![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বৃটিশ নাগরিক আবদুল গাফ্ফার চৌ নাকি ধর্ম নিয়ে কটু কথা বলেছে আমেরিকায় বসে; সাথে সাথে আমেরিকা সম্পর্কেও খারাপ কথা বলেছে; বিএনপি দুই দিক থেকে আহত হয়েছে, পীরেরা ১ দিক থেকে আহত হয়েছে; বিএনপি বলছে, ধর্ম নিয়ে কটুক্তি করে মুসলমানদের মনে কস্ট দিয়েছে, সাথে সাথে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নস্ট হবে। পীরেরা শুধু ধর্মের দিক থেকে কস্ট পেয়েছে, আমেরিকা নিয়ে মাথা ব্যথা নেই অন্তত।
দেশ হিসেবে, একমাত্র কানাডার সামান্য সংখ্যক লোক ব্যতিত বিশ্বের সবাই আমেরিকা বিরোধী কথা বলে; আমেরিকার অর্ধেক মানুষ আমেরিকার বিপক্ষে কথা বলে; আপনিও বলুন, প্লাকার্ড লিখে আমেরিকান এম্বেসীর সামনে ঘুরে বেড়ান, বাংলাদেশ পুলিশ ছাড়া অন্য কেহ আপনাকে কিছু বলবে না।
আমেরিকার বিপক্ষে গাফফারের বাণী ইথারে মিশে গেছে, কোন আমেরিকান তা শোনার সুযোগ পাওয়ার কথা নয়; আমেরিকার সরকারের লোকেরা গাফ্ফার মাফ্ফারের কথা নিয়ে নাচলে আমেরিকা কোনদিন আমেরিকা হতো না, এটা আমেরিকা হয়ে থাকতে পারতো না। যাক, বাংলাদেশে আমেরিকানদের বন্ধু আছেন বিএনপি'র রিপন, নাকি মিফন কে একজন, তা ভালো।
যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, মুলত তাদের নিয়ে আমাদের মুক্তিযোদ্ধা জেনারেল বিএনপি গঠন করেছিলেন; পরে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, মানুষকে পাখীর মতো মেরেছে, সেই জামাতের বন্ধু হয়েছে, এখনো আছে, তাও ভালো। কিন্তু দুস্ট আজীবন দুস্ট থাকে, রাজনীতির নামে চক্রান্ত করে, বৃটিশ প্রিটিশ নিয়ে বাংলাদেশে তালগোল পাকায়; ডাকাত ও বেকুবদের রাজনীতি বহুনুখী!
বিএনপি'র নেতা বলছে গাফ্ফারের বিচার করতে হবে বাংলাদেশ সরকারকে; হায়রে বেকুব, গাফফার বাংলা কথা বললেও সে বৃটিশ নাগরিক, বৃটিশ আইনে ওর কথা বলার অধিকার সংরক্ষিত; বাংলাদেশ সরকার বৃটিশ সরকারের কাছে একটা চিঠি লেখা ছাড়া আর কিছুই করতে পারবে না; সেই চিঠি পড়ার লোকও পাওয়া যাবে না, শুধু প্রাপ্তি স্বীকার করবে!
পীরেরাও চায় বাংলাদেশ সরকার গাফ্ফারের বিচার করুক; এরা পীর, আল্লার কাছের লোকজন এরা, মানুষের জন্য সারা জীবন কাজ করে; সরকার এদের কথায় গুরুত্ব দেয়া উচিত; সরকার চাইলে পদক কেড়ে নিতে পারে কমপক্ষে।
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
বিচার হয় আদালতে, আমি এসব ব্যাপারে কারো বিপক্ষে আদালতে যেতে চাই না; আপনি যদি চান, আদালত খোলা আছে, যান।
২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
রামন বলেছেন: চৌধুরী সাহেব বলেছেন, দেশের অফিস ও প্রতিষ্ঠানে টুপি ও লম্বা দাড়িওয়ালা লোকজনে ভরে যাচ্ছে। এরা ঘুস ছাড়া কোন কথাই শুনতে চায় না, এদের টেবিলে নোটের বান্ডিল না ফেললে ফাইল ছুয়েও দেখে না৷ এমন সত্য কথা বলার জন্য তাকে মৃত্যুদন্ড দিতে হবে????? আজব!!!
হিজাব , বোরখা ও আলখেল্লা এসব আরবীদের কালচার এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই৷
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
উনি বৃটিশ নাগরিক; উনার কথা বলার অধিকার বৃটিশ আইনের অধীনে; মানুষ চাইলে বৃটিশ সরকারকে জানাতে পারে; আমাদের দেশে এসব নিয়ে যেন "তান্ডব" না হয়।
৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: কে এই হেভিওয়েট লোক যার বক্তব্য নিয়া এতো মাতামাতি?
মাঝে মাঝে বিনোদন খুব দরকার।
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার কথা বুঝিনি, আপনি গাফ্ফার চৌ'কে জানেন না বলছেন?
৪| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: নাম শুনছি নিশ্চিত, কিন্তু কিসের লাইগা বিখ্যাত মনে করতে পারতেছিনা। ইচ্ছাও নাই।
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
একুশের গান, "আমার ভাইয়ের বক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারী" গানের গীতিকার;
সাংবাদিকতা করেছিলন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লন্ডনে চলে গেছেন, এখন ষেই দেশের নাগরিক।
বস্তায় বস্তায় এসব সেসব লেখে পত্রিকায়।
একটা নাটক/সিনেমা করেছেন, "পলাশী থেকে ধানমন্ডি"; মোল্লাদর দেখতে পারে না।
৫| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
শতদ্রু একটি নদী... বলেছেন: এইজন্যেই মনে হয় নাম এত চেনা। আমি কলাম পড়িনা, তাই কি করে জানা নাই।
আর পড়োতেছি তো খালি এই একটা লাইনই, পুরা বক্তব্য কি ছিলো ওইটা জরুরী। একটা লাইনে অনেককিছু ফুটে উঠেনা।
আমি যদি বলি, কাবা ঘর কাফেরদের উপাসনার জায়গা ছিলো, এইটাও কি ভুল হবে? একসময় তো ছিলো, তাইনা?
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করা যাবে না, বোধ হয়; অন্তত মোল্লারা তাই বলছে।
খৃস্টানরা তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারে, এই ধর্ম কিছুটা স্বাধীনতা দিয়েছে; ইহুদীদের বেলায় খোলা মেলা কথা বলাতে কিছু আপত্তি আছে, যা বলতে হয় সিনাগগে এসে বলতে হবে।
৬| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
শতদ্রু একটি নদী... বলেছেন: আপনি কি মোল্লাদের গুরু মানেন নাকি ভয় করেন? মোল্লাদের নিয়া আপনার এত চিন্তা কেন?
ইসলাম পড়েন আগে, ইসলাম হইলো দয়া মায়া দানশীলতা মানবতার ধর্ম। প্রতিটা ধর্মেই প্রেক্ষাপটের উপর কথা বলা হয়, আপনি যদি সবচেয়ে কঠিন প্রেক্ষাপটের সাপেক্ষে বলা কথাটাকেই সবক্ষেত্রে প্রযজ্য ধইরা নেন, তাইলে ত একটু অসুবিধাই। যেইটা আমাদের মোল্লারা একদম টো টো ফলো করে।
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
যেসব বাচ্ছা পড়ালেখা পারে না, তদের মাদ্রাসায় পড়ায়; দরিদ্র মাতা পিতার ছেলেমেয়েকে মাদ্রাসায় দেয়, এতিম বাচ্ছাদের মাদ্রাসায় দেয়; মাহমুদুর রহমান বুয়েটে পড়েছিল; গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার হয়,মওদুদীর ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা পেয়েছে, মোল্লা হয়নি; বুঝতে পারছেন, মোল্লাদের বিদ্যার দৌড়!
তবে, মোল্লাদের সব কাজের উদ্দেশ্য হলো মানুষ যেন বেহেশতে যায়; এটা বিরাট কাজ; তাই তআদের দাবী মানা দরকার; গাফ্ফারের পদক কেড়ে নেয়া হোক।
তাই তাদের কথা শুনলে ক্ষতি কি?
৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: সবই আপনার বিবেচনা। আপনার বুদ্ধিতে যদি মনে হয় মোল্লারা বিরাট এই কাজ সরল মনে ভালোর উদ্দেশ্যেই করতেছে তাইলে কথা শুনেন, আমার কি?
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
মোল্লারা কি পড়ে, কি বলে, উনারা নিজেরাও জানে না।
৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৯
শতদ্রু একটি নদী... বলেছেন: উনার বক্তব্য পইড়া দেখলাম। উনিও উন্নতমানের ছাগল বিশেষই হবেন। আবু বকর, আবু হুরাইরা কবে আল্লাহর ৯৯ নামের মধ্যে ছিলো? আবার বলছেন বাঙ্গালী আগে পরে মুসলমান, বাঙ্গালীত্তের সাথে ধর্ম আসে কিভাবে? বাঙ্গালী কোন আদর্শের নাম না, এইটা সতন্ত্র জাতিসত্তা, যেইটার সাথে বিশেষ কোন বিশ্বাস জড়িত না, বরং সকল ধর্ম বর্নের সাথে সৌহার্দপূর্ন আচরন বাঙ্গালীর একটা বৈশিষ্ট্য। উনি মনে হয় বাঙ্গালীয়ানাটাকে একটা ধর্মের মতো মনে করতেছেন।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
উনার লেখা সামুর যেকোন ব্লগারের চেয়ে নীচু মানের।
২১ শে'র গানের জন্য মানুষ উনাকে চেনে।
৯| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: মোল্লাদের সম্পর্কে আপনার এই ধারনা, আবার মোল্লাদের দাবীও মানতে বলেন, ব্যাপারটা কেমন জানি হইয়া গেলো। আঙ্কেল মনে হয় দ্বিধা নয়, দন্দে আছেন।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
আমি মোল্লাদের প্রতি সহানুভুতিশীল, এদের কিছুই ছিল না জীবনে, স্কুলে যেতে চেয়ে স্কুলে যেতে পারেনি; কোন বাচ্ছা স্বেচ্ছায় মাদ্রাসায় যেতে চায় না; বাংলাদেশ সরকার এদের জন্য কিছু করেনি; যদি মাদ্রাসায় যেতে না পারতো হয়তো রিক্সা চালাতো।
সরকার এদের বুঝায়ে বললে, যে ব্রিটিশ নাগরিকের বিপক্ষে আমরা বৃটিশ সরকারকে চিঠি লিখবো, এতটুকুই সম্ভব, তা'হলে তারা বুঝবে। না বুঝলেও সরকার নিশ্চয় ব্যবস্হা নেবে।
১০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মোল্লাদের বক্তব্য শুনলে মনে পড়ে যায় জনৈক মন্ত্রীর কথা, যিনি কিছুদিন আগে সংসদে বলেছেন, বাংলাদেশে ছাগলের সংখ্যা দুই কোটি বত্রিশ লাখ ।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
তরুণ মোল্লাদের কলেজ ইউনিভার্সিটিতে ফ্রী পড়ার সুযোগ দিলে সমস্যা কমে আসবে।
১১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: যারা বা যিনি হাউকাউ করছেন তিনি নিজেই জানেননা বাকস্বাধীনতা কাকে বলে, যেটা বৃটেনে প্রচন্ডভাবে বিদ্যমান। আর আমেরিকার চামচামী করে লাভ নেই এরা সত্যিকার ডিজিটাল খবর রাখে, কে কোন মাল!
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা প্রচুর টাকা খরচ করে মানুষের প্রোফাইল তৈরি করেছে; জানে কে কি করছে, কি করার চেস্টা করছে; তবে, তারা প্রতি কথায় লাফ দেয় না; ওরা জনাে যে, যারা আমেরিকান জীবন /সিস্টেম যারা ভালোবাসে তারাও আমেরিকার বিপক্ষে কথা বলে।
গাফ্ফার আমেরিকা বিপক্ষে চীৎকার দিয়ে মরে গেলেও আমেরিকান পুলিশ উনার কথা শোনার সময় পাবে না হয়তো।
১২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭
জেন রসি বলেছেন: মোল্লারা সবসময় চিলে নিয়ে যাওয়া কানের পিছনে দৌড়ায়! এইটা নতুন কিছু না!
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী কোথায়, মানব সভ্যতা কোথায়, এসবের খবর নেই উনাদের; ওকে ধর, ওকে মার, এই হলো উনাদের পৃথিবী।
১৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৭
ভয়ংকর বিশু বলেছেন: বিএনপি নেতা তারেক ভাই ইংল্যান্ডের একজন জনপ্রিয় নেতা, বৃটিশ সরকার বিএনপির দাবি মেনে নিবে।
০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
তারেকের মাফিয়া কানেকশন বৃটিশ জানে।
১৪| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০
চেংরা পোলা বলেছেন: ইসলাম এর বিপক্ষে অনেকেই অনেক কিসু বলবে , এসব কথাকে এত গুরুত্ব দেয়ার মানে কি ? কথায় কথায় কেন ধর্মনাভূতিতে আঘাত লাগে?
০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে আলেম ও মোল্লারা আোধুনিক বিশ্ব থেকে পেছনে পড়ে গেছে, তাদের সমস্যা বিচিত্র।
১৫| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন: ধরম যার কাছে যেমন । এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নাই ।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের বড় অংশ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেই চলছে; এরা সায়েন্স পড়ার মত শিক্ষা পায়নি।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামীল করে যারা তারা এসব কথার বিচার চায় না , তাই না ?
আসিফ - তসলিমা এদের বিচার ও কিন্তু আওয়ামী লোক জন চায় না , ঠিন না ?