নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা উনার বাবার মতো ভুলের পর ভুল করেই চলছে

১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৫৭

শেখ সাহেব, স্বাধীনতার পর ক্রমেই নিজকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন; উনি মানুষের ভালো করতে চেয়ে ছিলেন নিজের মতানুযায়ী, এটা বিপদজনক তত্ব ছিল; উনার আরেক মহা ভুল ছিল, বাংলার মানুষের বিপক্ষে যারা অস্ত্র ধরেছিল তাদের বিচার না করা।

শেখ হাসিনা মোটামুটি, এদিক থেকে উনার বাবাকে অনুসরণ করে ছলেছে; খালেদা জিয়ার '৯১ দিনের তান্ডবের' বিচার করছে না; দেশকে অপরাজনীতিমুক্ত করতে হলে দুস্তদের সাজা দিটে হবে; ও নিজকে সঠিক রাজনীতি অনুসরণ করতে হবে।

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া অপরাজনীতির ডিরেকশন বদলানো অপরিহায্য; কোথায় তা শুরু করতে হবে? এ মহুর্তে সবচেয়ে ভয়ংকর মানবিক বিপর্যয়ের ঘটনা হচ্ছে, '৯১ দিনের তান্ডব' যা ঘটায়েছে খালেদা জিয়া। খালেদা জিয়ার বিচারের জন্য '১ ঘন্টার তান্ডব'ই যথেস্ট; শুধুমাত্র এসএসসি পরীক্ষা সময় মতো না হতে দেয়ার জন্য উনার ভয়ংকর শাস্তি হবে।

শাস্তি হওয়া আইনের ব্যাপার; তবে, আইনের প্রয়োগ আমাদের রাজনীতির জন্য এখন জরুরী; ১৯৭৫ সালে, জিয়া স্বাধীনদেশের শাসন ব্যবস্হাকে পদদলিত করে, সামরিক ডিক্টেটরশীপ চালু করে, রাজনীতিকে বিপথে নিয়ে যায়; সেই সময়ে, স্বাধীনতা-বিরোধী-যুদ্ধে অংশ নেয়া জন গোস্ঠীকে রাজনীতিতে নিয়ে আসেন; একই সময়ে, যারা স্বাধীনতা চায়নি, তাদের নিয়ে তিনি রাজনৈতিক দল গঠন করেন, যা ছিল অপরাজনীতির শুরু।

আজ বাংলাদেশে অপরাজনীতিই রাজনীতির স্হান দখল করেছে; এখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ানোর দরকার; অপরাজনীতি এখন সমাজে গ্রহনযোগ্যতা পেয়েছে; একে সমুলে বদলাতে হবে, ফিরে যেতে হবে সুস্হ রাজনীতিতে।

এ সংগ্রাম হবে সাংস্কৃতিক আন্দোলন থেকে কঠিন; কারণ, বর্তমান অবস্হাকেই 'রাজনীতি' হিসেবে প্রতিস্ঠিত করেছে জিয়াউর রহমানের সামরিক পার্টি। এই পার্টির বর্তমান নায়কেরা রাজনীতির নামে ৪০ বছর অপরাধ করে আসছে; তাদের সর্বশেষ বড় অপরাধ হলো '৯১ দিনের তান্ডব'; প্রায় সমভাবের রাজনীতি করে এসেছে আওয়ামী লীগ। কিন্ত আওয়ামী লীগ এখন ক্ষমটায় ও মোটামুটি খালেদা জিয়ার পার্টির ধরা চোঁয়ার বাহিরে; এখনই উপযুক্ত সময় আওয়ামী লীগের নিজকে বদলানোর ও খালেদা জিয়াকে সঠিক শাস্তি দিয়ে রাজনীতির ডিরেকশন বদলানোর।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:১৮

হেলাল হোসেন বলেছেন: এ নতুন কিছু না। মশাই!

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:

এগুলো নতুন বিষয় নয়।

উনার কিছু চামচা ব্লগে আছে, তারা আলাপ সালাপ করলে, উনার লোকদের কানে যেতে পারে।

২| ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: খালেদা জিয়া তথা বিএনপির বিশাল একটা জনসমর্থন আছে । যারা তাকে ঈশ্বরের মত ভক্তি করে, খালেদা জিয়ার কোন ভুলত্রুটি তাদের চোখে পড়েনা । তাকে বিচারের আওতায় আনলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে । সরকার বোধহয় সে পথে যাবেনা । এই কাজটা করতে পারতেন ফখরুদ্দিন সাহেবের মত একজন ।

১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা ১ বছর ভালো মতে দেশ শাসন করে, খালেদা জিয়াকে ফাঁসী দিলে লোক পিকনিক করবে।

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এমন তান্ডবের সময় বেশ অনেকই দেখছে এই দেশ। তবে হাসিনা খালেদাকে জেলে ঢোকানোর রিস্ক নিবেনা মনে হয়। সাইদীরে ফাসি দেয়ার রিস্কই নিলনা। এইদেশের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হইতেছে পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে নীতির সাথে আপোষ করা। তবে জেলে ঢুকাইলেও দেশে তেমন কিছু হবেনা মনে হয়। বিএনপির আন্দোলনের সামর্থ্য নাই একফোটাও। ওই বুলি পর্যন্তই।

১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা টাকা বানাতে সরকার গঠন করে; ওরা রাজনীতি করার লোক নন।
শেখ হাসিনার পরিবার অনেক হারায়েছে, অনেক পেয়েছে, জাতির প্রতি উনার দায়িত্ব আছে; জোর করে ক্ষমতা ধরে রাখলে বড় কাজ করতে হবে।

খালেদা জিয়ার বিচার করলে উনার দায়িত্ব বাড়বে।

৪| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:৩৬

মাসূদ রানা বলেছেন: কথায় আছে না, চোরে চোরে মাস্তুত ভাই ...... খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার অপকর্মের কোন বিচার করে নাই, তাই হাসিনাও খালেদার অপকর্মগুলোকে নিয়া ঘাটাঘাটি করছে না। কৃতজ্ঞতাবোধের দৌড়ে হাসু বু ভালই আগায় আছেন, কি বলেন চাঁদগাজী ভায়া :D

১৫ ই জুন, ২০১৫ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়াকে চাপে রেখে, একই সংগে রাজনীতিতে রাখলে শেখ হাসিনা অসৎভাবে উপকৃত হবে; শেখ হাসিনা সেইদিকে এগুচ্ছে।

৫| ১৫ ই জুন, ২০১৫ রাত ১২:১৬

মোহাম্মদ জামিল বলেছেন: হাসিনা সরকার অনেক ভাল...তারা যা করছে সব চায়েজ..তাদের কোন নাই....তারা সুষ্ট ভাবে ক্ষমতায় আসছে..তাদের আমলে বাংলার মানুষ আরামের ঠেলায় বাছে না...আমাদের মা বোন একদম সুরক্ষীত... সাংবাদিক ভাইরা স্বাধীন... মাঝে মাঝে ছাত্রলীগ ছেলেরা একটু দুষ্টমি করে আরকি.. সবার ঘরে ঘরে বিদুত আছে..সবার চাকরী আছে, কেউ দেশ থেকে নৌকায় করে অবৈধ পথে বিদেশে যাই না... সরকার এর মন্ত্রীরা সবাই ভাল.. সত, যোগ্য... ..চাদগাজী ভাই আপনি তো ভাই মানুষ না আওয়ামীলীগ..আমি তো হালার চোদনা হইয়া গেলাম...

১৫ ই জুন, ২০১৫ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


হাসিনার সরকার যা করছে, তা বর্তমান বিশ্বের মাপে খুবই কম।
শেখ হাসিনাকে রাজনীতির অংগন পরিস্কার করতে হবে; এবং যেহেতু ক্ষমতায় আছে, তাকে জাতির উন্নয়নের জন্য সর্বাধিক চেস্টা করতে হবে।

৬| ১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৩৮

প্রভাষ প্রদৌত বলেছেন: সহমত ।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকেও অপরাজনীতি থেকে বের হতে হবে; শুরু হোক খালেদা জিয়াকে দিয়ে।

৭| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি দেয়া হলোঃ
১. সর্বতোভাবে দেশের স্বাধীনতা,অখন্ডতা এবং সার্বোভৌমত্ব রক্ষা করা।
২. শাসন তন্ত্রের চারটি মূলনীতি অর্থ্যাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্নক বিশ্বাস ও আস্থা,গনতন্ত্র,জাতীয়তাবাদ,সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সমাজতন্ত্র জাতীয় জীবনে সর্বাত্নক প্রতীফলন।
৩. সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্ননির্ভরশীল জাতি হিসাবে গঠন করা।
৪. প্রশাসনের সর্বস্তরে,উন্নয়ন কার্যক্রমে ও আইন শৃংঙ্খলা রক্ষার ব্যাপারে জনগনের অংশগ্রহন নিশ্চিত করা।
৫. সর্বোচ্চ অগ্রাধিকার এর ভিত্তিতে কৃষি উন্নয়ন এর মাধ্যমে গ্রামীন তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করা এবং কেউ যেন ক্ষুধার্থ না থাকে তা নিশ্চিত করা।
৭. দেশে কাপড় এর উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোট কাপড় নিশ্চিত করা।
৮. কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা।
৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা।
১০. .সকল দেশ বাসীর জন্য নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করা।
১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবসমাজ কে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা।
১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারী খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির সার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৪. সরকারী চাকুরীজীবিদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
১৫. জনসংখ্যা বিস্ফোরন রোধ করা।
১৬. সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশ গুলোর সাথে সম্পর্ক জোড়দার করা।
১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরন এবং স্থানীয় সরকার কে শক্তিশালী করা।
১৮. দূর্নীতিমুক্ত,ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা।
১৯. ধর্ম,গোত্র ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ন সংরক্ষন করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৭

৮| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৮

আমি বন্দি বলেছেন: পৃথিবীতে শেখ সাহেব শুধু একাই ভুল করে নাই ভুল করেছিল সাদ্দাম হোসেনেও আর তাই তাদের মৃতু্য হয়ে ছিল
এখন এ দেশ থেকে হাসিনা আর খালেদা এই দুজনও মরবে । কেননা হাসিনা ক্ষমতায় আইছা পিতা হত্যা আর যুদ্ধ অপরাধীদের
বিচার করতে গিয়ে এ দেশের কয়েক লক্ষ্য মানুষকে হত্যা করেছে । এর বিচারও নিশ্চয়ই খালেদা করতে চাইবে এবং জিয়া হত্যা
বিচারতো আছেই কি বলেন চাঁদ গজী ভাই ?

১৯ শে জুন, ২০১৫ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার নাম ইতিহাসে ভালো স্হান পাবে না।

খালেদা জিয়ার অপরাধের শেষ হয়ে গেছে, উনি আর সামনে আসতে পারবে না।

৯| ১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:০৪

আমি মিন্টু বলেছেন: কত ধরণের রাজনীতিবিধ যে দেখলাম এই দুনাইতে আল্লামাবুদ তুমি সবার মঙ্গল কর ।
আর বেশি বেশি করে দালালি করার সুযোগ ও শক্তি দান কর ।

১০| ১৯ শে জুন, ২০১৫ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

দালাালী বলতে যা বুঝায় তা কঠিন কাজ।

১১| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯

ভয়ংকর বিশু বলেছেন: পেট্রল বোমা দিয়ে মানুষ মারার অপরাধে খা-লিডার ফাসি দাবি করছি। এই ডাইনি বুড়ি চুপে চুপে ফন্দি করছে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.