নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সব চাইতে মুল্যবান পার্লামেন্ট ভবন থেকে কবর সরানো হচ্ছে?

১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৫

আমাদের পার্লামেন্ট ভবন বিশ্বার সবার চেয়ে বড়, সবার চেয়ে দামী জমির উপর; আমাদের পার্লামেন্ট ভবন ও ২০০ একর জমির মুল্য ২০০ বিলিয়ন ডলারের বেশী; এই জমিতে কবরস্হান গড়লো কারা?

ওখানে যাদের কবর আছে, তাদের মাঝে জেনারেল জিয়া ছাড়া অন্য বাকী কেহই বাংলাদেশ চায়নি ও বিরোধীতা করেছে; আসলে, বাংলাদেশের স্হপতির কবরও ওখানে থাকতে দেয়া উচিত নয়। স্বাভাবিক মৃত্যু হলে, জেনারেল জিয়া কখনো চাইতেন না যে উনাকে ওখানে কবর দেয়া হোক; কিছু বেকুব ও দুস্টলোক জেনারেল জিয়াকে ওখানে কবর দিয়েছে; সন্মানের সাথে উনার কবরও উনার পারিবারিক কবরস্হানে নেয়ার দরকার।

পার্লামেন্ট ভবনকে কবরস্হানে পরিণত করা ছিল ভয়ংকর নির্বুদ্ধিতার পরিচয়; যারা এসব কাজ করেছে, তারা এক সময় বাংলাদেশ চালায়েছে নিশ্চয়; তাদের এ ভুল ও বেকুবী থেকে বুঝা যাচ্ছে কারা বাংলাদেশ চালায়ে গেছে অতীতে।

২০০৪ ও ২০০৮ সালের দিকে ব্লগে পোস্ট দেয়া হয়েছিল পার্লামেন্ট এলাকা থেকে কবর সরায়ে নেয়ার জন্য, তখন ব্লগারেরা বিপুলভাবে সমর্থন করেছিলেন এই প্রস্তাবকে; সরকার বোধ হয় এবার ব্যবস্হা নেবে।

আমাদের পার্লামেন্ট হলো ১০০% অব্যবহৃত পারলামেন্ট' এখানে পিন্টু, হাজী সেলিম, আওরংগ, বদি, জয়নাল হাজারীরা খেয়েদেয়ে পায়খানা করে গেছে টনে টনে।

এখন ডিজাইনের সাথে মিল রেখে ৫০ একর জমির উপর রিচার্চ সেন্টার গড়া হবে; সাথে গড়ে তোলা হবে স্হায়ী টেকনোলোজী প্রদর্শনী সেন্টার।
বাকী ১০০ একরের উপর গড়ে তোলা হবে জাতীয় পার্ক; ঢাকার বাচ্ছাগুলো কোথায়ও যেতে পারে না, খাঁচার ভেতরে আটকানো পাখীর মতো ছটফট করতে থাকে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহমত কিনা আরেকটু ভাবতে হবে
তবে পোষ্টটি ভালো লেগেছে

১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:

জাতি হিসেব আমরা মৃতদের সন্মান করি; তবে, জাতির পার্লামেন্ট ভবন এলাকাকে কবরস্হান বানানো বেকুবী ছাড়া কিছুই নয়। ঐ জমিগুলো মানুষের দরকারে ব্যবহৃত হতে হবে।

২| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই গট আ গ্রেট আইডিয়া। ক্যান্ট টেল ইউ দো।

১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:


আপাতত আপনার কাছে রাখেন, যখন কেহ বুঝবে না, তখন আমাকে বললেও চলবে; কোন কিছু গোপন রাখার মতো কস্ট কমই আছে।

আপমি কেমন আছেন? সামারে বেশী বোঝা টানবেন না।

৩| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন কষ্ট নেই। আই উইল টেল ইউ ইফ আই ক্যান মেক দি আইডিয়া ওয়ার্ক, নট ইন ব্লগ।

ভাল। আম্মু আজকে ঈদের জামা কিনে এনেছে :D বাট আই থিঙ্ক আই উইল বি দ্যা বিজিয়েস্ট অন দি ঈদ ডে। আই হোপ ইট'স অন স্যাটারডে। সো আই ডোন'ট হ্যাভ টু গো টু ওয়ার্ক।

১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:

অনেক সৌভাগ্য আপনার, মা আপনার জন্য অনেক কিছু করছেন।
আপনার ঈদ আনন্দের হোক।

হ্যাঁ ঈদ শনিবারেই হবে, মনে হচ্ছে।

আইডিয়া কাজ করুক, তখন শুনবো, সেটাই ভালো হবে।

৪| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি যথার্থই বলেছেন । আমার মনে হয় চাটুকারেরাই তাদের প্রিয় ব্যক্তিদের ওখানে দাফনের ব্যবস্থা করেছিলেন । কবর সরালে গন্ডগোল শুরো হয়ে যায় কিনা, কে জানে?

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:

গম্ডগোল করার লোকের অভাব নেই, ঠেকাবরন, পার্লামেন্ট সবার, কবর কারো না।

৫| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২০

ভয়ংকর বিশু বলেছেন: পার্লামেন্ট থেকে কবর সরানোর দাবী জানাচ্ছি।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


দাবী অনেক আগের, দরকার সরানোর।
সরকার না পারলে মানুষকে সরাতে হবে।

৬| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: শুধু কবর না, দুই দলের পার্টি অফিস বা শোডাউনের জায়গার জন্য পূর্বাচলে বা প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করা উচিত, জর্জ ওয়াশিংটনও এখানকার জাতির পিতা......কিন্তু তার কবরে কোন অনুষ্ঠানতো দুরের কথা.......ওনার কবর কোথায় সম্ভবত ৯৯% লোকেই জানেনা।
পার্লামেন্টের ভিতরে কোন কাজ হয়না ভালো কথা.......কিন্তু অন্তত বাহিরের পরিবেশটা যেন সুন্দর রাখা হয়। ঢাকাতে অন্তত বলার মতো একটা দর্শনীয় থাকা উচিত।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


১০ বছর পর, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ও জাপার অফিস থাকে না; ওদের অপকর্মের ফলে, মানুষ ওদের চিহ্ন রাখবে না।

পার্লামেন্ট ভবনের জন্য ২০০ একর জমির দরকার নেই; পাশে গড়ে উঠবে রিসার্চ সেন্টার সমুহ ও জাতীয় পার্ক।

৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৩

রামন বলেছেন: আমাদের দেশে জনসংখ্যার তুলনায় জমির পরিমান অপ্রতুল। আমি সর্বদা সরকারী জমি দখল ও জমির অপব্যবহারের বিরুদ্ধে। তা সত্তেও এই মুহুর্ত্তে জিয়ার মাজার সরিয়ে সরকারী জায়গা খালি করার পক্ষে সমর্থন করব না৷ যদিও বর্তমানে বি এন পি দলটি সাংগঠনিকভাবে দূর্বল তারপরও পদক্ষেপটি নেয়া হলে তা হবে অ:লীগের প্রতিহিংসামূলক মনভাবের বহিঃপ্রকাশ এবং তার কারণে জনরোষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বি এন পি,মৌলবাদী দলগুলো শক্তি সঞ্চার করবে। ফলে সরকারী উন্নয়ন কর্মসূচি আবার মুখ থুবড়ে পরে থাকবে।
সরকারের যদি দখল হয়ে যাওয়া জমিগুলো পুনরুদ্ধারের আদৌ ইচ্ছা থাকে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত জোতদার, মহাজন ,দলীয় মাস্তানরা আমলাদের সহায়তায় দেশের নদী, খাল- ডোবা দখল করে আজকে শিল্পপতি, ব্যাংক মালিক, চ্যানেলের মালিক,টাওয়ারের মালিক বনে গেছেন, তাদের দখল করা জমিগুলো অধিগ্রহণ করে প্রমান করুক যে সরকার আসলেই সরকারী জমি রক্ষায় এবং জনগনের কল্যানে ব্যবহারের স্বার্থে আন্তরিক। তখন জিয়ার মাজার স্থানান্তর প্রক্রিয়ায় জনগণ কেন খোদ বি এন পি প্রতিবাদ করবে না।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:
বিএনপি ছিল জিয়ার, শুধুমাত্র জিয়ার; বিএনপি ছিল ১ জনের জন্য সৃস্টি করা একটি দল। বাকীরা ছিল জিয়ার ভেঁড়ার পাল।

বিএনপি জিয়ার সাথে কবরে চলে গেছে; যেটা আছে, সেটা 'ইস্ট ইন্ডিয়া কোম্পানী' এবং তারা জিয়ার মাংস বিক্রয় করে; জিয়ার মাজার হলো জিয়ার মাংস উৎপাদন কেন্দ্র।

জিয়ার অবশেষকে সন্মানের সাথে উনার পারিবারিক কবরস্হানে স্হানান্তরিত করা দরকার; তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একটা উৎপাদন কেন্দ্র বন্ধ হবে।

৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৬

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: সহমত ... তবে কাজটা করা সহজ হবে না ... তবু সহমত

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:

আমার মনে হয়, কঠিন কিছু না; ক্রমেই মানুষ বেকুবী থেকে বের হয়ে আসবে।

৯| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ সুন্দর আইডিয়া তবে টিকবেনা। দেখেন বছর বিশেকের মধ্যেই ওখানে 'এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং' মল তৈরী হচ্ছে। সব সাংসদকে মালিকানা শেয়ার দেয়া হবে যার অর্ধেকটা বিক্রয় যোগ্য।ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:
অনেক অঘটন ঘটবে আগামী কয়েক বছর; তারপর, সবকিছু ঠিক করার চেস্টা চলবে।

যদি ১ কোটী লোক মনে রাখে ১৯৭১ সালে মানুষ কেন প্রাণ দিয়েছিলেন, সব সাংসদ পালিয়ে যাবে দেশ ছেড়ে।

১০| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২২

মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: "" ২০০৪ ও ২০০৮ সালের দিকে ব্লগে পোস্ট দেয়া হয়েছিল পার্লামেন্ট এলাকা থেকে কবর সরায়ে নেয়ার জন্য, তখন ব্লগারেরা বিপুলভাবে সমর্থন করেছিলেন এই প্রস্তাবকে; সরকার বোধ হয় এবার ব্যবস্হা নেবে।" - গাযি সাহেব নিসচৈ ভুলে গেসেন জে ৈখানে কোবোর দেবার সোমোয় জারা ুপোসঠিট সিলো বা জানাজার সোমোয় জারা সিলো টাডের সোনখা বিপুল ভাবে সোমোরঠোন কোরা বলোগের ডের চেয়ে োনেক োনেক বেশি সিলো।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


যারা জানাজা পড়েছিল, তাদের ৯০ ভাগ ছিল বেকুব/ইডিয়ট; পোস্ট দিয়েছিল ব্লগার।

১১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়। টনে টনে পায়খানা ঠিক আছে

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


চোর ডাকাদের খুঁজে খুঁজে আমাদের পার্লামেন্টে এনেছিল খালেদা জিয়া, এরশাদ ও শেখ হাসিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.