![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
জেনারেল জিয়াকে যাঁরা সরায়েছেন, তাঁরা মুক্তিযোদ্ধা, তাঁরা সাধারণ সৈনিক নন, কোন বিপথগামী সেনা নন; এবং বিদ্রোহী দলের প্রধান কর্ণেল মাহফুজ ছিলেন জেনারেল জিয়ার যুদ্ধকালীন ও রাজনৈতিক জীবনের 'একামাত্র' বন্ধু। 'জেড-ফোর্স' এর সবচেয়ে বিখ্যাত ক্যাপটেন ছিলে মাহফুজ, ফ্রন্ট ও গেরিলা বাহিনী ছিল উনার; চট্টগ্রাম বন্দরে জাহাজ ঢুবানোর অপারেশনের মুল উনি। যাঁরা জেনারেলকে সরায়েছেন, তাঁরা প্রয়োজনেই করেছিলেন, তাঁরা ক্ষমতা নেয়ার জন্য করেননি, করেছিলেন মুক্তিযোদ্ধাদের বাঁচানোর জন্য, দেশকে সামরিক সরকারের হাত থেকে নিয়ে সঠিক পথে নেয়ার জন্য।
যেই ১২ জনের ফাঁসী হয়েছে, তারা রা্স্তার কেহ নন, তাঁরাই জিয়া বা অন্য সেক্টর কমান্ডের অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন; তাদের ফাঁসী দিয়েছে এরশাদ, সাত্তার, ড: বদরুদ্দোজারা, যারা কোনদিন বাংলাদেশ চায়নি, যুদ্ধ করার কোন প্রশ্নই আসে না।
ইয়াহিয়া, জিয়া, জিয়াউল হক, এরশাদ, মোশারফসহ পাকিস্তানের ও বাংলাদেশের সেনাবাহিনীর 'রাজনৈতিক পিতা' হলো আইয়ুব খান। পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের মালিক, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ সেনা বাহিনী বাংলাদেশের মালিক হয়েছিল। কিন্তু বাংলাদেশ বাহিনীতে মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা চেয়েছিল আইয়ুবের রাজতণ্ত্র থেকে বেরিয়ে এসে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে।
১৯৭৫ সালে যা ঘটেছিল, মুক্তিযোদ্ধা অফিসারেরা চায়নি যে, জিয়া বাংলাদেশকে পাকী কায়দায় চালাক; তাঁরা চেয়েছিলেন যে, জিয়া যা অপরাধ করেছে, করেছে, এখন সরে যাক; জিয়া সরেনি; তাই শুরু হয় 'সামরিক ক্যু'; আসলে ক্যু ছিলো না সেগুলো, সেগুলো ছিল জিয়াকে সরানোর চেস্টা। পাকিস্তান ফেরত এরশাদ ও জিয়া আর্মিকে বিভক্ত করেছিল লোভ দেখায়ে; তাই ভয়ানক সমস্যা হচ্ছিল ভেতরে।
যাক, ক্যু হচ্ছিল, আর মুক্তিযোদ্ধাদের ফাঁসীতে ঝুলাচ্ছিলেন জিয়া ও এরশাদ। একজন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্টের সেনাপতি কিভাবে হয় অযোদ্ধা ও পাকী ফেরত এরশাদ, যেখানে ১০/১৫ জন সেক্টর কমান্ডার জেনারেল ছিলেন?
স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদানকে কাজে লাগায়ে জিয়া অনেক শিক্ষিত মানুষকেও বিভ্রান্ত করেছেন; সাধারণ মফিজ মিয়ারা জিয়াকে জানার কথা নয়; জিয়া ইনটেলিজেন্সের লোক ছিলেন, আর দেশের ১২ ভাগ লোক নাম লিখতে জানতেন।
জিয়ার ব্যক্তিত্ব ছিল খুবই গ্রহনযোগ্য, জিয়ার ব্যবহার ছিল জেনারেলের মতো, যা বাংগালীরা সব সময় পছন্দ করে আসছে; আজো আর্মি অফিসারের কাছে মেয়ে বিয়ে দেয়ার জন্য মাতাপিতারা পাগল। যারা আর্মি অফিসারদের কাছ থেকে দেখেছে, বুঝার ক্ষমতা আছে, তারা জানে পাকীি ও বাংলাদেশের মিলিটারী অফিসারেরা কি ধরণের পদার্থ ছিল।
জিয়ার অবদান ও ব্যক্তিত্বকে পশ্চিমের ক্যাপিটেলিজমের দুস্টরা ব্যবহার করে, আমাদের দেশকে তাদের দলে নিয়ে গেছে; যুদ্ধে অকারণে আমরা প্রাণ দিলাম।
৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব পাকিস্তানে ভোট করে জয়ী হয়েছিলেন; স্বাভাবিকভাবে উনার পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার কথা; আপনি এটাতে কি অসুবিধা দেখছেন?
জিয়া শেখ সাহেবকে মারার ফলে, রাজনৈতিক শুন্যতার সৃস্ট হয়েছে, তা্তে জিয়া মরেছে, এরশাদ এসেছে, খালেদা হাসিানা এসেছে, ফালু, মালু, ইনু পিনু, এসেছে।
শেখ মুজিব তো চায়নি যে, শেখ হাসিনা রাজনীতিতে আসুক; বিয়ে দিয়েছিল।
হাসিনা, খালদার রাজনীতিতে আসার পথ কে সৃস্টি করেছে?
২| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
তপ্ত সীসা বলেছেন: জিয়ার ভুল ছিলো এরশাদের মতো কুলাঙ্গারকে লাই দেওয়া। আর জিয়ার উত্থানের পিছনেও সবচেয়ে বড় অবদান মুজিবের ব্যর্থতা আর শেষ সময়ের অরাজকতা। যেইসব ভুলের মাসুল দুইজনকেই জীবন দিয়া দিতে হইছে ভায়া
৩| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের শুরু ছিল ছাত্রলীগ থেকে; আজকের থেকে কিছু ভালো ভালো ছিল তখনকার ছাত্র লীগ; ছাত্রনেতা যা রাজনীতি শিখার কথা তিনি তার থেকে ভালো করেছিলেন।
উনার ব্যর্থতা ছিল অপরিসীম; তবে উনি কাটায়ে উঠতে পারতেন। ব্যর্থতার জন্য হত্যা করা ছিল ভয়ানক অপরাধ; সেখানেই জিয়া নিজকে মৃত্যুদন্ড দিয়েছেিলন।
শেখ সাহেবের ভুল আমাদের সাময়িকভাবে ক্ষতি হয়েছিল; কিন্তু জিয়ার ভুল আমাদিগকে ভিখারী বানায়েছে।
৪| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: ৭৫ পরবর্তী অরাজকতার সময়ে কে দেশে আসলে ভালো করতো আঙ্কেল? এমন কেউ কি ছিলো?
শেখ মুজিব খুব আবেগী ছিলেন, এই কারনে ভুল করেছেন অনেক। জিয়া ছিলেন পাকিস্তানী সেনাবাহিনীর চিন্তাভাবনার মানুষ। ভারতবিদ্দেশ আর বাহ্যিক ইসলামপ্রেম উনার মজ্জাগত থাকবার কথা সব সামরিক অফিসারের মতই। তাই জিয়া কাজে লাগিয়েছিলো ইসলামী চেতনাকে, কারন আওয়ামী শক্তিকে রুখে দেয়ার জন্য এটাই ছিলো তার একমাত্র পথ।
ফলাফল যাইহোক, সত্যি কথা হচ্ছে স্বাধীনতার পর আজপর্যন্ত বাংলাদেশের হাল ধরবার মতো কোন নেতার আবির্ভাব হয়নি। সবাই কমবেশি একই তালে চলছে।
৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
জিয়া শেখ সাহেবকে হত্যা করে রাজনৈতিক শুন্যতার সৃস্টি করেছে। তা আজো চলছে।
১৯৭৫ সালে, জিয়া ব্যতিত আর কেহ আসার পথ বন্ধ ছিল; পুরো হতয়া চালানো হয়েছিল দেশকে ক্যাপিটেলিজমে নেয়ার জন্য; সেটার জন্য জিয়াকে নেয়া হয়েছিল বেছে।
বেকুব তাজুদদিন যদি ১৫ই াআগস্ট সকালে পালিয়ে যেতো, ঘটনা অন্য দিকে মোড় নিতো।
৫| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:০৫
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: শেখ সাহেব বাকশাল প্রতিষ্ঠিত করে কতো মানুষকে মেরেছিলো সে হিসাব কি আছে, বিচার ছাড়া কোন হত্যাই গ্রহনযোগ্য নয়।
এখন যদি আর্মিরা ক্ষমতায় এসে একই ব্যাপার ঘটায় অবাক হবো না কারণ মানুষ ক্রধে অনেক কিছু করে কিন্তু আইনে বাইরে গিয়ে করা উচিত নয় আর আইন দেশের মানুষের কল্যানে হওয়া উচিত নিজেদের ক্ষমতার স্বার্থে নয়।
৩১ শে মে, ২০১৫ ভোর ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
জাসদের গণবাহিনীর লোক মরেছিল অনেক।
যখন বাকশাল গঠনের জন্য মনস্হির করা হয়, তখন কেহ মারা যায়নি; শেখ সাহেবই হত্যাকান্ডের শিকার হন।
৬| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:১০
চাঁপাডাঙার চান্দু বলেছেন: এইগুলার নামই কি ব্লগিং!! আগে ব্লগের সবচেয়ে অপদার্থটাও তো এতো গাঁজাখুরি কথা লেখতো না।
কর্নেল মাহফুজ জিয়ার অধীনে চট্টগ্রামে যুদ্ধ করছে, কিন্তু জেড ফোর্সে জিয়ার সবচেয়ে কাছের লোক ছিল শাফায়েত জামিল। এই শাফায়েত জামিল পরে খালেদ মোশাররফের সাথে মিলে ৩রা নভেম্বর ক্ষমতা দখল করে। আজকের প্রথম আলোতেও তো সিআইএ'র তার বার্তায় দেখা যাচ্ছে মঞ্জু কিভাবে তার অফিসারদের বিশ্বস্ততা অর্জন করেছিল। শাফায়েত জামিলই যেখানে বিদ্রোহ করছে মাহফুজ কোন চ্যাটের বাল??
এই হিসেবে মুশতাক ছিল মুজিবের সবচেয়ে কাছের লোক, সে যা করছে তা তো আরও ভালো কাজ করছে। ডালিমরা শুধু মুক্তিযোদ্ধাই ছিল না, পাকিস্তান থেকে পালিয়ে আসা মুক্তিযোদ্ধা ছিল। তাদের থেকে দেশের ভালো আর বেশী কে বুঝে??
আর এরশাদরে জিয়াই লাই দেয় নাই, পাকিস্তান থেকে ফেরার পর মুজিবের সাথে দেখা করতে গেলে মুজিব বলে, ওকে ব্রিগেডিয়ার বানিয়ে দাও। অথচ মুজিব জানতোও না লে কর্নেল থেকে কেউ সরাসরি ব্রিগেডিয়ার হতে পারে না। সে ইন্ডিয়াতে প্রশিক্ষণ নেওয়াকালীন তাকে মুজিব প্রমোশন দেয়, যা সামরিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। (সুত্রঃ কর্নেল হামিদ)
আজকের পত্রিকায় এসেছে আমেরিকানরা পর্যন্ত জানতো, জিয়া এরশাদকেও কন্ট্রোল করার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু সফল হবার আগেই এরশাদ কাজ করে ফেলে।
আর শেখ মুজিব শুরু থেকে ছাত্রলীগ ছিল না, জিন্নাহর মুসলিম ছাত্রলীগ ছিল। জিন্নাহর জন্য কোলকাতা থেকে দিল্লী পর্যন্ত ১৫০০ কিমি সাইকেল চালিয়ে পাড়িও দিয়েছিল সেই সময়। বানাইয়া একটা কিছু কইলেই হইল নাকি??
শুধু ব্লগ দিয়া ইন্টারনেট চালাইলেই তো হবে না, একটু পড়াশোনা করলেও ভালো হয়।
৩১ শে মে, ২০১৫ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি শিক্ষিত ও চিন্তাশীল লোক।
সাফায়েত জামিল জেড-ফোর্সে ছিেলন না।
জেড ফোর্সে ছিলেন: মেজর রফিল, মেজর শওকত, ক্যা এনামা, ক্যা মাহফুজ, ক্যাপ হামিদ, ক্যা: অলি, ক্যা শামসু, ক্যা: ভুঁইয়া, লে: খালিদ, ক্যা আলী।
৭| ৩১ শে মে, ২০১৫ রাত ২:০৫
মুজিব আলম বলেছেন: আপনার মত একজন চরম জিয়া এবং বিএনপি বিদ্বেষী মানুষের কাছ থেকে এর থেকে আর কি আশা করা যায়। মিথ্যায় ভরা লেখা। আপনার জন্য শুধু করুনা হয়। আপনি শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছেন।
৩১ শে মে, ২০১৫ ভোর ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি স হ্য করার মত কোন কারণ আমি দেখছি না।
বিএনপি মানে খালেদা জিয়া, খালেদা জিয়া থেকে ইডিয়ট মানুষ আপনি কোথায়ও দেখেছেন?
৮| ৩১ শে মে, ২০১৫ ভোর ৬:৪৪
মুজিব আলম বলেছেন: দেখিনি, তবে ব্লগিং এ একজনকে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই অনুমেয়।
৩১ শে মে, ২০১৫ সকাল ১১:০০
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে একমত, ব্লগে সেরকম একজন পাওয়া গেছে।
নিজের মগজটুকুকে কাজে লাগানোর চেস্টা করেন।
৯| ৩১ শে মে, ২০১৫ দুপুর ১:৪৭
ঢাকাবাসী বলেছেন: ১৯৭১ এর মার্চ থেকে ডিসেম্বর ৭১ বা তার পরে ৭৭, ৮১ তে কোথায় কি ঘটেছিল তার বিচিত্র বিভিন্ন ইতিহাস পাওয়া যাবে সন্দেহ নেই! ইতিহাস সবসময় বিজয়ীদের কথাই লিখে। হিটলারের দেশপ্রেম নিয়ে লেখা পাওয়া যায়না। সিঙ্গাপুরের লিকুয়ান বা মালয়েশিয়ার মাহাথীর নাকি স্বৈরাচারী ছিলেন। ধন্যবাদ।
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
হিটলারের দেশপ্রেম ছিল বলেই, লাখ লাখ জার্মান তার কথায় দিনরাত কাজ করে উৎপাদন বাড়ায়ে ছিল; হিটলারের দেশপ্রেম ছিল বলেই, লাখ লাখ জার্মান তার কথায় জীবন দিয়ে অস্ত্র তৈরি করেছিল।
হিটলারের দেশপ্রেম ছিল বলেই, লাখ লাখ জার্মান তার কথায় যুদ্ধে গিয়েছিল; এ যুদ্ধ যে, তার দেশপ্রেমকে কবর দিয়ে সুচনা করেছে জার্মানদের কবর; সেখানেই চাপা পড়ে গিয়েছিল হিটলারের দেশপ্রেম ও তার সাফল্য।
লি-কুয়ান দুস্টদের থমানোর জন্য ডিক্ৎরশীপ চালু করেছিল; ১৯৬৫ সালে, মালয়েশিয়া সিংগাপুরকে বের করে দেয় শুধুমাত্র সিংগাপুরের মানুষ 'দুষ্ট' অপবাধ দিয়ে।
জিয়া বাংলাদেশেএনেছে ক্যাপিটেলিজম, যারা সুখীি হয়েছেন, তারা বলছেন সোনার বাংলা; যারা কিছু পায়নি তারা সৌদিে উট চরাচ্ছে ও বংগোপসাগরে ভাসছে, পুর্ব এশিয়ার জংগলে অনেকের কবর হয়েছে।
১০| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
চাঁপাডাঙার চান্দু বলেছেন: শাফায়েত জামিল জেড ফোর্সে থাকবেন কেন? উনি উনার ১১নং সেক্টরে যুদ্ধ করেছেন, যা জেড ফোর্সের সাথে বেশ কিছু যৌথ অভিযানে গিয়েছে। দুইজনের স্বাধীন বাংলাদেশের মাটিতে একসাথে ঘুরে বেড়ানোর কথা, দুজনের ছবি উনার বইয়েই পাওয়া যায়। জিয়ার প্রতি উনার আন্তরিকতাও সেই বইয়ে আছে। কথা তো সেইটা না জনাব, কমেন্টটা আপনার বিভিন্ন উক্তি ধরেই জবাব দেওয়া হয়েছে। রিপ্লাইটাও সেইভাবে আসলেই ভালো হতো। এইভাবে এক লাইনে পাশ কাটিয়ে গেলে আর রাজনীতি করবেন কিভাবে???
০১ লা জুন, ২০১৫ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
আমি সংক্ষেপ করার চেস্টা করেছি।
জিয়ার সর্ব শেষ পোস্টিং ছিল ১১ নং সেক্টরে। সেখানে ২ জন একত্রে ছিলেন।
জেড-ফোর্স হলো জিয়ার ১ নং সেক্টরে থাকাকালীন ফোর্স।
জিয়া সম্পর্কে যারা লিখেছে, প্রায়ই ক্ষেত্রে কিছুই সঠিক হয়নি বলেই আমার ধারণা।
১১| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:০০
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনার কথাবার্তা গুলো বড্ড খাপ ছাড়া, আমার কমেন্টের উত্তর সংক্ষেপে করে শাফায়েত জামিল জেড ফোর্সে ছিল না হবার কথা না। আপনার এই কথাটাও ভুল যে জেড ফোর্স ১নং সেক্টরে গঠিত হয়েছিল। শাফায়েত জামিল থার্ড বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিল ১১ নং সেক্টরে, আর জেড ফোর্স সম্পূর্ণ ভিন্ন বাহিনী। বাদ দেন এই আলাপ।
জিয়ার জন্য মানুষ মিডিল ইস্টে উট চড়ায় আর নৌকায় করে মালয়শিয়া পাড়ি দেয়, এইসব বলে নিজেকে ছোট না করলেও পারেন।
০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে ক্যাপিটেলিস্ট ব্লকে নেয়ার জন্য; ুতচরানোর বীজ ওখানেই ছিল।
১২| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৪৩
চাঁনপুইরা বলেছেন: জি জনাব চান্দু, এই ভদ্রলোকের এই রকম খাপ ছাড়া, হাস্যকর এবং উদ্ভট মন্তব্য আগেও অনেকবার লক্ষ্য করেছি । তো এ নিয়ে ওনাকে প্রশ্ন করে যা জানলাম , ওনার দাবী উনি 'ভী ষ ণ জ্ঞানী', উনাকে বুজতে হলে আমাকে ,আপনাকে ঘাম ঝরাতে হবে। কিঞ্চিত রোমাঞ্চিত হলাম ভদ্রলোকের কথায় , তবে কি ' চাঁন গাজী ' ছদ্ম নামের ' বি শা ল কোন দার্শনিকের' সাথে শেষ পর্যন্ত তর্ক যুদ্ধে লিপ্ত হলাম নাকি ?
০১ লা জুন, ২০১৫ সকাল ৭:০১
চাঁদগাজী বলেছেন:
চান্দু সাহেব আপনার প্রশ্নের জবাব দিবেন। আমি আমার টুকু লিখছি:
আপনি যা ভাবেননি, সেটা অবশ্যই উদ্ভট ঠেঁকবে, এটা সাধারণ নিয়ম।
০১ লা জুন, ২০১৫ সকাল ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে বেশী উজ্বল দেখাচ্ছে এখনো; মুখ খুলুন, কিছু বলুন, লিখুন; তখন দেখা যাবে উজ্বলতা থাকে কিনা!
১৩| ০১ লা জুন, ২০১৫ সকাল ৭:২৪
চাঁপাডাঙার চান্দু বলেছেন: চানপুইরা, একদম ঠিক বলেছেন ভাই। দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যাচ্ছে, বৈদেশিক মুদ্রা নাই, পাটের ভবিষ্যৎ অনিশ্চিত। জিয়া আইসা দুর্ভিক্ষ দূর করেছে, ইরি ধানের আবাদ করিয়ে খাদ্য রপ্তানী অর্ধেকেরও কমিয়ে আনছে এইগুলা তো সব আন্তর্জাতিক মিডিয়ার খবরেই আসছে। মিডল ইস্টে প্রবাসী শ্রমিকও ১০০% জিয়ার অবদান, এই রেমিট্যান্স দিয়াই এখন শেখ হাসিনা গলাবাজি করে। আর কই থেকে উট চড়ানো, নৌকায় সাগর পাড়ি দেওয়া টাইনা আনতাসে খোদাই মালুম। জিয়া কেন মুজিবের মতো লুটপাট কইরা দুর্ভিক্ষ লাগাইলো না, তাই জিয়া খারাপ। এমন রাজনীতিবিদের সাথে টক্কর দেওয়া সম্ভব না ভাই। এরচেয়ে আগে ব্লগের রাজনীতি অনেক সহজ ছিল
০১ লা জুন, ২০১৫ সকাল ৮:০২
চাঁদগাজী বলেছেন:
ডা: বদরুদ্দোজা, ফালু, কালু, শাহ আলম, আব্বাস, গিয়াস, সকা চৌধুরী, গোলাম আজমদের নিজস্ব কাহিনী আছে জিয়াকে নিয়ে; আবার জেড-ফোর্সের ৪০০ লোকের নিজস্ব পর্যবেখ্ষণ আছে।
১৪| ০১ লা জুন, ২০১৫ সকাল ৭:২৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: কিছু মনে করবেন না চাঁদগাজী ভাই, আপনার বয়সটা বলা যাবে??
আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, কিন্তু আপনার কথা বার্তা অনেক অপরিপক্ক। মনে হচ্ছে পরিবারের আওয়ামী লীগ সমর্থকদের মুখে জিয়ার নামে যা গাল মন্দ শুনেন, সেগুলোর উপর ভিত্তি করেই ব্লগ পলিটিক্স করছেন।
রাজনীতি যতোই ফেসবুকে যাক, ব্লগারদের একটা আলাদা মর্যাদা আছে তাদের মেধার জন্য।
০১ লা জুন, ২০১৫ সকাল ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
আমার বয়স ৬৪, আমি আওয়ামী লীগের কেহ নই।
ব্লগারদের উপর আমার আস্হা আছে: ব্লগারেরা জানার সুযোগ পাচ্ছেন, বলার সুযোগ পাচ্ছেন, নিজের ভাবনাকে পরখ করার সুযোগ পাচ্ছেন; এটাই প্রথম, প্রথম বাংগালী জেনারেশন, যাঁরা অনেককিছু সঠিকভাবে ভাবার ক্ষমতা অর্জন করছেন।
১৫| ০১ লা জুন, ২০১৫ সকাল ৮:১৪
চাঁনপুইরা বলেছেন: হুম, বেশ ভালই বললেন। আপনার বিভিন্ন পর্যবেক্ষণ থেকে বুজলাম আপনার অনেক পড়াশোনা আছে, তার সাথে বয়স এবং কিছু বাস্তবতার সমন্নয়ে রয়েছে অনেক তথ্যের ভাণ্ডার।
দয়া করে ভাববেন না জ্ঞান দিচ্ছি, আমি আমার মত করে যা ভাবি তা হল - তথ্য বা ইনফরমেশন বিশ্লেষণ করে নিজের মত করে মতামত ব্যক্ত করার মাধ্যমেই প্রকাশ পায় জ্ঞানের পরিধি। অনেক কম জানা শোনার লোকও বাক পটুতার কারনে বা ভালো লেখনী শক্তির ধারা জ্ঞানী হিসেবে যেমন পরিচিতি লাভ করে তেমনি অনেক জ্ঞানী ব্যক্তিও আছেন স্বল্পভাষী হওয়ার কারনে বা নিজের জ্ঞানের বিষয়কে প্রকাশ করতে অনিহার কারনে লোক চক্ষুর অন্তরালে থেকে জান।
তো আপনি গাজী সাহেব স্বীকার করি অনেক তত্থের ভাণ্ডার নিয়ে বসে আছেন যেন বিশাল লাইব্রেরির মাঝখানে আপনি, এক সময় একটি বই ছোঁ মেরে টান দিয়ে বের করেন, ধর্ম গ্রন্থের কোন বানীর মত এক লাইন বা দু লাইন বলেন পরক্ষনেই আবার সেটা রেখে সম্পূর্ণ ভিন্ন বিষয়ের আরেকটি বই নেন, যার ফলেই আপনার মন্তব্য খাপ ছাড়া বলার কারন বোধ হয়।
তো শেষ কথা হল প্রচুর তথ্যের সম্মীলন যদি হয় জ্ঞান তাহলে এযুগের সুপার কম্পিউটার আবিষ্কারের আগে দুনিয়াতে কোন জ্ঞানী ছিল না বললে ভুল হবে নিশ্চয়ই ।
১৬| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
জ্ঞান ও জ্ঞানী সময়ের সাথে যুক্ত। এরিস্টেটলের অবদানের উপর ভর করে মানুষের জ্ঞানের পরিধি আজ এখানে।
কম্প্যুটার লজিক জ্ঞানের ফল।
আমরা ব্লগে নিজেরদের ভাবনাকে পরখ করার সুযোগ পাচ্ছি।
১৭| ২২ শে জুন, ২০১৫ রাত ৯:২০
ভয়ংকর বিশু বলেছেন: মেধাবি ছাত্রদের হাতে জিয়া বন্দুক তুলে দিয়েছিলেন, বলো বাংলাদেশ জিন্দাবাদ
২৩ শে জুন, ২০১৫ ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
এ ব্যাপারে জড়িত ছিল ক্যাপটেন ওলি
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্ট
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
নীলক্ষেত সার্ট
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: জিয়াও তো মুক্তিযুদ্ধ করেছেন শ্বশরীরে আর মুজিবও ও তো পাকিস্থানের মন্ত্রী হতে চেয়েছিলেন।
যাঁরা জেনারেলকে সরায়েছেন, তাঁরা প্রয়োজনেই করেছিলেন, তাঁরা ক্ষমতা নেয়ার জন্য করেননি, করেছিলেন মুক্তিযোদ্ধাদের বাঁচানোর জন্য, দেশকে সামরিক সরকারের হাত থেকে নিয়ে সঠিক পথে নেয়ার জন্য।
এখন তো সামরিক সরকারের চেয়েও দেশের অবস্থা খারাপ, জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
জিয়াকেই দরকার ছিল জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য।