|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কোন দেশের  প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে কোন ভদ্র নাগরিক কটুক্তি করার কথা নয়;  কিন্তু আমাদের দেশে বিরোধীদলের সবাই ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারকে কম বেশী কটুক্তি করে; এর প্রধান কারণ, ক্ষমতাসীনরা বিরোধীদের সাথে সম্পর্ক উন্নয়নের কোন চেস্টাই করে না। আসলে নিজদলের ও নিজের ভোট ব্যাংকের লোকেরাও কটুক্তি করে শেষ অবধি।
জাতিকে ষড়যন্ত্র করে শি্ক্ষা  থেকে বন্চিত করে সরকার ও ব্যুরোক্রেটরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে;  কম শিক্ষিত নাগরিক কটুক্তি করতে কখনো দ্বিধা করার কথা নয়, সামান্য ব্যালেন্স।
যাক, জাহাংগীর নগরের কোন এক শিক্ষকের নাকি ৩ বছর জেল হয়ে গেছে, শেখ হাসিনাকে কটুক্তি করায়; কটুক্তি তো কটুক্তি, উহা রাস্ট্রদ্রোহিতা হবে কেন?  সংবাদে দেখলাম, উনার  বিরু্দ্ধে রাস্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল।
শিক্ষককে শিক্ষকের মতো হতে হবে, সবাই কটুক্তি করলেও শিক্ষককের জন্য এ ধরণের কাজ করা সাজে না।
যাক, ভাগ্য ভালো যে, কেহ ঠিক মতো মামলা করছে না, কটুক্তির জন্য হয়তো ৬/৭ কোটী মামলা করার দরকার হতো।  
যেহেতু শিক্ষকটার  বুদ্ধিমত্তাটা একটু নীচু লেভেলের, উনাকে হুশিয়ারী দিয়ে ছেড়ে দেয়ার দরকার ছিল; হাজার হলেও শিক্ষক।  এ মামলায়  অবশ্য শেখ হাসিনার জন্য একটি বড় ধরণের সুযোগের সৃস্টি হয়েছে; উনি বিবাদী হিসেবে, কোর্টকে অনুরোধ করতে পারেন, শাস্তি মওকুফ করার জন্য; মানুষ মহানুভবতা অনুভব করবেন, কটুক্তি কমবে।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
চাঁদগাজী বলেছেন: 
আমি হয়তো অল্পের জন্য বেঁচে গেছি; এখনো সিউর না।
২|  ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:৪৯
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:৪৯
যোগী বলেছেন: 
আমিও আশা করছি শেখ হাসিনা তার শাস্তি মওকুফের জন্য কোর্টে আবেদন করবেন। তবে আর একটা কথা সেই শিক্ষক কিন্তু মামলাটা আইন গত ভাবে মোকাবেলা করেনি। আইন গত ভাবে মোকাবেলা করলে হয়ত তাকে হুশিয়ারী দিয়ে ছেড়ে দিত কোর্ট।
  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
চাঁদগাজী বলেছেন: 
গাছ বড় হলে বাতাস লাগে বেশী; মানুষ ফলও  চায় বেশী।
৩|  ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১০:৩০
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১০:৩০
মাঘের নীল আকাশ বলেছেন: এ মামলায় অবশ্য শেখ হাসিনার জন্য একটি বড় ধরণের সুযোগের সৃস্টি হয়েছে; উনি বিবাদী হিসেবে, কোর্টকে অনুরোধ করতে পারেন, শাস্তি মওকুফ করার জন্য; মানুষ মহানুভবতা অনুভব করবেন, কটুক্তি কমবে। ...ভালই বলেছেন দাদা!  
  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা ব্লগিং করলে, অনেক কইছু শিখতে পারতো; হয়তো ইতিহাসে সেরা বাংগালী মহিলা হিসেবে থাকতে পারতো, ব্লগিং না করে সব মিস করলো।
৪|  ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৮
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৮
মামু১৩ বলেছেন: ফেসবুকে কেউ কটুক্তি করলে তাকে খুঁজে ধরে শাস্তি দেওয়া যায়, ভাল কথা। ফেসবুকে কেউ হত্যার হুমকি দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না! হত্যার দায়িত্ব স্বীকার করলেও তাকে পাওয়া যায় না!
  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৮
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৮
চাঁদগাজী বলেছেন: 
যারা কটুক্তি করে, তারা মোটামুটি নন-প্রফেশানেল;  হত্যা ও হুমকির সাথে জড়িতরা বেশ বড় ধরণের কইছুর সাথে জড়িত।
৫|  ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১১:০৬
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১১:০৬
গোধুলী রঙ বলেছেন: বঙ্গবন্ধু পরিবারের জন্য একটা সুরক্ষা আইন সংসদে উঠেছিলো একদা, তবে সেটা আইন হিসেবে পাস হয়েছিলো কিনা জানা নাই। 
তবে মহানুভব মানুষ হিসেবেও মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইমেজ বিদ্যমান বঙ্গসমাজে। সেটাকে আরেকটু বাড়িয়ে নেবার একটা উপায় হতে পারে ঐ নীচু লেভেলের বুদ্ধিমত্তার শিক্ষককে মাফ করে দিয়ে আদালতে আবেদন করা শাস্তি মউকুফের জন্য।
  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৯
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৯
চাঁদগাজী বলেছেন: 
মশা মাছিকে শাস্তি দেয়া ঠিক না; খেয়েদেয়ে বেঁচে থাকুক।
৬|  ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৮
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৮
প্রামানিক বলেছেন: 
  ১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪০
১৩ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪০
চাঁদগাজী বলেছেন: 
আপনি কি বলেছেন আমি বুঝিনি;  তবে, রাস্ট্রদ্রোহ ছেলেখেলা নয়।
৭|  ১৪ ই আগস্ট, ২০১৫  রাত ১২:২৭
১৪ ই আগস্ট, ২০১৫  রাত ১২:২৭
মাসূদ রানা বলেছেন: কাদের সিদ্দিকীর মত জল্লাদও নাকি ৬ মাস কারাভোগ করেছে জাতির জনকের কন্যা জাতির মাতার জাতির ছেলে জয়কে নিয়ে কটুক্তি করায় । সেইখানে লোকজন কিভাবে জাতির জনকের নাতি জাতির নাতির মাতা জাতির মাতা শেখ হাসিনাকে নিয়া কটুক্তি করে তা আমার বুঝে আসে না    
 
জয় বাংলা ।
  ১৪ ই আগস্ট, ২০১৫  রাত ১:৫০
১৪ ই আগস্ট, ২০১৫  রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন: 
কটুক্তি কোটী  লোকে করছে, যেটা ধরা পড়ে তার অবস্হা খারাপ
৮|  ১৪ ই আগস্ট, ২০১৫  রাত ২:২৫
১৪ ই আগস্ট, ২০১৫  রাত ২:২৫
আর জে নিশা বলেছেন: শেখ হাসিনা'কে নিয়ে কেউ কুটুক্তি করলে কি হবে জানি না, তবে একটি দেশের প্রধানমন্ত্রী নিয়ে কুটুক্তি সেই দেশে দাড়িয়ে ! অবস্যই রাষ্ট্রদ্রোহ এবং আইনে তার বিচার হবে, কাঠগড়ায় তাকে দাড়াতে হবেই । এখানে কোনো দ্বিমত নেই।
  ১৪ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৩৭
১৪ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৩৭
চাঁদগাজী বলেছেন: 
সন্মান নিজকে রাখতে হয়; তবে, বাংগালীদের কালচার ভালো নয়।
৯|  ১৪ ই আগস্ট, ২০১৫  রাত ২:২৭
১৪ ই আগস্ট, ২০১৫  রাত ২:২৭
আর জে নিশা বলেছেন: শেখ হাসিনা ব্লগিং করলে, অনেক কইছু শিখতে পারতো; হয়তো ইতিহাসে সেরা বাংগালী মহিলা হিসেবে থাকতে পারতো, ব্লগিং না করে সব মিস করলো। - শেখ হাসিনা অবস্যই ইতিহাসে সেরা বাঙ্গালীর স্থানে আছেন, আজ আমরা না বলি ২০ বছর ৫০ বছর পর হলেও তা প্রমান হবে ইতিহাসে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।
  ১৪ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৩৬
১৪ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ইতিহাসে অনেকেই অনেক কারণে থাকে; হাসিনা থাকবেন বিএনপি ও জামাতকে থামানোর জন্য; এর থেকে  বেশী কিছু নয়।
১০|  ১৪ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:২২
১৪ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:২২
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কথার মধ্যে যুক্তি আছে।একমত
  ১৪ ই আগস্ট, ২০১৫  বিকাল ৪:৪৪
১৪ ই আগস্ট, ২০১৫  বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন: 
সময়ের দিক থেকে, শেখ হাসিনা ইতিহাসেের মহিলা শাসকদের সামনের সারিতে, তবে মানুষ ভুলে যাবে সহসা
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:২৬
১৩ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:২৬
ভিটামিন সি বলেছেন: আপানার কথায় একমত দাদা। আইসিটি আইনটাই করা হয়েছে অনলাইনে মানুষের মুখ বন্ধ রাখার জন্য। এই মামলার মাধ্যমে প্রমাণিত হইলো, "খুন, ধর্ষন, ইভটিজিং করলে শাস্তি না হলেও সামান্য একটু কথা / গালি দিলেই তিন বছরের জেল হবে"। তাই সাবধানে গালি দিতে হইব। কেউ যেন না শুনে, না েদেখে।