নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার অপর নাম \'আন্দোলন\' জিয়া

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

শেখ হাসিনা জীবনে সবচেয়ে যে শব্দটি সবচেয়ে বেশী উচ্ছারণ করেছেন, সেটি হবে হয়তো "খালেদা জিয়া"; শান্তি নেই; শেখ হাসিনার অখন্ড রাজত্বে উড়ন্ত ডাচম্যান। সম্প্রতি খালেদা জিয়া যে শব্দটি তসবিহ গণনার মত উচ্চারন করে চলেছেন, সেটি হলো, "নিরপেক্ষ একটা নির্বাচন"; মেলায় অবুঝ শিশুর মতো একটা খেলনা ফেলনা জাতীয় আবদার। জাতির সব চাওয়া পাওয়া এর মাঝখানে ঝুলে আছে।

খালেদা জিয়া আন্দোলনের দিক থেকে শেখ সাহেব, ও মওলানা ভাসানীকে অনেক পেছেন রেখে ৯১ দিনের এক রেকর্ড গড়েছেন। মওলানা ভাসানী একদিনের অবস্হান ধর্মঘট করে শেখ মুজিবকে ফাঁসী থেকে বাঁচিয়ে দিয়েছেন; শেখ সাহেব ২১ দিনের অসহযোগ শুরু করে স্বাধীনতা যুদ্ধ ডেকে এনেছিলেন; খালেদা জিয়া ৯১ দিন আন্দোলন করে, ১৫০ জন নিরীহ মানুষের জীবনাবসান ঘটায়েছেন, ২০০জনকে আজীবনের জন্য পংগু করেছেন, ৫০ বিলিয়ন ডলারের জাতীয় আয় ছাইতে পরিণত করেছেন, নিজের ছেলেকে অফিস থেকে করবস্হানে পাঠায়েছেন; মনে হয়, কোকোর মৃত্যু আন্দোলনের ভয়ের সাথে যুক্ত ছিল।

গতকাল আবার শরিকদের সাথে বসেছেন নতুনভাবে আন্দোলন করার জন্য; উনার মিটিং এ যারা উপস্হিত ছিলেন, সবাই কোন না কোনভাবে অপরাধের সাথে যুক্ত, এরা বা এদের পরিবার বাংলাদেশ চায়নি, কেহ কেহ বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; কোন না কোন কারনে ইতিহাসের খল নায়ক; ওদের দ্বারা আন্ডা ভাংগা হবে না; সর্বাধিক গৃহযুদ্ধ হতে পারে।

উনি আর ক্ষমতায় যেতে পারবেন না; এটাকে মনে রেখে আন্দোলন ইত্যাদি প্ল্যান করার দরকার উনার; ভোট হবে, তবে ক্ষমতায় উনার কোয়ালিশন যেতে পারবেন না, উনার জন্য বিরোধীদলে বসার ছক তৈরি করা আছে; এখন ওটাই চাইছেন, মনে হয়।

উনি যদি সিরিয়াস হন, উনি যদি চান যে, উনি না থাকলে শেখ হাসিনাও যেন ক্ষমতায় না থাকে, তা'হলে উনাকে রাজনীতি থেকে অবসর নিতে হবে; উনি না থাকলে মানুষ শেখ হাসিনাকে থাকতে দেবে না ক্ষমতায়।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

আর জে নিশা বলেছেন: আন্দোলনের কথা বলতে গেলে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা প্যারাসেটামল আর প্যারাপাইরল নামক ভুত ফাও হিসেবে জনগণ জিম্মি ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:

নাগরিক হত্যা আন্দোলন নয়, এতদিনে ফাঁসী হয়ে যাওয়ার কথা ছিল।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: খালেদা জিয়া এখন আর আন্দোল জমাতে পারে না। আন্দোলনে নামলেই পুলিশের পিটন খেয়ে সব নাস্তানাবুদ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



কমপক্ষে ৫/৬টি তরুণী মেয়ে বোমার আগুনে পংগু হয়ে গেছে; ওদের বিয়ে হবে না এ জীবনে; আমি পুলিশ হলে, ঐ মেয়েগুলোর পক্ষ হয়ে, অনেকের হাড় গুড়ো করে দিতাম।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭

আর জে নিশা বলেছেন: সেইসময়ের এই কাজগুলো আওয়ামিলিগের, আর এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:

ষড়যন্ত্র যখন রাজনীতির "তত্ব" তখন সবই ঘটতে পারে; যদি আওয়ামী লীগ েগুলো ঘটাচ্ছে, উনারা ৯১ দিন কেন সময় দিলো, কেন সময় নিলো?

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

কাজী সোহেল রানা বলেছেন: আপনার পেস্ট থেকে আমি আসলে কিছুই শিখতে পারলাম না। আপনি কি যে বোঝাতে চেয়েছেন এটা আপনি নিজে বুঝেছেন কিনা আমার সন্দেহ!

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি যে এই পৃথিবীটে আছেন, আমকি জানতাম না; আপনার জন্য লিখব কোন একদিন। আপাতত এই পোস্ট টা আপনার টিউটরের কাছে নিয়ে যান।

আমি নিজে বুঝি কিছু বুঝেছি কিনা? - হ্যাঁ বুঝেছি।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১১

কাজী সোহেল রানা বলেছেন: আপাতত টিউটর লাগবে না। তবে একটি বিষয় ঠিকই বুঝেছি আপনি আওয়ামিলীগের চামচামি ভালোভাবেই শুরু করেছেন। আর একটা কথা, আপনারই বরং বাক্য গঠণ জানার জন্য টিউটরের কাছে যাওয়া দরকার।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনিই আমার টিউটর; আপনার লেখা পড়ে শিখছি।

হ্যাঁ আও্য়ামী লীগের চামচা আমি, বেতন ওখান থেকে আসে। তাইটা লুজ করে দেন, মগজে একটু রক্ত যাক।

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: দুইজনও একই রকম মাল। হাসিনাও দুই দফায় আন্দোলনে কম কর্মসুচী দেননাই। পিচ্চিকালে সেই আগাতার হরতাল নাম উনার ক্ল্যানে প্প্রথন শুনি, কেয়ারটেকার গভঃমেন্টের জন্য পুরা দেশ নাচাইয়া ছাড়ছিলেন উনারা। এখন উনাদের ওই জিনিস উনারাই বাতিল করলেন। এইগুলাও প্রহসন। আরো হাস্যকর কিছু উক্তিও দেশের মানুষ উলবেনা। আমরা বিরোধীদলে গেলে হরতাল করবোনা। কিন্তু গিয়া আরো দ্বিগুন পরিমানে দিছিলেন।

আগে দলের কর্মীদের হরতাল করাইতে টাকা দেয়া লাওতোনা, নিজেরাই করতো। এখন টাকা ছাড়া কাকও কাকা করেনা মনে হয়। তাই বিএনপি পিকেটার সংকটে ভুগে। তাই ভীতির পথে গিয়া বাইর হইলো পেট্রল বোম। নিশ্চিত থাকেন, এরপর আওয়ামীরা বিরধীদল হইলেও এই জিনিস বন্ধ হবেনা, ওরাই একই পদ্ধতি ধরবে। এখন যেমন বিএনপি বলে আমরা কিছু জানিনা, তখন ওরা মাইরা অরাও তাই বলবে। এই দেশে একটা কিছু শুরু হইলে শেষ হয়না।

নির্বাচন কমিশন কোনভাবেই এইদেশে প্রুভাবমুক্ত কুরা সম্ভব না। কিন্তু কেয়ারটেকার গভঃ একটা সাম্যিক সমাধান ছিলো, কিন্তু সত্যিকার সমাধান কি জানা নাই। মন্ত্রীসভা বিলুপ্ত কইরা রাস্ট্রপতির অধীনে সর্বদলীয় সরকার অরলেও হইতো। কিন্তু বিএনপি সংসদে না থাকায় সেইটাও সাংবিধানিকে সম্ভব না। আপাতত ৩ বছর থাকুক হাসিনা। দেখি এরপর কি হয়। নির্বাচনের সময়টা দেখতে ভালোই লাগে।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


যেখানে 'ষড়যন্ত্র'ই রাজনৈতিক তত্ব, সেখানে বাকী কিছু নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ?

যেভাবেই ভোট হউক না কেন, চোর, ডাকাত, বেকুব, মাফিয়ারা এমপি হবে; শেখ হাসিনারা কমপক্ষে স্বাধীনতার পক্ষের লোক; খলােদা জিয়া স্বাধীনতা চাননি; উনি মনে করেছিলেন পাকীরা জয়ী হবে; বাসা ফেলে কেন্টনমেন্টে গিয়ে উঠেছিল।

৭| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

হোৎকা বলেছেন: এই ছদ্মবেশী ব্লগার বা ভালগারের বিষয়ে কাজী সোহেল রানা চমৎকারভাবে যা বলার বলে দিয়েছেন।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি কোন বেশভুষা পরিনি, ল্যাংটা হয়ে ব্লগিং করছি।

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: আপনি পুলিশ হলে এখন যা বলতেছেন তার কিছুই করতে পারবেন না, কারণ পরিবেশ পরিস্থিতি আপনাকে ঘুষখোর হতে বাধ্য করবে, তানা হলে আপনার চাকরীই থাকবে না। কাজেই বলা যা সহজ করাটা তত সহজ নয় বিশেষে করে এই দেশে। কারণ দেশটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


লজিক্যালী সঠিক।

দেশে ৪ লাখ নতুন পুলিশ দরকার; এখনার ৮০ হাজারকে দারওয়ানের কাজে লাগানো দরকার।

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

মুজিব আলম বলেছেন: আওয়ামী দালাল ও ভাঁড়

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:

অবশ্যই, আপনি তো আমার ছদ্মবেশটা খুলে নিলেন!
দেশের শতকরা ৪০ জনের আইকিউ পাগলের কাচাকাছি।

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১৭

মুজিব আলম বলেছেন: যাহারা পাগল তাহারা সবাইকে পাগলই ভাবে। একজন সুস্থ মানুয কখনই অপরকে পাগল ভাবেনা।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:

আপনাকে পাগল বলা হয় নাই।

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একজন খালেদা জিয়া আছে বলেই দেশটা এখনো স্বাধীন বাংলাদেশ।
সিকিমে একজন খালেদা জিয়া ছিলনা বলেই সিকিম আজ থেকেও নেই ।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের চিন্তাশক্তি খুবই ছোট

১২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

আজাদ মোল্লা বলেছেন: হাসিনা খালা ও খালেদা আন্টি ,
কার থেকে কে বেশি বলা মুসকিল হবে জানি ।
আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা অনেক খারাপ হয়ে গেছে , ওনার দেশকে নিজের মনে করে ।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:

২ জন বিশ্বে রেকর্ড করলো, ইংল্যান্ডের রাণী ব্যতিত কেহ এতদিন ক্ষমতায় ছিলো না।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কি হইল?উনি একটা পোস্ট দিলেন,ওমনি রাজনীতি এসে গেল!ছাগলের তিন নম্বর বাচ্চার মত হবেন না কেউ!

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.