নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে বুঝতে হবে যে, সৌদীতে নারী শ্রমিকের কাজের পরিবেশ নেই

১৪ ই মে, ২০১৫ রাত ৮:৪৩

শেখ হাসিনার শ্রমমন্ত্রী বাংলাদেশের দরিদ্র মহিলা শ্রমিকদের জন্য চাকুরীর সৃস্টি করছে; তবে, বাংলাদেশে নয়, সৌদীতে; উহার মগজে ঢুকে না যে, সৌদীতে নারী শ্রমিকদের কাজের পরিবেশ নেই।
আমাদের দেশে মানুষ বেশী, সবার জন্য চাকুরী দরকার; তাদের জন্য চাকুরীর সৃস্টি করতে হবে; মানুষ বেশী বলে, তাদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রয় করে দেয়া যাবে না; ৩৫ বছর বাংগালীদের বিদেশে ক্রীতদাস হিসেবে বিক্রয় করে ২০/২৫ হাজার বাংগালী কোটিপতি হয়েছে; এখন ক্রীতদাসের ব্যবসা বন্ধ হওয়া দরকার।
যদি শ্রমমন্ত্রী দেশে কাজের সৃস্টি করতে না পারে, সে চলে যাক; কোন নারীকে যেন আরব দেশে পাঠানো না হয়।

শেখ হাসিনার মন্ত্রীর সমস্যা আছে; উহার সমস্যা জাতির উপর চাপানোর দরকার নেই; শেখ হাসিনাকে বুঝতে হবে যে, দক্ষ মানুষকে মন্ত্রী বানাতে হয়, ক্রীতদাস ব্যবসায়ীকে নয়। কোন মহিলাকে কাজের জন্য যেন সৌদী পাঠানো না হয়; তাদের জন্য দেশে চাকুরী সৃস্টি করা হোক।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৩২

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: কাজের পরিবেশ নাই মানে কি? কি হবে অইখানে?যৌন হয়রানিড় শিকার হবে?? খুন হবে?? রেপড হবে?? , দেশে তো খুব ভালো আসে , "যৌন হয়রানি" শিকার হচ্ছে(নাকি "দুষ্টামি"), রেপড হচ্ছে, তাতে মনে হয় কার আপত্তি নাই, কিন্তু সউদি তে আপত্তি, চুলকানিটা কিসে??
যেতে দ্যান, ঐ পরিবার গুলা খাইয়া পইরা বাচব।

১৪ ই মে, ২০১৫ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:

আপনাদের শরীরের তুলনায় মগজটা ছোট।

২| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৩৯

চাঁনপুইরা বলেছেন: দেশ নামক গাড়ীটি ভয়ংকর এক ভুল চালকের ধারা চালিত হচ্ছে, চালক পরিবর্তন অতীব জরুরী।

১৪ ই মে, ২০১৫ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


তা দরকার।

৩| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:৩১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "আপনাদের শরীরের তুলনায় মগজটা ছোট। "
দ্বিমত, আমার মগজ ঠিক সাইজেই আসে, তবে আপনারটা বোধহয় স্বাভাবিকের থেকে সাইজে বড়, বেশি বুঝেন।

ধানাই পানাই রাইখা দেন।

১৪ ই মে, ২০১৫ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা বলতে যা আছে, উহা আসলে ধানাই পানাই ছাড়া কিছু নয়।

৪| ১৪ ই মে, ২০১৫ রাত ১১:০৫

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: :D :D :D হায়রে আওয়ামি ভূত , গালিটা পর্যন্ত কপি করে, নিজে থেকে কিছু বলতে পারে না!!
আমি তো কারন ব্যাখ্যা করলাম, আপনি এখন পর্যন্ত বললেন না কেন সউদিতে যাওয়া উচিত হবে না, আর এখন আমারে কপ্য কইরা বলতেসেন ধানাই পানাই!!!
যান আমিই ধানাই পানাই করতেসি, খুশি?? একটা ছড়া শুনেন-
ওরে ভাই শ্যাম কানাই
কেন কর ধানাই পানাই?

১৪ ই মে, ২০১৫ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে এখন সম্পদ আছে, চাকুরী সৃস্টি সম্ভব; সরকারকে তা করতে হবে, এটাই আসল ভাবনা।

৫| ১৪ ই মে, ২০১৫ রাত ১১:২৫

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "বাংলাদেশে এখন সম্পদ আছে, চাকুরী সৃস্টি সম্ভব; সরকারকে তা করতে হবে, এটাই আসল ভাবনা। "
স্যার, এইটা আপনার পোস্ট পড়লে বুঝা যায়, আপনার ব্যাখা করতে হবে সেটা কিভাবে।
আপনি যা বুলছেন, সিটা পুরাপুরি অবাস্তব, এই বিশাল জনসংখ্যার দেশে, পূর্ণ কর্মসংস্থান করার মত অর্থনৈতিক, প্রশাসনিক কাঠামো এখন দেশে হয় নাই, সবচেয়ে বড়ও কথা এর জন্য যে ধরনের পরিকল্পনা করার দরকার(দীর্ঘমেয়াদি) সেইটাও নাই, কবে হবে তারও ঠিক নাই। আপনি কি বলেন মানুষ ততদিন বসে থাকবে?
দেশে এত শিক্ষিত লোক চাকরি পাচ্ছে না, আর আপনি বলতেসে... এই জন্যই ধানাই পানাই লাগে আপনার কথা।।

সম্পদ বলতে কি বুঝালেন সেটাও পরিস্কার না।

১৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


সম্পদ মানে মানব সম্পদ আছে; টাকা বিশ্ব দেবে; দরকার সঠিক পরিক্ল্পনা ও পদক্ষেপ।

৬| ১৪ ই মে, ২০১৫ রাত ১১:২৯

মোহাম্মদ জামিল বলেছেন: আওয়ামীলীগ এর প্রতিশ্রুতি হেন কারেগা........তেন কারেগাাা............কারেগা কচু..আসলে বেটারা পকেট ভরেগা........ সৌদি আরবে মেয়ের অভাব পড়ায় বাংলাদেশ থেকে দাসী বান্দি নিয়া..যা ইচ্ছা তা করার মতলব..এই মন্ত্রীর মাইয়া টাইয়া থাকলে টেষ্ট হিসাবে আগে পাঠানাে হোক।..

১৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা পরিচিত ইডিয়টদের থেকে মন্ত্রী বানায়।

৭| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:২১

চাঁনপুইরা বলেছেন: জনাব লেখক কে- আপনার সামান্য কিছু পর্যবেক্ষণ খুবই সঠিক, বাকী সবই ফাঁকা বুলি, বেহুদা পেচাল ' করতে হবে , দিতে হবে , হতে হবে' ধরনের। দেশে অনেক সম্পদ আছে, কি সম্পদ আছে ? চরম দুর্নীতি আর অপশাসন এর ধারা কিছু অবৈধ কোটিপতির সৃষ্টি করা হয়েছে, যাদের কারনে সাধারণ মানুষের আয়ের অনুপাতে সবকিছুর আকাশচুম্বী দাম আর সার্বিক রাষ্ট্রীয় কাঠামোয় চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি। এবং এই পরিস্থিতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যা একটা স্থিতি অবস্থায় আনতে গেলেও মোটামুটি একটি সৎ ও দক্ষ সরকারেরও লম্বা সময় লেগে যাবে। পারলে সেই সব বিষয়ে দিক নির্দেশনা দেন। খামোখা "ফাটা ডিমে তা দিয়ে আর কি হবে" ?

১৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে সম্পদ ছিল ও আছে।

শেখ সাহেব ও তাজুদ্দিন সম্পদকে বুঝতে পারেননি, তাই ভিক্ষা শুরু করেছিলেন; আজও চলছে।
ডিম সঠিকগুলো রাখা হবে।
দেশে সম্পদ আছে, তা সঠিকভাবে ব্যবহার করে চাকুরীর সৃস্টি সম্ভব।

৮| ১৫ ই মে, ২০১৫ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন: একমাত্র ব্লগারেরা ছাড়া, শীঘ্রই হয়তো অন্যেরা ব্লগিং'এর বিরোধীতা শুরু করবে, বা ব্লগিং এর বিপক্ষে অবস্হান নিবে; প্রথমত: সরকার চাইবে না যে, দেশের মানুষ সরকারের বিষয় ইতয়াদি নিয়ে এত আলোচনা করুক, এনালাইসিস করুক, উৎসাহী হোক; সরকার কি করে, কিভাবে চলে, অনেকের সঠিক ধরণা নেই; সেক্ষেত্রে ব্লগ সবকিছু তুলে ধরছে। সরকারের অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক কার্যাবলী সবই মানুষের সামনে ক্রমেই উঠে আসছে সঠিক তত্যসহ।

দেশের প্রশাসন: ব্যুরোক্রেসী, পুলিশ, সাধারণ সরকারী কর্মচারীদের সকল কিছুই মানুষের সামনে পরিস্কার হয়ে যাচ্ছে ক্রমেই।

ধর্মীয় গুরুরা যদিও ব্লগে ধর্মকে তুলে ধরছে, প্রচার করার চেস্টা করছে; তাদের চেস্টা ও প্রচারের ফলে, মানুষের কাছে ধর্মকে আরো পরিস্কাররুপে তুলে ধরছে, ভাবতে সাহায্য করছে; ধর্ম নিয়ে ভাবলে মানুষের মনে অনেক লজিক্যাল প্রশ্ন আসছে, যেগুলো উত্তর মানুষ নিজেই খুঁজে বের করার চেস্টা করছে।

বাংলাদেশে ব্যবসা মোটামুটি শুধু মাত্র অনিয়মকে সাথী হিসেবে নিয়েছে; মানুষের কাছে ব্যবসায়ীদের অনেক গোপনীয় বিষয় উন্মুখ্ত হবে।

রাজনোইতিকদলগুলো হয়তো ব্লগারদের এখন সবচেয়ে ভালোবাসে, তাদের অনেক সাপোর্টার আছে ব্লগে; এই পয়াটার্ণ বদলে যাবে; ব্লগে সঠিক রাজনীতি নিয়ে আলাপ শুরু হয়েছে; দলীয় সাপোর্টারেরা কি-বোর্ড ব্যবহার করতে উৎসাহ হারায়ে ফেলবে শীঘ্রই।

ব্লগ সবার আসল চেহারা তুলে ধরছে, আসল তত্য আসার শুরু করেছে; মনে হয়, দেশের অনেকেই ব্লগিং কন্ট্রোল করার চেস্টা করবে; এমন কি অনেক ব্লগারই নিজের ভুল বুঝে নিজের উপর খ্ষুব্ধ হবে।

৯| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সরকার কীভাবে দেশের অভ্যন্তরে চাকরি দেবে, সেটা তো দেখাই যাচ্ছে। পুরুষেরাই বেকার হয়ে বেড়াচ্ছে, আর নারী!

বাস্তব অনেক কঠিন। কর্মসংস্থান এখন আর জাতীয় সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। কে কাকে চাকরি দেবে!

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:

বিশ্বে মানুষ বেড়েছে, চাকুরী সেই তুলনায় সৃস্টি হচ্ছে না।

বাংলাদেশ সরকার চাকুরী সৃস্টির চেস্টা করছে না এখনো; তারা বিএনপি ও জামাতকে নিয়ে ব্যস্ত।

১০| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
যার পেটে ক্ষিধা আছে সে মন্ত্রীর কথাও বুঝেনা, হাসিনার কথাও না। সে হয়তো ওইখানেই একটু আশা দেখতে পাইয়া ঝাপাইয়া পরে। মন্ত্রী আমলারা কিচ্ছু করতে পারবেনা আর পারলেও করবেনা এই দেশে এইটাই বাস্তবতা।

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ এভাবে চেস্টা করছে, কারণ সরকার চাকুরীর ব্যাপারে কিছু করছে না।

১১| ১৫ ই মে, ২০১৫ রাত ১১:৫৪

নীল জানালা বলেছেন: বুঝিয়াও যে না বোঝার ভান ধরে তারে .... হোনেন , ভীনদেশি একটা প্রবাদ আছে, গুঁজারে কবরেও সুজা করতে পারেনা। আর যদি তিনি কোনদিন বুঝতেও পারেন তাইলেও বুঝতে বুঝতেই আমগো আরো কিছু মা-বোন সৌদি লালসার শিকার হবে।

১৬ ই মে, ২০১৫ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:

যারা আমাদের মানুষদের বিক্রয় করে টাকা আয় করছে, তাদেরকে শাস্তি দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.