নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার উড়োজাহাজকে স্বাগতম জানিয়ে

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৩:৫৪

স্বাগতম ব্লগার উড়োজাহাজ, ফিরে আসা উপলক্ষ্যে আবারো স্বাগতম; ফেসবুক, মেসবুক যেখানে যান না কেন, ফিরে আসতে ভুলবেন না; আমরা আছি ব্লগে, কোন ব্লগারকে কিছুদিন না দেখলে আমরা চিন্তিত হই; ফেসবুকে বেশী মানুষ, কে কার খবর রাখে?

ব্লগার উড়োজাহাজ মালয়েশিয়ান ফ্লাইট-৩৭০'এর মতো হঠাৎ নিরুদ্দেশ; আবার ইউনিয়ন দ্বীপে বোয়িং ৭০৭'এর ছোট টুকরা পাওয়ার সাথে সাথে ব্লগে এসে হাজির, ভারত মহাসাগরের পানির মতো ঘুরে এলেন অনেক; আমাদের সবার থেকে স্বাগতম বাণী।

আমরা ব্লগে লিখি পড়ি, সবার খোঁজ খবর নিই; আপনি ফিরে আসাতে আমরা খুশী হলাম। আপনি ফিরে এসে যে পোস্ট দিয়েছেন, তা পড়লাম ভালো লাগলো; অনেক ভালো লাগলো।

যেখানে ভালো লাগে সেখানেই লিখেন, আমরা পড়বো, মন্তব্য করবো; কথা হবে। আপনার আজকের পোস্টে মন্তব্য করে দেখি, আমাকে আপনি ব্যান করেছেন; তাই এখানে লিখে আপনাকে স্বাগতম জানালাম।

মন্তব্য ৪৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ওনি আপনাকে ব্যন করেছে, আর আপনি পোষ্ট দিয়ে ওনাকে স্বাগতম জানালেন......আমি বেশ চমৎকৃত হলাম

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


উনি অনেকদিন পর, ব্লগে ফিরে এসে পোস্ট দিয়েছিলেন; কেহ ইন্টারেস্ট দেখায়নি; আমি মন্তব্য করে দেখি আমাকে ব্যান করে বসে আছেন। কি করা!

২| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৩

আরণ্যক রাখাল বলেছেন: সব্বাইকে এখানে স্বাগতম

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:

সবাইকে, সব সময়।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা ব্যাপার। ব্লগার হিসেবে পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি দারুন উদহারন।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের পছন্দ করি; এটি একটি নতুন জেনারেশন, যাদের ভাবনা-শক্তি রিফাইন হচ্ছে পরস্পরের সাথে বিষয় বস্তু নিটে আলোচনা করে। এতে সামান্য কনফ্লুক্ট হয় সমসয় সময়, তেমন কিছু না।

৪| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনি দেখি মুন্না ভাই। ভালোবাসা দিয়া ব্যান অবসান করাইয়াই ছাড়বেন। ;)

উড়োজাহাজ আবার সচল হোক। :)

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:

লেখা পড়ার পর, কমেন্ট না করতে পারলে ভালো লাগে না; কমেন্ট করতে গিয়ে বুঝতে পারি যে, আমাকে ব্যান করা হয়েছে; আসলে, সব ব্লগারকেই ভালো লাগে।

৫| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

আজাদ মোল্লা বলেছেন: পুরাতনরা যাবে চলে , আসবে নতুন দলে দলে ।
শুস্বাগতম সবাই মিলে ব্লগ এর মাঝে ।
ব্যান করেছে তাতে কি আপনি বাসবেন ভালো ।
আমরা সবাই বন্ধু হয়ে থাকবো একসাথে ।

মন খারাপের কিছু নাই চালিয়ে যান ।
ওনি ওনার টা বুঝতে পারবে একদিন

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাই আমার ব্লগিং নীতি

৬| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:



দারুণ ... ভালো লাগলো আপনার পোষ্ট। ভিন্ন মতাবলম্বী হতে পারি কিন্তু আমরা সবাই একটি জায়গায় এক সেটা হলো আমরা ব্লগার ...


লাগে রাহো মুন্না ভাই --- শতদ্রু একটি নদী... ২য় কমেন্ট আমি দিয়ে গেলাম :D

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:

হাজার হলেও ব্লগার; আমি এদেরকে নতুন আলাদা জেনারেশন হিসেবে দেখি।

আপনি একবার বেশ অসুস্হ হয়ে গিয়েছিলেন?

৭| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:


হুম ... একটা হার্ট এটাক হয়ে গেছে গত জানুয়ারীতে ... এখন মোটামুটি ভালো আছি।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:

আপনাকে কঠিন নিয়ম মেনে চলতে হবে; খাবার, প্রেসার, কোনকিছু নিয়ে টেনসন ইতয়াদির জন্য খেয়াল রাখা।

যেখানে মানুষজন কম, সেখানে হাঁটবেন; গরমের দিনে অফিস বা সুপার মার্কেটে হাঁটবেন।

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উদার এই পোষ্টটির অন্তর থেকে আপনাকে জানাই স্বাগতম।
আপনার পোষ্টটি পড়েই উনার সাথে পরিচয়,এখন আমরা ভালো বন্ধু।
বন্ধু দিবসের সেরা উপহার।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


সব ব্লাগার এখন এক নতুন পরিচয়ে বাঁধা; এটা এক আলোকিত নতুন জেনারেশন।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Uni to apnake pochondo kore.

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়।
তবে, একবার কি একটা মন্তব্য করেছিলাম, সেই থেকে ব্যান করেছেন।

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: আপনি পোস্ট দিয়ে ভালো করেছেন। চমৎকার কাজ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:

অনেকেই নিরুৎসাহিত হয়ে ব্লগ থেকে কিছুদিন দুরে থাকার পর, ফিরে এসে একটা পোস্ট দেন, যেখানে সবার সাথে থাকর প্রত্যয় ঘোষনা করেন, সবার স হযোগীতা ইত্যাদি চান; এ ধরেণের পোস্টে আমি সব সময় কমেন্ট করতে চাই ; উনার বেলায়, পোস্ট মোটামুটি বিনা কমেন্টে ৩য় পৃস্টায় চলে যায়; আমি দেখার সাথে সাথে কমেন্ট করলাম স্বাগতম জানিয়ে; দেখি, আমি উনার পোস্টে ব্যান। তাই উনাকে জানানোর এই প্রচেস্টা।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Uni boleche uni apnake opochondo kore.

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


উনি ঠিক হয়ে যাবেন, মানুষ বদলে যায়; সময়ের সাথে সবকিছু বদলে যায়।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

লেখোয়াড়. বলেছেন:
"মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না"............ এমনই তো চাই।
পারস্পারিক শ্রদ্ধাবোধ।

প্রপিকটা??

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


প্রোপি হবে, হবে, ভাবতেছি।

ব্লগিং হলো সিরিয়াস আনন্দ

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১

রিকি বলেছেন: লেখোয়াড়. বলেছেন:
"মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না"............ এমনই তো চাই।


ভাই যাই হয়ে যাক, আপনি এরকমই থাকেন। সৌহার্দের পরিবেশ সামুতে বিরাজ করুক।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:

ব্লগারেরা এক আলোকিত জেনারেশন, আমরা সবার জন্য সবাই।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

উড়োজাহাজ বলেছেন: এখানে দেখছি আমিই ভিলেন হয়ে গেলাম! যাক, আমার আত্মপক্ষ সমর্থন হিসেবে বলতে চাই ব্লগার চাঁদগাজী যত্রতত্র বেমক্কা কমেন্ট করে বসেন, যা কোন একজন ব্লগারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। কোন একটা পোস্টের প্রথম কমেন্টই যদি হয় 'ফালতু', 'বালছাল পোস্ট' কিংবা কাউকে কাউকে ব্লগিং করার যোগ্য না বলে নিরুৎসাহিত করা হয় তবে একদিকে ঐ ব্লগার যেমন মনোকষ্ট পান তেমনি সে পোস্টটা শুরুতেই বিতর্কিত হয়ে যায় কিংবা অন্যদিকে মোড় নেয়। ইনি এ কাজটা প্রায়ই করে থাকেন। ইনি 'আমার ব্লগে আমার একটা নিকের বিপরীতে এতটাই লেগে ছিলেন যে শেষ পর্যন্ত আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই। কিন্ত সেখানে কাউকে ব্লক করার অপশন ছিল না।
পরে উনাকে আমি এ বিষয়টি থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলাম। উনার সাথে মেইলেও অনেক কথা-বার্তা হয় আমার। তখন তিনি আমার কথা রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই উনার আগের রূপ ফিরে আসতে দেখি। উনাকে নিয়ে ব্লগে উনার কর্মকাণ্ডে আপত্তি জানিয়ে পোস্টও হয়েছে। এ কারণে তিনি এ পর্যন্ত বহু নিক পর্যন্ত খুইয়েছেন। তবে যে কোন নিক নিয়েই আসুন না কেন, আমি উনার কমেন্ট এবং ব্লগিং স্টাইল দেখে উনাকে ধরে ফেলতে পারি। আমার ধারণা, একমাত্র চাদগাজী নিকটিই হয়তো সবচেয়ে বেশি স্থায়িত্ব লাভ করেছে।
চাঁদগাজীর উদ্দেশ্যে বলতে চাই, কোন ব্লগারের মতের সাথে আপনার মতে মিল না হলে আপনি সুন্দর ভাষায় আপনার আপত্তির বিষয়টি তুলে ধরতে পারেন। যদি তিনি আপনার আপত্তি না গ্রহণ করে তবে ওখানে আর কমেন্ট নাই বা করলেন! তাছাড়া কারো পোস্টে কোন ব্যাখ্যা না দিয়ে যদি ফালতু পোস্ট বা এ জাতীয় কোন মন্তব্য করেন তখন তিনি মর্মাহত হন। এটাই স্বাভাবিক। আপনার পছন্দ না হলে এড়িয়ে যাবেন।
আর আপনার অত্যন্ত নাক উঁচু ভাব রয়েছে। বাংলাদেশে ব্লগিং খুব নিম্নমানের বলেও আপনার একটা অভিযোগ ছিল। আপনার জ্ঞাতার্থে বিনীতভাবে বলছি, আমরা হয়তো অত উঁচুমানের ব্লগার হতে পারিনি। নিজের টাকায় ইন্টারনেট বিল দিয়ে, মূল্যবান সময় ব্যয় করে নিজস্ব মত নিজের ভাষায় তুলে ধরার প্রয়াস করি। এটা আমাদের আত্মার খোরাকেরই একটা অংশ।
হয়তো এভাবে অন্যের সংস্পর্শে থাকলে কিংবা অন্যের দ্বারা নিজের ভুল-্ত্রুটি ধরতে পারলে একদিন আমরাও উন্নত ব্লগিং শিখতে পারব। কিন্তু শুরুতে ফালতু বলে দিলে আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হবোই। আমার প্রথম অনুরোধটি আপনি রাখতে পারেননি। তাই দ্বিতীয়বারও কতটুকু রাখবেন জানিনা। আপনাকে আবারও এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করছি। বয়সেও আপনি আমাদের অনেক সিনিয়র। আমাদের মত বাচ্চা বয়সী নন। হয়তো ৬৫ প্লাস এখন। সুতরাং অন্যের দুর্বলতা, দুর্বল লেখার প্রতি বেমক্কা আক্রমণ না করে তাদেরকে পরামর্শ দেওয়ার অনুরোধ রইল। আপনার পরিবর্তনের আশা করছি। যদিও এর কিছুটা স্বাক্ষর আপনার সাম্প্রতিক দুয়েকটা লেখায় দেখতে পাওয়া গেছে। কিন্তু সার্বিক অবস্থা জানি না। আমার পোস্টে আপনাকে পুনরায় কমেন্ট করার সুযোগ করে দিচ্ছি। আশা করি দায়িত্বশীল আচরণ পাব। অথবা আমি আবারো আপনাকে ব্লক করতে বাধ্য হবো। আমি অযাচিত বিষয় নিয়ে কারো সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে রাজী নই। বরং তার থেকে দূরে থাকাটাকেই বেটার মনে করি। শুভ ব্লগিং। প্রত্যাবর্তনকে স্বাগত জানানোয় আপনার প্রতি কৃতজ্ঞতা রইল।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


আমি সব ব্লগারকে পছন্দ করি, সবার সাথে আপমাকেও।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

উড়োজাহাজ বলেছেন: সবাইকে পছন্দ করেন এটা প্রমাণ করতে হয় অন্যকে মন্তব্যের মাধ্যমে আহত না করে। আশা করি সেই বোধটুকু আপনার নিশ্চয় আছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:

মন্তব্যই ব্লগিং'এর মুল চালিকা; সেই মন্তব্যকে কন্ট্রোল করার ভাবনা ঠিক নয়।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: ক্যান আঙ্কেল? মন্তব্য কন্ট্রোল করা ঠিক নয় ক্যান?

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


মন্তব্য কন্ট্রোল করা মানে চিন্তাশক্তির উপর হাত দেয়া।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

উড়োজাহাজ বলেছেন: মন্তব্যই ব্লগিং'এর মুল চালিকা; সেই মন্তব্যকে কন্ট্রোল করার ভাবনা ঠিক নয়-কিন্তু এর মানে নিশ্চয় কাউকে আহত করা নয়। তুচ্ছ-তাচ্ছিল্যও করা নয়।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, সব ধরণের মন্তব্য একজন ব্লগারকে ভালো লেখকে পরিণত করবে।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: পনার চিন্তাধারায় যদি বিকারগ্রস্থতা প্রকাশ পায়, অসংলগ্ন মনে হয়, তাহলে কি আপনাকেও সেই একই ভঙ্গীতে উত্তর দেয়া ঠিক হবে বলে মনে করেন? আমার যদি মনে হয় আপনার চিন্তাভাবনা, মত প্রকাশের স্টাইল গর্ধব প্রকৃতির, তাহলে কি সেইটা সরাসরি আপনাকে গর্ধব বইলাই বুঝাইয়া দেয়াটাই আদর্শ ব্লগারের মত আচরন হবে?

মনে হইলে বইলেন, সেইরকম আচরনই প্রকাশ করা হবে। হজম করতে পারলে গ্রহন কইরেন।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:

আমার ধারণা, আমি জানি কি লিখছি; এবং ব্লগারেরা উপকৃত হয়েছে।

সামুতে টিকে থাকার জন্য বর্তমানে, আমি আমার মন্তব্যকে কন্ট্রোল করছি; আসলে এ ধরণের মন্তব্য খুবই নীচু মানের।
"লেখা ভালো হয়েছে", মন্তব্য চাচ্ছেন?

১৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: না, ভাষার ব্যবহার অনেক ভালোভাবেও কাউকে আঘাত না করেও করা যায়। আপনার মত বয়স্ক ব্যক্তির ভাষা শিক্ষার ক্লাস আমার তো নেয়ার কথা না। সময়ের সাথে সাথে এমনি জেনে যাবার কথা।

লেখা ভালোলাগলে ভালোলাগা জানাবেন। না বুঝলে বলবেন বুঝিনাই। ভালো না লাগলে বলবেন কেন কিংবা কোন জিনিসটার কারনে ভালোলাগেনাই।

এতো ভালোবাসেন বললেন, কিন্তু চিন্তার ইপর হাত দিতে চাননা, বক্তব্যে সংযত থাকাকে ঠিক মনে করতেছেন না, ব্যাপারটা দুইরকম হইয়া যাবেনা?

ধরেন উনি আবার পোস্ট দিলো। আপনি বললেন, কককক বকবক চকচক। মুরগী, গরু, গাধা... এরপর উনি সংগত কারনেই আবার রাগ সামলসিয়া প্রতি উত্তর দিতে পারেন, বকবক মনে হইলে এইখানে হাগু করতে আইসেন না, অন্য জায়গায় হাগু করেন। নিজের ব্লগ পাবলিক টয়লেট বানাইয়া ফেলেন। তাইলে কি ভাল্লাগবে? আপনি না বইলা তুইও বলতে পারে। ওইটা কি সম্মানের হবে আপনার বয়সী কিংবা কোনো মুক্তিযোদ্ধার জন্য?

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:

আমার মনে হয়, আপনি ও আমি ব্লগিংকে ২ ভিন্ন লেভেল থেকে দেখছি; আমি মনে করি, আমি যখন পোস্ট পড়ছি, আমি যা ভাবি সেটাই লিখব; আপনি ভাবছেন আনুস্ঠানিকতা সারবেন।

২০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আমারতো মনে হয়না আনুষ্ঠানিকতা সারি। তাহলে কমেন্ট কইরা কমেন্টের উত্তর পাইলে আবার পাল্টা উত্তর দেয়ার মত হইলেও দেয়ার প্রয়োজন মনে করতাম না। অন্য অনেক পোস্টে গিয়া আনুষ্ঠানিকতা সারতাম।

আপনি যা ভাবছেন সেইটাই বলেন। কিন্তু ভদ্র হইয়া বললে সমস্যা কই? ব্যবহারে বংশের পরিচয় বইলা একটা কথা আছেনা? আপনার মুখে যদি অসংলগ্ন অভদ্রের মত কথা বেশি আসে সেইটা কিন্তু আপনার নিজের শিক্ষার সাথে সাথে আপনার পরিবারেরও পরিচয় তুইলা ধরবে।

ধরেন আপনার পেশাবের বেগ চাপলো। আর আপনি একটা মিটিং এ আছেন। আপনি যদি বলেন, একটু মুইতা আসি! তাইলে ওইটা কি একটু কেমন জানি শোনাবেনা? বলা তো উচিত একটু টয়লেট থেকে আসছি কিংবা একটু ওয়াশরুম থেকে আসছি।

বলার ভঙ্গী পাল্টানো উচিত। মনে যা আছে তাই বলেন। কিন্তু ভদ্রতার সীমারেখা অতিক্রম না করাই কি ভালোনা?

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:



ওকে, বলার ভংগিটাকে আরো মার্জিত করার চেস্টা করবো।

২১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫০

জেন রসি বলেছেন: তর্ক বিতর্ক কিংবা গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র আবেগের জায়গা থেকে কিংবা অন্ধবিশ্বাস থেকে তর্ক করতে গেলে সেটা অন্যরকম কিছু হয়ে যায়। এই পোস্টে আপনার উদার মনোভাব দেখে ভালো লাগল। আপনি সমালোচনা গ্রহন করতে পারেন।এটা অবশ্যই আপনার ভালো দিক।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:

আমি শুনতে ভালোবাসি; প্রতিটি শিক্ষিত মানুষের নিজস্ব আইডিয়া থাকে।

২২| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব ব্লাগার এখন এক নতুন পরিচয়ে বাঁধা; এটা এক আলোকিত নতুন জেনারেশন
বাহ চমৎকার বলেছেন,শুনেই ভালো লাগছে

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা সবচেয়ে বেশী আলোচানা, সমালোচনা করে আসল বিষয়বস্তুকে নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগার উড়োজাহাজ ব্যান তুলে নিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.