নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

\\\\\\"একটি ভুল পাওয়া গেছে, sorry you are not allowed to comment \\\\\\"

১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৩

ব্লগিং'এর বেলায় সবার মতো আমিও উৎসাহী; আসলে আমি একটু বেশী উৎসাহী; আমি অনেক সাধারণ ব্লগারের লেখার ভেতরে ড: এমাজুদ্দিন, ড: জাফর ইকবালের চেয়ে বেশী এনালাইসিস দেখতে পাই; সাধরণ ব্লগারের অবজারবেশন গাফ্ফার চৌধুরী থেকে অনেক ভালো। আমি ব্লগারদের সাথে আলাপ করতে পারি, ওরা আমার প্রশ্নের উত্তর দেয়, বাহবা পায়, মাঝে মাঝে গালি শোনে; ড: এমাজুদ্দিন, ড: জাফর ইকবাল বা গাফ্ফার চৌধুরী অনেক ভেবেচিন্তে ভুলটাই লেখে, প্রশ্ন করলে জবাব দিতে পারে না, ঘুরায়ে ফিরিয়ে সেই ভোঁতা তত্ব নিয়ে আসে, নিজেও বুঝে না যে, কি বলছে, আমার প্রশ্ন আজীবন প্রশ্ন হয়েই থাকে!

আমার মতো উৎসাহী ব্লগারকে যদি কেহ 'কমেন্ট ব্যান' করে, উহা কি ধরণের ব্লগার? আমার ধরণা আমি পড়তে ও কমেন্ট করতে ভালোবাসি; আমার কমেন্টে অনেকে উৎসাহী হয়েছে বলে আমাকে জানায়েছে; আবার আমার কমেন্ট পেয়ে আমাকে গালি দিয়েছে অনেকে; তবে, যারা গালি দিয়েছে, তারা একটু বেশী উপকৃত হয়েছে বলেই আমার ধরণা।

আমার কমেন্ট মাঝে মাঝে সামু পছন্দ করে না, আমাকে ব্যান করে; সামু তার ব্যবসা দেখে, ব্লগারের ব্যবসা হলো পাঠকের ভালোবাসা; ভালোবাসাকে প্রকাশ করতে হয়; সেজন্য বাংলাদেশে ভালোবাসা দিবসও আমদানী করা হয়েছে; পাঠকের ভালোবাসা, কমেন্ট।

যে ব্লগার কমেন্ট বুঝে না, কমেন্ট এড়িয়ে যেতে চায়, তারা 'লেখক', তারা হয়তো ড: এমাজুদ্দিন, জাফর ইকবাল বা গাফ্ফার চৌধুরী, তারা ব্লগার নন।

আমি কোনদিন কাউকে কমেন্ট ব্যান করার কথা ভাবিনি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

হাসান মাহবুব বলেছেন: তীব্র প্রতিবাদ জানাই।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:

ব্লগিং বুঝতে অনেকের কস্ট হচ্ছে!

২| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ব্যান করা প্রমান করে ওরা ভয় পায়,ভিরু,দুর্বল চিত্তের অধিকারী।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


দুর্বল চিত+তের লোক কি কাজে লাগে? কোন কাজে লাগে না, আসলে।

৩| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আমার কমেন্ট পেয়ে আমাকে গালি দিয়েছে অনেকে; তবে, যারা গালি দিয়েছে, তারা একটু বেশী উপকৃত হয়েছে বলেই আমার ধরণা।

উপকৃত হইলে তাইলে এ কেমন প্রতিদান ভায়া, পিন দিয়েছিলেন বুঝি!!! =p~ :P

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:

আমি আলোচনা ও সমালোচনা করি।
অনেকে মনে করেন কমেন্ট মানেই প্রশংসা, লেখার উপর আমি আমার ধারণা ও মতামাত জানাই।

৪| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: আপনি আর আমি তো প্রায় একই সময়ে শুরু করসি, আমি ইতিমধ্যে ২ জনের কাছে ব্যান খাইলাম(সাবুছেলে, কলাবাগান১)!!

পসিন্দ হইল না ব্যাপারটা, কমেন্ট যদি ভয় পায়, তাইলে ব্লগে আসে ক্যান??

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগিংও মাথায় ঢুকছে না অনেকের, এদের বুঝার ক্ষমতা কম।

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:৪২

অন্যসময় ঢাবি বলেছেন: সমালোচনা যে কেমন করতে পারেন তা একটু আগে একটা ভালো, তথ্যবহুল ও দরকারি পোস্টে আপনার কমেন্ট থুক্কু সমালোচনা দেখেই আন্দাজ করে ফেলেছি। আপনাকে কথা গুলো আরেকটু কড়া ডোজে বলা উচিৎ ছিল কিন্তু আমাকে তো আপনার মত হলে চলবে না। তাই ভদ্রতার সীমানা বজায় রাখলাম। আপনাকে একটা সুউপদেশ দিই- সহনশীল হতে শিখুন। ভালো থাকবেন।

১৭ ই মে, ২০১৫ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


সবাই সমান নয়, আপনার মত ভদ্দর লোক আছেন বলেই আমরা জাতি হিসেবে ভালো করছি।
উপদেশ মেনে চালর চেস্টা করবো।

৬| ১৭ ই মে, ২০১৫ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: যার সাথে আমার জীবনেও দেখা হওয়ার সুযোগ নেই, সে গালি দিলেই বা কি যায় আসে?? আর যুক্তিপূর্ন তর্কের মাঝ থেকেইতো বেড়িয়ে সত্যটা।। (আমার মতে) বেশীর ভাগ পাঠকই এরই অন্বষে থাকে।। ভাল লাগলে মন্তব্য দেবেন,না লাগলে দেবেন না।। তবে সবারই খেয়াল রাখা উচিৎ মন্তব্যটা যেন খুববেশী রকমের তীর্যক না হয়ে পড়ে।। কারন লিখতে যেয়ে খোঁচা খেতে কেউই রাজী না।।
ধন্যবাদ।।

১৭ ই মে, ২০১৫ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


ভালো পলিসি

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ১:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: কে আপনারে এমুন অপমান করলো জাতি জানতে উদগ্রীব :P

৮| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


কয়েক বেচারা এখন বিপদে, মন্তব্য তেমন পাচ্ছেন না।

৯| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৩

মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ........ কে করলো এই কাজ ?

১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:

কয়েকজন করেছেন।
আপনাকে কম দেখছি, নাকি আমি কম পড়ছি?

১০| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:২৫

মাসূদ রানা বলেছেন: চেষ্টা করছি ব্লগ,ফেইসবুক, সোসিয়াল সাইটগুলো থেকে দূরে থাকবার ......... সাইটগুলোতে ভার্চুয়াল চ্যাটিং সামাজিক দক্ষতাগুলোকে ভোতা করে দেয় ........ সবার ক্ষেত্রে হয় কিনা জানি না আমার ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছিল :) @চাঁদগাজী ভাই

১১| ১৭ ই মে, ২০১৫ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


ভয়ের ব্যাপার!

ব্লগে সময় ব্যয় হয়, তবে অন্যভাবে আমার সাথে তেমন মানুষের যোগাযোগ নেই।

১২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:২৪

নয়া দাদা বলেছেন: হাসিনাই পারে দেশকে সুইজারল্যন্ড বানাতে টাইপের দালালী মার্কা কমেন্ট করা বন্ধ করুন, দালালদের কেউ দেখতে পারে না |

১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


৩৪ বছরে আমি বুঝলাম যে, আধুনিক রাস্ট্র ছালনার জন্য শেখ হাসিনার কোন আইডিয়াই নেই।
এখন সমস্যা হচ্ছে যে, সে ক্ষমতা নিয়ে নিয়েছে; ভালো কিছু করতে হলে তাকেই করতে হবে; অন্যেরা সহসা সুযোগ পাবে না।

১৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭

সাইলেন্স বলেছেন: গনহারে কমেন্ট না করাই ভালো। আপনার কথা সবার পছন্দ হবে এমন ভাবার অবকাশ নেই।
আর পাল্টা যুক্তি দিতে না পারলে কমেন্ট ব্যান করা ছাড়া কি করবে বলেন?

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:


আমি অনেক সময় কমেন্ট করি, আমার নিজের লেখার প্রতি আকর্ষণ করার জন্য; যেহেতু দেশের পরিস্হিতির উপর বুঝার চেস্টা করছি, অন্যদের মতামত বুঝার চেস্টা করছি।

১৪| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:২৬

পাজল্‌ড ডক বলেছেন: ১।অনেক ভালো লেখায়ও আপনি ইর্রিলেভেন্ট এবং তির্যক কমেন্ট করেন যেটা লেখকের প্রতি ব্যক্তিগত আঘাত বলে মনে হয়।যেটা গ্রহনযোগ্য না।
২।অনেক লেখায় আপনার তুচ্ছ তাচ্ছিল্য এমন পর্যায়ের হয় যাতে মনে হয় ঐ ব্লগার কিচ্ছু জানে না আর আপনি সব জানেন; যারা এখানে ব্লগিং করেন তারা কম বেশি সবাই শিক্ষিত এবং একটি গঠনমূলক আলোচনা -সমালোচনা আশা করেন,সেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে এটা তারা আশা করেন। আমরা কেন জানি ভুলে যাই একজন পড়ালেখা না জানা কৃষকও তার মত করে শিক্ষিত।
৩।আপনার রাজনৈতিক পোস্ট গুলোতে আপনি হরহামেশাই ডাবল স্টান্ডার্ড মূলক কথা বলেন,হাসিনা কিচ্ছু জানে না,না অর্থনীতি না সমাজনীতিআপনি বলেন, আবার বলেন হাসিনাকেই দেশের দরকার; যে লোক কিছুই জানে না তাকে কিভাবে একটা জাতির ভালোর জন্য দরকার!
৪।চমৎকার ভাবে যুক্তি দিয়ে অসার যুক্তি খন্ডন করা যায় সেখানে আপনি প্রায়ই যুক্তি খন্ডাতে না যেয়ে লেখককে গন্ডমূর্খ বলতে ছাড়েন না, ফলশ্রুতিতে আপনিও গালি খান।
৫। আপনি নিজেকে যা বলে দাবি করেন( জেড ফোর্সের মুক্তিযোদ্ধা) সেটা সত্যি হলে( যেহেতু আপনার সাথে ব্যক্তিগত পরিচয় নেই) আমরা নতুন প্রজন্ম আপনার নিকট কতখানি ঝণী সেটা আমরা কোথাও লিখে প্রকাশ করতে পারবো না আর হয়তো আপনি কখনো জানতেও পারবেন না; তাই ব্লগের মতো ক্ষুদ্র একটি প্লাটফর্মে আপনি যখন কারো গালি খেয়ে অপমানিত হন সামান্য অসহিষ্নুতার জন্য তখন সেটা আমাদেরও মনোবেদনার কারণ হয়।

( আমার এই অবজার্ভেশন আপনার, পাঠক ৭১, পংবাড়ি,এবং বর্তমান চাঁদগাজী নিক ফলো করে।)

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:
আপনার কথাগুলো মনে দাগ কেটেছে, ব্যালেন্স করার চেস্টা করবো।

আজকে মেয়েরা সৌদী যাচ্ছে, পুরুষেরা ট্রলারে ও নৌকায় করে মালয়েশিয়া ও ইউরোপে যাচ্ছে এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা ভুলভাবে দেশ পরিচালনা করার কারণে। মানুষ চেয়েছিলেন এই ৩ জনের পতন ঘটাতে পারেনি; এখন শেখ হাসিনা নিজেই খালেদার পতন ঘটাচ্ছে, যা মানুষের ইচ্ছার একাংশ; সেইজন্য শেখ হাসিনার এই কাজকে সমর্থন দেয়ার চেস্টা করছি।

শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দখল করেছে, এতে মানুষের তেমন লাভ হবে না; কিন্তু যায়গাটা দখল হয়ে থাকাতে বিএনপি'র ডাকাত ও জামাতের রাজাকাররা চেয়ার পাচ্ছে না অন্তত। হাসিা যা করছে, হয়তো এর থেকে আর ভালো করতে পারবে না, তাকে ভোটে পরাজিত করে, তার থেকে ভালো কেহ ক্ষমতায় আসতে পারার সম্ভাবনা আগামী কয়েক বছরের মাঝে নেই; তাই আশা, সে যেন ভালো করে।

১৫| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭

তৌফিক মাসুদ বলেছেন: নিজের ইচ্ছেমত সমালোচনা আমার পছন্দ নয়। সমালোচনা হতে হবে গঠনমূলক। কাউকে কষ্ট দিয়ে নয় বরং তার ভুলগুলো ভাল ভাবে ধরিয়ে দিয়ে।

শুভকামনা জানবেন।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



বুঝলাম

১৬| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১:০১

আমি মিন্টু বলেছেন: হুম এতদূর গড়াগড়ি কেমনে কি ভাই ।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:

পাঠকেরা বলছে যে, কমেন্টের স্টাইলে ভুল আছে।

১৭| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহর ইচ্ছা। তার হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয়না।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ কি আমাদের সাথে ব্লগিং করছেন? কোন নিকে?

১৮| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫০

এন জে শাওন বলেছেন: নিজের মত প্রকাশের জন্যইতো ব্লগ।সেখানে বাধা দেওয়া হলে ব্লগের আসল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।তবে কেউ যপদি কাউকে ছোট করে,তাকে হেয় করে যাহা নীতি বিরুদ্ধ তাইলে ব্যান টাই ঠিক।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালো

১৯| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হুম।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:

হুম হাম তো করছেন, আপনাকে কেউ কমেন্ট ব্যান করেছে? নাকি আপনি করেছন?

আমি কোনদিন কাউকে ব্যান করার কথা ভাবিনি।

২০| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:১৯

শামছুল ইসলাম বলেছেন: সবটা পড়ে দু'টা জিনিস মনে হচ্ছে:
১) কমেন্ট একটি উপাদেয় খাদ্য, যদি মিষ্ট হয়!
২) কমেন্ট একটি অখাদ্য, যদি তিক্ত হয়!

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:

কমেন্ট হলো আগামী কালের বিখ্যাত চিন্তাবিদ হওয়ার পাথেয়, বিদ্যা

২১| ১৯ শে মে, ২০১৫ রাত ১২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার কমেন্টটা খুব পছন্দ হইছে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.