃংখলার শুরু ১৯৭৫ সালে, আজ ৪০ বছর ক্রমাগতভাবে তা বেড়ে চলছে; প্রতি ৪/৫ বছরে বিশৃংখলা আগের চেয়ে ভয়ংকরতার দিকে যাচ্ছে। এনার্কি সৃস্টির যত প্রকার ফ্যাক্টর আছে, সবগুলো সর্বোচ্চ লেভেলে পৌচেছে।

গণতান্ত্রিক আন্দোলনে যুদ্ধের অস্ত্র ব্যবহার হচ্ছে; সব রাজনৈতিক দল( তথাকথিত) ষড়যন্ত্রের মাধ্যমে একই সময়ে ক্ষমতায় থাকতে চায়, কেহ বিরোধী দলে বসতে চায় না; ব্যুরোক্রেটরা প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে; আইন-শৃংখলা বাহিনী আইনকে বিক্রয় করছে; ধুর্তরা রাস্ট্রের তহবিলকে নিজেদের সেইফ হিসেবে ব্যবহার করছে; এলিট ডাকাতরা ঋণের নামে ব্যাংক ডাকাতি করছে, দেশের পুঁজিকে দখল করে বসে আছে। মিডিয়ার কোন ইনফেরমেশনই সঠিক নয়: আজকের উদাহরণ: আমাদের জনপ্রিয় সাংসদ পিন্টু হার্ট এটাকে মারা গেছে; পুলিশ বলছে তাকে সাধ্য মতো চিকিৎসা দেয়ার চেস্টা করা হয়েছে; ওর পরিবার বলছে, ওকে পুলিশ ও কারা পক্ষ হত্যা করেছে; বিএনপি'র সভাপতি বলেছে, প্রাইম মিনিস্টার জড়িত। এখন চেস্টা করুন, সঠিক ইনফরমেশন পেতে।

৪০ বছর বিশৃংখলা চলছে, আরো চলটে পারে; আমরা আফগান নই; আমরা জানি আমেরিকা কোথায়, কোথায় ভারত। কিন্তু বিশ্ব বিশৃংখলা সহ্য করে না, আমাদেরও সহ্য না করা উচিত।

১০| ০৫ ই মে, ২০১৫ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:

সুযোগ পেলে সবাই লুটেরা হয়ে যায়।

০৫ ই মে, ২০১৫ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:

আপনি কি সুযোগ পেয়েছেন?

১১| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনার সুযোগটা খুবই সীমিত সময়ের।

যারা ভালো তাস খেলেন, তারা বুঝতে পারবেন যে, কোন একজন খেলোয়াড় অন্যদের খেলাকে তোয়াক্কা না করে, নিজ ইচ্ছা মতো খেলতে পারবেন না; ভালো তাস পেলেও অন্য কোন খেলোয়াড়দের খেলা, আপনার খেলার প্যাটার্ণকে কন্ট্রোল করবে। অনেক ভালো খেলোয়াড় জানেন যে, তার প্রতিদ্বন্দী এবার কোন কার্ডটি খেলতে পারে; সেই অনুসারে, উনি সেই কার্ডটি আগেই বের করে রাখেন।

শেখ হাসিনার গত ৩৪ বছরের রাজনীতির অনেক প্যাটার্ণ নির্ভর করেছে, জামাত, বিএনপি, এরশাদ, দেশের মিলিটারী, প্রশাসন ও বিদেশীদের রাজনৈতিক চালের উপর।

১২| ০৬ ই মে, ২০১৫ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনাকে বুঝতে হয়েছে, শিখতে হয়েছে। রাজনীতিও রকম, অন্যদের চালকে অগ্রাহ্য করে প্রতিযোগীতায় টিকে থাকা সম্ভব নয়; যদি সবাই প্রায় কাছাকাছি মানের খেলোয়াড় হয়। যদি খেলায় ভালো খেলে খেলার প্যাটার্ণ বদলে দেয়া যায়, এবং সেটা নীতির ভেতরেই থাকে, তা'হলে অন্যদের প্যাটার্নকে বেশ অগ্রাহ্য করা সম্ভব; শেখ হাসিনা সেই রকম কেহ নয়।

সীমিত দক্ষতা দিয়েও ১৯৭৫ সালের হত্যাকান্ডকে বিচারের সন্মুখীন করেছে; ১৯৭১ সালের পাকী মিলিশিয়া কমান্ডারদের প্রতীকি বিচার করেছে; পাকীদের এজন্টদের কিছুটা কন্ট্রোলে এনেছে।

এখন দরকার আসল কার্ড খেলার, যাতে মানুষ তাকে বুঝতে পারে, তার চেস্টাকে বুঝতে পারে; মানুষের জন্য সুযোগের সৃস্টি করা, মানুষ যাতে স্বাধীনতার মুল্যকে অনুভব করতে পারে।

১৩| ০৬ ই মে, ২০১৫ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:
এ সুযোগ কিন্তু দীর্ঘদিন থাকবে না; এ সুযোগকে বুঝা ও কাজে লাগানোর জন্য বিরাট দক্ষতা ও মনের দরকার; শেখ হাসিনা যদি এ সুযোগ ব্যব হার করতে না পারে, গত ৩৪ বছরের এত চেস্টা তার বিপক্ষে চলে যেতে পাে।

১৪| ০৭ ই মে, ২০১৫ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন: মুসলমানেরা বুঝতে পারে না যে, সময়ের সাথে সব বদলে যায়

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের কয়জন জানবে, কখন আরবদেশগুলোতে তেল আবিস্কৃত হয়েছে; তেলের পয়সা সেখানে কি পরিবর্তন এনেছে; তেলের পয়সা আরবের মানুষের জীবনে কি পরিবর্তন এনেছে;

১৫| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন:

আপনার জবাব দেখে টাসকি খাওয়ার দশা আমার ! =p~

চক্ষুলজ্জাহীন হতে পারিনি এখনও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.