নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাসার কাজের ছেলেমেয়েদের স্কুল পাশ অবধি পড়াতে হবে, বিল আসা দরকার

২১ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৫

বাসায় কাজ করার জন্য যদি ১৮ বছরের নীচের ছেলেমেয়েদের রাখা হয়, তাদেরক স্কুলে দিয়ে, বা টিউটরিং করে এসএসসি পরীক্ষা অবধি পড়াতে হবে; মানবিক কারণে এইটাকে আইনে পরিণত করতে হবে আজই। যদি কোন এমপি আমার পোস্টা পড়ে, পার্লামেন্টে বিল আনে, তিনি শেরে বাংলার মত জনপ্রিয় হতে পারবেন।

মন্ত্রী নাহিদের উচিত, ১৮ বছরের নীচে যেসব ছেলেমেয়ে বাসায় কাজ করছে, তাদের জন্য সপ্তাহে ১২ থেকে ১৬ ঘন্টার ক্লাশ ও ৫/৬ ঘন্টার টিউটরিং এর ব্যবস্হা করা; এতে ১ লাখ গ্রাজুয়েটের চাকুরী হবে; সব টাকা আসবে ইউনিসেফ ও ইউএন থেকে।

আপনারা সাতক্ষিরার ছোট মেয়ে বীথির অবস্হা দেখেছেন; এখন জাতিতে কমপক্ষে ২ লাখের বেশী বীথি আছে; এরা জীবনে কিছুই পাবে না; এদের বেশীর ভাগের পরিবার হবে না, অনেকে ঘর বাঁধতে পারবে না, আোনেক মা হওয়ার সুযোগ পাবে না। আমরা আমাদের চোখের সামনে এ ঘটনা ঘটতে দিতে পারি না।

আমি আশা করছি, শেখ হাসিনা বীথির দা্যিত্ব নেবেন, এটা একটা সহজ কাজ; সামান্য বুদ্ধি ও স্নেহের দরকার; টাকা ভুতে দিয়ে যাবে।

বাসার মালিকদের উচিত হবে, একটা সমিতি করে, এসব বাচ্ছাদের জন্য অবদান রাখা; যেহেতু সবার অবস্হা সমভাবে ভালো নয়, সমিতি মালিকদের এ ব্যাপারে সাহায্য করবে; সমিতি করলে তারা নাহিদের সাহায্য পাবে; বা সোজাসুজি ইউনিসেফের সাহায্য পেতে পারে।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

নতুন বলেছেন: বাসায় কাজের জন্য স্কুল পড়ুয়া কাউকে রাখা যাবেনা এটা আইন করতে হবে।

শিশু শ্রমে দেখলে তাদের বাবা মা কে জবাব দিতে হবে। যে শিশু শ্রমিক নিয়োগ দেবে তার বড় জরিমানা করতে হবে।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:

এটা সরকার ১৯৭২ সালেই করতে পারতো।

পিতা নেই, মা আয় করতে পারে না, থাকার যায়গা নেই, এ ধরণের শিশুদের 'বোর্ডিং সকুলে; নিয়ে পড়াতে পারে নাহিদ।

২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

এস কাজী বলেছেন: সুন্দর চিন্তা। বাট কারো চোখে পড়বেনা এটা

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:

কারো চোখে না পড়লে, আমাদের নিজকেই ব্যবস্হা নিতে হবে।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২

সুমন কর বলেছেন: এমন হলে, খুব ভালে হবে।

সহমত।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদিগকে এগুলো করতে হবে, লাখ লাখ ছোট মেয়ে ও ছেলেকে এভাবে জীবন হারাতে না হয় যেন।

৪| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

রহস্যময়ী তনয়া বলেছেন: কি লাভ? আমরা ফার্স্ট ক্লাস এডুকেশন নিয়ে (ইংরেজি মাধ্যম থেকে) পড়ে সরকারীতে তো পরীক্ষাই দিতে পারিনা, যাই ভালোমানের বেসরকারীতে ভর্তি হচ্ছি তাও ভ্যাটের চাপে ছেড়ে দিতে হবে মনে হয়। আমার ভাইয়েরা ভ্যাটবিহীন পড়ালেখা শেষ করেও কোনো ভালোমানের চাকরি পাচ্ছে না।
( কিছু মনে করবেন না। অবশ্যই ভালো একটি উদ্যোগের কথাই আপনি বলেছেন। কিন্তু, গত কয়েকদিন থেকেই, মানে সেমিস্টারের রেজাল্টের পর থেকেই, খুব ফ্রাস্টেশনে আছি। কিছুই ঠিক মনে হচ্ছে না। :( )

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:

এগুলোর সমাধান আছে, বের করবো আমরা।

দেশে এখন সম্পদ আছে প্রতিটি গ্রাজুয়েটকে চাকুরী দেয়ার মতো; মুহিত ও ড: আতিয়ার দক্ষ নয়, তাই তারা কিছুই দেখতে পাচ্ছে না।

থিক মতো পড়ালেখা করুন, আমরা সব সমস্যার সমাধান বের করবো।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা করতে গেলে আগে শিশু শ্রম লিগ্যালাইজ করতে হবে।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


যেখানে অর্থনীতিই আইন, সেখানে সেভাবেই এগুতে হবে হয়তো সাময়িকভাবে।

পিতৃহীন শিশুদের শিক্ষারভার সরকারের।

৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

মিতক্ষরা বলেছেন: কাজের ছেলে মেয়েদের স্কুলে যাবার পক্ষপাতী।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:

শিশুের মা-বাবার অক্ষমতার কারণে তাদের জীবনটা এভাবে হারাতে পারে না

৭| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

যুদ্ধমন্ত্রী বলেছেন: একই সাথে যারা বাসয় ছোট বাচ্চাদের কাজে নিয়োগ দেয় তাদের জন্য একটি ইশকুল (অবশ্যই দিবা শাখা) খুলন দরকার /:)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:

এটা নাহিদের দায়িত্ব; উনি কেন এসব দরকারী কাজগুলো করছেন না, বুঝা মুশকিল।

নাহিদ বোধ হয় ব্লগিং করে না; বলগিং না করলে মানুষ পেছনে পড়ে থাকবে।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টের চেয়ে শেষ কমেন্টটা আরো ভাল হয়েছে....!!!

"এটা নাহিদের দায়িত্ব; উনি কেন এসব
দরকারী কাজগুলো করছেন না, বুঝা মুশকিল।
নাহিদ বোধ হয় ব্লগিং করে না; ব্লগিং না
করলে মানুষ পেছনে পড়ে থাকবে।"

সত্যি বলতে ব্লগিং করতেও তো একটু ব্রেনের দরকার হয়, সেটাওযে নাহিদ সাহেবের মধ্যে আছে তারইবা গ্যারান্টি কি......??

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:

ব্লগে সবচেয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা হয়; লেখকেরা সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন; ব্লগের মতো তথ্যকেন্দ্র আর নেই।

৯| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টের চেয়ে শেষ কমেন্টটা আরো ভাল হয়েছে....!!!

"এটা নাহিদের দায়িত্ব; উনি কেন এসব
দরকারী কাজগুলো করছেন না, বুঝা মুশকিল।
নাহিদ বোধ হয় ব্লগিং করে না; ব্লগিং না
করলে মানুষ পেছনে পড়ে থাকবে।"

সত্যি বলতে ব্লগিং করতেও তো একটু ব্রেনের দরকার হয়, সেটাওযে নাহিদ সাহেবের মধ্যে আছে তারইবা গ্যারান্টি কি......??

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:

নাহিদ সাহেবকে ব্লগে আসতে বলতে হবে; ব্রেন কম হলেও, অন্যদের থেকে শেখা সম্ভব।

১০| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

জেন রসি বলেছেন: সবকিছুই আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


তা অবশ্যই; আমাদের বর্তমান অবস্হায়, সব শিক্ষা ফ্রি করে দেয়া সম্ভব; সব দরিদ্র শিশুকে সরকারী খরচে বার্ডিং স্কুলে রেখে পড়ানো সম্ভব।

১১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশে শিশু শ্রমই বৈধ নয় । যদিও তা মানা হয়না ।
গৃহ কর্মে যুক্ত হওয়ার মত অর্থনৈতিক অবস্থায় সে সব শিশু রয়েছে , সরকারের উচিত এদের শিক্ষার ভার নেয়া ।
সেই আর্থিক সক্ষমতা বাংলাদেশের রয়েছে ।
সমস্যা হল ''আর্থিক সক্ষমতা''টা যদি ভাল কাজে ব্যয় হয় , চুরি চোট্টামির ভাগে যে কম পড়ে যায় !

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আসলে, শিক্ষা থেকে বেশী চুরি করা সম্ভব সরকারের পক্ষে।

সরকারের লোকেরা শিক্ষা নিয়ে ভাবে না; ওরা শিক্ষিত জনশক্তিকে ভয় পায়।

১২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ঝামেলার ব্যাপার আরো অনেক আছে। দেখা যাবে পড়ার জন্য যে সময় ব্যায় করছে তার জন্য পারিশ্রমিক দিচ্ছে কম। এমনিতেই তো পেটে ভাতেই কাজ করায় সবাই। দেশের অর্থনৈতিক উন্নতি হলে এমনিতেই মানুষ কাজের ছেলে মেয়ে পাবেনা। সেইদিকেই পরিকল্পনা হওতা উচিত। আপাতত এদের এভাবেই বেচে থাকতে হবে। কারন আমি আপনি কিংবা কেউ ওদের ফ্রি খাওয়াবেননা। প্রিন্স মুসার কাছে গেলেও হয়তো টাকা বের করার কস্টের কারনে বলবে মাফ কর।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:

প্রি মুসার টাকা হলো অস্ড়্র ব্যবসার টাকা, ওগুলো যেভাবে এসেছে, সেইভাবে চলে যাবে; দান করলে নাম থাকতো।

সমস্যা সামনে এলে, সমাধান করতে হয়; সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান সমসয়ার সমাধান না করাতে তলায়ে গেছে।
মুসা মাসা লাগবে না, আমরাই সমস্যার সমাধান করবো শীঘ্রই।

১৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: সহমত

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:

এ যুগে এ রকম ক্রীতদাসের জীবন চালু থাকতে পারে না; আমাদিগকে মানুষ হিসেবে বাঁচতে হবে।

১৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩১

আজাদ মোল্লা বলেছেন: জনাব ,
অনেক সুন্দর দাবি , সবাইকে একসাথে কাজ করতে হবে ।
কমলমতি শিশু দের , কাজ নয় শিক্ষা দরকার ।

ধন্যবাদ জনাব ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আসলে নাহিদ, মাহিদ কেহ লাগবে না, আমরা নিজেরাই আমাদের শিশুদের শিক্ষা দিতে পারবো; শুরু করবো সবাই মিলে শীঘ্রই।

১৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩

আয়রোন বাবা বলেছেন: আইডি টা ভাল কিন্তু কেজ হবে না

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:

হয়তো আমাদের নিজকেই কাজ করে, আমাদের শিশুদের জন্য সুন্দর জীবন গড়তে হবে; আমাদের আইডিয়া নিয়ে কে কজা করবে?

১৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: যেখানে আমাদেরই মূল্য নিয়ে টানাটানি সেখানে কাজের....।। না ভাই আমাদের সমাজটাকে আরো অনেকটা পথ চলে হবে।।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:

সময় হয়েছে, আমাদের নিজদিগকেই সবকিছু করতে হবে; সরকার মরকার, হাউকাউ পেছনে পড়ে থাক, জীবন একবারই

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৫

মাসূদ রানা বলেছেন: সময় হয়েছে, আমাদের নিজদিগকেই সবকিছু করতে হবে; সরকার মরকার, হাউকাউ পেছনে পড়ে থাক, জীবন একবারই

@চাঁদগাজী ভায়া, সময় যখন হয়েই গেছে, তখন আর আম্লীগের অশিক্ষিত অর্ধশিক্ষিতদের কাছে আবেদন নিবেদন না করে নিজেই নেমে পড়েন ভাইসাহেব ..... আমরা আছি আপনার পিছনে :)

২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:

এটাই সঠিক হবে; যথাসম্ভব, জানুয়ারী থেকে আমরা দেশবাসীকে নিয়ে কাজে লেগে যাবো।

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০৩

আমি মিন্টু বলেছেন: আপনার পোস্টের সাথের শুধু আমি কেন সয়ং সরকারও হান্ডেড পারসেন সহমত দিবে গাজী ভাই । মাগার ওই যে লিটন ভাইয়ের
মন্তব্যের উত্তরে যে প্রতি উত্তর দিছেন আসলে, শিক্ষা থেকে বেশী চুরি করা সম্ভব সরকারের পক্ষে।

সরকারের লোকেরা শিক্ষা নিয়ে ভাবে না; ওরা শিক্ষিত জনশক্তিকে ভয় পায়।
এটাই সত্য কথা ।
ঘটনা হল গাজী ভাই যখন পুরো জাতি শিক্ষিত হয়ে ওঠবে তখন সমাজ ব্যবস্থা আরো ভালো হবে । এবং সরকারি লোকদের
চুরি করা চলবে না । পদে পদে তাদেরকে শিক্ষিত সমাজের কাছে প্রতিটি কাজের হিসাব দিতে হবে । আর তাই সরকারের আশে পাশে থাকা মন্ত্রীরা কখনই চান না জনগণ শিক্ষিত হোক । সুতারাং আমার মনে হয় গাজী ভাই এটা আমাদের নিজেদের শিক্ষিত সমাজ
গড়ার সার্থে নিজেদেরই উদ্ধেগ্যে নেওয়া উচিত ।

২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


ঠিক বলেছেন, কাজটা আমাদেরকেই করতে হবে।

১৯| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

অর্বাচীন পথিক বলেছেন: ব্যাপার টা এতটা সহজ না আমার কাছে মনে হয়। মেরে ধরে কি আর পড়ানো যাই ? আমার এক আত্মীয় তার বাসার কাজের মেয়েকে পাশের স্কুলে ভর্তি করে দিয়েছিল। ফলাফল...
মাস খানিক ক্লাস করার পর বাসা থেকে পালালো। যাও ১ দিন পর পাওয়া গেল। পরে তাকে আবার গ্রামে পাঠিয়ে দেয়।

কিছু দিন পর আবার ও সেই আত্মীয়র বাসায় আসতে চাই সেই পিচ্চি তবে শর্ত হল সে স্কুলে পড়বে না শুধু কাজ করবে আর টিভি দেখবে ।

বেশির ভাগ ক্ষেত্রে এই চিত্র পাওয়া যাই।

আপনি আমার সাথে এক মত না ও হতে পারেন ।

তবে সত্যি আপনার চিন্তা যদি বাস্তবায়ন করা যায় তবে খুব ভাল হবে ।

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:

এগুলোও ঘটবে।

অনেক বাচ্ছা আমাদের স্কুলকে ভয় পায়; কারণ, আমাদের স্কুলে যারা শিক্ষক হন, বেশীর ভাগই ঘুষ দিয়ে চাকুরী নেন; সমস্যা বহুমুখী।

২০| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:

শিশুদের শ্রমের বিনিময়ে, জীবন গড়ার সুযোগ দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.