নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ আশরাফ নিশ্চয় জয়কে নিয়ে কিছু বলেছে

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১০

সৈয়দ আশরাফ যত কিছু হয়েছেন, যতকিছু পেয়েছেন, সবকিছু বাবার গুণে, বাবার জন্য; সৈয়দ আশরাফ একজন অলস কিন্তু সুপ্রিয় ব্যক্তি, আওয়ামী লীগের দেবদাস। উনাকে শেখ হাসিনা কাজের জন্য সেক্রেটারী বানাননি, এবং কাজের জন্য সরাননি; শেখ হাসিনা ঐ ধরণের সেক্রেটারী চান, যিনি চেয়ার দখল করে রাখবেন, আর সেক্রেটারীর ক্ষমতাও থাকবে শেখ হাসিনার হাতে; এ দিক থেকে শেখ হাসিনা জেনারেল জিয়ার ছাত্রী। তা'হলে আশরাফের মন্ত্রীত্ব যায় কেন, এবং সেক্রেটারীর পদও যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে কেন?

আওয়ামী লীগের কেহ এখনো মুখ খুলছে না, মনে হয়, সৈয়দ আশরাফ জয়ের বিপক্ষে কোথায়ও, জেনে বা না জেনে কিছু একটা বলেছেন, যা শেখ হাসিনার কানে গেছে। শেখ হাসিনা জয়ের বেলায় খালেদা জিয়ার মতো। এখন আওয়ামী লীগের ও শেখ হাসিনার ব্যাপারে মিডিয়া মোটামুটি চুপ, সময় মতো পরে এগুলো বেরিয়ে আসবে।

দলের সভাপতি প্রাইম মিনিস্টার, দলের সম্পাদক এলজিআরডি মিনিস্টার, পৃথিবীতে এ ধরণের সুপারম্যান পাকিস্তান, সোমালিয়া ও জিম্বাবের মত দেশে আছে মাত্র। আসলে, উনারা মোটেই সুপারম্যান নন, বাংলাদেশ চালায় সরকার-পক্ষের ব্যুরোক্রেটরা; ফলে, দুই চার পোস্টে থাকা কোন ব্যাপারই না, বরং ভালো, ক্ষমতা নিয়ন্ত্রণের ভেতরে থাকে।

আশরাফকে সরানোতে ভালো হলো, এখন দরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া; আওয়ামী লীগ সুসংগঠিত দল নয়; তারা সরকার হিসেবে যেটুকু পারে তাই করে; দলের যেসব নেতারা ক্ষমতার বাইরে থাকে, তারা ২য় সরকার চালু করে সব সময়, এরা তারেক মিয়া থেকে বুদ্ধি বেশী রাখে, এদের হাওয়া ভবনের ঠিকানটা কারো জানা থাকে না; এদের সংগঠিত রেখে দলকে পরিস্কার রাখা জাতীর উন্নয়নের জন্য খুবই দরকারী।

সৈয়দ আশরেফের উচিত ছিল সরায়ে দেয়ার আগে সরে যাওয়া; সরানোতে প্রমাণিত হলো যে, উনি সঠিকভাবে কাজ করছিলেন না; এটা কিন্তু প্রায় মন্ত্রীর বেলায় সত্য; সৈয়দ আশরাফের যায়গায় যাকে এনেছেন, উহা মোটামুটি কাজের বেলায় আশরাফ থেকে আরো অনেক পেছনে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: বুদ্ধিতে আরো অনেক কিছুতে তিনি রবার্ট মুগাবের খালাম্মা থুড়ি ঠাকুমা!

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাক্সিনার মাঝে সব বাংগালীর মিলিত ফিচার আছে; উনি এখন বাংগালী জাতির প্রোটোটাইপ।

২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪০

আবাব বলেছেন: এর চাইতে ইনডেফিনেট ট্রুথ আমি বাংগালী আর শেখ হাসিনা সমন্ধে পড়ি নাই।
" শেখ হাক্সিনার মাঝে সব বাংগালীর মিলিত ফিচার আছে; উনি এখন বাংগালী জাতির প্রোটোটাইপ। "

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:

লিখে আমি নিজেই খুশী; মনে হয়, মিলে গেছে?

৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দলের একটা অংশ সৈয়দ আশরাফকে সরাতে তৎপর ছিল । ইদানীং তিনি নাকি মন্ত্রনালয়ের প্রতি খুব বেশি মনোযোগী ছিলেন না । শেখ হাসিনার সাথে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল । বিরোধীরা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে । শেখ হাসিনার কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সরানোর পথ সুগম করেছে ।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:

মনোযোগী না থাকার জন্যই তো উনাকে পোস্ট দেয়া হয়েছিল।

উনি সুপ্রিয় মানুষ, আলসে ও ভালো রাজনীতিবিদ; আলসে মানুষের শত্রু থাকে না।

ভালো রাজনীতিবিদদের আওয়ামী লীগ, বিএনপি সহ্য করে না।

আমার ধারণা উনি জয়কে নিয়ে কিছু একটা বলেছেন, কোন ভুল জায়গায়।

৪| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৯

মিতক্ষরা বলেছেন: সৈয়দ নজরুল ইসলামকে দল মত নির্বিশেষে সবাই ভালবাসে। তিনি সবার জন্য কাজ করেছেন। কে কোন দলের তা তার জন্য বিবেচ্য ছিল না। অথচ সৈয়দ আশরাফ কোন কাজ করতে চান না। তাহলে তিনি রাজনীতিতে এলেন কেন?

৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:

কবি নজরুলের ছেলে কবি হননি; মুসা নবীর ছেলে পয়গম্বর হননি; কিন্তু বাবার কারণে এঁরা পরিচিত হয়েছেন।

আশরাফ ভালো রাজনীতিবিদ, কিন্তু কিছুটা অলস মানুষ; এটা বিরাট সমস্যা নয়।

৬| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

কাবিল বলেছেন:


ভাই আজ একটা পোস্ট দিয়েছিলেন।
আমি মন্তব্যও করেছিলাম।
এখন দেখছি গায়েব করে দিয়েছেন, বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.