নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইলেকশান কমিশনের উচিত বিএনপি\'কে গণতান্ত্রিক দলে পরিণত করা

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৩

জেনারেল জিয়া বাংলাদেশের সৈন্য বাহিনীর জন্য ও ততকালীন বাংলাদেশের জন্য বেশ বুদ্ধিমান মানুষ ছিলেন; তিনি কুট কৌশলে সামরিক সরকারের প্রধান হন, পরে তিনি, উনার রাজনৈতিক পিতা আইয়ুব খানের পুরানো ফরমুলায় ক্ষমতায় থাকার প্ল্যান করেন; সেই অনুসারে তিনি বিএনপি গঠন করেন, সেই অনুসারে বিএনপি'র গঠনতন্ত্র লিখান; ততকালীন ইলেকশান কমিশন বিএনপি'র গঠনতন্ত্র হয়তো বুঝতো না, বা জেনারেলের ভয়ে লেফট-রাইট করতেন; বিএনপি'র গঠনতন্ত্র কোনভাবে গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের গঠনতন্ত্র হতে পারে না: দলের সব সিনিয়র পোস্টেই নিয়োগ দেন ও দেবেন সভাপতি।

জিয়া বিএনপি বানায়েছিল নিজের দরকার অনুসারে, উনি ডা: বদরুদ্দোজা, বিচারপতি সাত্তার, শাহ আজিজের জন্য বিএনপি বানায়নি; বা ফালু, মালু, কালুদের জন্য কোন শুন্যস্হান রাখেননি; তিনি ছিনেন জেনারেল, দলটি জেনারেল চালাবে, অন্য কেহ দলের মুল যায়গায় আসতে হলে উনার মাতানুরেই হতে হবে, এবং উনার মতো জেনারেলের জন্য এটাই স্বাভাবিক; কিন্তু জেনারেল সময় পেয়েছিলেন ৫ বছর মাত্র; সেই বিএনপি চালাচ্ছেন এক অজেনারেল ৩২ বছর; এখ সেই অজেনারেলের হাতে জেনারেলের ক্ষমতা!

এখন বিএনপি মরা বিড়াল, লেজে প্রাণ আছে; এখন উহার উপর অপারেশন চালানোর সুযোগ; শেখ হাসিনা বুঝার আগে অপারেশন চালালে, না বুঝে শেখ হাসিনাও খুশী হবে, ইলেকশান কমিশন এক ঢিলে কয়েক পাখী মারতে পারবে: খালেদা জিয়া অবসরে যাবে, মানুষ একটি রাজনৈতিক দল পাবে, ইলেকশান কমিশনের সবাই প্রমোশান পাবে। বিএনপি'র গঠনতন্ত্রকে গণতান্ত্রিকভাবে সাজানোর দরকার।

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ থেকেও দাপটে থাকে; সুতরাং যা করার এখুনি সময়। এদেশের মানুষ হাজার হলেও এদেশের জন্য প্রাণ দিয়েছিলেন, যদিও এখন আরব দেশে দাসগিরি করছে, দর্জি হয়েছে ঘরে বসে, কিন্তু একটা ভালো রাজনৈতিক দল তো তারা পেতে পারে, তাই না?




মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩২

জুলহাস খান বলেছেন: ভাই আপনি ঘুমান ক্যামনে। বিছানা কি আপনার উপর থাকে না আপনি বিছানার উপর থাকেন?

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:

খন কাজে ঘুমাই বসে ঘুমাই; বাসায় এলে, প্রথমে সোফায় ঘুমাই; শেষ ঘুম বিছানার উপর; সোজা।

আপনার কি অবস্হা?

মাঝে মাঝে সঠিক কথা শোনার অভ্যেস করেন আমার সাথে, গণতান্ত্রিক ভাবনার মানুষ হয়ে যাবার সুযোগ পাবেন।

২| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আওয়ামীলীগ বাদ যাবে কেন? কেউ বাঁশ কাবে কেউ খাবেনা, তা হবেনা তা হবেনা। সবাইরে বাঁশ দ্যান। পারলে মাইনাস টূ কইরা দেশ জাতির সাইনাসের পেইন কমান। ;)

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী গঠনতন্ত্র লেখা আছে ঠিক মতো; সমস্যা হচ্ছে, শেখ হাসিনা শুধু বুড়ো বলদদের পার্টির বড় পোস্টে রাখে, যেমন আমু; আর রাখে পরগাছা, মতিয়া চৌং।

আওয়ামীরা আইন মেনে বেআইনী কাজ করে; এখন আর মাইনাস পাইনাস করা যাবে না; সময় চলে গেছে পাখী শিকারী জেনারেল মইনের সময়; এখন সময়ের সাথে রাজনীতিতে ফিরবে দেশ।

বিএনপিকে ঠিক করলে বিএনপি থেকে চোর ডাকাত চলে যেতো, তখন আওয়ামী বাবারা টের পেতো।

৩| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৬

আজাদ মোল্লা বলেছেন: আমি রাজনীতি বুঝি না ।
শুধু ভালো থাকতে বুঝি ।
জিয়া মজিব বুঝি না , চাই শুধুই ভাত
আর গরিব মানুষ কে ভাত দে ।
ওরা বড় বেশি কষ্ট করা খাটি মানুষ ।
তাই ওরা রাজনীতি নয় ভাত চায় ।

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:

সময় ছিলো, রাজনীতি বুঝার দরকার ছিলো না, তীর ধনুক নিয়ে বের হলেই চলতো, খাওয়া দাওয়া চলে যেতো।

এখন পড়তে হয়, রাজনীতি বুঝতে হয়; সময় ও সভ্যতা বলছে, সময়ের সাথে সভ্যতার সাথে চলতে হবে, না হয় সোমালিয়া বা আফগানিস্তানের মতো হবে।

৬০% মানয়ষ উচ্চ-শিক্ষা থেকে বনচিত হচ্ছে শেখ হাসিনা ও খালেদা জিয়ার কারণে; এদের সরাতে রাজনীতির দরকার।

৪| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৮

জুলহাস খান বলেছেন: তাহলে পুরো সময় টাই ঘুমের উপর চলে। এগুলো ভাবেন কখন?

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আমার বয়ষী মানুষের তুলনায় গড়ে বেশী ঘুমাই; অন্য কোথায়ও আড্ডা দিই না ব্লগেই আড্ডা; ফলে, সময় হয় কিছুটা।

আর আসলে, আমি ভেবে লিখি না; ব্লগে পড়ার সময় কারো পোস্টকে কেন্দ্র করে, নিজের ভাবনাটুকু লিখি, দেখি মানুষ কি ভাবে এ ব্যাপারে!

৫| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১২

ঢাকাবাসী বলেছেন: একটু একপেশে হল নাকি? কথাগুলো প্রায় ঠিক।

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:

এক পেশে মনে হয়; কারণ, শুধু বিএনপি নিয়ে বলছি; হাতী খেদায় পড়লে তাকে ঠিক করতে হয়, বন্য হাতীর পেছনে দৌড়ানো ঠিক নয়।

বিএনপি এখন খেদায়; আওয়ামী লীগ বন্য; আমরা জানি ২টাকেই ধরার দরকার; কিন্তু মানুষ ১টাকেও থামাতে্ পারছে না; শেখ হাসিনা একটাকে কিছুটা রশি লাগায়েছে, যা আবার উনার জন্য ভালো সংবাদ না।

৬| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গাঞ্জা কি দেশ ফ্রি হইয়া গেল!

নাকি ইয়াবাখোররাও ব্লগিং শুরু করল!!!!!!!!!!!!!

অনির্বাচিত স্বৈরাচারের যে দালালী করে সে আবার আসে গণতন্ত্রের ছবক শেখাইতে! হাহ!

ছোঃ চামচিকাও ইদানিং তবে পাখি হয়ে গেল নাকি;)

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


আমি আপনাকে ছবক দিতে চাই না; আমার ছবক বুঝতে হলে কমপক্ষে কলম্বিয়ার ব্যাচেলর, ঢাকার মাস্টার্স বা পিএইচডি হতে হবে।

আপনারা হলেন ১৮্ প্লাস পাঠক।

৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪৩

কোলড বলেছেন: you seem to have an unhealthy obsession with BNP

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


Sure, have no doubt please.
By the by, normally, I write few lines on current political situation of BD; are Martian?

৮| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
আমি আপনাকে ছবক দিতে চাই না; আমার ছবক বুঝতে হলে কমপক্ষে কলম্বিয়ার ব্যাচেলর, ঢাকার মাস্টার্স বা পিএইচডি হতে হবে।
আপনারা হলেন ১৮্ প্লাস পাঠক।

হা হা হা

তো আপনি কলম্বিয়া গিয়া ব্লগিং করেন! নয়তো শুধু মাষ্টার্স ওনলি ব্লগ খুলে ব্লগান! মানা করে কে? আমজনতার ঠেকা পড়ে নাই আপনেরে গিয়া কাতুকুত দেবে! আম জনতার ব্লগে ব্লগিং করবেন আবার ফুটানি মারবেন- তা কেমনে হয়!!!!!!!!!!!!

অহমিকা করে মূর্খে! কারণ সে নিজে যা বোঝে তার বাইরে কোন মত সে মানে না! আর তার অর্বাচিনতা কেউ না মানলেই সে গিয়ানের অহংকার করে। ;)

আপনার কয়েকটা পোষ্ট ষ্টাডি করলেই বোঝা যায় আপনি কোন ধরনের মানসিক ফোবিয়ায় (ভদ্রতা করে বল্লাম পাগলামী না বলে) ভুগছেন। সিজোফ্রনিয়ান রোগীরাও নাকি এইরকম ভাবে- সে যা দেখছে যা বুঝছে তার বাইরে কোন সত্য নেই। যে না মানে সেই তার চোখে ভুল।

ভাল থাকুন।


২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য ;)

কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে ;) :D

যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?

খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে ;)

টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।

এরপর, এরপর কি হইলো?

জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা ;)


োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু ;)

চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে?? ;)

ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল। =p~ =p~

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য ;)

কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে ;) :D

যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?

খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে ;)

টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।

এরপর, এরপর কি হইলো?

জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা ;)


োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু ;)

চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে?? ;)

ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.