নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হাইকোর্টকেই শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদকে সভাপতি পদ থেকে বের করতে হবে।

০১ লা জুন, ২০১৫ রাত ৯:৪২

শেখ হাসিনা ৩৪ বছর, খালেদা জিয়া ৩৩ বছর, এরশাদ ৩০ বছর, যথাক্রমে আ'লীগ, বিএনপি ও জাপার সভাপতি; এরা সভাপতি থাকাকালে দেশ প্রধানের পদে ছিল ও আছে; এ ধরণের কার্যকলাপ রাজনীতির অংশ হতে পারে না; ইহা গণতন্ত্রের পরিপন্হি। একাধারে ২ বারের বেশী কেহ পার্টির সর্বোচ্চ পদে থাকতে পারবে না, ও পার্টির প্রধান থাকাকালীন দেশ-প্রধান হতে পারবে না; এ নিয়মটি চালু করার কথা ছিল 'ইলেকশান কমিশনের'; কমিশন তা পারেনি।

দেশের এই ৩টি বড়দল নিজেরাই ডিক্টেটরশীপ চালু করে, সংবিধান পরিপন্হি কাজ করে চলেছে গত ২০ বছরের বেশী; এটর্নী জেনারেলও কোর্টে যেতে পারতেন এ বিষয়টি নিয়ে; যেকোন নাগরিক ইচ্ছে করলে কোটে রীট করতে পারেন; কোনটাই ঘটেনি।

এখন বাকী আছে হাইকোর্ট, কোর্টকেই মানুষের পক্ষ থেকে এগিয়ে আসা; জাতির বৃহত্তর স্বাথের খা্তিরে যেকোন সময়, কোর্ট কোন নাগরিক, সংস্হা বা সরকারকে অনিয়মের জন্য কোর্টে তলব করতে পারে, ব্যাখ্যা চাইতে পারে; এমন কি সুনিদ্দিস্ট অর্ডার দিতে পারে; এবং প্রথমে সাময়িকভাবে, ও পরে বিচার ব্যবস্হার মাধ্যমে পদক্ষেপ নিতে পারে।

হাইকোর্ট বেশ কয়েকবার সরকারের বিবিধ কার্যকলাপের ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছিল নিজের থেকে; সর্বশেষ রুল জারি করেছে, 'সাগরে ভাসমান মানুষষের ব্যাপারে সরকার নীরব কেন', তার জবাব চেয়ে।

দেশের স্বার্থে হাইকোর্ট যদি পার্টি ও এই ৩ জন নাগরিকের প্রতি রুল জারি করে, এটি হবে বেশ দরকারী রুল।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: শান্তিতে সবাই থাকিতে চায়, চায় উপরে উঠতে। বিচারকেরাও কোনভাবেই দলের আর সরকারী প্রভাবের বাইরে যাইতে পারেনাই।

আর যে কোন ব্যাপারে একমত না হইলেও এই ব্যাপারে সকল দল একজোট হবে নিশ্চিত থাকেন। নাইলে পরিবারতন্ত্র চালানো একটু সমস্যাই হবে।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:

বিচারকেরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন; শিক্ষা ও শাসনতন্ত্র তাঁদেরকে বড় বানায়েছেন; উনারা বড় না হতে পারলে ছোট হয়ে থাকবেন; যেটা উনারা হতে চান, সেটাই হোক।

২| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ভাই কথা ঠিক কিন্তু এই কাজটি করবে কে? সবাই ভয় পায়।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:

বিচারকেরাও কি ভয় পাবে?

৩| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:০৯

মোহাম্মদ জামিল বলেছেন: বিচারক /আইন / আদালত সবি সরকার এর পক্ষে.. আওয়ামীলীগ গনতন্ত্রে বিশ্বাসী তবে সেটা অল্প মাত্রায়..

০১ লা জুন, ২০১৫ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:

সবকিছু যদি সরকারের পক্ষে হয়, কমপক্ষে খালেদা জিয়াকে সরাক; নাই মামার চেয়ে কানা মামা ভালো।

৪| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:২৪

মোহাম্মদ জামিল বলেছেন: এটা ঠিক কইছেন...ডোন্ট ওয়রি সরকার সেটা করে ফেলবে এই ৫ বছরে।..

০১ লা জুন, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:

সবাইকে একসংগে ধরা গেলে ঠিক আছে; কমপক্ষে, ১ জনকে ধরলেও ক্ষতি কি!

৫| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: উনারা নিজেদের বেছে নেয়া পথেই আছেন আঙ্কেল

০২ রা জুন, ২০১৫ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


স্যরি, "উনারা" বলতে কাহাদের বুঝায়েছেন, সভাপতিদের, নাকি বিচারপতিদের?

দেশের সর্বোচ্চ বিবেক হলো হাইকোর্ট।

৬| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: সর্বোচ্চ বিবেকের ধারনকর্তাদের বুঝানো হইছিলো

০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


৪৪ বছরে কোন বিচারপতিই দৃঢতার পরিচয় দিতে পারেননি।

৭| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৩৬

আজাদ মোল্লা বলেছেন: বিচার পতিরা একটু ভয়ে আছে ।
তাহারা নিজেই আইন মানেনা ।
আর সরকার নিজের কথাকেই আইন মনে করে ।
আল্লাহ আইন মানলে সব হয়ে যাবে ইনআল্লা ।

০২ রা জুন, ২০১৫ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, বিচারকেরা নিজদের গুরুত্ব বুঝে কিনা।

৮| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: এখানেই আপনি আমার পছন্দের লেখক।। কিন্তু বিচারপতিদের দোষ আমি খুজে পাচ্ছি না।। কারন তারা আষ্টে-পৃষ্টে বাধা রাজনৈতিক জাঁতাকলে।।

০২ রা জুন, ২০১৫ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:

আমরা সবাই দেখছি যা ঘটছে; কিন্তু আমাদিগকে জানতে হবে, আমাদেরকে সঠিক পথের দিকে যেতে হলে কার কি ভুমিকা থাকা উচিত। অনেক পথ আছে; অনেক পথে বন্ধ হয়ে গেলেও, মানুষকে পথ খুঁজতে হবে।

৯| ০২ রা জুন, ২০১৫ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: এড়ানো উত্তর।। বাস্তবতাবতাকেই মানতে হয়।।

০২ রা জুন, ২০১৫ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমি এড়াতে চাইনি; এতটুকুই বখ্তব্য ছিল।

১০| ০২ রা জুন, ২০১৫ সকাল ৮:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ১০০০% সহমত ভাই

০২ রা জুন, ২০১৫ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:

বিচারকদের চাকুরী চলে গেছে মায়া, পায়া, ইনু, পিনুদের হাতে; দেখা যাক, কি হয়?

১১| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:০৫

ঢাকাবাসী বলেছেন: শে> হাসি< যে আইন করেছেন তাতে বিচার.. দের আত্মা সবসময়ই শুকায়া থাকে, ঘারে একটাই মাথা, ওটা হারানোর রিস্ক কে নেবে? গেস্টাপো কিনবেন? মাগনা পাওয়া যায়!

০২ রা জুন, ২০১৫ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



বিচারকদের চাকুরী চলে গেছে মায়া, পায়া, ইনু, পিনুদের হাতে; দেখা যাক, কি হয়?

১২| ০৩ রা জুন, ২০১৫ রাত ১:২০

দিশেহারা আমি বলেছেন: দেখা যাক, দেখা যাক করতে করতে তো জীবনের ৬৫ টা বছর পার করে দিলেন কাক্কু।

এ বিষয়টি নিয়ে; যেকোন নাগরিক ইচ্ছে করলে কোটে রীট করতে পারেন;

সিনিয়র সিটিজেন হিসেবে এই কাজটি তো আপনিই করতে পারেন। B-)

০৩ রা জুন, ২০১৫ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


আমিই করবো; ব্লগাররা ব্যাপারটা বুঝে কিনা দেখছি।

১৩| ১১ ই জুন, ২০১৫ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


টেস্ট কমেন্ট করছি।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.