নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজেন ও ফেলানীর পারিবারিক ছবি দিন মিডিয়ায় ও ব্লগে

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মিডিয়া ও ব্লগে রাজেনের নির্যাতনের ছবি আর দেয়া ঠিক হবে না; মানুষ ভয়ংকরভাবে বিমর্ষ ও ক্ষুব্ধ হয়েছে এই গ্রাফিক ভিডিও ও ছবি দেখে; আমাদের শিশুরাও এই ছবি দেখে চলছে। যেহেতু রাজেনের ব্যাপারটা বেশ কিছুদিন মিডিয়ায় থাকবে, মানুষের মন থেকে বিমর্ষতা দুর করানোর জন্য ও শিশুদের মন হতে ভয় কাটানোর জন্য তার একটা পারিবারিক, বা একক ছবি ব্যবহার কলে ভালো হবে।

আমাদের দেশে, মিডিয়া দুর্ঘটনায় মানুষের নিহত, আহত হওয়ার ছবি, ভিডিও দেয়ার সময় ভেবেচিন্তে দেয় না; তারা জানে না যে, কোন ছবি মানুষের উপর কিভাবে প্রভাব ফেলছে; আমাদের মিডিয়ায় যারা সম্পাদনায় আছেন, তারা বেশীর ভাগই এসব সাবজেক্রের ছাত্র নন; বা ছাত্র হলেও, পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করেছেন, দক্ষ নন।

ফেলানীর কাঁটা তারে ঝুলন্ত ছবিটা যে পারছে সেই মিডিয়ায়, ব্লগে যখন তখন লাগিয়ে দিচ্ছে; আমরা ফেলানীর সব ইতিহাস জেনেছি; এখন ফেলানীর হাসি-মুখে একটি ছবি দেখ্তে চাই; ফেলানী একটি সুন্দর মেয়ে হয়ে থাকুক আমাদের হৃদয়ে, ভালোবাসায়; তার জীবনটা কস্টে গেছে, সে আমাদের হৃদয়ে আছে, আমরা তাকে সুন্দররূপে দেখতে চাই আমরা; আমরা মগজহীন বিএসএফ সদস্য অমিতকে হায়েনা হিসেবে মতো দেখতে চাই; বরং তার একটা ভয়ংকর ছবি কিংবা চিত্র দেয়া হোক; আর ফেলানীর সুন্দর একটা ছবি দিন।

আসলে আমি ফেলানীর ব্যাপারে বিএসএফ, বা অমিত রায়ের থেকে বেশী রাগান্নিত খালেদা জিয়া ও শেখ হাসিনার উপর; খালেদা জিয়া ও ফালু বিলিওনিয়ার হতে গোয়ে লাখ লাখ ফেলানী তৈরি হয়েছে; শেখ হাসিনার অদক্ষ অর্থনীতির ফলে ফেলানীকে ভারতে কাজ রতে যেতে হয়েছে।

রাজেনের বেলায় কামরুল, মুহিত ও ময়নার চেয়ে আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ বেশী দায়ী; রাজেন স্কুলে থাকলে, রাজেনের জীবনে এই ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না; নাহিদ ড্রপ আউটদের জন্য কিছু না করে, বিকেলে খেয়েদেয়ে ঘুমাতে যায়, এরা অদক্ষ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম কথাগুলা ঠিক বলছেন। ছবিগুলা সুন্দর দেয়া উচিত। বাজে ছবিগুলা অনেক দেখছি, আর দেখার কোন প্রয়োজন নাই। পরের কথাগুলা অপ্রাসংগিক মনে হইলো। আপনে আপনার সব পোস্টে কোন না কোনভাবে খালেদা হাসিনা আমু ফালু নাহিদ এদের আনবেনই। আল্লাহই জানেন ক্যান, আনেন অসুবিধা নাই। ব্লগে সবার পূর্ন ফ্রিডম আছে। কিন্তু সবকিছুতে টানার দরকার নাই।

ঈদ মুবারাক আঙ্কেল। সালামী দেয়ার অভ্যাস থাকলে আমি লাইনে আছি। :)

১৮ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:


আমি খালেদা জিয়া, ফালু, ড: এমাজুদদিন, ডা: বদরু, ড: এমাজুদ্দিন, নাহিদ সবাইকে ভালোবাসি, উনারা চলে অবলীলাক্রমে; দেখি বাদ দেয়া যায় কিনা।

২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের মিডিয়ায় যারা সম্পাদনায় আছেন, তারা বেশীর ভাগই এসব সাবজেক্রের ছাত্র নন; বা ছাত্র হলেও, পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করেছেন, দক্ষ নন। আমরা বুঝলেও তিনারা বুঝেন না।। এখন ব্যাবসায়ের বড় একটা ক্ষেত্রই কিন্তু মিডিয়া-জগৎ।।সুতরাং বেশী ভাল আশা না করাই ভাল।।

১৮ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের লোকেরা বিশ্ব দেখছে, কিন্তু শিখতে পারছে না।

৩| ১৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাউ ওয়াজ ঈদ?

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:

ঈদের শুভেচ্ছা নেবেন।
ঈদ ভালোই, আোনেকের সাথে দেখা হলো ঘুরলাম।

আপনি কেমন কাটালেন?

৪| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: আমারেও ভালোবাসেন, না বাসেন অসুবিধা নাই। সালামী দিলেই হইবো। সুক্ষভাবে এড়াইয়া গেলেন ব্যাপারটা। ঈষৎ কস্ট পাইছি। :(

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা রলো।
স্যরি, আপনার মন্তব্যের ২টা উ্ত্তর করার চেস্টা করছিলাম, হঠাৎ কিছুতে ব্যস্ত হয়েগিয়েছিলাম মনে হয়; সালামী জমা রলো, পেয়ে যাবেন।

ঈদ কেমন কাটলো ?

৫| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৩

জুন বলেছেন: ভাই চাদ্গাজী আমার ছেলের রুম মেট এক জাপানীজ । তাকে একদিন আমার ছেলে জিজ্ঞেস করেছিল তোমরা কথায় কথায় এত বার মাথা ঝুকাও, আরিগাতো (ধন্যবাদ) বলো , এত বিনয়ী এত ভদ্র এর কারন কি ?
ছেলেটি উত্তর দিয়েছিল ' আমাদের জাপানী সমাজ দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী জেনারেশনকে সেই যুদ্ধের সময়কার পাশবিকতা , হিংস্রতা , নিষ্ঠুরতা তাদের মন থেকে মুছে ফেলার জন্য পরিকল্পনা মাফিক এই নীতি গ্রহন করেছে' । যার ফলে তারা সত্যি অনেক অনেক সভ্য জাতি যা আমার দেবর বলেছিল সেখানে পিএইচডি করতে গিয়ে। আমার অত্যন্ত ধার্মিক দেবর যে এখন ইউ এস এর এক ইউনির টিচার বলেছিল ইসলাম ধর্মে যে নিয়ম কানুন, নীতি ন্যায় ইত্যাদি পালন করার জন্য নির্দেশ দেয়া আছে তা জাপানীরা মুসলিম না হয়েও এমনিতেই সবাই মেনে চলে ।
জানি না আমি কতটুকু সত্য জানি তবে যা শুনেছি তাই লিখলাম ।

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

চাঁদগাজী বলেছেন:

জাতিকে গড়ে তুলতে হয়, তারই অনশ হলো সংকৃতি।

জাতির মননশীলতা গড়া বেশ শক্ত, কোন একটা বড় পরিবর্তন থেকে শুরু করতে হয়; আমাদের স্বাধীনতা ছিল ঐ ধরণের কিছু শুরু করার জন্য ভালো সময়; যাক, দেরীতে হলেও ভালো।

কেহ যুদ্ধ চাহে না, তবউ সামান্য মানুষের ভুলে যুদ্ধ হয়; জাপানীরা যুদ্ধ অনেক কিছু হারায়েছে; তারপর, সঠিক পদক্ষেপ নিয়ে অনেক বেশী পেয়েছে।

ইসলাম থেকে যদি শিখতে পারে, সেটাও গ্রহনযোগ্য।


৬| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

হালি্ বলেছেন: ভাই এমুন ছবি না দিলে দুই দিনেই তো আমরা ফেলানি রাজনরে ভুইলা যামু ।
এইডার দরকার আছে ।

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


ফেলানীকে জাতি ভুলবে না; একটা মেয়ে বিয়ে করার জন্য ঘরে ফিরছিল; এটা আমার মনে অসীম দু:খ হয়ে আছে।
আমি সম্ভব হলে, ফেলানীর হাসি হাসি মুখের একটা ছবি হৃদয়ে রাখতে চাই।

৭| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ঈদ শুরুই হয়নাই, একটু পর শুরু হবে।

বিকাশ নাম্বার দিয়া দিবোনে পরে, যতক্ষন না পাইতেছি দৈনিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ সহ হিসাব কইরেন। :)

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

চাঁদগাজী বলেছেন:

আপনার ঈদ আনন্দের হোক।

ওকে, সালামী মিস হলে ঈদের আনন্দ কমে যায়, সেদিকে খেয়াল রাখবো; বিকাশ নম্বর পেলে পদক্ষেপ নেয়া হবে।
ঈদের সময় সুদ ইত্যাদি নিয়ে আলাপ করলে রেকর্ড হয়ে যাবে।

ঈদ সবার জন্য খুশীর হোক।

৮| ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: পথে কোন ৫-৬ বছরের পিচ্চি বাচ্চা দেখলে দিয়া দিয়েন। ভাইবেন আমিই নিয়া নিছি। :)

১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, দেবো; বলবো, এক ব্লাগার দিয়েছে

৯| ১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ, ঘুমানো অবস্থায় কমেন্ট দিয়েছিলাম তো, তাই মনে ছিল না যে কমেন্ট দিয়েছি এই পোষ্টে =p~

ভাল ছিল।
কারো সাথে দেখা হয়নি কারণ আমি কাউকে চিনি না =p~ শুধু ফুপির সাথে দেখা হয়েছে ফর ফিফটিন মিনিটস।

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


ওকে, ঈদ মানে আড্ডা দেয়া।

সামারে কিছুটা রেস্ট নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.