নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লন্ডন, নিউইয়র্কে নাজেহাল শেখ হাসিনা; দায়ী উনি নিজেই

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:০২

শেখ হাসিনা যখনই লন্ডন, নিউইয়র্কে যায়, কিছু গরু-মহিষ বাংগালী উনাকে প্রতিবাদের নামে নাজেহাল করে; কিন্তু দায়ী উনি নিজেই; এ সংস্কৃতিকে শুরু থেকেই উনি বন্ধ করতে পারতেন। কিভাবে?
আগের দিনে, যখন খালেদা জিয়া লন্ডন, নিউইয়র্ক যেতো আওয়ামী কিছু পান্ডা এই ধরণের হাউকাউ করতো, এয়ারপোর্ট, হোটেল, হোয়াইট হাউসের সামনে জুতা, ডিম নিয়ে ঘুরতো; শেখ হাসিনা যদি ওদের কড়া ভাষায় থামায়ে দিতো আজ এসব ঘটতো না।

প্রবাসে যারা বিএনপি আওয়ামী লীগ করে, এদের বিরাট অংশ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ও নন-প্রফেশানেল চাকুরী করে, বা সরকারী সাহয্যের উপর বাঁচে; এদের অনেকে হুন্ডি, ক্রেডিট-কার্ড জালিয়াতী, আদম ব্যবসা, ইনস্যুরেন্স জালিয়াতীর সাথে যুক্ত; অনেকে অপরাধ করে দেশ থেকে পালিয়ে এসেছে।

আবার আওয়ামী লীগের কিছু লোক প্রবাসের বিএনপি ও জামাতীদের সাথে চুক্তি করে এসব কাজ করায়; আওয়ামীরা নিজেই এসব কাজ করায়ে পরে, বিএনপি ও জামাতীদের ধাওয়া দেয়ার অভিনয় করে; এতে সবাই ফোকাস পায়। কনষয়ুলেটও যুক্ত আছে।

অনেক উপায়ে এদের একেবারেই চুপ করায়ে দেয়া যায়; দেখা যাক, শেখ হাসিনা আর কতদিন এভাবে নাজেহাল হতে চায়; যেহেতু খালেদা জিয়া আর আসার সুযোগ পাবে না; এবার বন্ধ করালেই ভালো, গরু মহিষদের লাঠি দেখালেই চুপ হয়ে যাবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমরা যে ফকিন্নির জাত এটাই প্রমাণিত হলো!

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:

বিদেশে গিয়ে মানুষ একদিন হতাশ হয়ে যায়; সামান্য বাংগালী বিদেশী হতে চায়; তাই সুযোগ পেলে গন্ডগোল করে।

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিডেশী কালচার শিখা সোজা ব্যাপার নয়; আর খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সন্মান দেখানোর মত পরিস্হিতি মানুষের জীবনে আসেওনি।

২| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: শুধু নাজেহাল কেন, জুতা স্যান্ডেল দিয়ে বিশ্ববাসীর সামনে প্যান্দালেও এদের কিছু যাবে আসবেনা। সম্মান তারই যায়, যার সম্মান আছে।

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ক্ষমতায় আছে দেশের সবচেয়ে বড় পার্টির মালিক হিসেবে; দেশের বড় অংশ উনাকে চাচ্ছে; তা'হলে উনার মান আছে দেশের বড় সংক্যক মানুষের কাছে।

৩| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৭

ঢাকাবাসী বলেছেন: দেশের বড় অংশ উনাকে চাচ্ছে ! ভাল বলেছেন।

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, শেখ হাসিনার সাপোর্ট অনেক বড়।

মানুষের জন্য ২ টি অবস্হা: (১) হাসিনাকে সাপোর্ট করা, (২) হাসিনাকে বিরোধীতা করা; এর বাইরে কিছু নেই।

৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৮:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: হাসিনা খালেদা না, আওয়ামী ভাবধারা আর আওয়ামী বিরোধী ভাবধারা। জামাত আর অন্য ইসলামী দলগুলা আসলে রাজনীতি করেনা, ধর্ম ব্যবসা করে অথবা বামপন্থীরা ভ্রান্তি বিলাসে থাকে। বাকী মানুষ ওই দুই মতাদর্শের বাইরে যাইতে পারেনা।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:
সঠিক।
তবে, ডান ও বামের মাঝখানে থেকে নতুন অর্থনীতি গড়ে উঠছে বিশ্বের বহু দেশে।

৫| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: অনেক রহস্য

১৮ ই জুন, ২০১৫ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:

পদটার মান সন্মান রাখলো না; প্রবাসে যেসব বাংগালী গন্ডগোল করে, তাদের ভালো শাস্তি দেয়ার দরকার।

৬| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন: পথশিশুদের নিয়ে ব্লগে মাঝে মাঝে পোস্ট আসে, আহা উহু হয়; ১৯৭২ সাল থেকে শুধুমাত্র দরিদ্র বিমোচনের জন্য যে পরিমাণ টাকা এসেছিল, প্রতিটি দরিদ্র শিশু সালমান রহমানের নাতিদের বা খালেদা জিয়ার নাতনীদের মতো পড়ালেখার সুযোগ পেতো; সে টাকায় প্রতিটি সেক্রেটারী, অফিসার, এমপি, মিনিস্টারদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে আসছে, ঢাকায় বাড়ী উঠেছে, গাড়ী এসেছে; তারি ক্ষুদ্র উদাহরণ হচ্ছে, 'জিয়া অর্ফেনেজ'।

'জিয়া অরফেনেজ মামলা' টাকাগুলো উদ্ধরের জন্য করা হয়নি, করা হয়েছে খালেদা জিয়াকে ধরার জন্য; আসলে, তাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.