নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগারা নিজ পায়ে কুড়াল মারছে, শেখ হাসিনা বসে বসে দেখছে।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

১৯৭৯ সালে, প্রথম মগের মগের মুল্লুকের জেনারেলরা রোহিংগাদের উপর আঘাত হানে: তাদের নাগরিকত্ব কেড়ে নেয়, সব মানবিক অধিকার থেকে বন্চিত করে; ভীতি ছড়িয়ে দিয়ে, দেশ ছাড়তে বাধ্য করার জন্য তাদের উপর আক্রমণ চালানো হয় পুলিশ,সেনা বাহিনী ও রাখাইনদের দিয়ে। অপ্রস্তুত রোহিংগাদের ১২ লাখের মাঝে ৩ লাখ পালিয়ে আস চট্টগ্রামে; এটাই তআদের জন্য সহজ ছিল।

এ ঘটনার গুরুত্ব বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারেনি রোহিংগারা ও জেনারেল জিয়ার সরকার; রোহিংাদের বুঝার দরকার ছিল যে, স্হানীয় রাখাইনরা যখন তাদের বিপক্ষে গেছে, এটা কোনদিকে মোড় নিবে, স্হায়ী সমাধান কি। জেনারেল জিয়ার সরকার বুঝতে ব্যর্থ হয় যে, সময়ের সংগে রোহিংগারা ক্রমেই আক্রমনের সন্মুখীন হবে, স্হায়ী সমাধান কি হতে পারে!

রোহিংগাদের জন্য তখনই স্হায়ী সমাধান খোজার দরকার ছিল জিয়ার সরকারের; কারণ, চট্ট্রামে আসা রোহিংগাদের শিক্ষা দীক্ষার মান থেকেই সেটা বুঝার দরকার ছিল। জিয়া বা ততকালীন বাংলাদেশে সরকারের কথা কেন আসছে? কারণ, একটা প্যাটার্ণ ছিল যে, রোহিংগারা বাংলায় কথা বলে, বাংগালীদের সাথে তাদের মিল, এবং কাছের নিরাপদ যায়গা হলো বাংলাদেশ।

জিয়া মগের মুল্লুকের জেনারেলদের সাথে কথা বলে, রোহিংগাদের ফেরত পাঠায়, যা আসলে কোন সমাধান ছিল না; আর রোহিংগারাদের শিক্ষিত অংশ সমস্যাটির স্হায়ী সমাধান করার জন্য এগিয়ে আসেনি; শিক্ষিতরা থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়ে গিয়ে নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত হয়ে যায়।

কোনদিক থেকে কোন পদক্ষেপ না থাকায় অশিক্ষিত অপরাধ প্রবন কিছু রোহিংগা নিজ জাতিকে ধ্বংস করার ব্যবসায় নেমে পড়ে, মানব পাচার, যা আমরা দেখছি।

জিয়া সমস্যা বুঝতে পারেনি, সমাধান বের করতে পারেনি; এখন সেই সমস্যা শেখ হাসিনার সরকারের ঘাঁড়ে এসে পড়েছে; শেখ হাসিনা হয় এর গুরুত্ব বুঝছে না, অথবা সমাধান জানে না; উনি চুপ করে বসে আছেন, যেন কিছুই ঘটছে না। সঠিক কোন পদক্ষেপ না থার সুযোগ নিয়ে রোহিংগাদের দুস্ট অংশ নিজেদের পায়ে কুড়াল মারছে।





মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ফেরদৌসুর রহমান বলেছেন: জিয়া সমস্যা বুঝতে পারেনি। হাসিনা তো বুঝতে পারছে। সমাধান দিতে সমস্যা কোথায়?

২| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


উনার সমস্যাটা মগজে

৩| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: জিয়ার সময় আরো অনেক সমস্যা ছিলো। এটা নিয়া মাথা ঘামানোর মতো সময় মনে হয় ছিলোনা। উলটা পাহাড়ে সেনাবাহিনী পাঠাইয়া আর সেটেলার পাঠাইয়া সমস্যা বাড়াইছেন। হাসিনারও এই নিয়া তৃতিয়বার, আগের দুইবারে তেমন কিছুই করেনাই, এইবারও করবেনা নিশ্চিত।

রহিঙ্গাদের নিয়া তেমন কোন সমবেদনা নাই, কারন ওরাও ধোঁয়া তুলসীপাতা না। আকাম করে দেইখাই ওই জায়গার মানুষ দেখতে পারেনা। ওদের একমাত্র দোষ ওরা জন্মাইছে রোহিঙ্গা হইয়া।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:

জিয়া সমস্যার সমাধান না করাতে, সমস্যা নিজের পদ্ধতিদে উনাকে সমাধান দিয়েছে।

রোহিংগা ব্যতিত আমাদের নিজেদের অনেক সমস্যা আছে; রোহিংগা সমস্যাটা আমাদের ঘাঁড়ে এসে পড়েছে; এটার সমাধান সহজ যদি বাংলাদেশ সরকার করে; এটার সমাধান অনেক কঠিন যদি রোহিংগারা নিজে করে।

রোহিংগারা বিপদে পড়ে ভালো না হয়ে, খারাপ পথে এগুচ্ছে নিজেরাই, তা ঠিক।

৪| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

ফেরদৌসুর রহমান বলেছেন: শতদ্রু একটি নদী... এর অপরিপক্ব বিশ্লেষন।

৫| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৫৪

বিলোয় বলেছেন: হাসিনার উচিত এদের জন্য কিছু একটা ব্যবস্থা করা, অন্তত নারী ও শিশুদের জন্য একটা কিছু হলেও করা ।

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:

১২ লাখ লোক কিছুই না, চাইলে সমাধান পাওয়া যাবে।

৬| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৫৫

তৌফিক মাসুদ বলেছেন: রোহিনগাদের নিয়ে সবচেয়ে বড় গুটি চেলেছে অং সান সুচি। সে অবরোধ থেকে বের হয়েই ফাও জনসমর্থন আদায় করতে নিজের অনুসারী বৈদ্ধ ভিক্ষু দিয়ে দাংগা বাধিয়ে দিল। আর মানুষের কাছে হিরো হয়ে গেল। আমাদের দেশের সরকার কি করতে পারে। মায়ানমার আমাদের চাইতে অনেক শক্তিধর।

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


মিয়ানমার সরকারের সাথে যুদ্ধ করার দরকার নেই; আরাকানে নিরাপদ স্হান গড়তে বিশ্ববাসীর সহায়তা চাইলে পাওয়া যাবে।

৭| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:০৯

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হাসিনার নিজেরই তো কতো সমস্যা, বিনা ভোটে ক্ষমতায় আসছেন এবং এটাকে কিভাবে কাজে লাগিয়ে সামনে ক্ষমতায় টিকে থাকা যায়।
উনার আবার রোহিঙ্গাদের সমস্যা সমাধানের মনমানসিকতার বা প্রস্তুতি কেমনে!!

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভোট সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে আপনার ধারণা পরিস্কার নয়।

খালেদা জিয়া ৩৩ বছর, শেখ হাসিনা ৩৪ বছর, এরশাদ ২৮ পার্টির প্রধান; ওরা ভোট নিয়ে কি করবে?

৮| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:১৪

ভয়ংকর বিশু বলেছেন: যে আরব বিশ্বে আমেরিকা একটা বোমা মারলে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠে, আজ মুসলমানদের বিপদে সেই আরব বিশ্ব কই গেল?

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আরবরা মোটামুটি ইডিয়ট।

৯| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যদ্দুর জেনেছি, রোহিঙ্গারা বিপদে পড়ে এ দেশে এসেছিল । কারণ, বোদ্ধ সম্প্রদায় সহ মিয়ানমার সরকার তাদের দ্বিতীয় শ্রেণির মানুষ মনে করে, নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়না । আর ওরা যে বিদেশে পাড়ি জমাচ্ছে, পাচারের শিকার হচ্ছে; এটাও বিপদে পড়ে । বাঙালি হিসেবে আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত । কারণ, ওরাও বাঙালি । স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওদের মানবিক সহায়তা দেয়া উচিত ।যদ্দুর জেনেছি, রোহিঙ্গারা বিপদে পড়ে এ দেশে এসেছিল । কারণ, বোদ্ধ সম্প্রদায় সহ মিয়ানমার সরকার তাদের দ্বিতীয় শ্রেণির মানুষ মনে করে, নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়না । আর ওরা যে বিদেশে পাড়ি জমাচ্ছে, পাচারের শিকার হচ্ছে; এটাও বিপদে পড়ে । বাঙালি হিসেবে আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত । কারণ, ওরাও বাঙালি । স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওদের মানবিক সহায়তা দেয়া উচিত ।

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


ওরা বিপদে-পড়া বাংগালী, প্রাণ বাঁচাতে সাহায্য করা বাংলাদেশের দায়িত্ব, সঠিক বলেছেন।

১০| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:২২

ভয়ংকর বিশু বলেছেন: রোহিঙ্গারা আরবে চলে যাক।

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ যদি সব মুসলিম দেশকে নিয়ে বৈঠক করে, সবাই ভাগ করে নিতে পারবে হয়তো।

১১| ০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

প্রিয় বিবেক বলেছেন: ভাই, আমি আপনার সাথে পরিচিত হতে চাই, লেখা টি অনেক ভাল লাগলো।

০১ লা জুন, ২০১৫ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আমার ই-মেইল জানাবো আপনাকে।


১২| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৫৭

আজাদ মোল্লা বলেছেন: এখন এসেছে জিহাদে নামার সময় ।
আর জায়গা হলো মিয়ানমার ।
কিন্তু ভাই কেও আসবে না
কারণ হলো টাকা নেই তাহাদের সাথে ।
জিহাদ যেখানে করতে হয় ।
সেখানে মুসলমান নেই ।
আছে যেখানে দরকার নেই সেখানে ।

১৩| ০২ রা জুন, ২০১৫ রাত ২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: Click This Link দয়া করে পড়বেন।। আজ যাদের নিয়ে এতো হৈচৈ দুনিয়াব্যাপী, আমার সেদিনের লেখার মন্তব্যের ঘরে কিন্তু প্রকারান্তরে কিছু না বলারই পরার্শ দেয়া হয়েছলো।।
শুধু একটি প্রশ্ন জাগছে,রোহিংগারা নিজ পায়ে কুড়াল মারছে, কিভাবে??

১৪| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:২৬

ফেরদৌসুর রহমান বলেছেন: রোহিঙ্গাদের সাথে মিয়ানমার সরকার যে আচরণ করছে তা চরম অমানবিক। আর রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থা তা আরো অমানবিক দু সরকারই সমান অপরাধী।

০২ রা জুন, ২০১৫ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


বার্মার মানুষেরাই স হ্য করছে না রোহিংগাদের; তাই ওখানে তেম আর আশা নেই।
বাংলাদেশ সরকার ১২ লাখ মানুষকে মুসলিম দেশগুলোতে পাঠায়ে দিতো পারতো।

১৫| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:৩৩

ভয়ংকর বিশু বলেছেন: রোহিংগারা মিয়ানমারের শান্তির জন্য বড় হুমকি। গতবারের দাংগার কারন রোহিংগাদের দ্বারা কয়েক বৌদ্ধ নারী ধর্ষন সুত্র:http://www.bbc.com/news/world-asia-18395788
এদেরকে কোনো ভাবেই বাংলাদেশে ঢুকানো যাবে না। এরা জংগী জনগোষ্ঢী। এরা যেকোনো উপায়ে বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। বড়ই বদমাইশ এই জাতি বাংলাদেশে জামাতের হয়ে কাজ করে।আমাদের দেশে জংগীদের কোনো জায়গা নেই।মুখে লাথি মেরে ভাগানো হোক। তবে নারী ও শিশুদের সাহায্য করা যেতে পারে।

০২ রা জুন, ২০১৫ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


১৯৯১ সালে বাংলাডেশে রোহিংগারা ঢুকার পর, খালেদার হাতে কিছু টাকা দিয়ে জামাতের মীর কাশিম আলী রোহিংগারের জন্য আরব থেকে কয়েক বিলিয়ন ডলার নিয়ে আসে; সেই টাকা থেকে ইসলামী ব্যাংক হয়েছে।
জামাত ও মীর কাশেম আলী ওদের ভেতর জংগী তৈরি করেছে; তাই কেহ নিতে চাচ্ছে না।

নারী ও শিশুকে আলাদা করবেন কিভাবে?

সব মুসলিম দেশগুলো ভাগ করে নিটে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.