![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমার পোস্ট প্রকাশিত হচ্ছে না; তাই এটা পরীক্ষামুলক পোস্ট।
সামু মনে হচ্ছে, আর্টিফিসিয়েলী ইনটেলিজেন্ট সফটওয়ার ব্যবহার করছে; কিছু কিছু বিষয়ে লিখলে, লেখা প্রকাশ হয় না। নাকি সামুর কেহ পড়ে দেখে?
আসলে এত পোস্টের মাঝে, লেখা পড়ে দেখা কি সম্ভব? আর পড়ে দেখলে, সামুর সেই মামু কিভাবে ঠিক করবে যে, এই লেখা প্রকাশ হতে পারবে না; এত বুদ্ধিমান মামু সামু পেলো কোথায়?
২| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:১৪
ব্লগার মাসুদ বলেছেন:
১৩ ই মে, ২০১৫ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
বিষয় বস্তুহীন পোস্ট করলে প্রকাশ হয়ে যায়, ভালো!
৩| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:১৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: কেমনে কি হলো ভাই । আমি নাইলে বাঁশ দেই দেইখা পুস্ট প্রকাশ হতে দেয়না কিন্ত আপনি কি করলেন নাকি আপনেও তলে তলে উল্টাইয়া পাল্টাইয়া বাঁশ দিছেন
১৩ ই মে, ২০১৫ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
আপনি ডালে বসে গাছ কাটেন, আমি গাছের গোড়ায় পানি দিই!
৪| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:২২
মোঃ আব্দুল কাউসার বলেছেন:
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
আমার পোস্ট পড়ে হতভম্ব?
৫| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪৯
ঢাকাবাসী বলেছেন: প্রথম ধারণাটা ঠিক না মনে হয়! প্রকাশ তো হলো।
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
কখন সামু ক্ষেপে যায় বুঝা মুশকিল!
৬| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যাক আপনি আবার পোস্ট দিতে পারতেছেন দেখে ভাল লাগছে।
আমিতো খুৎজে শেষ লোকটা গেল কই, পোস্ট কই? এতক্ষনে বুঝলাম ব্যাপার।
১৩ ই মে, ২০১৫ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
এখন ভালো লাগছে যে, ব্লগে একজন হলেও আমাকে চিনে!
৭| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:২৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কিছু অতিউৎসাহি পোলাপান এসব তদারকি করে,যাকে তাকে হুমকি দেয়,গুরু-গম্ভির পোষ্ট না হলে ২/১ ঘন্টার মধ্যে মুছেও দেয়।চ্চেষ্টা করেন হাই থট বিষয় নিয়ে লেখা লিখতে।ব্লগের মান বাড়াতে এই ব্যাবস্থা নিচ্ছে ওরা।
১৩ ই মে, ২০১৫ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি সারছেন, হাই থট! লিখতে বসলে কি-বোর্ড বিরক্ত হয়ে যায়, কিছুই আসে না মাথায়!
৮| ১৪ ই মে, ২০১৫ রাত ১২:৩৮
নয়া দাদা বলেছেন: ঘটনা কী ?? আমলীগের দালালী কি করতে দিবে না ??
১৪ ই মে, ২০১৫ রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনার হাত আছে; আওয়ামী দালালদের দিন শেষ!
৯| ১৪ ই মে, ২০১৫ রাত ১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: এইতো দেখছি প্রকাশ হচ্ছে।। না কি নূতন ভার্সনের ঘাপলা??
১৪ ই মে, ২০১৫ রাত ১:৫৮
চাঁদগাজী বলেছেন:
না, কিছু একটা পছন্দ হয়নি; তাই আটকায়ে দিয়েছিল।
১০| ১৪ ই মে, ২০১৫ রাত ২:০৩
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনার ট্রাক্টর দেইখা সামুর মামু ভয় পাইছে পাছে যদি পিইষ্যা দেন
১৪ ই মে, ২০১৫ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
এটা চালাবো, এটাই আমাদের চাষীদের প্রতীক।
১১| ১৪ ই মে, ২০১৫ রাত ২:৫১
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: আমার কোন problem হয়না।
১৪ ই মে, ২০১৫ ভোর ৫:০১
চাঁদগাজী বলেছেন:
সেটাই ভালো; আমাকে পছন্দ করে না সামু!
১২| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:৪৫
হাসান মাহবুব বলেছেন: নতুন ভার্শনে এখনও কোন পোস্ট দেই নাই। কী অবস্থা হয় কে জানে!
১৫ ই মে, ২০১৫ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
অবস্হা ভালো।
লেখা প্রকাশ হচ্ছে।
১৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:১৪
লেখাজোকা শামীম বলেছেন: ফ্লাডিং করেন নাই তো ?
১৫ ই মে, ২০১৫ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
না
১৪| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: এটা তো দুখের কথা
১৫ ই মে, ২০১৫ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
এখন লিখতে দিচ্ছে; একদিন অবশ্য ব্যান করবেই
১৫| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন ভার্শন এ পোস্ট দিতে আমিও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম।
১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমাকে মনে হয়, ২/১ দিনের জন্য আটকায়েছিল।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
প্রকাশিত হচ্ছে এখন; সামুর মামু ঘুমাচ্ছে! আমি এখন ২০/২৫টা কবিতা প্রকাশ করবো।