নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার শেষ ভোট হয়ে গেছে ২০০১ সালে

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৮

খালেদা জিয়া আজকে আবার সংবাদে এলেন, তিনি আবারো ভোট চাচ্ছেন, এখন তত্বাবধায়ক না হলেও চলবে; কোন প্রকারে একটা নিরপেক্ষ ভোট হলেই চলবে; উনাকে কেহ হয়তো সঠিকভাবে বুঝয়ে বলছে না যে, পরিস্হিতি বলছে, উনার শেষ ভোট হয়ে গেছে ২০০১ সালে; আগামী ভোটে উনি হয়তো অংশ গ্রহন করতে পারবেন না; উনার '৯১ দিনের আন্দোলনের রেজাল্ট বের হবে ততদিনে। এখন ভোট চাওয়াটা কেমন একটা প্রলাপের মতো শোনাচ্ছে; গত আন্দোলনের ফলাফল কি, পার্টির লোকজন কোথায়; কোন খোঁজ খবর নেই, খালি ভোট চাই!

আওয়ামী লীগ উনাকে সহজে আর ভোটে যেতে দেবে না; ভোটে গিয়েও লাভ নেই, উনার দল জিততে পারবে না আগামী ভোটে। বিরোধীদলের যায়গাটা ফেরত পাবেন; তাতে লাভ কি, উনারা বিরোধীদলের রাজনীতিতে বিশ্বাস করেন না। নিরপেক্ষভাবে ভাবলে, উনার এমন কোন যোগ্যতা ছিল না যে, উনি জিততে পারেন। সেই তুলনায় শেখ হাসিনা ভালো করছে। আওয়ামী লীগ এর অনেক ভালো করা উচিত; কিন্তু তাদের মাপকাঠিকে ওরা ছোট করে রেখেছে, ওরা চায় শুধুমাত্র বিএনপি থেকে ভালো করতে।

বিএনপি ও আও্য়ামী লীগের মাঝে আওয়ামী লীগ সব সময় বিএনপি থেকে ভালো করে, কিন্তু ওরা কখনো মানুষকে বুঝার চেস্টা করে না; যা করতে হয় নিজের ইচ্ছায় করে, মানুষকে মোটামুটি সন্মানও করে না; তাদের একটা বদ্ধমুল ধারণা দেশটা আওয়ামী লীগ এনেছে, ওরাই জানে কি করতে হবে। তারা দলের অগ্রজ নেতাদের সন্তানদের বেশ দাম দিচ্ছে; কিন্তু অগ্রজদের নতুন জেনারেশন মোটামুটি বেশ অনুপযুক্ত। আর আোয়ামী লীগের একটা দলীয় স্বভাব আছে, এরা সবাই নিজের মত করে কথা বলে; কোনটা দলের কথা, কোনটা নিজের কথা বুঝা মুশকিল।

ভয়ংকর কোন কিছু না ঘটলে ২০১৯ সালের আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই; হয়তো ভোট হবে, যদি বিচারে খালেদা জিয়ার জেল জরিমানা হয়ে যায়।

অবশ্য বিএনপি যে, একেবারে বসে আছে তা নয়, তারা আওয়ামী লীগের সাথে কোন না কোনভাবে কথা বলছে, এবং কোন একটা চুক্তিতে আসার চেস্টা করছে; উপরে এরা যতই ফোঁসফাঁস করুক না কেন, এরা পরস্পরকে চিনে, এদের ভেতরে যোগাযোগ আছে। দেখা যাক, খালেদা জিয়ার ভোটের কি হয়; মনে হয় উনার ভোট শেষ হয়ে গেছে।

উনার মতো একজন মহিলা বাংলাদেশের রাজনীতি করেছেন ৩২ বছর দাপটের সাথে, টাকা পয়সার মালিক হয়েছেন; ছেলেদের টাকা পয়সা হয়েছে, ভাইবোনদের টাকা পয়সা হয়েছে, আর কত? নাকি জন গণের জন্য কিছু করতে চাচ্ছেন? সেটা হবে নতুন কিছু।




মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৬

লেখোয়াড়. বলেছেন:
তাইলে খালেদা জিয়া অহন কোনটা করবো??

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


উনার অবসরে চলে যাওয়া উচিত; মানুষ জানে না যে, তাদের কত ক্ষতি করেছেন উনি!

২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৭

লেখোয়াড়. বলেছেন:
আমাগো দ্যাশের মাথামোটা মানুষ আসলেই জানবেনা উনি মানুষের কতটা ক্ষতি করেছেন। আহন আওয়ামী লীগ যদি দশটারে সোনায় মোড়াইয়া দেয় তবু তারা খালেদা-তারেক বইলা গলা ফাটাইবো।

যাউগ্গা..............

তয় অহন তারেক জিয়ার কি হইবো?

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়া আসবে, দফা রফার চেস্টা চলছে নিশ্চয়ই।

শেখ হাসিনা যদি চায় যে, জয় আওয়ামী লীগ চালাক, তা'হলে তারেককে আনতে হবে।

৩| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭

লেখোয়াড়. বলেছেন:
জয় আর তারেক কি এক?

অনেকে তাদের এক করার চেষ্টা করে একটু তৃপ্তি পেতে চায়??

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:

জয় ও তারেক এক নয়, তারা একই দেশে একই রকম রাজনীতিতে যুক্ত।

জয় আওয়ামী লীগের রাজনীতি করছে, তারেক বিএনপি'র রাজনীতি করে; আওয়ামী রাজনীতি ও বিেনপি'র মাঝে তফাৎ খুব বেশী নয়।

৪| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৯

লেখোয়াড়. বলেছেন:
কেন জয় আওয়ামী লীগ চালালে তারেককে আনতে হবে কেন?

তবে জয়কে আওয়ামী লীগের দায়িত্ব আগামী ১৬/২০ বছরের মধ্যে না দেয়া ভাল।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:

জয়ের যে অবস্হা, একা আওয়ামী লীগ চালাতে পারবে না; আওয়ামী লীগের লোকেরা বিএনপি'র মতো নয়।

১৬/২০ বছর যদি শেখ হাসিনা টিকে থাকে, তা'হলে সম্ভব।

৫| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৮

লেখোয়াড়. বলেছেন:
আওয়ামী রাজনীতি ও বিএনপি'র মাঝে তফাৎ খুব বেশী নয়.............. এখানে আপনি নিরপেক্ষ।

ইয়ে, আপনার প্রপিকটা পরিবর্তন করেন দয়া করে।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:

কি রকম প্রফিক হলে ভালো হয়?

৬| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৬

লেখোয়াড়. বলেছেন:
যেহেতু চাঁদগাজী তাই চাঁদের সাথে মিল রেখে একটি প্রপিক নিন।
যেন আকর্ষণীয় হয়। আমারটির মতো।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:

চেস্টা করবো।

ট্রাকটর আধুনিক কৃষির টেকনোলোজী হিসেব ভালো লাগে।

"ছাঁদগাজী " হচ্ছে ফেনী উপজেলার একটা গ্রামের নাম; ওখানে 'জেড-ফোর্সের' সর্বশেষ ডিফেন্স ছিল; সেই গ্রামের সন্মানে নিকটি।

৭| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগার চাঁদগাজী অনেক ভাল মানুষ।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


স্যরি, মিসড ইউ।

আপনি যখন কমেন্ট করছিলেন, আমি ততক্ষণে বাহিরে চলে গেছি।

৮| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১

লেখোয়াড়. বলেছেন:
তাহলে "ছাঁদগাজী " নিক নেননি কেন?

আর ট্রাকটর তো আপনার নিকের সাথে যায় না, তাই না?

এনি ওয়ে কিছু একটা করুন। চেন্জ করুন।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:

'নিকের' বানান ঠিক আছে, একটু আগে আমি গ্রেমের নাম ভুলভাবে লিখেছি; ব্লগার 'এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা " ঠিক ধরতে পেরেছেন।

দেখি, ভালো প্রোপিক পেলে দেবো।

৯| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেখোয়াড়. বলেছেন:
তাহলে "ছাঁদগাজী " নিক নেননি কেন? =p~ =p~ =p~

উনি বানান ভুল করেছেন।

১০| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৩

যোগী বলেছেন:
স্যার আপনাকে যতটুকু জেনেছি আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। আপনার অতীত কর্মকান্ড আমাকে গর্বিত করে আর আপনার আধুনিক চিন্তাভাবনাই আমি মুগ্ধ হই।

খালেদা জিয়ার আজকের মনোভাব দেখে আমার বলতে ইচ্ছা হচ্ছে "গোলাপী এখন লাইনে"

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়া এত কম বুঝে যে, উনি কি ক্ষতি করেছেন, তা বুঝতে পারবেন না।
শেখ হাসিনা যদি উনার জেলে যাওয়া বন্ধ করে, জাতির বিরাট অংশ আসল খালেদা জিয়াকে চেনার সুযোগ পাবে না।

আপনাদের অনেকের মতো, আমিও চাই যে, জাতি বুঝুক, নিজের ভালো করুক।

১১| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এখানে একটা চিরন্তন কথা বলেছেন, আওয়ামীলীগ যা করে নিজের ইচ্ছায় করে, মোটামুটি মানুষকে সম্মানও করেনা । এ প্রক্রিয়াটা বঙ্গবন্ধুর আমল থেকেই শুরু হয়েছে । শুরু থেকেই এরা সমালোচনা সহ্য করতে পারেনা । বিএনপির সাথে নিজেদের তুলনা করে । এরা যদি যোগ্য লোকদের মর্যাদা দিত, দেশ এবং দল দুটোই ভালো থাকতো । আর খালেদা জিয়ার ক্ষেত্রে বলবো, উনার দলের বিশাল একটা ভোটব্যাংক আছে ।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:

খালেদা জিার ভোট ব্যাংক হলো, খালেদা জিয়া ও উনার বন্ধুদের অবদান, " জাতিকে অশিক্ষিত করে রাখ"।

আওয়ামী লীগের যে অবদান স্বাধীনতা যুদ্ধে, এবং জাতির যেই অবদান স্বাধীনতা যুদ্ধে, ২টি মিলে বিরাট শক্তি হতো; কিন্তু আওয়ামী লীগ জা্তির সাথে সেইভাবে মিলতে পারেনি; সেটাই খালেদা জিয়া ও জামাতের ভোট ব্যাংকের মন্ত্র।

১২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

বিপরীত বাক বলেছেন: ভালো খারাপ জানি না বা বলব না। তবে শেখ হাসিনা রাজনীতির যতটা বোঝে খালেদা তার কানাকড়ি ও জানে না। ঐ মহিলা শুধু জানে ক্ষমতা টা পাইলে সবঠিক।।

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা খালেদা কখনই ভাবে না বা স্বীকার করে না যে সে ভুল করেছিল।।
করুক না করুক শেখ হাসিনা ১৯৯৬ তে অতীতের ভুলভ্রান্তির জন্যে ক্ষমা চেয়েছিল।। এমনকি ইচ্ছাকৃত বা অনিচ্ছা কৃত আওয়ামী আমলে ধর্মে আঘাত লাগলেও ২০০৮ তেশেখ হাসিনার ধর্মীয় পোশাক কিছুটা হলেও আশ্বস্ত করেছিল।। যাহোক,, যেটা সত্য,,, শেখ হাসিনা অতীত কে মাথায় রেখে সামনে এগোচ্ছে।।। যেটা দুরদর্শীতা আর প্রজ্ঞার প রিচয়।।

আর খালেদা? অন্য ভুলগুলো বাদই দিলাম,,, হাওয়া ভবন সৃষ্টি যে ভুল ছিল,, ক্ষমতার দু'টি কেন্দ্র সৃষ্টি যে ভুল ছিল এটা স্বীকার করা তো দুরে থাক।।। অনুধাবন ই করছে না। ইডিয়ট মহিলা।।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:

উনার বিঝার ক্ষমতা না থাকাই উনার বড় গউন হিসেবে নিয়েছিল আমাদের মিলিটারী, পাকী আইএসআই ও ড: বদরুদ্দোজা ও আমাদের ততকালীন ব্যুরোক্রেটরা; উনাকে সামনে রেখে সবাই লুটতরাজ চালায়েছে, উনাকেও ভাগ দিয়েছে।

জেলারেল জিয়ার স্ত্রী হিসেবে উনার নাম ও মাংসর দাম ছিল; মাথা উনার কোন কালে ছিল না।

১৩| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১০

এরশাদ বাদশা বলেছেন: মানুষ পুড়িয়ে অঙ্গার করেছে, দেশের সম্পদ বিনষ্ট করেছে যেই তত্ত্বাবধায়কের দাবিতে, সেই দাবি থেকে সরে এসে এখন নির্লজ্জের মতো আবার ভোট চাইছে। কি দরকার ছিলো এতোগুলো মানুষকে হত্যা করার, যারা বেঁচে আছে তারা তো সারাজীবন এই দগ্ধ যন্ত্রণা বয়ে বেড়াবে।
এই মহিলাকে পুত্রশোকে বিন্দুমাত্র কাতর হতে দেখিনি। এখানে সে ভ্রু প্লাক করে, এখনো শিফন শাড়ী পরে, এখনো মুখে আলকাতরা মাখে।
আমি হাসিনার পূজারী নই, কিন্তু খালেদাকে দিয়ে দেশ বা জনগনের কোন উপকার হবে বলে বিশ্বাস করিনা।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


"আমি হাসিনার পূজারী নই, কিন্তু খালেদাকে দিয়ে দেশ বা জনগনের কোন উপকার হবে বলে বিশ্বাস করিনা। "

-উপকারের মাঝে একটা হয়েছে, উনি ও উনার ১৪ গোস্ঠী অবৈধ টাকার মালিক হয়েছে; দু:খ নিয়ে মরেছে মানসিক সমস্যার ছেলে আরাফাত। ছেলের মৃত দেহটা বাসায়ও নেয়নি, এই মৃত-মগজ মহিলার পেচনে এখনো ডাকাতেরা ভীড় করছে।

১৪| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

লেখোয়াড়. বলেছেন:
এরশাদ বাদশা বলেছেন: সে ভ্রু প্লাক করে, এখনো শিফন শাড়ী পরে, এখনো মুখে আলকাতরা মাখে।..................

এগুলো শেখ হাসিনা করলে জামাতী আর বিএনপিরা যে কি বলতো!! ভাবতেই কেমন লাগে।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


জামাতের জন্য খালেদা জিয়া ছিল সৌভাগ্যের ফেরেশতা; '৭১ সালের জল্লাদ থেকে বাংলাদেশের শাসনকর্তা; জামাতের ইতিহাস জল্লাদের ইতিহাস।

১৫| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

বিপরীত বাক বলেছেন: বিএনপি আওয়ামী কোনটাই দুই মিহলার গুণে টিকে না।
টেকে হলো নিবেদিতপ্রাণ আদর্শবান (দলীয়) কর্মী আর দলীয় থিঙ্কট্যাঙ্ক দিয়ে।

শেখ হাসিনা তার নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করেছে।।
সিনিয়র লিডারদের সম্মান করেছে। এখন আরও বেশি করে করছে।।।

আর খালেদা ওগুলোরে লাত্থি মেরে কুলাঙার কুপুত্র তারেক রে বুকে নিয়ে রেখেছে।।।

এর একটা কারণ,,,,,, আমার যেটা মনে হয়,,,

খালেদা যা পেয়েছে তাকে সে তার প্রাপ্য মনে করেছে।।। মূর্খ হলে যা হয় আর কি।।।

আর শেখ হাসিনা তার সাফল্য কে নিজের অর্জন বলে মনে করে।।

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


"বিএনপি আওয়ামী কোনটাই দুই মিহলার গুণে টিকে না।
টেকে হলো নিবেদিতপ্রাণ আদর্শবান (দলীয়) কর্মী আর দলীয় থিঙ্কট্যাঙ্ক দিয়ে। "

-অনেকে সাপের পা দেখে, তারা সৌভাগ্যবান; আপনি বিএনপি ও আও্যামী লীগের " থিঙ্কট্যাঙ্ক " দেখেছেন, আপনি সৌভাগ্যবান; আমি দেখেছি ষড়যন্ত্কারী।

শেখ হাসিনার কাছে দেশের চেয়ে দল বড়; খালেদার কাছে দলের চেয়ে ব্যক্তি বড়।

১৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাহিরে মানে? এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন?

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


ঘনিস্ট কয়েকজন পাশের রেস্টুরেন্টে বসেছিলান, যেতে হলো।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্টগুলো কি করেছিলেন?

১৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একটা বক্সে ভরে আকাশে পাঠিয়ে দিয়েছি =p~

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ছাত্রজীবন নিয়ে লিখুন।

১৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: দুই দলের শাসনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। আওয়ামী লীগ মনে করে দেশটা কেবল তাঁদেরই বানানো। অতি উগ্র মানসিকতা, জাতীয়তাবোধও ভালোনা। শেখ মুজিব আবেগী নেতা ছিলেন, উনার উচিত ছিলো বুদ্ধি খাটানো। হাসিনাও পুরাই আবেগী ছিলেন, তার নিজের মধ্যেও জমিদারী ভাব প্রকট ছিলো, এখনো আছে, কিন্তু অনেক কমছে। এইটা ভালো ব্যাপার। কেবল আসেপাশের লোকগুলারে একটূ মানুষ বানাক। সুরঞ্জিত, তোফায়েল, আমু, নাসিম এরা বিপদের সাথী না। এরা আসলে দলের মাথায় বইসা থাকা আগাছা।

খালেদা জিয়া হইলো অফিসারের বউ। অফিসারের বউ আবার রাজনীতির কি বুঝে এইটা গবেষনার বিষয়। উনারা তো হম্বিতম্বি আর খাচায় বন্দী জীবন ছাড়া সাধারন লাইফ দেখেনও নাই। উনার আমলের দুর্নীতি হইছে সুক্ষ, কেউ টের পায়নাই, কিন্তু অনেকে লাল হইয়া দেশ হইছে বেশামাল।

আমার এখন দরকার, তাই একজন যে সামনে আছে তারে নেত্রী বানাইয়া দিলাম, এইটা কোনো সমাধান না। সিলেক্ট কইরা কখনো নেতা বানানো যায়না। দুর্বলতা থাকেই। হাসিনা খালেদা দুইজনেই এমন। তবু হাসিনার ব্যাকগ্রাউন্ড ভালো। আর এই সময়ে সবচেয়ে ভালো অপশন।

আমার মতে উনাদের এখন সবকিছুর বাইরে যাওয়ার সময় হইছে। অন্য কেউ আসুক। এই দুই পরিবারের বাইরের যে কেউ। কিন্তু এইটা এই সময়ের বাস্তবতায় অসম্মভব কল্পনা।

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:

৪৪ বছরে, বাংলাদেশে রাজনীতিকে এমন খারাপ অবস্হায় নিয়ে গেছে যে, দেশের মুল শিক্ষিত ও বুদ্ধিমানরা রাজনীতির ধারে কাছেও যেতে পারেনি।

শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, বেশীর ভাগ সময় হয়তো ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনার সাথে শিক্ষিতরা যোগদান করে, দেশের ভালো করা সম্ভব।

১৯| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ২:৫১

ফেরদাউস আল আমিন বলেছেন: দুই দলের অভ্যন্তরেই গণতন্ত্র নেই, তারা আবার জনগনকে কি গণতন্ত্র শেখাবে?

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ৩৪ বছর, খালেদা জিয়া ৩২ বছর, এরশাদ ৩০ বছর দলের সভাপতি; এরা রাজতন্ত্র ব্যতিত কিছুই বুঝে না।

২০| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২২

কোলড বলেছেন: I'm rolling on floor:). People get the government they deserve. Sheikh Hasina is there coz you deserve it. General Auchinlek made a comment about Bengali, " utterly emotional, not level headed at all to be relied upon as good soldier". Please dont think he was racist and colonial coz he was neither.

I dont care if Hasina is better than Khaleda Zia in political brilliance, the fact is she has corrupted the judiciary and in power by dint of a bogus election and thats all I care about.

২১| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন: জেনারেল জিয়ার অস্বাভাবিক মৃত্যু, উনার পালিত অজগরদের জন্য আলাউদ্দিনের এক আশ্চর্য প্রদ্বীপ রেখে গিয়েছিল; সেই প্রদ্বীপের জিনের নাম ছিল, "জিয়ার আদর্শ"; এই জিন বাংলাদেশের সাধারণ মানুষের সব সম্পদকে জিয়া সাহেবের অনুপস্হিতিতে

২২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনা ডিসি'দের সম্নেলনে ২১টি পয়েন্টর উপর ফোকাস করে নাগরিক সেবা করার জন্য বলেছেন; ৭ নম্বর নির্দেশটি হয়তো নতুন, বাকী সবগুলো ডিসিদের দায়িত্বের মাঝে পড়ে; যাক, তিনি মনে করায়ে দিয়েছেন, ভালো হলো।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

ফেরদাউস আল আমিন বলেছেন: @কোল্ড বৃটিশ জেনারেল "অচিনলেখ" এর কথা বলছেন, জেনারেল জিয়ার জয়।
@কোল্ড জেনারেল "অচিনলেখ" এর কথা বলছেন, জেনারেল জিয়ার জয়।

ইনি ১৯৪২ ~ ১৯৪৪ পর্যন্ত ভারতের সামরিক বাহিনীর ইন-চার্জ ছিলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.