নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দরিদ্র বাংগালীদের বিনিয়োগের সুযোগ কেড়ে নিয়ে ভারতীয় রিলায়েন্স ও আদানী\'কে কেন দেয়া হচ্ছে?

১১ ই জুন, ২০১৫ রাত ৯:৫৬

ভারতীয় শিল্প-দানব রিলায়েন্সের বার্ষিক বেভেনিউ বাংলাদেশের ২ বছরের বাজেটের সমান; আদানীর রেভেনিউ ১২ বিলিয়ন ডলার; এই ২ ভারতীয় শিল্প-দানবদের কেন বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বিদ্যুতকেন্দ্র স্হাপনের অনুমতি দেয়া হলো? বাংগালী কৃষক, শ্রমিক, রিকসা ড্রাইবাররা কি কখনো বিনিয়োগের সুযোগ পাবে না?

ভয়ংকর বেকারত্ব, সীমিত সুযোগের দেশে মানুষকে সুযোগ দিতে হবে; বিদ্যুত দরকার, এটা বিনিয়োগেরও সুযোগ। এ সুযোগগুলো হাতছাড়া করলে, আমরা কিভাবে বেকারত্ব থেকে, দারিদ্রতা থেকে বেরিয়ে আসবো?

৫ বিলিয়ন ডলারের বিদ্যুত কেন্দ্র করতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে; তা'হলে বছরে ১ বিলিয়ন থেকে দেড় বিলিয়ন বাংলার মানুষ বিনিয়োগ করতে পারবে; নিজেরা বিদ্যুত পাবে, নিজেরাই মালিক হবে।

আমাদের মানুষের ভারত বা অন্যদেশে বিনিয়োগ করার সম্ভাবনা এখন নেই; নিজের দেশের সুযোগ হারালে মানুষ আরো অনেক বছর বেকার ও দরিদ্র থাকবে!

এই চুক্তিটা বাতিল করা হোক; রিলায়েন্স ও আদানীর জন্য এ ধরণের কাজ পাওয়া বিরাট কিছু নয়; কিন্তু ৮/৯ কোটী সুযোগহীন মানুষের জন্য এটা বেঁচে থাকার বাহন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


পোস্ট কি সামনের পেইজে প্রকাশিত হয়েছে?

২| ১১ ই জুন, ২০১৫ রাত ১০:৪১

মাসূদ রানা বলেছেন: জ্বী প্রকাশিত হয়েছে :)

ওদেশের মানুষদের নিয়ে কি কেউ কিছু ভাবে ভাই ...... সবাই যে যার মত লুটপাট নিয়ে ব্যস্ত । অসুস্থ জাতি।

১১ ই জুন, ২০১৫ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:

আমি ও আপনি ভাবছি; আমাদের সংখ্যা হথাৎ বেড়ে যাবে।

৩| ১১ ই জুন, ২০১৫ রাত ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ সরকার ব্যবহার করেনা ক্যান?

১১ ই জুন, ২০১৫ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


ড: আতিয়ার দরিদ্রের ছেলে ছিল; এখ উনি বড় লোক, বাকীদের দরিদ্র করে রাখতে চান।
ঐ লোক বুদ্ধিমান নন।

৪| ১২ ই জুন, ২০১৫ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ড: আতিয়ারের দোষ কিন্তু আমি দেখছি না।। এটা সরকারী নীতির বাস্তবতা।। ভেবে দেখুন।।

১২ ই জুন, ২০১৫ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


অর্থনীতি শেখ হাসিনা বুঝে না; ইনু, পিনু, মায়া, গয়ারা বুঝার কথা নয়; সেজন্য ড: আতিয়ারকে হাতিয়ার বানানো হয়েছে; উনি বলবেন কি করতে হবে।

৫| ১২ ই জুন, ২০১৫ রাত ৮:৪৩

দিশেহারা আমি বলেছেন: গত বছরের ডিসেম্বরে, আমি একটি অভিনব জ্বালানীবিহীন ( গ্যাস, তেল ছাড়া) বিদ্যুৎ উৎপাদনের মেশিনের সন্ধান পাই যা কিনা শুধু মাত্র অল্প নারিকেলের চারা জ্বালানী হিসেবে ব্যাবহার করে দৈনিক ২৪ মেগাবাইট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।কিন্তু বা...র কুইক রেন্টালের কারনে কিছুই করতে পারলাম না।
বাবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করা সত্তেও আমি কিছুই করতে পারিনি।
শেখ হাসিনার আত্মীয় স্বজন না হলে নাকি কুইক রেন্টালের চিন্তা করা যায় না।

রিলায়েন্স, আদানীর মত এত কাছের আত্মীয় আর কে হতে পারে??

১২ ই জুন, ২০১৫ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ৩৪ বছর কোন প্রকারে রাজনীতি করে এসেছে; সেই সময় আর নেই; উনাকে ভাবতে হবে, এভাবে থাকার চেয়ে অবসরে যাওয়া অনেক ভালো।

৬| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন: স্বাধীনতা আনতে সাড়ে ৭ কোটী বাংগালীর মাঝে ৬ কোটীকে এক হয়ে কাজ করতে হয়েছে: কেহ যুদ্ধে গেছেন, কেহ যোদ্ধাদের সাহায্য করেছেন, বাকীরা পাকীদের বিপক্ষে সাধ্যমতো সবই করেছেন; ৬ কোটী লোকের যুক্ত-প্রচেস্টার ফল ছিল বিজয়, স্বাধীন বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.