নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা প্রতিস্ঠানে হরতাল? ইউনিয়ন ফিউনিয়নের লালসুতা বের কর।

১২ ই মে, ২০১৫ সকাল ৭:০৮

হারমোনিয়াম পাট্টি সেই পাকিস্তান আমল থেকে সাংস্কৃতিক আন্দোলন চালায়ে আসছে; আশা, রাশিয়া বা চীন এসে একদিন বাংলায় সোসেলিস্ট বিপ্লব করে দিয়ে যাবে; উনারা গাইবেন, "উই শেল ওভার কাম সাম'ডে"; এদিকে খবর নেই যে, চীন ও রাশিয়া আমেরিকা থেকে কড়া ক্যাপিটেলিজমে চলে গেছে; বিশ্বের সবচেয়ে ধনী হচ্ছে পুতিন, এবং চাইনীজ পারলামেন্টে ১২০ জন আমেরিকান ডলারে বিলিওনিয়ার আছে; অগ্নিকন্যা শেখ হাসিনার জন্য বাজার থেকে পরয়ারা কিনে নিয়ে আসে, আর মেনন ভিকারুন্নসায় ভর্তি বাণিজ্য করে।

এই মেরুদন্ড হীনরা আবার শিক্ষা 'প্রতিস্ঠানে 'হরতাল' দিচ্ছে; পুলিশ দিয়ে পিটায়ে চামড়া তুলে নেয়ার দরকার; বুলশিটার ছাত্রলীগ ও পাকী ম্যাডামের অবরোধে ৪ কোটীর পড়ালেখা লাটে উঠেছে, আবার এই হিজড়ারা এসে 'হরতাল' দিচ্ছে?

গাড়ী পোড়াও, পিএম'এর গাড়ী ঠেকাও, যা পার তা কর; শুধু শিক্ষা প্রতিস্ঠানের আশে পাশে আসিও না, ডামী পার্ট-টাইম স্টুডেন্ট, ফুল-টাইম ইয়াবা সেবীরা।

আনু আহমেদকে যেভাবে পিটায়েছিল, এবার ডান-চোখ কানাদের তার থেকে বেশী লাঠিপেটা করার দরকার; এদেশের শিক্ষা প্রতিস্ঠানে শুধু সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়ে; মেনন ফেননের, দীলিপ বড়ুয়ার ১৪ গোস্টী আমেরিকায় ও কানাডায়।

শিক্ষা প্রতিস্ঠানে হরতালের কথা বললে লাঠিপেটা কর।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ সকাল ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: দেশের শিক্ষাব্যাবস্হাটাকে বারোটা বাজানো অন্যতম একজন হলেন সাবেক বামা নাহিদ.। হরতাল দেয়ার জন্য ইনাদের কিন্চিৎ প্রশয় আছে মনে হয় ! প্রায়ই খোদ গবমেন্ট নিজেই হরতাল দিচ্ছে বা বিআইপিদের তুস্ট করার জন্য রোদের মাঝে পোলাপানদের খাড়া করায়া লাকে! দিলিপরা মেননরা আনুরা বা আবুল বারকাতরা তো মাখন নিয়েই গেলো আর যাচ্ছে! সাবেক অগ্নিকন্যা মতিয়ার কথা বলে লাভ নেই ঘেন্না হয়!

১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


যার যা ইচ্ছে হয়, করুক; শুধু শিক্ষা প্রতিস্ঠানের বাইরে ।

নাহিদের মগজ ছোট, মানুষ ভালো।

২| ১২ ই মে, ২০১৫ সকাল ৯:০৫

নয়া দাদা বলেছেন: নাহিদ, মতিয়া, মেনন, দিলীপ, ইনুদের নাম শুনলে থুতু আসে ......... আমলীগের পোষা কু্ত্তা ওরা !!!

১২ ই মে, ২০১৫ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


পোষা কেন, এরাতো এখন আওয়ামী।

৩| ১২ ই মে, ২০১৫ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন: বলদ মানুষ হচ্ছে, আপনি অনুভব করবেন যে, আপনি নাগরিক হচ্ছেন! [content] => 'সরকার ২৭ বিলিয়ন ঋণ নিয়েছে, সরকারই ফেরত দেবে', এ ধরণের ভাবনায় আছেন দেশের বিরাট সংখ্যক জনতা; সরকারের সাথে, দেশের সাথে, এসব লোকের কোন সরাসরি বন্ধন নেই; এরা নিজকে নাগরিক হিসেবে ভাবে না, কোন নাগরিক অধিকার এরা আশা করে না, কোন নাগরিক দায়িত্ব এদের নেই; এরা জানে না, সরকার কোথা থেকে ২৮/৩০ বিলিয়নের বাজেট ঘোষনা করছে; আর আসলে, কত টাকা খরচ করছে, টাকা কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, কে পাচ্ছে না।

মুহিত অবশেষ ঘোষনা করেছে যে, প্রত্যেক নাগরিককে 'আয়কর' দিতে হবে! আধুনিক রাস্ট্রে, সরকারের সাথে এটাই অর্থনৈতিক বন্ধনের প্রথম পদক্ষেপ; ৪৪ বছর ভিক্ষা করে ও চুরি করে সরকার ভালোই চলেছে; এখন মুহিত বুড়োকালে, মরার আগে একটা ভালো কাজ করতে চায়, তাই সবাইকে নাগরিক করতে চায়, আর ভিক্ষুক হিসেবে রাখতে চাহে না।

আমাদের মানুষ অশিক্ষিত, ভুমিহীন, এরা নিজকে নাগরিক হিসেবে নিজেই হিসেব করে না; ওরা জানে নাগরিক হচ্ছে শেখ হাসিনা, শেখ সেলিম, আব্বাস, তারিথ, খোকা, মহিউদ্দিন, নোমানরা; দেশ ওদের।

যারা দেশের উন্নয়নে 'আয়কর' দেয়নি, তারা হিসেব নেয়ার মনোভাব পোষণ করেনি; সাইফুর রহমান ও কিবরিয়া চেয়েছিল যে, মানুষ সরকার থেকে দুরে থাকুক, সরকার ভিক্ষা করে চুরি করুক, কারো মাথা ব্যথা থাকবে না; সরকার ভিক্ষা করে চুরি করেছে; সাথে ২৭ বিলয়ন ডলার ঋণ নিয়ে, সেটাও ডাকাতি করেছে; মানুষ হিসেব চায়নি, জানতে চায়নি; শুধু ডাকাত আব্বাস, তারিথ, পিন্টু, হাজী সেলিম, নাসির, খোকাকে ভোট দিয়েছে; এটাই নাগরিকতা।

এসব নাগরিক ভুমধ্যসাগরে ডুবে মরছে, আন্দামানে সাগরে ডুবছে, থাইল্যান্ডে মরছে, ফিলিপাইনে মরছে, মালয়েশিয়ায় মরছে; পাকিস্তান গিয়ে কাজ করছে।

এবার হিসেব নিকাশ শুরু হবে, সবাই কর দিবে; সবাই প্রথমবার অনুভব করবে যে, দেশ আমার, সরকারও আমি বানাবো; বুড়ো বলদ মানুষ হচ্ছে, মানুষ নাগরিক হবে

৪| ১৩ ই মে, ২০১৫ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: নাহিদ,মেনন আর ইনু হচ্ছে লীগের বুদ্ধি,যেমনটা জামায়াত বিএনপির!!
আমাদের টাকার দাম,রিজার্ভ বাড়ছে,কিন্তু অর্থনীতির মূলসুত্র অনুযায়ী দ্রব্যমূল্যের দাম কমেছে কি??
বাকীসব অবাস্তব কথা।। কারো মাথাব্যাথা নেই!!

১৩ ই মে, ২০১৫ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:

নাহিদ,মতিয়া হয়তো ভালো লোক; তবে, মডার্ণ দেশ চালানোর মতো পড়ালেখা, বুদ্ধ কিছুই নেই।
জামাতে মানসিক রোগী ব্যতিত কোন লোক নেই; যারা জন্মের সময় জল্লাদ মানসিকতা নিয়ে জন্মে টারা জামাত শুড়ু করে; মওদুদী নিজেই মানসিক রোগী ছিল।

আমাকে লিখতে দিচ্ছে না; আমার পোস্ট প্রকাশ হচ্ছে না।

৫| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন: ১) স্বাধীনতা প্রাপ্ত নতুন দেশের প্রশাসনে না নিয়ে মুক্তিযোদ্ধাদের ক্যান্টনমেন্ট, বর্ডার ও পোড়াবাড়ীতে পাঠিয়ে দেয়া
২) পাকিস্তান প্রশাসনের ব্যুরোক্রেটদের নতুন সরকার পরিচালনার দায়িত্ব দেয়া
৩) প্রশাসনের লোকেরা খাদ্য ঘাটতির কথা শেখ সাহেবকে জানতে দেয়নি
৫) শেখ সাহেবকে সরিয়ে দিয়ে, দেশকে ক্যাপিটেলিস্ট সিস্টেমে নেয়ার জন্য শেখ সাহেবকে হত্যা, ৪ নেতাকে জেলের মাঝে হত্যা
৬) জেনারেল জিয়ার ডিক্টেটরশীপকে 'বহুদলীয় গণতন্ত্র' নামকরণ
৭) বাংলাদেশ বিরোধীদের সমন্নয়ে, মিলিটারীর তত্বাবধানে বিএনপি গঠন
৮) শেখ হাসিনাকে আওয়ামী প্রধান করা
৮) জেনারেল জিয়া থেকে দেশকে মুক্ত করার পর, বিচারের নামে সেনা অফিসারদের হত্যা
৯) সরকারী টাকায় খালেদা জিয়াকে ক্রয়
১০) প্রেসিডেন্ট সাত্তার থেকে ক্ষমতা কেড়ে নেয়া
১১) খালেদা জিয়াকে বিএনপি প্রধান করা
১২) মিলিটারী কর্তক ১৯৯১ সালে ভোটের ফলাফল পরিবর্তন
১৩) মিলিটারী কর্তক ২০০১ সালে ভোটের ফলাফল পরিবর্তন
১৪) জাতীয়-করণ করা শিল্প সমুহ দখল
১৫) বাংলাভাই
১৬) হাসিনার মিটিংএ গ্রেনেড হামলা
১৭) খালেদা জিয়া ও তারেকের সেনা-বাহিনীকে রাজনৈতিকভাবে বিভক্ত করা
১৮) রাজাকারদের বিচার স্হগিত করার জন্য খালেদা জিয়া ও জামাতের তান্ডব
১৯) খালেদা জিয়ার অফিসে অবস্হান; সালাউদ্দিন ভারতে

এসব যড়যন্ত্র আমাদের স্বাধীনতাকে গিলে ফেলেছে; হয়, আমাদেরকে স্বাধীনতার জন্য লড়তে হবে, অথবা সময়ের উপর নির্ভর করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.