![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মোদী আসছে টাকার থলি নিয়ে, ২ বিলিয়ন ডলার ঋণ দেবে বাংলাদেশকে; কোন প্রজেক্টে, কোন প্রজেক্টে? এখনো ঠিক হয়নি, প্রজেক্ট একটা বের করা যাবে, এটা বিরাট কিছু না, ৫ মিনিটে টাইপ করে নেয়া যাবে।
আসলে কোন দেশ এভাবে বিনা পরিকল্পনায়, কমপক্ষে পার্লামেন্টের বিনা অনুমতিতে এভাবে জাতীয় ঋণ বাড়াতে পারে না; এর আগেও ভারত থেকে ১ বিলিয়ন নেয়া হয়েছিল বিনা পরিকল্পনায়; সেটা বোধ হয় খরচের খাতায় চলে গেছে, এখন সুদ আর আসল গুণতে হবে বাজেট থেকে আগামী ২০ বছর; ফলে, শুনা যাবে বাজেট বড় হচ্ছে, কিন্তু টাকা চলে যাবে বিদেশে।
মোদীকেও বুঝতে হবে যে, বাংলাদেশের সেক্রেটারীদের মাঝে কয়জন লোক আছে, যারা ২ বিলিয়ন নিয়ে ১৫/২০ বছরে সেই ২ বিলয়নকে ৪/৫ বিলয়নে পরিণত করতে পারবে? আসলে ১ জনও নেই; টাকা আমাদের দরকার আছে, আমাদের শিক্ষার দরকার, চাকুরীর দরকার; কিন্তু চোরা ব্যুরোক্রেটরা ক্যাশ পেলে সব বাড়ী নিয়ে যায়: দুবাই মালয়েশিয়া, লন্ডন ও নিউইর্ক নিয়ে যায়।
মোদী মিয়া যদি সামুতে ব্লগিং করতো, আর আমার পোস্ট পড়তো, তা'হলে এভাবে উনি কখনো টাকা ঋণ দিতো না: টাকার জন্য সঠিক প্ল্যান থাকতে হবে; লাভ না হোক, মুলধন যেন না হারায়। মোদী টাকা দিচ্ছে পুরো জাতির জন্য, দেখা যাবে যে, হাউজিং লোন দিচ্ছে ঢাকায় সেই টাকা থেকে; ফালু, মালু ও বসুন্ধরা নতুন প্রজেক্ট শুরু করছে।
শেখ হাসিনার উচিত উনার তাসের ঘরের পার্লামেন্টে বিল এনে, সঠিক প্ল্যান পাশ করে, সঠিক প্রজেক্টের জন্য টাকা নেয়া; এবং শুধু মাত্র চাকুরী সৃস্টি ও শিক্ষার জন্য; এবং সেই প্ল্যান অনুসারের,প্রজেক্ট থেকেই আসল ও সুদ পরিশোধ করতে হবে; বাজেটে হাত দিতে পারবে না; না হয়, টাকা নিয়ে খেয়ে ফেললে, একদিন সবার বিচার হবে।
২৯ শে মে, ২০১৫ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
২ বিলিয়ন নিয়ে ক্যাশ বাড়াবে সরকার, শুরু হবে চুরি।
আমাদের ২৭ বিলিয়ন লোন আছে, যার সুদ ১ বিলিয়ন ডলার।
২| ২৯ শে মে, ২০১৫ সকাল ৯:৫৩
***মহারাজ*** বলেছেন: হুম বুঝি না কি হতে চলছে দেশের কি হবে জানি না । আর জানলেও বলা যাবে না ।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, খালেদা জিয়ার পতনের ফলে সামান্য হলেও ভালো হবে; দেখা যাক, শেখ হাসিনা কি করে।
৩| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩২
ঢাকাবাসী বলেছেন: একটা দেশ নিয়ে তার অর্থনীতি নিয়ে এরকম জোচ্চুরি ছিনিমিনি জবাদিহিতা ছাড়া যা খুশী তা করা দুনিয়াতে আর নেই! খালে বা হাসি, সাইফু বা মুহি সবাইর এক ধান্ধা, ৪০% না ৭০% মারা হবে! সুদ ফুদ গুনে আমার কি দরকার? ধন্যবাদ। বেশি বললে গুম টুম.. বড়ই অস্বাস্হ্যকর!
২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
সম্পদহীন দেশে কয়েকজন মানুষ যদি সম্পদের মালিক হতে হয়, এভাবেই হতে হবে; দেশের শিক্ষিতরা একযোগে সরকারকে সাহায্য করলে চুরি কমে যাবে; এরশাদ বিরোধীদলে, এটা ড়কটা চিড়িয়াখানা; আবার খালেদা থাকলে পার্লামেন্টে যেতো না; সেজন্য শিক্ষিতদের দায়িত্ব সরকারকে চাপে রাখা।
৪| ২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: সরকারীভাবে নেয়া এই সুদের হার কত তা জানেন? মাত্র দশমিক পাচ শতাংশ। এতো কম সুদে আপনি কোথা থেকে ঋন পাবেন?
আর আগের ঋনে কাজ হয়নি কে বলেছে? ওই টাকায় খুলনায় তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। স্পেসিফিক প্রকল্পের জন্যই দেয়া হয়েছিলো এই ঋন। যেখানে সরকার বিশ্বব্যাঙ্ক অথবা এডিবির কাছে দর্না দেয় ঋনের জন্য, সেখানে প্রতিবেশীর কাছ থেকে ঋন নিলে ক্ষতি কি যদি সেটা সহজ শর্তে হয়?
খালেদা জামাতের দিশেহারা অবস্থা, ওরা এখন মোদি কেন, নেপালের প্রধানমন্ত্রী আসলে তার কাছেও ধর্না দিবে।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন: আগের ১ বিলিয়ন হয়তো কাজে লাগায়েছে, বা লাগায়নি; যা করেছে, কিছু একটা করেছে; কিন্তু মানুষকে জানায়নি; এবং আমি ১০০% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, যেখানে সেই টাকা ব্যভার করেছে, সেখান থেকে সুদ ও আসল দিতে পারবে না।
আমি ঋণ নেয়ার পক্ষে; তবে, ৪৪ বছরে ২৭ বিলিয়ন ঋণ নিয়ে সরকারের লোকেরা ঠিক সেই পরিমাণ টাকা চুরি করেছে।
ভারতের ঋণের সুদ হবে প্রায় ৩% এর কাছাকাছি; সুদ সমস্যা নয়; সমস্যা হলো টাকাগুলো টাকার জন্ম না দিয়ে বালিশের নীচে চলে যেতে পারে।
বাংলাদেশের ৫ বছরে ৪০ বিলিয়ন ডলার দরকার বেকারত্ব কমানোর জন্য, পারলে নিক, ব্যভার করুক।
৫| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৭
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহ'র ইচ্ছা, তাঁর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ ভারতীয় ঋণ ইত্যাদি নিয়ে মাথা ঘামাবার সময় পায় না; উনি বিশ্ব নিয়ে ব্যস্ত: বেহেশত, দোযখের বাজেট ইত্যাদি জটিল ব্যাপার।
৬| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:০১
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: নতুন পোস্ট দিসি, কথা কইয়া আইয়েন।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
কথা হবে।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
পোস্ট তো মুছে দিলেন!
মানুষের জীবনের উপর লিখুন।
৭| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: চুরির ভয়ে ঋন ন নেয়াটা সমাধান না। চুরি কিভাবে বন্ধ করা যায় ওইটা আগে ভাবা উচিত হবে। সব সরকারেরই একই অবস্থা। তবু মন্দের ভালো হিসেবে নেয়া উচিত। বিশ্ব ব্যাঙ্ক থেকে না নিলে সমস্যা নাই। ওইগুলার হিসাব অনেক জটিল, শর্ত অপমানজনক।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে অনেক দেশ পায়ে দাঁড়ায়ে গেছে; ঋণ নেয়া হয়, ঋণের উপর লাভবান হওয়ার জন্য; সেজন্য ষেই রকম মানুষকে ঋণের টাকা কাজে লাগানোর দায়িত্ব দিতে হয়, যারা পারবে আসল রক্ষা করে, সুদ ও আসল ফেরত দিতে পারবে; এগুলো কমনসেন্স।
ভারতের নিজের টাকার দরকার, ঋণ দিচ্ছে শেখ হাসিনাকে সাহায্য করার জন্য, শেখ হাসিনা বুঝতে পারলে ভালো।
৮| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:০৫
মিতক্ষরা বলেছেন: মোদি নিয়ে বিএনপির বেহায়াপনা দেখে নিদারুন বেহায়াও লজ্জা পাবে। মোদিকে শুভেচ্ছা স্বাগত জানানো শুভ কাজ। সেটা ঠিক আছে। কিন্তু মোদির সাথে দেখা করার জন্য খালেদার জোরাজুরি করাটা ভীষন দৃষ্টিকটু। মোদি যদি চাইতেন, তাহলে নিজেই গিয়ে খালেদার সাথে দেখা করতেন। যেমনটি অন্যরা করেছেন।
২৯ শে মে, ২০১৫ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
এই রাস্তাঘাটের মহিলা ৩৪ বছর ডাকাতি চালায়েছে বাংলায়; এখন সময় শেষ, তবুও চেস্টার অভাব নেই।
মোদী সরকারী ভিজিটে আসছে, যার সাথে নিজে দেখা করতে চায়, করুক।
৯| ৩০ শে মে, ২০১৫ রাত ২:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: মোদী মিয়া যদি সামুতে ব্লগিং করতো, আর আমার পোস্ট পড়তো, তা'হলে এভাবে উনি কখনো টাকা ঋণ দিতো না... ঠিক বলছেন...
৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
একটা নিক তৈরি করে দেবো নাকি? না, ব্যাটা নিজে চেস্টা করুক।
১০| ৩০ শে মে, ২০১৫ ভোর ৪:২৯
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মোদী আসছে, বৌদি আসছে; খালেদা জিয়া, জামাত সবাই দেখা করতে চায়
আমারও দেইখপার মনে লয়।
৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনার বিজনেস কার্ড পাঠায়ে দেন; পদ, সভাপতি, বিজেপি, বাংলাদেশ
১১| ৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৫০
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন:
দিমু নাকি এডিট কইরা
৩০ শে মে, ২০১৫ ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি হলেন আসল লোক, মোদীর চায় এসব লোক।
১২| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
বাংলার বড় রহস্য: সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধার জন্য রাজাকার ও নন্দলালরা কাঁদে
১৩| ৩১ শে মে, ২০১৫ রাত ১:০৫
সচেতনহ্যাপী বলেছেন: ঋন হয়তো পাবো,কিন্তু কোথায় যে যাবে তাতে আমিও আপনার মতই সন্দিহান।। আর ভয়ে আছি এর সুদের হার যতই কম হোক না কেন,সেই বোঝা আমাদেরই টানতে হবে ভেবে।।
আর ভারতও বিনাস্বার্থে এটা দিচ্ছে তা মনে করার কোন কারনও নেই।।
৩১ শে মে, ২০১৫ সকাল ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
ভারত চাচ্ছে হাসিনার সরকার কিছু করুক মানুষের জন্য; হাসিনাকে সুযোগ দিচ্ছে ভারত নিজের দরকারী টাকা দিয়ে।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্ট
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ সকাল ৭:৫২
বাড্ডা ঢাকা বলেছেন: হ ঠিক কইছেন গাজী ভাই পেলান ছাড়া কোন কিছুতেই এগিয়ে যাওয়া ঠিক না ।
কেননা আমাগো দেশে সব মন্ত্রী রাই চোর সে বলেন তোফাইল হোক আর শিল্প মন্ত্রী চামড়া ব্যবসাহী
রহমতুল্লায় হোক ।সব চোরের খেতা । তা বঙ্গ নেতাও বলেগেছেন সবায় পেয়েছে সোনার খনি আর
আমরা পেয়েছি চুরের খনি ।দারুন বলেছেন ভালো লাগলো ।