নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১২ লাখ রোহিংগা ও ১৬০ কোটী মুসলমান

২০ শে মে, ২০১৫ রাত ৯:২৩

রোহিংগারা আর আরাকানে থাকতে পারবে না; কারণ, সেখানকার মগেরা রোহিংগাদের আর সহ্য করছে না; মানুষ না চাইলে জোর করে থাকা যায় না।
৪ লাখ রোহিংগা বাংলাদেশে চলে এসেছে, বাকী ৮ লাখের মতো মগের মুল্লুকে আছে: তাদের সব অধিকার হরণ করেছে মগেরা ১৯৮২ সালে 'সিনিজেনশীপ আইন করে, রোহিংগারা সিটিজেন নয়; তারা জমির মালিক হতে পারবে না, লেখা পড়া করতে পারবে না, বিয়ে করতে পারবে না; আরাকান থেকে মগের মুল্লুকের অন্য এলাকায় যেতে পারবে না। ৪০ বছরের নীচের বয়সের রোহিংগারা লেখা পড়া জানে না; এটাই এখন সবচেয়ে বড় সমস্যার সৃস্টি করেছে।

যাক, বাংলাদেশ সব মুসলিম দেশকে নিয়ে একটা সামিট করতে পারে ঢাকায়; যাতে মুসলমান দেশগুলো রোহিংগাদের ভাগ করে নিয়ে যায়: প্রতি ১৬০০০ মুসলমানের ভাগে পড়বে ১২ জন রোহিংগা।

আসলে, একা মালয়েশিয়ার এর থেকে বেশী মানুষ দরকার; কিছু রোহিংগা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গিয়েছে; মনে হয়, তারা গোহিংগাদের খুব একটা পছন্দ করছে না; কারণ, ৩৫/৩৬ বছর মৃতয়ু, অত্যাচার, অনাচারের ভেতর থেকে, ও অশিক্ষিত হওয়ায় রোহিংগারা একটু অপরাধ-প্রবন হয়ে গেছে; এটা বদলানো যাবে; পড়ালেখা শিখালে ও আয় করতে দিলে মানুষ হয়ে যাবে আবার।

জাতি সংঘ চেস্টা করছে, রোহিংগারা যেন মগের মুল্লুকে থাকার অধিকার পায়; তা ঘটবে না, কারণ ওখানকার মানুষ ওদেরকে মেরে ফেলার পক্ষে; পুলিশ, সেনা বাহিনীর লোকেরা যখন ইচ্ছা হয়, কোন এক রোহিংগাকে মেরে ফেলে। আরাকানের লোকেরা রোহিংগাদের কালো মানুষ হিসেবে ডাকে; ফলে, তারা আর ওখানে সহজে থাকতে পারবে না।

বাংলাদেশ সরকার যদি অগ্রনী ভুমিকা নেয়, সব মুসলিম দেশকে ডাকে ঢাকায়, সবাই হয়তো ১২ লাখ রোহিংগার জন্য নিজ দেশে ব্যবস্হা করতে পারবে; প্রতি ১৬০০০ হাজারের জন্য ১২ জন মানুষ কোন সমস্যা নয়। তারপর, রোহিংগাদের জন্য মগের মুল্লুক থেকে ক্ষতিপুরণ চাওয়া যাবে; সেই টাকায়ও রোহিংগারা অন্য দেশে নতুন জীবন শুরু করতে পারবে।

বাংলাদেশ থেকে পুর্বে যারা বাস করে, তারা ভয়ংকর নিস্ঠুর; বৌদ্ধ ধর্মও ওদের সাহায্য করেনি; রোহিংগারা আর ওখানে থাকতে পারবে না।রো৪ লাখ রোহিংগা বাংলাদেশে চলে এসেছে, বাকী ৮ লাখের মতো মগের মুল্লুকে আছে: তাদের সব অধিকার হরণ করেছে মগেরা ১৯৮২ সালে 'সিনিজেনশীপ আইন করে, রোহিংগারা সিটিজেন নয়; তারা জমির মালিক হতে পারবে না, লেখা পড়া করতে পারবে না, বিয়ে করতে পারবে না; আরাকান থেকে মগের মুল্লুকের অন্য এলাকায় যেতে পারবে না। ৪০ বছরের নীচের বয়সের রোহিংগারা লেখা পড়া জানে না; এটাই এখন সবচেয়ে বড় সমস্যার সৃস্টি করেছে।

যাক, বাংলাদেশ সব মুসলিম দেশকে নিয়ে একটা সামিট করতে পারে ঢাকায়; যাতে মুসলমান দেশগুলো রোহিংগাদের ভাগ করে নিয়ে যায়: প্রতি ১৬০০০ মুসলমানের ভাগে পড়বে ১২ জন রোহিংগা।

আসলে, একা মালয়েশিয়ার এর থেকে বেশী মানুষ দরকার; কিছু রোহিংগা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গিয়েছে; মনে হয়, তারা গোহিংগাদের খুব একটা পছন্দ করছে না; কারণ, ৩৫/৩৬ বছর মৃতয়ু, অত্যাচার, অনাচারের ভেতর থেকে, ও অশিক্ষিত হওয়ায় রোহিংগারা একটু অপরাধ-প্রবন হয়ে গেছে; এটা বদলানো যাবে; পড়ালেখা শিখালে ও আয় করতে দিলে মানুষ হয়ে যাবে আবার।

জাতি সংঘ চেস্টা করছে, রোহিংগারা যেন মগের মুল্লুকে থাকার অধিকার পায়; তা ঘটবে না, কারণ ওখানকার মানুষ ওদেরকে মেরে ফেলার পক্ষে; পুলিশ, সেনা বাহিনীর লোকেরা যখন ইচ্ছা হয়, কোন এক রোহিংগাকে মেরে ফেলে। আরাকানের লোকেরা রোহিংগাদের কালো মানুষ হিসেবে ডাকে; ফলে, তারা আর ওখানে সহজে থাকতে পারবে না।

বাংলাদেশ সরকার যদি অগ্রনী ভুমিকা নেয়, সব মুসলিম দেশকে ডাকে ঢাকায়, সবাই হয়তো ১২ লাখ রোহিংগার জন্য নিজ দেশে ব্যবস্হা করতে পারবে; প্রতি ১৬০০০ হাজারের জন্য ১২ জন মানুষ কোন সমস্যা নয়। তারপর, রোহিংগাদের জন্য মগের মুল্লুক থেকে ক্ষতিপুরণ চাওয়া যাবে; সেই টাকায়ও রোহিংগারা অন্য দেশে নতুন জীবন শুরু করতে পারবে।

বাংলাদেশ থেকে পুর্বে যারা বাস করে, তারা ভয়ংকর নিস্ঠুর; বৌদ্ধ ধর্মও ওদের সাহায্য করেনি; রোহিংগারা আর ওখানে থাকতে পারবে না।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ১০:০৮

আজাদ মোল্লা বলেছেন: boss আপনার লেখাটি আমার অনেক ভালো লেগেছে । আপনি হয়তো জানেনা । ওখানে লাভ নেই । তাই কেউ আসবেনা । কিন্তু ইনআল্লাহ এক দিন আসবে সুদিন । আর ওরা হবে সুখী মানুষ । আমি দোয়া করি আল্লাহ ওদের কে ভালো করুক ।

২০ শে মে, ২০১৫ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে ৪ লাখ রোহিংগা আছে, তাদের বড় অংশ ভয়ংকর সমস্যায় আছে; তাই তারা বোটে করে মালয়েশিয়া যেতে গিয়ে বেঘোরে মরছে; সরকার যদি ব্যবস্হা নেয়, তারা মুসলিম দেশ সমুহে চলে গিয়ে ভালো জীবন যাপন করতে পারবে।

২| ২১ শে মে, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: Click This Link লিংকটিতে একটু কষ্ট করে ঘুরে এলেই আমার মনোভাব বুঝতে পারবেন।। ধন্যবাদ।।

২১ শে মে, ২০১৫ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:

আপনার পোস্ট পড়লাম।
মুসলমানেরা মারামারি করে নিজেরা মরছে; আবার মগেরা মারছে; এ সমস্যার সমাধান হয়তো নেই!

৩| ২১ শে মে, ২০১৫ রাত ২:৫১

শ্রাবণধারা বলেছেন: ভাল একটা সমাধান দিয়েছেন, চাঁদগাজী ভাই ।

তবে শুধু বাংলাদেশ নয়, খুব সম্ভব কোন দেশের কোন রাষ্ট-যন্ত্রই এভাবে ভাবে না, বা তাদের পররাষ্ট নীতি এ ধরনের পরিকল্পনাকে অবাস্তব মনে করে । না হলে পৃথিবীর অনেক অনেক সমস্যাই আজ দূর হয়ে যেত । আমার ধারণা এই যে, পৃথিবীতে ব্যাক্তি মানুষ সুসভ্য, সুশিক্ষিত হয়েছে, কিন্তু রাষ্ট-যন্ত্র বা পররাষ্ট নীতি এখনও ততদূর সভ্য হয়ে ওঠেনি, এটা সেই আদিম "পাওয়ার প্লের মধ্যেই আজোবধি সীমাবদ্ধ আছে.........।

২১ শে মে, ২০১৫ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:

মুসলিম দেশগুলোতে সুশিক্ষিত কেহ ক্ষমতায় যেতে পারে না।

দেখা যাক, দেশ/সরকার দরকার হবে না, আগামী ডিসেম্বরে, আমরা ষাধারণ নাগরিকেরা চেস্টা করবো রোহিংগাদের দেশ খুঁজে পেতে।

৪| ২১ শে মে, ২০১৫ রাত ৮:১৮

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: মুসলমানদেরকে সবসময় প্রতিবাদ করার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রতিবাদ করা অব্যাহত রাখতে হবে। একটা বিশাল সাগরেও একটি ঢিল ছুঁড়লে কম্পন তৈরি হয়। তেমনি ছোট ছোট প্রতিবাদগুলোই একসময় মুসলমানদেরকে জাগিয়ে তুলবেই, সাহসী করবে, হীনমন্যতা দুর করবে সর্বোপরি নতুন করে ঈমানী জযবায় জাগিয়ে তুলবে। মুসলমানগণ শুধু মুসলিমপ্রধান দেশগুলাতেই নয়, অন্যান্য দেশেও মুসলমানগণ বাস করেন। অমুসলিম প্রধান দেশগুলোতেও মুসলমানদের ব্যাপক বসবাস রয়েছে ।কিন্তু বিধর্মীদের সেসব দেশে মুসলমানরা হচ্ছে নির্যাতিত নিপীড়িত। আর এক্ষেত্রে বৌদ্ধরাও মুসলিম নির্যাতনে ইহুদী খ্রিস্টান হিন্দুদের চেয়ে কম নয়। যদিও এসব নির্যাতন নিপীড়নের খবর মিডিয়গুলো বেমালুম চেপে যায়। এরপরও কিছু কিছু খবর বা ঘটনা প্রকাশ হয়েই যায়।

২১ শে মে, ২০১৫ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:

মুসলমান দেসগগুলো বসবাসের অযোগ্য হয়ে গেছে।
মুসলামনদের মগজ কাজ করে না।

৫| ২১ শে মে, ২০১৫ রাত ৮:১৯

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: Click This Link

২১ শে মে, ২০১৫ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আমার ফেসবুক আইডি নেই; আবার সার্ভার ঐ লিংটি'তে যোগ করতে পারেনি।

৬| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৮

দিশেহারা আমি বলেছেন: আইডিয়া টা ভালো।
আপনার আপনার মত করে ওরা ভাবে না।
যেখানে মানুষ এখন একজন পেইন গেস্টকে ও এলাও করে না সেখানে কার কি দায় পরেছে ফকির মিসকিন নিয়ে ভাবার?

বাই দ্যা ওয়ে, আজ সারাদিন দেখলাম না যে??

২১ শে মে, ২০১৫ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:

মুসলিম দেশের মানুষেরা পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, যায়গা খালি হচ্ছে!

মাঝে মাঝে পথে থাকলে ব্লগে আসা হয় না।

৭| ২১ শে মে, ২০১৫ রাত ১০:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন: সবাইরে সৌদীতে পাঠাইতে পারলে ভাল্য। ওগো বেশি টাকা, তাই স্বর্গে ভাসরেছে। ওদের টাকার কিছু সদব্যাবহার হইতো।

২১ শে মে, ২০১৫ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


াব আরব আবার তাঁবুতে ফেরত যাবে। আরবেরা নিজেরাই সব আরব দেশকে মাটির সাথে মিশায়ে দেবে: শিয়া, সুন্নী, কুর্দ, ওয়াহাবীর যুদ্ধ কেহ থামাতে পারবে না।

৮| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৫২

আহসানের ব্লগ বলেছেন: ব্যাপারটা অত সহজ না ।

২২ শে মে, ২০১৫ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:

শিক্ষিত, দক্ষ লোকদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। দক্ষরাই বিশ্বকে এতদুর এনেছে।

৯| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৫৩

মিনি বেগম বলেছেন: আপনার লেখাতায় যুক্তি আছে ।

২২ শে মে, ২০১৫ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:

নিজের ভাবনাকে আপনাদের ভাবনার সাথে তুলনা করার চেস্টা।

২২ শে মে, ২০১৫ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার দেয়া লিংকের পোস্ট পড়েছি, ভালো লিখেছেন।

১০| ২২ শে মে, ২০১৫ রাত ১১:২৭

আরণ্যক রাখাল বলেছেন: হলে তো হতোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.