নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর পর, মানুষের ভালো গুণ নিয়ে কথা বলতে হয়

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০০

আমাদের সংসদ ভবন, অতুল এ ভব-মন্ডলে; দেবেন্দ্র বান্চিত; ইহার একদিকে রজত-প্রাচীর সম শোভেন জলদি; এখানে মানুষের হয়ে কাজ করে গেছেন আমাদের সাংসদ পিন্টু; মৃত্যুর পর, মানুষের ভালো গুণ নিয়ে কথা বলা একটি ভালো প্রথা; প্রথা মেনে আমি শুরু করলাম, 'পিন্টু ছিল একজন অতি জনপ্রিয় ভালো সাংসদ'; কারো অসুবিধা আছে?



সাংসদ পিন্টুর জীবনের সাথে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সাথে মিল আছে; লিংকন ছাত্র জীবনে অনেক কায়িক পরিশ্রম করেছেন, লেখাপড়ার খরচ চালানোর জন্য; পিন্টুও অতি সাধারণ পরিবার থেকে, পেশীর জোরেই উঠে এসেছিলেন।



তিনি সাংসদ থাকাকালে আমাদের দেশের সবচেয়ে সুন্দর ভবনটিতে এসেছিলেন; ভালো খাওয়া দাওয়া করেছেন; পায়খানা প্রস্রাব করেছেন; পান খেয়েছেন।



তিনি সাংসদ থাকাকালীন অনেক বিল এনেছিলেন, বা উনার নামে বিল এসেছিল নিশ্চয়, টেলিফোন বিল, গাড়ীর জ্বালানী তেলের বিল, চায়ের বিল; হয়তো আরো অনেক রকমের বিল।



তিনি একজন সাধারণ নাগরিকের মত মৃত্যু বরণ করেছেন; উনাকে সিংগাপুুর, সৌদী বা আমেরিকা নিতে হয়নি; বাংলার মাটিতে, অতি সাধারণ বস্তিবাসীর মত হাসপাতালে দেহ ত্যাগ করেন।



মানুষের মৃত্যুর পর, মানুষের ভালো দিক নিয়েই আলাপ করতে হয়!

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১৬

নতুন বলেছেন: তিনি সাংসদ থাকাকালে আমাদের দেশের সবচেয়ে সুন্দর ভবনটিটে এসেছিলেন; ভালো খাওয়া দাওয়া করেছেন; পায়খানা প্রস্রাব করেছেন; পান খেয়েছেন।

মানুষের মৃত্যুর পর, মানুষের ভালো দিক নিয়েই আলাপ করতে হয়!

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করেছি।

সাংসদ পিন্টু সনসদ ভবনে এসেছিলেন, এটা তো ভালো কথা

২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: এরকম নেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



সামনে ভালো সময় আসছে।

৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: কিন্তু আপনে যেইটা করলেন, সেইটা বিশুদ্ধ ব্যঙ্গ মনে হইলো। এইটাও ঠিক না।

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট ভবন হচ্ছে আমাদের; ২০০ একরের উপর; এখানে এসব ডাকাতদের কে এনেছিল?

৪| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার দোষ নাই, আমি আনিনাই। আমি জীবনে ভোটই দেইনাই।

আনছিলো মনে হয় আপনার মতই সাধারন জনগন। ভোট তো আপনেরাই দিছিলেন। বান্দররে লাই দিয়া মাথায় তুইলা দিবেন আর গালে খামচি দিবেনা, এইটাও তো হবেনা।

০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষকে কৌশলে অশিক্ষিত করে রেখে আমাদের ব্যুরোক্রেটরা, খালেদা, হাসিনা, এরশাদ, জিয়া এসব ডাকাতদের আমাদের পার্লামেন্টে এনেছিল; অনেককের অবস্হা হবে পিন্টুর মতো; ডাক্তার আসবে না; এলেও দেখবে না।

৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩০

নয়া দাদা বলেছেন: পিন্টুর সাথে হাসিনা-শামীম ওসমান- হাজী সেলিম- মায়া-সুজন-আযম নাসির-শাহজাহানের ডিফারেন্স কী ...??? ঠিক মত জবাব দিবেন ..

০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:

আরো কিছু বাদ গেছে, জয়নাল হাজারী, আওরংগ ও কয়েক'শ; এগুলো ডাকাত; গত ৪০ বছর আমাদের পার্লামেন্ট ভবনকে এরা অপবিত্র করে আসছে; সবগুলোর অবস্হা পিন্টুর মতো করা হবে: শত কোটী টাকা থেকেও ডাক্তার ও ঔষধ পাবে না ডাকাতগুলো; সাথে সাথে ওদের সর্দারনীদের একই অবস্হা হবে।

৬| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:৫০

নয়া দাদা বলেছেন: আপনার সব পোস্ট আমলীগের দালালীতে ভড়া , ঘটনা কী ? কথা ও কাজে কোন মিল নাই আপনার | আপনি ঐ সব রাজনীতিকদের মতই ......।

০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ অবশ্যই চায় যে, ৩৪ বছর জমিদারী করার পর শেখ হাসিনা ও খালেদা জিয়ার পতন হোক আজকেই; কিন্তু মানুষের সেই ক্ষমটা নেই।

আজকে, শেখ হাসিনা চাইলে, খালেদা জিয়ার ৩৩ বছরের লুটতরাজ থামাতে পারে; আপনি আর আমি পারবো না; আবার খালেদা জিয়া কোনভাবেই আজকে আর শেখ হাসিনাকে থামাতে পারবে না; মানুষ যা পারছে না, শেখ হাসিনা যদি তা পারে, তাকেই সমর্থন করা দরকার।

খালেদা জিয়া না থাকলে, শেখ হাসিনা ২/১ বছরের বেশী ক্ষমতায় থাকতে পারবে না।

আপনি যদি শেখ হাসিনা থেকে মুক্তি চান, শেখ হাসিনাকে সাহস দেন, সে যেন খালেদা জিয়াকে উৎখাত করে।

৭| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:০৭

নয়া দাদা বলেছেন: নিজেরে খুব বেশী চালাক মনে করেন ?? ডেশের সবাই হাসিনার লুট-পাট-খুন-গুমকে সমর্ঠন ডিটে বলতেছেন ??

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



চালাকীির কিছুই নেই; শেখ হাসিনার সাথে আর বিএনপি পেরে উঠবে না; বিএনপি দুর্বল হয়ে গেলে শেখ হাসিনা কাজ করতে পারবে, কাজ করতে হবে, না হয় বিদায় হয়ে যাবে।

৮| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:২১

আলাপচারী বলেছেন: সবচেয়ে দুঃখ লাগে লাগে যখন মায়ের কাছে মামা বাড়ীর গপ্পো বলে লো্কে।
যারা পিন্টু, হাজি সেলিম, শামীম ওসমান, জয়নাল হাজারী ইত্যাদি ইত্যাদিকে কাছে খেকে দেখে নাই, অন্ততঃ এদের সর্ম্পকে নিজ উদ্যোগে জানে নাই তারা বেশী ভক্তি করে এদের।
আর্শ্চয হয়ে যাই যখন পিন্টু নামের কুলাঙ্গারকে মহিমান্বিত করা হয়।
নির্বাক হয়ে যাই যখন হাজি সেলিমের পৌরুষের মহিমা গাওয়া হয়।
স্তব্ধ হয়ে যাই যখন শামীম ওসমানের দৃঢ়তার মুগ্ধ কাহিনী প্রচার হয়।
বিমূঢ় মূর্তি হয়ে যাই যখন জয়নাল হাজারীর নারী বিদ্বেষ প্রশংসিত হয়।

পিন্টুকে নিয়ে যারা আহা উহু করছে কয়দিন পিন্টুকে কাছ থেকে দেখেছে বিগত ১ যুগে? কি তাদের অভিজ্ঞতা ??

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতীয় পার্লামেন্টের চোর, ডাকাত ও মাফিয়ারা আসতে পেরেছে খালেদা জিয়া, শেখ হাসিনা ও এরশাদের কারনে; এই ৩ জন তাদের সব বন্ধু বান্ধবকে এমপি বানায়ে আমাদের সংসদে এনেছে, যাদের থাকার কথা জেলে, মরার কথা জেলে।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্টের কি হলো, ব্লগ খালি কেন?

৯| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:৩৬

বাংলার জামিনদার বলেছেন: যে খারাপ সে সবসময়ই তাই, মৃত্যুর আগে বা পরে কোনো ফারাক নাই।

০৫ ই মে, ২০১৫ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:

উনার সম্পর্কে ভালো কিছু বলতে গেলে ঘাম বের হয়ে যাবে; ভালো কিছু খুঁজে পাওয়া যাবে না।

০৫ ই মে, ২০১৫ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগ খালি কেন?

১০| ০৫ ই মে, ২০১৫ রাত ২:২৯

নয়া দাদা বলেছেন: লেখক বলেছেন:

বিএনপি দুর্বল হয়ে গেলে শেখ হাসিনা কাজ করতে পারবে, কাজ করতে হবে, না হয় বিদায় হয়ে যাবে।

==========>> আওয়ামী ফ্যাসিজম নিপাট যাক, দালাল সব নিপাত যাক !!

০৫ ই মে, ২০১৫ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনারা চান যে, অন্যেরা চুরি করুক; কিন্তু হাসিনা যেন ক্ষমতা হারায়; এটা সমাধান নয়; জাতি ভয়ংকরভাবে পেছনে পরে গেছে জেনারেল জিয়ার ভুলের ফলে; এরশাদ, খালেদা ও শেখ হাসিনার সময়ের লুপাটের ফলে; এগুলো আপনারদের মাথায় ঢোকার কথা নয়।

৯৮% বাংগালী অর্তনীতি, অংক, সোসাল সায়েন্স, লজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স বুঝে না; সমসয়া সেখানেই।

১১| ০৫ ই মে, ২০১৫ ভোর ৪:০০

আমি সৈকত বলছি বলেছেন: এটাই বাস্তবতা মানবতা,

মানুষের মৃত্যুর পর সেই মানুষটার ভালো দিক গুলোই আলোচনা সমালোচনা করা উচিৎ....

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


পিন্টু এমন বাংগালী যার ভালো একটা দিক কোন ফেরেশতাও খুজে পাবে না।

১২| ০৫ ই মে, ২০১৫ ভোর ৬:১৬

চাঁনপুইরা বলেছেন: লেখক কে বলছি, - ৫ নং কমেন্টের উত্তরে বোঝা গেল আপনি মন্তব্য কারির সাথে একমত ।
আবার একই কমেন্ট কারির ৭ নং কমেন্টের উত্তরে আপনি বলতে চাচ্ছেন বিএনপি দুর্বল হলে শেখ হাসিনার কাজ করতে সুবিধা হবে। এই আমি অধম যা বুজলাম তা হল - শেখ হাসিনা তথা আওয়ামী সরকারের বিগত দিনের লুট পাট আর অনিয়মের ( যেহেতু আপনি কমেন্টের সাথে একমত) কারন হল বিএনপি অর্থাৎ বিএনপির অস্থিত্ত আছে বলেই আওয়ামী সরকার এতদিন ধরে লুট গুম খুন চালিয়ে গেছে ।

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


এটা নিয়ম যে, বাংলাদেশ ও ভারত যদি যুদ্ধ হয়, শুধু সেসব যায়গায় যুদ্ধ হবে যেখানে বাংলাদেশ বা ভারত সৈন্য সমাবেশ করবে। ভারত যদি ত্রিপুরা হয়ে আক্রমন করে, বাংলাদেশ যশোর সীমান্তে সৈন্য পাঠাবে না।

বিএনপি'র রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিকে নিদ্দিস্টভাবে কন্ট্রোল করে; একইভাবে আওয়ামী লীগও বিএনপি'র ট্রায়েকটরী নির্ধারিত করে।

১৩| ০৫ ই মে, ২০১৫ সকাল ৮:২০

নয়া দাদা বলেছেন: @চাঁনপুইরা : ভাই খালি দেখতে থাকেন, আওয়ামী বলদের লেন্জা আমি কেমনে বাইর কইরা আনি ;)

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং খুবই সোজা বিষয়, কোন বিষয়ে লেখকের সাথে রিয়েল-টাইম আলাপ; এখানে লেজ পেজ খোঁজা, লেজ নিয়ে টানাটানি করে হয়রান হওয়ার কোন দরকার আছে নাকি?

আপনি হঠাৎ এটা বেপরোয়া হচ্ছেন কেন? লিখুন, পড়ুন, বুঝন।

১৪| ০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৫৮

চাঁনপুইরা বলেছেন: না রে লেখক ভাই, ব্লগিং মনে হয় খুব সোজা না , অন্তত আপনার জন্য না । কারন আপনার লেখায় আমার দৃষ্টিতে কিছু অসঙ্গতি ধরা পরেছে। যদি পারেন তো আমার আগের কমেন্টের বিষয়টা পরিস্কার করেন।

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


আমার ২ লাইন লিখলে ৩টি অসংগতি থাকে।


আমার ব্লগিং আমি করি, আপনার ডেফিনেশন অনুসারে ব্লগিং যাকে বলে, আপনি উহা করেন, গুড লাক।

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:

আপনার ৩ বছর ৩ সপ্তাহের লেখা পড়লাম, ভালো লেগেছে।

১৫| ০৫ ই মে, ২০১৫ সকাল ৯:০৮

নয়া দাদা বলেছেন: আওয়ামী ডাকাতদের ইনিয়ে বিনিয়ে সাপোর্ট দিতে শরম করে না ?? লেজ লুকাইয়া রাখলেই কি পার পাওয়া যাবে ?? আমলীগে আর হাসিনার লুট-পাট নিয়া কোন পোস্ট নাই, ১০ বছর যাবত ক্ষমতার বাইরে বিএনপি, সারদিন বিএনপিরে নিয়া হাম্বা হাম্বা করার মানে কী ??

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, লুটপাটের দিক থেকে এখন আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে; কি কারণে তারা খালেদাকেও সুযোগ দিবে? এ কথাটা আপনার মাথায় ঢুকছে না; আমার মাথায় ঢুকেছে।

আমি ভাবছি যে, শেখ হাসিনা ভালো করুক, খারাপ করুক, যা করুক , সাথে যেন খালেদার রাজনীতির অবসান ঘটায়; তাতে জাতি ৫০% মুক্ত হয়ে যাবে; তখন বাকী থাকবে ৫০%।

১৬| ০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৮

আলাপচারী বলেছেন: আমার পোষ্ট খালি কেন জানতে চেয়েছেন।

এক সময় প্রচুর লিখতাম। বেশীর ভাগই রাজনীতি নিয়ে। কিছু কিছু সামাজিক অনাচার নিয়ে। সাড়া পাইনি। অভিমানে সব মুছে দিয়েছি।
এখন শুধু কমেন্ট করি।

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


এসব বিষয়ে পাঠক কম; কমেন্ট আরো কম।

কিন্তু আপনার ধারণাকে তুলে ধরতে হলে লিখতে হবে; এক সময় পাঠক হবে; আবার লেখার শুরু করেন।

১৭| ০৬ ই মে, ২০১৫ রাত ২:৪৩

মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী ভায়া ........
আপনের পোস্টে কিনচিৎ আমু আমু ফ্লেভার পাইতাছি :D


০৬ ই মে, ২০১৫ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আমরা আমুকে মিস করছি।
তবে, দু:খ নেই, ইডিয়টদের সাথে কতক্ষণ থাকা যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.