নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এখন থেকে রাজনীতিতে ফিরতে পারবো?

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

আপনি যদি শামীম ওসমানের এলাকায় সঠিক রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন, উনি প্রথমে বিনয়ের সাথে আপনাকে সরে যেতে বলবেন, না সরলে সরানোর ব্যবস্হা উনি নিজেই করবেন; আপনি যদি মেয়র মহিউদ্দিনের এলাকায় ভালো আওয়ামী লীগার হওয়ার চেস্টা করেন, শুধু মহিউ্দদিন নয়, বিএনপি'র নোমানও আপনাকে শিষ্য বানাতে চাইবে, না পারলে কৌশলে দুরে সরায়ে দেবে, এবং তা ভয়ংকর কিছু ঘটনার মধ্য দিয়ে ঘটতে পারে।

পার্টিগত রাজনীতিতে এলাকার নেতার নীতি অনুসরণ করে রাজনীতিতে যোগদান করতে হয়; নারায়নগন্জে হলে শামীম ওসমান বা ঐ ধরণের কারো নীতি অনুসরণ করতে হবে; চট্টগ্রাম শহরে হলে আপনাকে মেয়র মহিউদ্দিন বা নোমানদের বলয়ে বেড়ে উঠতে হবে, আর ফেনীতে হলে জয়নাল হাজারী বা উনার কোন শিষ্যের শিষ্য হতে হবে; একবার আপনি যখন এসব বলয়ে পড়বেন, আপনি রাজনীতির বাহিরে, আপনি আসলে ষড়সন্ত্রের অংশে পরিণত হলেন।

শেখ হাসিনা কারো ভাবনা, কারো সাজেশন কোন কিছুই গ্রহন করেন না; তিনি যেটা বলেন, সেটা করলে আপনি আওয়ামী লীগার, না হয় আপনি নিস্ক্রিয়; শেখ হাসিনার ধারণা, উনার ভাবনা, উনার পদক্ষেপই আওয়ামী লীগের রাজনীতি।

খালেদা জিয়ার একটা গুণ আছে, উনি কথা শুনেন, কিন্তু প্রতি ব্যাপারে যেসব পদক্ষেপ নেয়, তা উনার নিজের; নিজে উনি কিভাবে এগুলো করেন? মনে হয়, পেছনের কিছু লোক উনাকে বলে দেয়; উনার শোনার অভ্যেসটা পশ্চিমের রাজনীতি থেকে আসেনি, উনাকে শিখানো হয়েছে যে, উনাকে শুনতে হবে, বলতে গেলে উনার ভুলগুলো ধরা পড়ে যাবে, তাই মুখ বন্ধ করে মাথা নাড়তে হবে। উনার পার্টি করা খুবই সহজ, আপনার মাথার মগজ সব সময় বিশ্রামে থাকতে পারবে; আপনি শুধু অনুসরণ করে যাবেন, কিছু বলার দরকার নেই, মগজ শীতল রেখে মাথার বাহিরের অংশ দোলালেই আপনি বিএনপি'র রাজনীতি করছেন।

শেখ সাহেবের ২ টি আদর্শ টিকে আছে, একটা হলো ধানমন্ডিতে উনার বাড়ীতে উনার ঐতিহাসিক ছবি, ওখানে ফুল দিয়ে আপনি রাজনীতিবিদ; উনার ছোট আদর্শ হচ্ছে টুংগি পাড়ায়, আপনি ওখানে যেতে পারলে(দলের সাথে) আপনার মাঝে আওয়ামী লীগের দিব্য আলোক প্রবেশ করবে।

জিায়র আদর্শ আরো হালকা, নেত্রীর জন্য ফুল কিনে দেখা করতে যাবেন; পরে অবশ্য পকেটে হাত দিতে হবে।

খালেদা জিয়ার পতন হলে, একটা শুন্যতার সৃস্টি হতো; তখন মানুষ রাজনীতি করার কথা ভাবতো; কারণ তখন তাদের সামনে একটা মাত্র দেয়াল থাকতো, এবং সেটা অতিক্রম করতে রাজনীতি শেখার দরকার হতো; এখন সেই আশায়ও গুড়ে বালি: আশরাফ, নাসিম, ইনুরা হইচই করে পড়ে-যাওয়া খালেদা জিয়াকে স্টেজে রেখে দিচ্ছে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আজাদ মোল্লা বলেছেন: রাজায় করে রাজনীতি , আমি হলাম পুজা ।
কোন ফুলে , কোন পুজা আমি কি আর জানি ।
দেবতারা সব ছুটি নিবে আমি হবো রাজা ।

চালিয়ে যান সহমত ।

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের মানুষের জন্য সঠিক রাজনীতি ও অর্থনীতি দরকার; সম্পদহীন দেশে বিরাট অশিক্ষিত জনসংখ্যা সমস্যা হয়েই রয়ে গেলো।

২| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আজাদ মোল্লা বলেছেন: জনসংখ্যার কথা বলে মনটা খারাপ করে দিলেন ।
মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ যদি লাগে আসল কাজে , মারামারি ধরা ধরিতে হয়না কারও ভালো ।
যদি হয়ও মানুষ তুমি করবে সবার উপকার ।

অর্থনীতি হা হা
হাসির কথা ভাই ।
ছোট একটি কথা শুনবেন দিয়ে মন ,
প্রতি দিন চায়ের দোকানে থাকে বসে কতো জন ।
অলস হয়ে যায় না হয়া ধ্বনি ।
পরিশ্রম মানুষ কে এনে দেয় সবচাইতে বড় আসন ।

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:

জাপানের জনসংখ্যা দশের জন্য সুসংবাদ, আমরা সেখানে যেতে পারতাম; একাবর মিস করেছি; আবার চেস্টা করতে হবে।

প্রত্যেককে নিজের অবস্হান থেকে সরকারের অর্থনীতির সাথে জড়িত হওয়ার পথ বের করতে হবে; এখনওখানে পাইপ লাগায়ে বসে আছে কর্ণেল ফারুক, সালমান রহমান, ওরিয়ন, ফালু মালুরা ।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: এই অবস্থায় রাজনীতি করা শুধু রাজনীতিবিদদের সন্তানদেরই মানায়।
এখন বাঙালিকে শিক্ষিত হতে হবে। যে যাই বলুক, শিক্ষিত জনতাই আমূল পরিবর্তন কিংবা বিপ্লব ঘটাতে পারে

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:

হ্যাঁ, এখন আশরাফ, জয়, নাসিম, কোকোদের রাজনীতির সময়।

মানুষের জন্য কোন প্রকারে টিকে থাকাই দায়।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮

মো: আশিকুজ্জামান বলেছেন: রাজনীতির খেলা বোঝা বড়ই মুসকিল।

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:

এটা তো শিক্ষার অংশ; যদি অংক, সায়েন্স, টেকনোলোজী, লজিক, অর্থনীতি, ফিলোসফি , সোসাল সায়েন্স বুঝা যায়, রাজনীতিও বুঝা সম্ভম।

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: এই দুই বেটি মরলেই বুঝা যাবে জনগন কি চায়। দুই দল ভাইঙ্গা পরতে বাধ্য। এই দুই দল পরিবারের নাম নিয়াই টিকে আছে। তারেক কিংবা জয়ের কথা কেউ শুনবেনা, যেইভাবে এই দুইজনের প্রতি বিশাল একটা অংশ মায়া পোষন করে।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:

বাংগালীরা নিজের ও মানুষের অধিকার প্রতিস্ঠার জন্য রাজনীতি করে না, অন্যদের হেয় প্রতিপন্ন করার জন্য ও ক্ষমতা দখলের মাধ্যমে সম্পদ দখলের জন্য রাজনীতি করে; ভোটারেরা মোটামুটি ভিন্নমটের লোকদের হেয় করার জন্য, নিজের ক্ষতি করে ভোট দেয়।

খালেদা জিয়া বা শেখ হাসিনা যেকোন একজনের অপসারণ হলে রাজনীতিতে মোড় নেবে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এলাকায় এক লোকের জমজ মেয়ে ।
নাম রেখেছে হাসিনা ,খালেদা । রমজানে মিলাদ পড়িয়ে ওই লোক মেয়েদের নাম পালটিয়েছে ।
জিজ্ঞাস করলাম ঘটনা কি ?
জানালেন - দেশের মানুষ সারাদিন হাসিনা খালেদারে গালি দেয় , তার আসর পড়ে মেয়েদের উপর ।তাই সারা বছর মেয়েদের অসুখ লেগে থাকে ।
:P

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


২ জনেরই ৫/৬ কোটী করে অন্ধ সমর্থক আছে, যারা নিজ পায়ে কুড়াল মারে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

তৌফিক মাসুদ বলেছেন: আমাদের দেশের মানুষের আসনপ্রীতি, ক্ষমতাপ্রীতি মারাত্মক রকমের বেশি। আমাদের ইউনিয়ন এর চেয়ারম্যানের বয়স ৮০+. তারপরেও সে চেয়ার ছাড়তে নাড়াজ। এরশাদ সাহেব, সেই একই অবস্থা। আর আপনি বাকিটা বলেছেন।

এভাবে চলতে থাকলে সোহেল তাজ, মাহী বি চৌধুরীর মত উঠতি নেতাদের বিশ বছর পরে আধামরা পাওয়া যাবে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:

বষরুদ্দোজা চৌ প্রেসিডেন্ট হয়েছিলেন, এরশাদ প্রে হয়েছিলেন, মওদুদ প্রাইম হয়েছিলে; উনারা অবসরে যেতে ভুলে গেছে; পিটায়ে পাঠানোর দরকার হবে।

সোহেল তাজ বেকুব টাইপের, মাহী বি চৌধুরীর ষড়যন্ত্রকারী; মাহী তারেকের গুরু ছিল।

৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: দুই বেডিরে আল্লাহ সুমতি দান করুন।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:

উনাদের ২ জন থেকে খারাপ হচ্ছে, যারা খালেদা জিয়াকে ব্যবহার করছে, আর যারা শেখ হাসিনাকে হুজুর হুজুর করছে।

৯| ০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: "বাংলাদেশের মানুষের জন্য সঠিক রাজনীতি ও অর্থনীতি দরকার; সম্পদহীন দেশে বিরাট অশিক্ষিত জনসংখ্যা সমস্যা হয়েই রয়ে গেলো" - এবং ভবিষ্যতেও মনে হচ্ছে থাকবে।

আমরা কবে পাবলিক থেকে মানুষ হব?

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:

শীঘ্রই একটা মোড় নেবে।
মনে হচ্ছে, খালেদা জিয়া অপসারিত হবে; তারপরই মানুষের মাঝে নিজকে নিয়ে ভাবার সুযোগ আসবে; এখন মানুষ হাসিনা ও খালেদার জন্য ভলনটিয়ার হয়ে জীবন কাটাচ্ছে।

আপনি কেমন আছেন?

১০| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কথায় দেশের ভবিষ্যতের আশা খুজে পাচ্ছি।

এখন কেমন আছি আসলে বুঝতে পারছি না। পরশু রাতে দেশে ফিরেছি। অনুভূতিগুলো সব ভীষণ রকমের ভোঁতা হয়ে আছে। গত রাত থেকে ব্লগে লেখালিখি শুরু করলাম।
আর কিছু জানি না ভাই।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:

আপনাকে যে কি বলবো তা জানা নেই; তাই সাধারণভাবেই বলি, ভালো থাকুন; আমরা ক্রমেই আপনার পাশে দাঁড়াবো।

১১| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২২

প্লাবন২০০৩ বলেছেন: দুঃখিত ভাই, ভুল বলেছি, পরশু দিন না, তার আগের দিন ফিরেছি, মানে ৩ তারিখে।
আপনারা পাশে আছেন, আমি অনুভব করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:

আপনি আপনার জীবন গড়ার চেস্টা করেন, আমরা আপনাকে সাপোর্ট করবো।

১২| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.