নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগকে মাথা থেকে নামানোর পজিশনে আছে এখন শেখ হাসিনা

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির অবসান হওয়ার দরকার ছিল; স্বাধীন দেশে দরকার ছিল দক্ষ স্পেশালিস্ট, ইউনিভার্সিটিগুলো হওয়ার কথা ছিল রিসার্চ সেন্টার; এই উপযুক্ত সময়টুকু শেখ সাহেব উপলদ্ধি করতে অক্ষম হন; ছাত্রলীগই উনাকে এত উপরে তুলেছিল; আবার যখন ঐতিহাসিক কারণে ছাত্রলীগকে আওয়ামী লীগে পরিণত করার দরকার ছিল, উনি সেটা করেননি। দেশ যখন স্বাধীন হয়ে গেছে, ছাত্রলীগের কোন রাজনৈতিক ভুমিকা থাকার কথা নয়; ছাত্রলীগের গুরুত্ব কমে গিয়েছিল, ছাত্রলীগের হাতে রাজনৈতিক ইস্যু ছিল না; দরকার ছিল পড়ালেখায় ফিরে যাওয়া; শেখ সাহেব থেকে সঠিক রোডম্যাপ না পেয়ে তারা অকারণ ইস্যু খুঁজে বের করলো, এ্যামিবার মত নিজকে দুইভাগ করলো; দুইভাগ হওয়ার পর, ইস্যুর অভাব হলো না: কেহ মুজিববাদ কায়েম করছে, বাকীরা বৈজ্ঞানিক সমাজতণ্ত্রের সৈনিক হলো; কাজের কাজ হলো, তাদের মারামারি শেখ সাহেবের ভিত্তি নরম করে দিলো; শেখ সাহেবের মৃত্যুর প্রেক্ষাপট তৈরিতে ছাত্রলীগ বিরাট ফ্যাক্টর ছিলো।

শেখ হাসিনা ৩৪ বছর রাজনীতি করে এমন যায়গায় এসেছে যে, ছাত্রদল ও শিবির আর কোন ফ্যাক্টরই নয়; এদের নিস্ক্রিয় করতে ছাত্রলীগের আর দরকার নেই; আবার ছাত্রলীগ এখন প্যারালালী কয়েকটা আছে, প্রতি কমিটিতে ২/৩ ভাগে বিভক্ত হয়ে অবস্হান করছে। এই ছাত্রলীগ শেখ হাসিনার কোন দরকার নেই; এরা যেকোন সময়ে, যেকোন প্রকার বিপদ ডেকে আনবে; এই বহু-মস্তক দৈত্যকে মাথা থেকে দুরে ফেলে দিলে শেখ হাসিনার মাথাও কিছুটা শান্তি পাবে।

আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়ার দরকার; যারা ভোটার হবে, তারা পার্টির রাজনীতি করবে সোজাসুজি। ছাত্র অবস্হায় যারা রাজনীতি করতে চায়, তারা রাজনীতি করবে ক্যাম্পাসের বাহিরে।

আমাদের গ্রাজুয়েটদের পড়ালেখার করুণ অবস্হা, এরা দেশে বেকার, বাহিরে ট্যাক্সী ড্রাইবার; যারা পার্টির সাথে যুক্ত তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে জাতিকে ত্রাসের মাঝে রেখেছে।

শেখ হাসিনার জন্য এখনি বড় সুযোগ; আশাকরি বাবার ভুলটা উনি করবেন না; অনেকদিন বিএনপি ও জামাতের চাপে থাকায় উনি মনে করতেন যে, ছাত্রলীগ দরকার; এখন সুযোগ এসেছে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরকে ছাত্র জীবনে ফিরে যাবার সুযোগ দেয়ার।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছাত্রলীগকে মাথা থেকে নামালে ভাল হয়।

এটা যদি করতে পারে তাহলে হাসিনাকে অভিনন্দন জানাব।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:

একা ছাত্রলীগের কারণে শেখ হাসিনা মানুষের শ্রদ্ধা হারাচ্ছেন বিশালভাবে; ছাত্রলীগের সাথে বিলীন করে দেয়ার দরকার ছাত্রদল ও শিবির।

২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা দরকার, কিন্তু কেউ করবেনা। কেউই না। এই দেশে অসম্ভব কল্পনা

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব জাতির জন্য এত কিছু করার পর, এখন প্রায় নেই বললেই চলে; এটার একটা কারণ, উনার ছাত্রলীগ প্রীতি।

শেখ হাসিনাও ডুবে যাবে, মানুষ মনে রাখবে ছাত্রলীগের মারামারি ও ভর্তি ব্যবসা।

শেখ হাসিনা না করলে, মানুষকে করতে হবে; সময় লাগবে।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছাত্রদল, ছাত্রলীগ ও শিবিরের সাথে ছা্ত্র রাজনীতিও বন্ধ করতে হবে।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


মুলত: সেজন্যই ছাত্রলীগকে বন্ধ করতে হবে; ছাত্রলীগকে বন্ধ করতে আিনের দরকার হবে; সেটা হলো সব নাগরিক ভোটার হলেই পার্টির কার্য-কলাপে অংশ নিতে পারবে, এবং ক্যাম্পানে রাজনীতি করা যাবে না।

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: এখন সুযোগ এসেছে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরকে ছাত্র জীবনে ফিরে যাবার সুযোগ দেয়ার।যা আমারও সুখ-স্বপ্ন।। কিন্তু দনের আলো দেখবে না।। (উপ-মহাদেশের রাজনৈতিক দৃষ্টিকোনে)উদাহরন দিতে গিয়েও দিলাম না ।। আশা করি বুঝে নেবেন।।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতির লোকেরা মাফিয়া; জাতিকে এদের সাথে যু্ধ করতে হবে হয়তো।

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

ফ্লাইং সসার বলেছেন: ছাত্ররাজনীতি বন্ধ না করতে পারলে আমাদের শিক্ষাব্যবস্থার কোন উন্নতি হবে না,শুধু ছাত্রলীগ না;সকল ধরণের ছাত্র রাজনীতি।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:

আমাদের শিক্ষা ব্যবস্হা থেকে হাজার কোটী আয় করছে ছাত্র রাজনীতিবিদরা; ফলে, আমাদের গ্রাজুয়েটরা নিউইয়র্কে ও সৌদীটে ট্যাক্সী চলাচ্ছে।

৬| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪০

ফ্লাইং সসার বলেছেন: ছাত্র রাজনীতি কিভাবে বন্ধ করা যায় ? বর্তমান পরিস্থিতিতে এটা কি আদৌ সম্ভব?

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি মানে লিগ্যাল মাফিয়া।

হয় শেখ হাসিনা বন্ধ করবেন, না হয় উনি বাবার মতো ডুববেন।

শেখ হাসিনা বন্ধ না করলে, দায়িত্ব আমাদের উপর আসছে।

৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: লিগ্যাল মাফিয়া। আর কি বলবো!!

৮| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫২

ফ্লাইং সসার বলেছেন: উত্তর পেলাম না।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:

ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব।

সরকারকে বাধ্য করতে হবে, পার্লামেন্টে বিল এনে বন্ধ করতে। ডিটেিলস আপনাকে বুঝতে হবে, এটা লম্বা প্রসেস; আমরা যদি চাই, আমাদের এমপি'কে বলবো বিল আনতে।

৯| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:১৪

ফ্লাইং সসার বলেছেন: সরকারকে বাধ্য করতে হবে, পার্লামেন্টে বিল এনে বন্ধ করতে ---কে বাধ্য করবে?! আপনি আমি বললেই এমপি বিল আনবে?! আর আনলেও ঐ এমপি তিন দিনের মাথায় কাশিমপুরে নিজেকে আবিষ্কার করবে। একমাত্র হাসিনা যদি বলে তবেই এটা সম্ভব। এখন প্রশ্ন হল হাসিনা এটা চাইবে কিনা?

২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


না, শেখ হাসিনা এটা করবে না।

বাংলাদেশের এমপি'রা বিল আনতে জানেও না।

১০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫২

ফ্লাইং সসার বলেছেন: apni ekbar bolchen MP der bill ante hobe, abar bolchen MP ra bill ante pare na; apnar boktobbo kintu apnakei contradict korche.
Puro post a bollen Hasina k chattro league ban korte hbe,comment er answer a bolchen. Hasina eta korbe na; mamla to ekhanei dismissed .
Apni ki apnar boktobber oshonglognota bujhte parchen?!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, বক্তব্যে কিছুটা কন্ট্রেডিকশন আছে; শেখ হাসিনা ছাত্রলীগকে যদি আওয়ামী রাজনীতএ চলে যেতে বলে, এবং সাথে সাথে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়, তখন আইনের দরকার হবে। সেজন্য বিলের দরকার।

এ ধরণের বিল আনাটা তেমন কিছু না।

আজকে যদি বড় ধরণের বিল আনতে হয়, যেমন 'সবার জন্য শিক্ষা', সেই ধরণের বিল আনার মত দক্ষ পার্লামেন্ট সদস্য আমাদের নেই।

১১| ২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:


জাতি ২ জন তরুণ রাজনীতিবিদ পেলেন; আজ এই ২ রাজনীতিবিদ মিলিয়ন ডলার ম্যানে রুপান্তরিত হয়েছেন হয়তো; শেরে বাংলাকে রাজনীতিবিদ হওয়ার জন্য, ততকালীন সময়ে মাস্টার্স করে, পরে কলিকাতা কোর্টে ওকালতি কেড়ে হয়েছে; গান্ধীকে আিন পড়ে আইন ব্যবসা করতে হয়েছে; আজকাল, পড়ালেখা অবস্হায় রাজনীতিবিদ হয়ে যাচ্ছে।

আমাদের নতুন যেই ২ জন তরুণ রাজনীতিবিদ দেশের বৃহত্তম রাজনৈতিক দলের অংগ সংগঠনের কর্মকরতা হলেন, তারা আমাদের ক্যাম্পাসগুলোকে, আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের চালাবেন

১২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

ফ্লাইং সসার বলেছেন: ছাত্র রাজনীতি কোন আইন করে বন্ধ করা যাবে না। রাজনৈতিক দল গুলা কে এক সাথে ঐক্য মতে আসতে হবে যে তারা ক্রমান্নয়ে ছাত্র সংগঠন গুলো কে নিরুতসাহিত করবে, ছাত্র সংগঠন গুলোর অংশগ্রহন কমিয়ে আনবে তাদের রাজনৈতিক করমসুচিতে, ছাত্র সংসদ কে একটিভ করতে হবে এবং ছাত্র সংসদে রাজনৈতিক সমরথন দেয়া থেকে বিরত থাকতে হবে।
ইউনিভারসিটি, কলেজ গুলো তে রাজনৈতিক বিবেচনায় টীচার,উপাচারয নিয়োগ বন্ধ করতে হবে।

এসব করতে পারলেই আপনি আশা করতে পারেন যে ছাত্র রাজনীতি বন্ধ হবে। যেটা বরতমান রাজনৈতিক পরিস্থিতিতে অসম্ভব একটি চিন্তা বলে মনে হছচে।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:

আপনি যেভাবে ভাবছেন, সেটা একটা সমাধান হতো, যদি দলগুলো 'রাজনৈতিক' দল হতো।

জামাত কিসের রাজনীতি করে? রাজনীতি বলটে কিছুই নেই ওদের; ফলে, শিবির ব্যতিত ওরা নেই।
বিএনপি'কে মানুষ ভোট দেয়; কারণ, উহা আোয়ামী লীগ নয়; রাজনীতির কিছু নেই; ছাত্রদল ছিলো ছাত্রলীগের ছোট ভাই।
আওয়ামী লীগ কিছুটা রাজনীতি করে নিজের মন মতো, দেশের জন্য নয়।

ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সাধরণ মানুষকেই, হয়তো পিটায়ে ঠিক করতে হবে।

১৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

ইস্কান্দার মীর্যা বলেছেন: পিটানী দেন আর যাই করেন দিনশেষে একটু ভেবে দেখবেন, বাংগালীর ইতিহাসে ছাত্রলীগ না আসলে সর্বোচ্চ একজন জোব্বা সর্বস্ব মৌলবাদীই হতেন ।

লাস্ট দুদিনে সামু সম্পর্কে আমার ধারনাই পাল্টে গেছে ! ভেবেছিলাম এখানে সব সৃজনশীল লেখকদের পদচারনা । এখনি দেখছি এটা একটা ছাগুর খোয়াড়ের চেয়ে বেশী কিছু না ।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:

আপনি কিছুদিন অনুপস্হিত থালে, সামু কেন, বিশ্ব ভুল দিকে চলে যাবে; বেকুবদের ১ম সিম্পটম এতাই।

বাংলাদেশের ছেলেরা ১০ লাইন নজরুলের কবিতা মুখস্হ লিখতে নকল করে; এবং আপনি নিশ্চয় ৫০ লাইন কবিতা মুখস্হ করার মত মগজ নিয়ে জন্মেননি; সেই ছাত্রা আবার রাজনীতি করবে?

তোফায়েল আহমদ, থেকে আমু কেহই রাজনীতি শেখেনি, শিখেছে দখলবাজি, লাইসেন্সবাজি, বকোবাজি

১৪| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: যারা মনে করে ছাত্রলীগ না আসলে ওরা নিজেরাও জোব্বা সর্বস্ব মৌলানা হইতো, জাতিতে তাদের মত লোকেরাই হইলো রাজাকার চরিত্রের। এদের ধারনা সব কাজ কোন মহামানব আইসা কইরা দিবে। নিজেরা বইসা সেই ফায়দা নিবে।

এরা ইতিহাস পড়েনা, জানেওনা। এরা দলকানা, নীচুমনা। এরা কেন পড়েনা সেই ইয়ো ইয়ো বড়লোকের ছেলে আজাদের কথা, যে পাকিস্তানপন্থী ছাত্র ইউনিয়ন করতো, কিন্তু সময়ের প্রয়োজনে ঠিক তাই করছে যা তার করা উচিত ছিলো। এমন কত হাজারো কাহিনী। সবাইরে নিজের মত ভাবলেতো চলেনা। ৬ মাসে ৫ টা পোস্ট আর কয়টা কমেন্ট দিয়া উনি ব্লগ বুইঝা গেছেন।

১৫| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৬

মাসূদ রানা বলেছেন: কি বলবো বুঝতে পারছি না । আল্লাহ পাক আমাদের জ্ঞান দিন ।

২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাস দখল করে জাতির "জ্ঞান" ভান্ডার শুন্যের কোঠায় রাখছে।

১৬| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৮

মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী ভাই, পোষ্টে প্লাস .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.